Junior Bigyani Kanya Medha Britti (JBKMB) 2024
একাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য এক গুরুত্বপূর্ণ স্কলারশিপ জুনিয়ার বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি (Junior Bigyani Kanya Medha Britti)। এটি জগদিশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ (Jagadis Bose National Science Talent Search) কতৃক আয়োজিত এক বৃত্তি পরীক্ষা। যে সমস্ত ছাত্রীরা দশম শ্রেণীর পরীক্ষায় অন্তত ৭৫% পেয়েছেন এবং যারা পশ্চিমবঙ্গের যেকোনো বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন তারা এই বৃত্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। জুনিয়ার বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি (Junior Bigyani Kanya Medha Britti) পরীক্ষায় উত্তির্ণ হলেই প্রতি মাসে ১২৫০ টাকা করে স্কলারশিপ পাওয়া যাবে এবং বছরে ২৫০০ টাকা বুক গ্র্যান্ড হিসেবে পাওয়া যাবে।
Scholarship Name | Junior Bigyani Kanya Medha Britti (JBKMB) |
Organize by | Jagadis Bose National Science Talent Search (JBNSTS) |
Application Start | 1 June 2024 |
Last Date of Application | 31 July 2024 |
Exam Date | 18 August 2024 at 12 noom |
এক নজরে>>
⬕ কারা আবেদন করতে পারবে (Eligibility Criteria):
১) যে সমস্ত আবেদনকারী চলতি ২০২৪ সালে দশম শ্রেণীর পরীক্ষায় অন্তত ৭৫% নম্বর নিয়ে উত্তির্ণ হয়েছেন এবং যারা বিজ্ঞান বিভাগ একাদশ শ্রেণীতে পশ্চিমবঙ্গে যে কোনো বিদ্যালয়ে পাঠরত তারা আবেদন করতে পারবেন। একাদশ শ্রেণীতে নিচে দেওয়া বিষয় গুলির মধ্যে যেকোনো তিনটি বিষয় থাকতে হবে।
” Physics, Chemistry, Mathematics, Biology, Statistics, Electronics, Computer Science”
২) যে সমস্ত আবেদনকারী ২০২৪ সালের আগে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তির্ণ হয়েছেন তারা আবেদন করতে পারবেন না।
৩) জুনিয়ার বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি স্কলারশিপে শুধুমাত্র ছাত্রীরাই আবেদন করতে পারবে।
৪) ফাইনাল সিলেশনের আগে পশ্চিমবঙ্গের যেকোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির প্রমান দাখিল করতে হবে।
৫) আবেদনকারীকে শুধুমাত্র পশ্চিমবঙ্গেরই কোনো বিদ্যালয়ে পাঠরত হতে হবে।
৬) দশম শ্রেণীর পরীক্ষায় অন্তত পক্ষে ৭৫% নম্বর পেয়ে উত্তির্ণ হতে হবে।
আরও দেখুনঃ সিনিয়ার বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি (Senior Bigyani Kanya Medha Britti) স্কলারশিপ ২০২৪
⬕ জুনিয়ার বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি (Junior Bigyani Kanya Medha Britti) স্কলারশিপে আবেদনের তারিখ ( date of application):
আবেদন প্রক্রিয়া শুরুঃ ০১ জুন ২০২৪।
আবেদনের শেষ তারিখঃ ৩১ জুলাই ২০২৪।
⬕ আবেদনের পদ্ধতি (Mode of Application):
শুধুমাত্র অনলাইন পদ্ধতিতেই আবেদন করা যাবে। কোনো হার্ড কপি JBNSTS অফিসে পাঠানোর প্রয়োজন নেই।
⬕ প্রয়োজনীয় নথিপত্র (Documents):
১) মাধ্যমিকের মার্কশীটের স্ক্যান কপি।
২) উচ্চমাধ্যমিকের মার্কশীটের স্ক্যান কপি।
৩) সিগনেচারের স্ক্যান কপি।
৪) পাসপোর্ট সাইজের ছবির স্ক্যান কপি।
৫) Valid Email Id এবং চালু মোবাইল নম্বর।
৬) আবেদনের সময় ১০০ টাকা লাগবে যা অনলাইন মোডে পেমেন্ট করতে হবে।
⬕ আবেদনের অফিসিয়াল লিঙ্ক (Official link for application):
নিচে আবেদনের জন্য অফিসিয়াল লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করা যাবে।
⬕ পরীক্ষার তারিখ এবং সময় (Exam date and Time):
পরীক্ষা হবে ১৮ আগষ্ট ২০২৪ । পরীক্ষার সময় দুপুর ১২ টা থেকে ২ টো পর্যন্ত। রিপোর্টিং টাইম সকাল ১১ঃ৩০ মিনিট।
⬕ জুনিয়ার বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি স্কলারশিপের প্রশ্মপত্রের ধরন (Question Pattern):
জুনিয়ার বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি (Junior Bigyani Kanya Medha Britti) পরীক্ষা মোট ৯০ নম্বরের হবে এবং সময় থাকবে ২ ঘণ্টা। ভৌত বিজ্ঞান ৩০ নম্বর, জীবন বিজ্ঞান ৩০ নম্বর এবং গণিত ৩০ নম্বর।
⬕ জুনিয়ার বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি স্কলারশিপের সিলেবাস (Syllabus):
দশম শ্রেণী স্ট্যাণ্ডার্ড প্রশ্মপত্র হবে। মোট তিনটি বিষয়ের প্রশ্ম থাকবে- ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান এবং গণিত । প্রতিটি বিষয় থেকে মোট ৬ টি করে প্রশ্মের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্মের মান থাকবে ৫ করে।
⬕ স্কলারশিপের পরিমান (Financial benefits):
জুনিয়ার বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি দুই বছরের জন্য প্রতি মাসে ১২৫০ টাকা করে স্কলারশিপ পাওয়া যাবে এবং বছরে ২৫০০ টাকা বুক গ্র্যান্ড হিসেবে পাওয়া যাবে।
⬕ অ্যাকাডেমিক বেনিফিট (Academic Benefits):
1) পরীক্ষায় উত্তির্ণ সকলকে স্কলারশিপ সংক্রান্ত সার্টিফিকেট প্রদান করা হবে।
২) এছাড়াও পরীক্ষায় উত্তির্ণ প্রত্যেককে বিভিন্ন ওয়ার্কসোপ, রিসার্চ প্রাকটিস, সেমিনার, সায়েন্স ক্যাম্প এবং রিসার্চ প্রোজেক্টে নিযুক্ত করা হবে।
⬕ অ্যাডমিট কার্ড ডাউনলোড (Download JBKMB Admit Card):
অনলাইন আবেদনের ফাইনাল সাবমিশনের ঠিক ১০ দিন পর থেকে অ্যাডমিট ডাউনলোড করা যাবে। অ্যাডমিট ডাউনলোড করার লিঙ্ক নীচে দেওয়া আছে।
Apply online for Junior Bigyani Kanya Medha Britti 2024
Download Junior Bigyani Kanya Medha Britti 2024 Admit Card
স্কলারশিপ সংক্রান্ত এই রকম গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।
Latest Posts:
- গ্রুপ-১৬ মৌলসমূহ MCQ দ্বাদশ শ্রেণী- রসায়ন (Sem-III) | Group-16 Elements MCQ Class 12 Chemistry
- গ্রুপ-১৫ মৌলসমূহ MCQ-দ্বাদশ শ্রেণীর রসায়ন | Group-15 Elements Class 12 Chemistry Chapter 2 MCQ
- পদার্থের অবস্থা-কঠিন ও গ্যাসীয় MCQ প্রশ্ম উত্তর | States of Matter-Solid and Gases | Chemistry Class 11 Chapter 5 MCQ
- Vidyasagar Science Olympiad 2025 Layer-1 Result | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার্ড 2025
- রাসায়নিক বন্ধন- MCQ একাদশ শ্রেণী Semester- I | Chemical Bonding Chemistry Class 11 Chapter 4 MCQ