Last Updated on January 6, 2022 by Science Master

দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল অ্যাকটিভিটি টাক্স সেপ্টেম্বর ২০২১

আরও দেখুন: 2022 সালের জানুয়ারি মাসের ভৌত বিজ্ঞান বিষয়ের মডেল অ্যাকটিভটি টাক্সের উত্তর।

১. ঠিক উত্তর নির্বাচন করোঃ ১ x ৩ = ৩

১.১ যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 2 তার গ্রাম আণবিক গুরুত্ব হলো –

(ক) 4g/mol (খ) 16g/mol (গ) 32g/mol (ঘ) 64g/mol

উঃ- 4g/mol ।

১.২ গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় –

(ক) ক্যাথোড ধণাত্মক ও এখানে বিজারণ ঘটে (খ) ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে

(গ) অ্যানোড ধণাত্মক ও এখানে বিজারণ ঘটে (ঘ) অ্যানোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে

উঃ- ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে ।

১.৩ 3 ওহম এবং 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হলো-

(ক) 9 ওহম (খ) 4 ওহম (গ) 2 ওহম (ঘ) 1 ওহম

উঃ- 2 ওহম ।

আরও পড়ুনঃ মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২২ঃ পরিবেশের জন্য ভাবনা

২. একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাওঃ ১ x ৩ = ৩

২.১ কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে কী তড়িৎ বিশ্লেষ্য ব্যবহৃত হয় ?

উঃ- সামান্য পরিমানে পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট (K2HPO4) এবং পটাশিয়াম কার্বোনেট (CaCO3) মিশ্রত পটাশিয়াম অরোসায়ানাইড K[Au(CN)2]

২.২ কিলোওয়াট (kW) ও কিলোওয়াট-ঘণ্টার kW-h মধ্যে কোনটি ক্ষমতার একক ?

উঃ- কিলোওয়াট (kW) ।

২.৩ DC অপেক্ষা AC র একটি ব্যবহারিক সুবিধা লেখো।

উঃ- DC অপেক্ষা AC এর উৎপাদনে খরচ কম।

আরও পড়ুনঃ- মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২২ঃ চলতড়িৎ অধ্যায়।

৩. সংক্ষিপ্ত উত্তর দাওঃ ২ x ২ = ৪

৩.১ ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি লেখো।

উঃ- ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম :- বামহস্তের বৃদ্ধঙ্গুলি, মধ্যমা এবং তর্জনীকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বকক্ষেত্রের দিক মধ্যমা তড়িৎপ্রবাহের দিক নির্দেশ করে, তবে বৃদ্ধঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে।

আরও দেখুন:  মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2024: আলো | Physical Science Suggestion 2024

৩.২ 50g ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে তা নির্ণয় করো (Ca=40, C=12, O=16)।

উঃ- CaCO3 = CO2 + CaO

CaCO3 = (40+12+3×16) =100

CO2 = (12+2×16) = 44

100 g ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে CO2 পাওয়া যাবে 44g

50 g ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে CO2 পাওয়া যাবে (44×50)/100

= 22 g

আরও পড়ুনঃ মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২২ঃ আলো অধ্যায়।

4. নীচের প্রশ্মটির উত্তর দাওঃ ৩ x১ = ৩

4.1 দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অণুপাত 2:1, ব্যাসার্ধের অনুপাত 1:2 এবং রোধাঙ্কের অনুপাত 3:4 হলে তার দুটির রোধের অণুপাত কত হবে তা নির্ণয় করো।

উ:- প্রথম রোধের ক্ষেত্রে ,

দ্বিতীয় রোধের ক্ষেত্রে ,

প্রশ্ম অনুযায়ী,

, ,

অতএব, দুটির রোধের অণুপাত 6:1

Physical Science Model Activity Compilation – Click here

Physical Science Model Activity Task October 2021- Click here

  📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” পরিবেশের জন্য ভাবনা ” অধ্যায়ের প্রশ্ম – উত্তর ।   

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” গ্যাসের আচরণ ” অধ্যায়ের প্রশ্ম – উত্তর ।   

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” রাসায়নিক গ্ণনা ” অধ্যায়ের প্রশ্ম – উত্তর ।   

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ ” (৮.১) অংশের প্রশ্ম – উত্তর । 

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” আয়নীয় ও সমযোজী বন্ধন ” (৮.২)অংশের প্রশ্ম – উত্তর ।     

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া ” (৮.৩) অংশের প্রশ্ম – উত্তর ।  

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন ” (৮.৪) অংশের প্রশ্ম – উত্তর ।  

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” ধাতুবিদ্যা ” (৮.৫) অধ্যায়ের প্রশ্ম – উত্তর ।    

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” জৈব রসায়ন ” (৮.৬) অধ্যায়ের প্রশ্ম – উত্তর ।  

আরও দেখুন:  দশম শ্রেণীর জীবন বিজ্ঞান পঞ্চম অধ্যায়ের MCQ প্রশ্ম-উত্তর | Class 10 Life Science Chapter 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: