WBBME Holiday List 2025 | মাদ্রাসা শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

wbbpe Holiday List 2025

WBBPE Holiday List 2025 | প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

envs model activity task sept 2021 class 10

Physical Science Model Activity Task Sept 2021 Class 10

Last Updated on January 6, 2022 by Science Master

দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল অ্যাকটিভিটি টাক্স সেপ্টেম্বর ২০২১

envs model activity task sept 2021 class 10

আরও দেখুন: 2022 সালের জানুয়ারি মাসের ভৌত বিজ্ঞান বিষয়ের মডেল অ্যাকটিভটি টাক্সের উত্তর।

১. ঠিক উত্তর নির্বাচন করোঃ ১ x ৩ = ৩

১.১ যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 2 তার গ্রাম আণবিক গুরুত্ব হলো –

(ক) 4g/mol (খ) 16g/mol (গ) 32g/mol (ঘ) 64g/mol

উঃ- 4g/mol ।

১.২ গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় –

(ক) ক্যাথোড ধণাত্মক ও এখানে বিজারণ ঘটে (খ) ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে

(গ) অ্যানোড ধণাত্মক ও এখানে বিজারণ ঘটে (ঘ) অ্যানোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে

উঃ- ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে ।

১.৩ 3 ওহম এবং 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হলো-

(ক) 9 ওহম (খ) 4 ওহম (গ) 2 ওহম (ঘ) 1 ওহম

উঃ- 2 ওহম ।

আরও পড়ুনঃ মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২২ঃ পরিবেশের জন্য ভাবনা

২. একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাওঃ ১ x ৩ = ৩

আরও দেখুন:  মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ আলো | Physical Science Suggestion 2025 Chapter 5

২.১ কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে কী তড়িৎ বিশ্লেষ্য ব্যবহৃত হয় ?

উঃ- সামান্য পরিমানে পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট (K2HPO4) এবং পটাশিয়াম কার্বোনেট (CaCO3) মিশ্রত পটাশিয়াম অরোসায়ানাইড K[Au(CN)2]

২.২ কিলোওয়াট (kW) ও কিলোওয়াট-ঘণ্টার kW-h মধ্যে কোনটি ক্ষমতার একক ?

উঃ- কিলোওয়াট (kW) ।

২.৩ DC অপেক্ষা AC র একটি ব্যবহারিক সুবিধা লেখো।

উঃ- DC অপেক্ষা AC এর উৎপাদনে খরচ কম।

আরও পড়ুনঃ- মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২২ঃ চলতড়িৎ অধ্যায়।

৩. সংক্ষিপ্ত উত্তর দাওঃ ২ x ২ = ৪

৩.১ ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি লেখো।

উঃ- ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম :- বামহস্তের বৃদ্ধঙ্গুলি, মধ্যমা এবং তর্জনীকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বকক্ষেত্রের দিক মধ্যমা তড়িৎপ্রবাহের দিক নির্দেশ করে, তবে বৃদ্ধঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে।

৩.২ 50g ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে তা নির্ণয় করো (Ca=40, C=12, O=16)।

উঃ- CaCO3 = CO2 + CaO

আরও দেখুন:  মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ আয়নীয় ও সমযোজী বন্ধন | Physical Science Suggestion 2025 Chapter 8.2

CaCO3 = (40+12+3×16) =100

CO2 = (12+2×16) = 44

100 g ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে CO2 পাওয়া যাবে 44g

50 g ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে CO2 পাওয়া যাবে (44×50)/100

= 22 g

আরও পড়ুনঃ মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২২ঃ আলো অধ্যায়।

4. নীচের প্রশ্মটির উত্তর দাওঃ ৩ x১ = ৩

4.1 দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অণুপাত 2:1, ব্যাসার্ধের অনুপাত 1:2 এবং রোধাঙ্কের অনুপাত 3:4 হলে তার দুটির রোধের অণুপাত কত হবে তা নির্ণয় করো।

উ:- প্রথম রোধের ক্ষেত্রে ,

svg

দ্বিতীয় রোধের ক্ষেত্রে ,

svgsvg

প্রশ্ম অনুযায়ী,

svg , svg , svgsvg
svg
svg

অতএব, দুটির রোধের অণুপাত 6:1

nath Physical Science Model Activity Compilation – Click here

nath Physical Science Model Activity Task October 2021- Click here

  📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” পরিবেশের জন্য ভাবনা ” অধ্যায়ের প্রশ্ম – উত্তর ।   

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” গ্যাসের আচরণ ” অধ্যায়ের প্রশ্ম – উত্তর ।   

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” রাসায়নিক গ্ণনা ” অধ্যায়ের প্রশ্ম – উত্তর ।   

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ ” (৮.১) অংশের প্রশ্ম – উত্তর । 

আরও দেখুন:  মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ পর্যায় সারণি | Physical Science Suggestion 2025 Chapter 8.1

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” আয়নীয় ও সমযোজী বন্ধন ” (৮.২)অংশের প্রশ্ম – উত্তর ।     

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া ” (৮.৩) অংশের প্রশ্ম – উত্তর ।  

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন ” (৮.৪) অংশের প্রশ্ম – উত্তর ।  

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” ধাতুবিদ্যা ” (৮.৫) অধ্যায়ের প্রশ্ম – উত্তর ।    

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” জৈব রসায়ন ” (৮.৬) অধ্যায়ের প্রশ্ম – উত্তর ।  

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top