দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল অ্যাকটিভিটি টাক্স সেপ্টেম্বর ২০২১

আরও দেখুন: 2022 সালের জানুয়ারি মাসের ভৌত বিজ্ঞান বিষয়ের মডেল অ্যাকটিভটি টাক্সের উত্তর।
১. ঠিক উত্তর নির্বাচন করোঃ ১ x ৩ = ৩
১.১ যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 2 তার গ্রাম আণবিক গুরুত্ব হলো –
(ক) 4g/mol (খ) 16g/mol (গ) 32g/mol (ঘ) 64g/mol
উঃ- 4g/mol ।
১.২ গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় –
(ক) ক্যাথোড ধণাত্মক ও এখানে বিজারণ ঘটে (খ) ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে
(গ) অ্যানোড ধণাত্মক ও এখানে বিজারণ ঘটে (ঘ) অ্যানোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে
উঃ- ক্যাথোড ঋণাত্মক ও এখানে বিজারণ ঘটে ।
১.৩ 3 ওহম এবং 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান হলো-
(ক) 9 ওহম (খ) 4 ওহম (গ) 2 ওহম (ঘ) 1 ওহম
উঃ- 2 ওহম ।
আরও পড়ুনঃ মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২২ঃ পরিবেশের জন্য ভাবনা
২. একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাওঃ ১ x ৩ = ৩
২.১ কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে কী তড়িৎ বিশ্লেষ্য ব্যবহৃত হয় ?
উঃ- সামান্য পরিমানে পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট (K2HPO4) এবং পটাশিয়াম কার্বোনেট (CaCO3) মিশ্রত পটাশিয়াম অরোসায়ানাইড K[Au(CN)2] ।
২.২ কিলোওয়াট (kW) ও কিলোওয়াট-ঘণ্টার kW-h মধ্যে কোনটি ক্ষমতার একক ?
উঃ- কিলোওয়াট (kW) ।
২.৩ DC অপেক্ষা AC র একটি ব্যবহারিক সুবিধা লেখো।
উঃ- DC অপেক্ষা AC এর উৎপাদনে খরচ কম।
আরও পড়ুনঃ- মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২২ঃ চলতড়িৎ অধ্যায়।
৩. সংক্ষিপ্ত উত্তর দাওঃ ২ x ২ = ৪
৩.১ ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি লেখো।
উঃ- ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম :- বামহস্তের বৃদ্ধঙ্গুলি, মধ্যমা এবং তর্জনীকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বকক্ষেত্রের দিক মধ্যমা তড়িৎপ্রবাহের দিক নির্দেশ করে, তবে বৃদ্ধঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে।
৩.২ 50g ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে তা নির্ণয় করো (Ca=40, C=12, O=16)।
উঃ- CaCO3 = CO2 + CaO
CaCO3 = (40+12+3×16) =100
CO2 = (12+2×16) = 44
100 g ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে CO2 পাওয়া যাবে 44g
50 g ক্যালসিয়াম কার্বনেটের পূর্ণ বিয়োজনে CO2 পাওয়া যাবে (44×50)/100
= 22 g
আরও পড়ুনঃ মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২২ঃ আলো অধ্যায়।
4. নীচের প্রশ্মটির উত্তর দাওঃ ৩ x১ = ৩
4.1 দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অণুপাত 2:1, ব্যাসার্ধের অনুপাত 1:2 এবং রোধাঙ্কের অনুপাত 3:4 হলে তার দুটির রোধের অণুপাত কত হবে তা নির্ণয় করো।
উ:- প্রথম রোধের ক্ষেত্রে ,
দ্বিতীয় রোধের ক্ষেত্রে ,
প্রশ্ম অনুযায়ী,
অতএব, দুটির রোধের অণুপাত 6:1
Physical Science Model Activity Compilation – Click here
Physical Science Model Activity Task October 2021- Click here
- অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি (নবম অধ্যায়)-অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর | Class 8 Poribesh Bigyan Chapter 9
- ANM GNM Exam 2025: অনলাইন আবেদন, যোগ্যতা, শেষ তারিখ
- p-Block Elements MCQ | ক্লাস 11 রসায়ন প্রশ্ম-উত্তর
- s-Block Elements MCQ | s-ব্লক মৌলসমূহ | একাদশ শ্রেণী | রসায়ন
- WB NMMSE Scholarship 2025 | স্কলারশিপ ১২০০০ টাকা! আবেদন পদ্ধতি, ডকুমেন্টস, সিলেবাস