WBBPE Holiday List 2025 | প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

WBBSE Holiday List 2025

 WBBSE Holiday List 2025 | মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

Physical Science Model Activity Task

Physical Science Model Activity Task October 2021 Class 10

Last Updated on January 5, 2022 by Science Master

দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল অ্যাকটিভিটি টাক্স অক্টবর ২০২১

(Physical Science Model Activity Task october 2021 Class 10)

অক্টবর মাসের জন্য বাংলার শিক্ষা পোর্টালে দশম শ্রেণীর সমস্ত বিষয়ের ওপর মডেল অ্যাকটিভিটি টাক্স দেওয়া হয়েছে। এখানে ভৌত বিজ্ঞান বিষয়ের ওপর যে মডেল অ্যাকটিভিটি টাক্স (Physical Science Model Activity Task) দেওয়া হয়েছে তার যথাযথ উত্তর করে দেওয়া হল। ছাত্র-ছাত্রীরা তোমরা যারা অক্টবর মাসের জন্য দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের মডেল অ্যাকটিভিটি টাক্স (Physical Science Model Activity Task) এর উত্তর করবে তাদের এই উত্তর খুব কাজে লাগবে। তোমরা প্রয়োজন হলে এই ভৌত বিজ্ঞান বিষয়ের মডেল অ্যাকটিভিটি টাক্স (Physical Science Model Activity Task) এর উত্তর অনুসরণ করতে পারো।

আরও পড়ুনঃ 2022 সালের জানুয়ারী মাসের ভৌত বিজ্ঞান বিষয়ের মডেল অ্যাকটিভিটি টাক্সের উত্তর।

১. ঠিক উত্তর নির্বাচন করোঃ

১.১ আধানের SI একক হলো-

(ক) ওহম (খ) অ্যাম্পিয়ার (গ) ভোল্ট (ঘ) কুলম্ব।

উঃ- কুলম্ব।

১.২ ধাতব পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের –

(ক) দ্বিগুণ হবে (খ) চারগুন হবে (গ) ছয়গুণ হবে (ঘ) আটগুন হবে।

উঃ- চারগুন।

১.৩ গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় গলিত অবস্থার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে –

(ক) ইলেকট্রন (খ) শুধু ক্যাটায়ন (গ) শুধু অ্যানায়ন (ঘ) ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়েই ।

উঃ- ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়েই ।

আরও দেখুন:  উত্তরসহ ২০২২ মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র | Physical science Solved paper 2022

আরও পড়ুনঃ মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২২ঃ আলো অধ্যায়।

২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করোঃ

২.১ স্থির উষ্ণতায় নাইট্রোজেন সাপেক্ষে কোনো গ্যাসের বাষ্পঘনত্ব হাইড্রোজেন সাপেক্ষে উক্ত গ্যাসের বাষ্পঘনত্বের চেয়ে বেশি।

উঃ- মিথ্যা।

২.২ ধাতুর তড়িৎ পরিবহনের ক্ষমতা তড়িৎ বিশ্লেষ্যের গলিত অবস্থার তড়িৎ পরিবাহিতার চেয়ে কম।

উঃ- মিথ্যা।

২.৩ কপার সালফেটের জলীয় দ্রবণকে কপার তড়িদ্বার দিয়ে তড়িৎ বিশ্লেষণ করা হলে দ্রবনে কিউপ্রিক আয়নের গাঢ়ত্ব একই থাকে।

উঃ- সত্য।

আরও পড়ুনঃ- মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২২ঃ চলতড়িৎ অধ্যায়।

৩. সংক্ষিপ্ত উত্তর দাওঃ

৩.১ লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্রটিকে প্রকাশ করো।

উঃ- ওহমের সুত্রঃ- উষ্ণতা, উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা ঐ দুই প্রান্তের বিভব-পার্থক্যের সমানুপাতিক হয়। অর্থাৎ , কোনো পরিবাহীর বিভব-পার্থক্য V এবং তড়িৎ প্রবাহমাত্রা I হলে,

সূত্র অনুযায়ী, V ∝ I

লেখচিত্রঃ-

I – V লেখচিত্রটি একটি মূলবিন্দুগামী সরলরেখা। AC/BC = R , যেখানে R পরিবাহীর রোধ।

Physical science activity task
Physical Science Model Activity Task

৩.২ ইলেকট্রিক ফিউজ কিভাবে কাজ করে ?

উঃ- ইলেকট্রিক ফিউজে একটি ছোট ও সরু ফিউজ তার বৈদ্যুতিক মেইন লাইনের লাইভ তারের সঙ্গে শ্রেণীতে যুক্ত থাকে। এই তারের রোধ উচ্চ ও গলনাঙ্ক খুব কম হয়। কোনো কারনে বর্তণীতে তড়িৎ প্রবাহমাত্রা বাড়তে আরম্ভ করলে ফিউজ তারটি গলে গিয়ে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায় এবং বৈদ্যুতিক তার ও দামি যন্ত্রগুলি রক্ষা পায়।

৩.৩ একটি বাল্বের গায়ে লেখা আছে 220V-100W । এর অর্থ ব্যাখ্যা করো।

উঃ- একটি বাতির গায়ে ‘ 220V-100W ‘ লেখা থাকার অর্থ হল যে ওই বাতিটিকে 220V বিভব পার্থক্যে যুক্ত করলে সেটি 100 J/s হারে তড়িৎ শক্তি খরচ করে এবং তার উজ্জ্বলতা সর্বোচ্চ হয়।

আরও দেখুন:  Madhyamik Suggestion 2025 | ভৌতবিজ্ঞান সাজেশন- গ্যাসের আচরন (দ্বিতীয় অধ্যায়)

৩.৪ একটি তীব্র ও একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের সংকেত লেখো।

উঃ- একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হল সোডিয়াম ক্লোরাইড (NaCl)।

একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হল অ্যামোনিয়াম হাইড্রক্সাইড (NH4OH)।

৪. নীচের প্রশ্ম দুটির উত্তর দাওঃ

৪.১ শক্তির নিত্যতা সূত্র রুপে লেঞ্জের সূত্রের ব্যাখ্যা দাও।

উঃ- তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে সৃষ্ট আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে এটি নিজের সৃষ্টির কারণকে বাধা দেয়। লেঞ্জের সূত্রের গুরুত্ব হল যে এটি শক্তির নিত্যতা সূত্রকে প্রতিষ্ঠা করে। একটি চুম্বক বা কুণ্ডলীকে গতিশীল করতে যে যান্ত্রিক কার্য করতে হয় সেটি হল কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের উৎস। অর্থাৎ যান্ত্রিক শক্তি কুণ্ডলীতে তড়িৎ শক্তিতে রূপান্তরীত হয়।

৪.২ লঘু সালফিউরিক অ্যাসিড ও জিঙ্কের বিক্রিয়ায় 5 g হাইড্রোজেন গ্যাস তৈরি করতে 50 % বিশুদ্ধতার কত গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে তা নির্ণয় করো।

(Zn = 65.5, O = 16, S = 32 , H = 1)

উঃ- Zn + H2SO4 = ZnSO4 + H2

2 g হাইড্রোজেন গ্যাস তৈরি করতে জিঙ্ক লাগবে 65.5 g

5 g হাইড্রোজেন গ্যাস তৈরি করতে জিঙ্ক লাগবে (65.5 x 5)/2 g ।

= 327. 5 /2 g = 163.75 g

জিঙ্ক 50 % বিশুদ্ধ ,

অর্থাৎ, 50 g জিঙ্ক আছে 100 g জিঙ্কের নমুনায়

অতএব, 163.75 g জিঙ্ক আছে (163.75 x 100) / 50 g

= 327.5 g

অতএব, 5 g হাইড্রোজেন গ্যাস তৈরি করতে 50 % বিশুদ্ধতার 327.5 g গ্রাম জিঙ্ক প্রয়োজন হবে।

আরও দেখুন:  মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ আয়নীয় ও সমযোজী বন্ধন | Physical Science Suggestion 2025 Chapter 8.2

আরও পড়ুনঃ মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন | পরিবেশের জন্য ভাবনা

nath Physical Science Model Activity Compilation – Click here

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” পরিবেশের জন্য ভাবনা ” অধ্যায়ের প্রশ্ম – উত্তর । 

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” গ্যাসের আচরণ ” অধ্যায়ের প্রশ্ম – উত্তর ।   

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” রাসায়নিক গ্ণনা ” অধ্যায়ের প্রশ্ম – উত্তর । 

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ ” (৮.১) অংশের প্রশ্ম – উত্তর । 

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” আয়নীয় ও সমযোজী বন্ধন ” (৮.২)অংশের প্রশ্ম – উত্তর ।     

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া ” (৮.৩) অংশের প্রশ্ম – উত্তর ।  

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন ” (৮.৪) অংশের প্রশ্ম – উত্তর ।  

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” ধাতুবিদ্যা ” (৮.৫) অধ্যায়ের প্রশ্ম – উত্তর ।    

📂 ভৌত বিজ্ঞান বিষয়ের ” জৈব রসায়ন ” (৮.৬) অধ্যায়ের প্রশ্ম – উত্তর ।  

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Home
শিক্ষার খবর
ক্লাস নোটস
মক টেস্ট
টেলিগ্রাম