মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের মক টেস্ট দিন | Madhyamik Life Science Mock Test

Madhyamik Physical Science Mock Test

মাধ্যমিক ভৌতবিজ্ঞান মক টেস্ট | Madhyamik Physical Science Mock Test

Vidyasagar Science Olympiad 2024

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৪ | Vidyasagar Science Olympiad 2024 (VSO)

Last Updated on July 29, 2024 by Science Master

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৪ (Vidyasagar Science Olympiad 2024)

Vidyasagar Science Olympiad 2024 (VSO): পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এর পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে ২০২৪ সালের বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষা। পশ্চিমবঙ্গের সমস্ত জায়গার প্রাক-মাধ্যমিক অর্থাৎ নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান প্রতিভা শনাক্ত করার জন্য একটি ত্রি-স্তরীয় পরীক্ষা পদ্ধতি তৈরি করা হয়েছে। তার জন্য একটি প্রকল্প চালু করা হয়েছে যার নাম বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড প্রকল্প ২০২৪ ( Vidyasagar Science Olympiad 2024) । এটি মূলত পশ্চিমবঙ্গ সরকার, স্কুল শিক্ষা বিভাগ এবং জগদীশ বোস জাতীয় বিজ্ঞান প্রতিভা অনুসন্ধান, কলকাতা দ্বারা পরিচালিত।

একনজরে:

উদ্দেশ্য (Vidyasagar Science Olympiad 2024 Objectivs):

১.পশ্চিমবঙ্গের নবম শ্রেণীর মেধাবী বিজ্ঞান শিক্ষার্থীদের শনাক্তকরন।

২. তরুন মনকে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে তুলে ধরা।

৩. বিজ্ঞান কর্মশালা ও সেমিনারের আয়োজন করে তরুণদের অনুপ্রাণিত করা এবং বিশিষ্ট বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের সঙ্গে আলাপচারিতার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা।

৪. শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি সৃজনশীল ও উৎসাহিত করা।

৫. মেধাবী শিক্ষার্থীদের জাতীয় ও আর্ন্তজাতিক অলিম্পিয়াডের জন্য উপযুক্ত করে গড়ে তোলা।

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৪ এর জন্য স্কুলের প্রকৃতি (School Catagory):

১.পশ্চিমবঙ্গের মধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনস্থ সমস্ত সরকারি বিদ্যালয়।

২. সমস্ত বেসরকারি সংস্থা যা সরকারি সাহায্য প্রাপ্ত ও স্পনসরড।

৩. পশ্চিমবঙ্গের মধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনস্থ সমস্ত DA প্রাপ্ত বিদ্যালয়।

কারা আবেদন করতে পারবে (Vidyasagar Science Olympiad 2024)

২০২৪ এ নবম শ্রেণীতে পাঠরত শীর্ষ ৫ জন শিক্ষার্থী যারা ষষ্ঠ শ্রেণীরে বার্ষিক পরীক্ষার মেধার ওপর ভিত্তি করে স্কুলের প্রধান শিক্ষক (H.M.) / সহকারী প্রধান শিক্ষক (A.H.M.) / ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (T.I.C.) দ্বারা নির্বাচিত।

আরও দেখুন:  WBBSE Madhyamik PPR PPS Result 2024 | মাধ্যমিকের স্ক্রটনি এবং রিভিউ রেজাল্ট ২০২৪

পশ্চিমবঙ্গের মধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনস্থ সমস্ত DA প্রাপ্ত বিদ্যালয় এবং সমস্ত বেসরকারি সংস্থা যা সাহায্য প্রাপ্ত ও স্পনসরড এই পরীক্ষার জন্য আবেদনের যোগ্য।

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড প্রকল্প ২০২৪ এর পরীক্ষার জন্য সিলেবাস (Vidyasagar Science Olympiad 2024 Exam Syllabus ):

পশ্চিমবঙ্গ বোর্ডের অষ্টম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান সিলেবাস।

আবেদন করার জন্য কি কি নথিপত্র লাগবেঃ

১. ছাত্র-ছাত্রীর নাম, অবিভাবকের নাম, বাংলার শিক্ষা পোর্টালের Student ID

২. ছাত্র-ছাত্রীর মোবাইল নম্বর এবং Email (যদি থাকে)

৩. অষ্টম শ্রেণীর ফাইনাল পরীক্ষার মার্কশিট।

৪. পাসপোর্ট সাইজের ছবি (photo) যা আবেদনের সময় আপলোড করতে হবে।

৫. ছাত্র-ছাত্রীর সহি (Signature) যা আবেদনের সময় আপলোড করতে হবে।

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড প্রকল্প ২০২৪ এর পরীক্ষার ধরন (Vidyasagar Science Olympiad 2024 Exam Pattern):

পরীক্ষাটি মূলত তিনটি লেয়ারের মাধ্যমে নেওয়া হবে। লেয়ারগুলি নিচে দেওয়া হলো।

First layer Examination : Intra Unit Competition

Second layer Examination : Intra Distric Competition

Third layer Examination : Intra State Competition

আরও দেখুনঃ- Vidyasagar Science Olympiad Previous year question paper pdf

এই লেয়ারটি একটি ইউনিটের অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়গুলি নিয়ে অনুষ্ঠিত হবে। সমস্ত জেলার প্রতিটি ইউনিট থেকে ১০% শিক্ষার্থীদের পরবর্তী দ্বিতীয় স্তরের পরীক্ষার জন্য বেছে নেওয়া হবে । তাছাড়াও প্রতিটি ইউনিট থেকে ১০% শিক্ষার্থীদের পারটিসিপেশন সার্টিফিকেট দেওয়া হবে।

যোগ্যতাঃ ২০২৪ সালে নবম শ্রেণীতে পাঠরত শীর্ষ ৫ জন শিক্ষার্থী যারা অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার মেধার ওপর ভিত্তি করে স্কুলের প্রধান শিক্ষক (H.M.) / সহকারী প্রধান শিক্ষক (A.H.M.) / ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (T.I.C.) দ্বারা নির্বাচিত।

বিষয়ঃ ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান এবং গণিত।

প্রশ্মের ধরনঃ এই স্তরে প্রশ্ম হবে MCQ ধরনের এবং এতে নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ১/২ নম্বর কাটা যাবে।

সিলেবাসঃ পশ্চিমবঙ্গ বোর্ডের অষ্টম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান ও গণিত বিষয়ের সিলেবাস।

পূর্নমানঃ মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে যেখানে ৫০ টি MCQ ধরনের থাকবে এবং প্রতিটি প্রশ্মের মান ২ করে। ভৌত বিজ্ঞান ৪০ নম্বর জীবন বিজ্ঞান ৩০ নম্বর এবং গণিত ৩০ নম্বর।

ভাষাঃ বাংলা এবং ইংরেজী ভাষায় পরীক্ষা হবে।

পরীক্ষার তারিখ ও সময়ঃ ২৩ জুন ২০২৪।

আরও দেখুন:  VSO Layer-1 Result 2024 | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার্ড ২০২৪ পরীক্ষার রেজাল্ট

পরীক্ষার কেন্দ্রঃ প্রত্যেকটি ইউনিটের জন্য একটি করে পরীক্ষা কেন্দ্র থাকবে।

পুরস্কারের বিশদ বিবরণঃ প্রত্যেক ইউনিটের শীর্ষ ৩ জনকে (যাদের মোট নম্বরের অন্ততপক্ষে ৪০% Layer 1 এর পরীক্ষায় থাকবে) বই কেনার গ্রাণ্ড হিসেবে ১০০০/- টাকা করে দেওয়া হবে।

আর প্রত্যেক ইউনিটের ১০% ছাত্র-ছাত্রীকে (যাদের মোট নম্বরের অন্ততপক্ষে ৩০% Layer 1 এর পরীক্ষায় থাকবে) Layer 2 এর জন্য মনোনীত করা হবে এবং প্রত্যেককে পার্টিশিপেশন সার্টিফিকেট দেওয়া হবে।

Second layer Examination : Intra Distric Competition

জেলার সমস্ত ইউনিট থেকে নেওয়া ১০% শিক্ষার্থী যারা প্রথম স্তরের পরীক্ষা থেকে নির্বাচিত (যাদের মোট নম্বরের অন্ততপক্ষে ৩০% Layer 1 এর পরীক্ষায় থাকবে) তাদের নিয়ে অনুষ্ঠিত হবে। এই দ্বিতীয় স্তরের পরীক্ষা থেকে ২০% শিক্ষার্থীদের (যাদের মোট নম্বরের অন্ততপক্ষে ৪০% Layer 2 এর পরীক্ষায় থাকবে) তৃতীয় স্তরের পরীক্ষার জন্য নির্বাচিত হবে।

যোগ্যতাঃ সমস্ত ইউনিট থেকে নেওয়া ১০% শিক্ষার্থী যারা প্রথম স্তরের পরীক্ষা থেকে নির্বাচিত (যাদের মোট নম্বরের অন্ততপক্ষে ৩০% Layer 1 এর পরীক্ষায় থাকবে)।

বিষয়ঃ ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান এবং গণিত।

প্রশ্মের ধরনঃ এই স্তরে প্রশ্ম হবে MCQ ধরনের এবং এতে নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ১/২ নম্বর কাটা যাবে।

পূর্নমানঃ ৫০ টি MCQ প্রশ্মের জন্য ১০০ নম্বর থাকবে, প্রতিটি প্রশ্মের মান ১ করে। ভৌত বিজ্ঞান ৪০ নম্বর জীবন বিজ্ঞান ৩০ নম্বর এবং গণিত ৩০ নম্বর।

ভাষাঃ বাংলা এবং ইংরেজী ভাষায় পরীক্ষা হবে।

পরীক্ষার তারিখ ও সময়ঃ ২৫ আগষ্ট ২০২৪।

পরীক্ষার কেন্দ্রঃ একটি জেলার জন্য একটি পরীক্ষাকেন্দ্র করা হবে।

পুরস্কারের বিশদ বিবরণঃ প্রত্যেক ইউনিটের শীর্ষ ১০ জনকে (যাদের মোট নম্বরের অন্ততপক্ষে ৪০% Layer 2 এর পরীক্ষায় থাকবে) বই কেনার গ্রাণ্ড হিসেবে ২০০০/- টাকা করে দেওয়া হবে।

প্রত্যেক জেলা থেকে ২০% শিক্ষার্থী (যাদের মোট নম্বরের অন্ততপক্ষে ৪০% Layer 2 এর পরীক্ষায় থাকবে) তৃতীয় স্তরের পরীক্ষার জন্য নির্বাচিত হবে।

এই স্তরের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দ্বিতীয় স্তরের পরীক্ষা থেকে নির্বাচিত ২০% শিক্ষার্থীদের নিয়ে (যাদের মোট নম্বরের অন্ততপক্ষে ৪০% Layer 2 এর পরীক্ষায় থাকবে)। ফাইনালি এই স্তর থেকে নেওয়া পশ্চিমবঙ্গের শীর্ষ ১০০ জন শিক্ষার্থীকে এই স্ক্লারশসিপ অ্যাওয়ার্ড দেওয়া হবে।

যোগ্যতাঃ প্রত্যেক জেলা থেকে দ্বিতীয় স্তরের পরীক্ষা থেকে নির্বাচিত ২০% শিক্ষার্থী (যাদের মোট নম্বরের অন্ততপক্ষে ৪০% Layer 2 এর পরীক্ষায় থাকবে)।

বিষয়ঃ ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান এবং গণিত।

প্রশ্মের ধরনঃ এখানে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম থাকবে, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না।

পূর্নমানঃ মোট ৬০ নম্বরের প্রশ্ম থাকবে। ভৌত বিজ্ঞান ২০ নম্বর জীবন বিজ্ঞান ২০ নম্বর এবং গণিত ২০ নম্বর।

আরও দেখুন:  NMMS Exam 2024 | এন এম এম এস পরীক্ষা ২০২৪ আবেদন

ভাষাঃ বাংলা এবং ইংরেজী ভাষায় পরীক্ষা হবে।

পরীক্ষার তারিখ ও সময়ঃ পরে জানানো হবে।

পরীক্ষার কেন্দ্রঃ একটি রাজ্যের বিভিন্ন জোনে মোট ১০ টি পরীক্ষাকেন্দ্র করা হবে।

পুরস্কারের বিশদ বিবরণঃ রাজ্যের শীর্ষ ১০০ জনকে বই কেনার গ্রাণ্ড হিসেবে ২৫০০/- টাকা করে দেওয়া হবে এবং নবম ও দশম শ্রেণীতে পড়ার জন্য প্রতি মাসে ১০০০/- টাকা করে স্ক্লারশসিপ অ্যাওয়ার্ড দেওয়া হবে। তাছাড়াও ওই শিক্ষার্থীরা দুটি সায়েন্স ওয়ার্কশোপে অংশগ্রহণ করার সুযোগ পাবে এবং তাদের জন্য প্রত্যেকটি বিষয়ের ওপর ন্যাশেনাল অলিম্পিয়াড পরীক্ষার জন্য ট্রেনিং দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি (Vidyasagar Science Olympiad 2024 Application process):

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৪ পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে। অথবা http://vidyasagarscienceolympiad.jbnsts.ac.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।

Apply now

তবে শিক্ষার্থীরা নিজেরা এই স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে পারবে না। তাদের বিদ্যাল্যের প্রধান শিক্ষক / সহকারী প্রধান শিক্ষক / ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাছে গিয়েই আবেদন করেতে হবে। কারন আবেদন করার সময় বিদ্যালয় সংক্রান্ত অনেক তথ্য দিতে হবে।

বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৪ (Vidyasagar Science Olympiad 2024) আবেদনের শেষ তারিখঃ

আবেদন শুরু হবে ২০ এপ্রিল ২০২৪ থেকে এবং চলবে ৫ মে ২০২৪ পর্যন্ত।

মডেল প্রশ্মপত্র ডাউনলোড (Model Question Paper):

মডেল প্রশ্মপত্র ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে।

Download Model Question

কিছু গুরুত্বপূর্ণ তারিখ (Some important dates):

SUBJECTSLayer 1Layer 2Layer 3
Application Start20 April 2024
Last date of Application5 May 2024
Admit Card DownloadClick here10 August 2024- 20 August 2024
Date of Exam23 June 202425 August 2024
ResultsClick here newicon

nath আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top