Last Updated on September 2, 2023 by Science Master
Swami Vivekananda Scholarship (SVMCM) 2023 Online Application
পশ্চিমবঙ্গ রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবি ছাত্র-ছাত্রীদের উচ্চতর পড়াশোনা করতে সাহায্য করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপটি (Swami Vibekananda Scholarship) চালু করেছে। যে সমস্ত ছাত্র-ছাত্রী ভাল রেজাল্ট করে উচ্চমাধ্যমিক স্তরে পাঠরত, বিজ্ঞান / কলা / বাণিজ্য, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কোর্সে স্নাতক স্তরে পাঠরত এবং যারা স্নাতকোত্তর স্তরে পাঠরত তারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপটি (Swami Vibekananda Scholarship) তে আবেদন করতে পারবে।
- ⬕ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপে আবেদনের কিছু সাধারণ যোগ্যতাঃ-
- ⬕ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপে আবেদনের কিছু গুরুত্বপূর্ণ যোগ্যতাঃ-
- ⬕ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপে টাকার পরিমানঃ-
- ⬕ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ অনলাইন আবেদনের প্রয়োজনীয় নথিপত্রঃ-
- ⬕ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ অনলাইন আবেদনের পদ্ধতিঃ-
- ⬕ যে সমস্ত Documents গুলি Upload করতে হবে-
- ⬕ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ অনলাইন আবেদনের Renewal পদ্ধতিঃ-
- ⬕ SVMCM আবেদনের গুরুতবপূর্ণ তারিখঃ-
- ⬕ SVMCM আবেদনের হেল্পলাইনঃ-
⬕ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপে আবেদনের কিছু সাধারণ যোগ্যতাঃ-
এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য নিন্মলিখিত কিছু সাধারণ যোগ্যতা থাকতে হবে-
1. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
2. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
3.যে সমস্ত ছাত্র-ছাত্রী নতুন কোর্সে ভর্তি হয়েছে তারাই কেবলমাত্র য়াবেদনের যোগ্য।
⬕ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপে আবেদনের কিছু গুরুত্বপূর্ণ যোগ্যতাঃ-
1. এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য নিন্মলিখিত কিছু গুরুত্বপূর্ণ যোগ্যতা (যেমন কোর্স ও সর্বনিম্ন নম্বরের যোগ্যতা ) থাকতে হবে।
2. নিম্নে দেওয়া নম্বরের যোগ্যতা গুলি পূরণ করলে ছাত্র-ছাত্রীরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপটি আবেদন করতে পারবে।
বর্তমান কোর্স | যোগ্যতা | প্রয়োজনীয় নম্বর |
উচ্চমাধ্যমিক (XI+XII) | মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা | 60 % |
ডিপ্লোমা (Polytechnic) | মাধ্যমিক পরীক্ষা | 60 % |
স্নাতক (Hons/Engineering/ Medical/Para Medical) | উচ্চমাধ্যমিক তার সমতুল্য পরীক্ষা | 60 % |
স্নাতকোত্তর | Hons বিভাগ পাশ | 53 % |
কন্যাশ্রী K-3 (P.G) | বৈধ K-2 Id এবং স্নাতক | 45 % |
⬕ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপে টাকার পরিমানঃ-
স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ আবেদন Approve হওয়ার পর কোর্স অনুযায়ী ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ থেকে যে পরিমান টাকা পাবে তা নিচে দেওয়া হল।
বর্তমান কোর্স | স্কলারশিপ পরিমান |
উচ্চমাধ্যমিক | প্রতিমাসে 1000 টাকা |
স্নাতক স্তর (কলা) | প্রতিমাসে 1000 টাকা |
স্নাতক স্তর (বাণিজ্য) | প্রতিমাসে 1000 টাকা |
স্নাতক স্তর (বিজ্ঞান) | প্রতিমাসে 1500 টাকা |
স্নাতকোত্তর স্তর (কলা) | প্রতিমাসে 2000 টাকা |
স্নাতকোত্তর স্তর (বাণিজ্য) | প্রতিমাসে 2000 টাকা |
স্নাতকোত্তর স্তর (বিজ্ঞান) | প্রতিমাসে 2500 টাকা |
নন-নেট এম.ফিল / নন-নেট পি.এইচ.ডি এবং নেট এল.এস.পি.এইচ.ডি | প্রতিমাসে 5000 টাকা এবং 8000 টাকা |
ইঞ্জিনিয়ারিং | প্রতিমাসে 5000 টাকা |
পলিটেকনিক | প্রতিমাসে 1500 টাকা |
মেডিক্যাল | প্রতিমাসে 5000 টাকা |
ডিপ্লোমা | প্রতিমাসে 1500 টাকা |
⬕ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ অনলাইন আবেদনের প্রয়োজনীয় নথিপত্রঃ-
1. ঠিকানার প্রমানপ্ত্র ।
2. রেশন কার্ড / আধার কার্ড / ভোটার কার্ড ।
3. শেষ পরীক্ষার মার্কশিট।
4. ব্যাঙ্কের পাশ বই ।
5. পাশপোর্ট সাইজ রঙিন ফটো।
6. ইনকাম সার্টিফিকেট। (Income Certificate Format )
7. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
8. স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট।
⬕ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ অনলাইন আবেদনের পদ্ধতিঃ-
স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপটি (Swami Vibekananda Merit Cum Means Scholarship) আবেদনের বিভিন্ন ধাপ (Step) নিচে দেওয়া হল।
Step-1 প্রথমে আবেদনকারীকে SVMCM এর অফিসিয়াল ওয়েবসাইট
https://svmcm.wbhed.gov.in/ ওপেন করতে হবে। তারপর ‘ Register here ‘ অপশনে ক্লিক করতে হবে।
Step-2 এরপর স্কলারশিপ সংক্রান্ত কিছু তথ্য দেখা যাবে। এটা প্রয়োজন হলে পড়ে নিয়ে তারপর Tick Box এ টিক দিয়ে ‘ Proceed for Registration ‘ বটনে ক্লিক করতে হবে।
Step-3 এরপর কোর্স অনুযায়ী Directorate বেছে নিয়ে ‘ Apply for Fresh application ‘ অপশনে ক্লিক করতে হবে। কোর্স অনুযায়ী Directorate এর নাম নিচে দেওয়া হল।
কোর্সের নাম | Directorate |
উচ্চমাধ্যমিক (XI+XII) | Directorate of Education (DSE) |
ডিপ্লোমা (Polytechnic) | Directorate of Technical Education and Training (DTE & T) |
স্নাতক ও স্নাতকোত্তর | Directorate of Public Instraction (DPI) |
মেডিকেল | Directorate of Medical Education (DME) |
ইঞ্জিনিয়ারিং | Directorate of Technical Education (DTE) |
কন্যাশ্রী K-3 (P.G) | Kanyashree Prakalpa (K-3) |
Step-4 এরপর একটি Registration Form পূরণ করতে হবে। যেখনে আবেদনকারীর নাম, মোবাইল নম্বর, ই-মেল সহ বিভিন্ন তথ্য দিয়ে এবং একটি পাসওয়ার্ড দিয়ে ‘ Register ‘ বটনে ক্লিক করতে হবে। এখনে দেওয়া পাসওয়ার্ড পরবর্তিতে লগ ইন করার জন্য লাগবে।
কন্যাশ্রী K-3 এর ক্ষেত্রে কন্যাশ্রী K-2 Id, নিজের নাম, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম,মোবাইল নম্বর, ই-মেল ইত্যাদি তথ্য দেওয়ার পর ‘ K-2 Authentication ‘ বটনে ক্লিক করতে হবে।
Step-5 ‘ Register ‘ বটনে ক্লিক করার পর মোবাইল নম্বরে একটি OTP আসবে। সেটা দিয়ে সাবমিট করলে মোবাইল নম্বর ভেরিফিকেশন হয়ে যাবে।
Step-6 Registration হয়ে যাওয়ার পর আবেদনকারী একটি পাবে, যেটা লিখে রাখতে হবে। পরে লগ ইন করার সময় কাজে লাগবে এবং তার সঙ্গে ‘ Download Registration Slip ‘ বলে একটি অপশন আসবে, সেখান থেকে ‘Registration Slip ‘ ,Download করে নিতে পারবে।
Step-7 এরপর ‘ Applicant Login ‘ অপশনে ক্লিক করে ID এবং Password দিয়ে লগ ইন করতে হবে।
Step-8 এরপর Edit Application অপশনে ক্লিক করে সমস্ত তথ্য দিয়ে ‘ Save and Continue ‘ বটনে ক্লিক করতে হবে।
Step-9 এরপর এখনে কিছু Documents, Upload করার অপশন আসবে, সেগুলো করে নিয়ে Tick Box টিক দিয়ে ‘ Save and Continue ‘ অপশনে ক্লিক করতে হবে। সবশেষে ‘Submit Application’ অপশনে ক্লিক করতে হবে।
⬕ যে সমস্ত Documents গুলি Upload করতে হবে-
1. মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট ( উভয় দিক )।
2. সর্বশেষ পরীক্ষার মার্কশিট ।
3. ভর্তির রসিদ।
4. ব্যাঙ্কের পাশ বই এর প্রথম পাতা ,( আবেদনকারীর নাম, Ac ও IFSC code থাকবে) ।
5. রেশন কার্ড / আধার কার্ড / ভোটার কার্ড ।
6. ইনকাম সার্টিফিকেট।
7. পাশপোর্ট সাইজ রঙিন ফটো।
8. আবেদনকারীর Signature ।
Step-9 এরপর সমস্ত তথ্য সেভ হয়ে যাওয়ার পর ‘Finalize Application’ অপশনে ক্লিক করতে হবে। পরে আবেদনকারী আর কোনো Edit করতে পারবে না।
⬕ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ অনলাইন আবেদনের Renewal পদ্ধতিঃ-
1.আবেদন Renewal করার জন্য আবেদনকারীকে প্রথমে SVMCM এর অফিসিয়াল ওয়েবসাইট https://svmcm.wbhed.gov.in/ ওপেন করতে হবে।
2. তারপর ‘ Applicant Login ‘ অপশনে ক্লিক করে ID এবং Password দিয়ে লগ ইন করতে হবে।
3. এরপর Edit Application অপশনে ক্লিক করে সমস্ত তথ্য দিয়ে ‘ Save and Continue ‘ বটনে ক্লিক করতে হবে।
4. এরপর এখনে কিছু Documents, Upload করার অপশন আসবে, সেগুলো করে নিয়ে Tick Box টিক দিয়ে ‘ Save and Continue ‘ অপশনে ক্লিক করতে হবে। সবশেষে ‘Submit Application’ অপশনে ক্লিক করতে হবে।
◼️ এক্ষেত্রে যে সমস্ত Documents গুলি Upload করতে হবে-
1. সর্বশেষ পরীক্ষার মার্কশিট । 2. ভর্তির রসিদ।
আরও দেখুনঃ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড বিগত বছরের প্রশ্মপত্র | VSO Previous Years Question Paper
⬕ SVMCM আবেদনের গুরুতবপূর্ণ তারিখঃ-
আবেদনের ধরন | তারিখ |
Fresh application 2023 | 12-07-2023 |
Last date Fresh application | Not available |
Renewal application 2023 | 12-07-2023 |
Last date Renewal application | Not available |
⬕ SVMCM আবেদনের হেল্পলাইনঃ-
আবেদন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বা আবেদনের সময় কোনো রকম সমস্যা হলে নিন্মলিখিত হেল্পলাইনে যোগাযোগ করতে হবে।
Email – helpdesk.svmcm-wb@gov.in
Toll free help line 1800 102 8014 (10 am to 6 pm except Sunday)
স্কলারশিপ সংক্রান্ত এই রকম গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।