Layer-3 Admit Card 2023

{ Layer-3 Admit Card 2023 } বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2023

Last Updated on September 8, 2023 by Science Master

২০২৩ সালের নবম শ্রেণীর জন্য বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড (Vidyasagar Science Olympiad) Layer-2 এর পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৩ শে জুলাই ২০২৩ রবিবার দুপুর ১২ টা থেকে। যে সমস্ত ছাত্র-ছাত্রী Layer-2 পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে থেকে ৪০% এর বেশি নম্বর পেয়েছে এমন প্রত্যেক জেলা থেকে ২০ % ছাত্র-ছাত্রীর নাম Layer-3 পরীক্ষার জন্য মনোনীত হয়েছে। Layer-3 পরীক্ষা হবে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৩ রবিবার। সময় দুপুর ১২ টা থেকে ২ টো পর্যন্ত মোট ২ ঘণ্টা। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড ২০২৩ পরীক্ষার Layer-3 Admit Card ডাউনলোড করা শুরু হয়ে গেছে।

পরীক্ষার সেন্টার কোথায় হবে তা Layer-3 Admit Card ডাউনলোড করার পরেই পরীক্ষার্থীরা জানতে পারবে। Layer-3 Admit Card অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক নীচে দেওয়া আছে।

আরও দেখুনঃ কিভাবে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষার জন্য আবেদন করবেন।

কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবেঃ

আরও দেখুন:  WB HS PPR PPS 2024 | উচ্চমাধ্যমিক উত্তরপত্রের রিভিউ ও স্কূটনি পদ্ধতি

১) প্রথমে নিচে দেওয়া অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্কে ক্লিক করতে হবে।

২) এরপর জেলার নাম সিলেক্ট করতে হবে।

৩) এরপর যেসমস্ত ছাত্র-ছাত্রী Layer-3 পরীক্ষার জন্য মনোনীত হয়েছে তাদের নাম থাকবে এবং পাশে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক থাকবে। এখান থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

৪) পরীক্ষার তারিখ এবং পরীক্ষার সেন্টার অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে।

নীচে Layer-3 পরীক্ষার মডেল প্রশ্মপত্র, পরীক্ষার তারিখ এবং সময়, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার তারিখ এবং ডাউনলোড লিঙ্ক দেওয়া হলো।

Examination Vidyasagar Science Olympiad Layer-3
Exam Date10 th Sept 2023 (Sunday) from 12 noon-2 pm
Admit Card DownloadFrom 2 Sept 2023
Layer 3 Admit Card Download LinkClick here
Model Question PaperClick here
Layer-3 Admit Card

স্কলারশিপ সংক্রান্ত এই রকম গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।

আরও দেখুন:  VSO Layer 2 Admit Card 2024 | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top