Mahyamik Suggestion 2025 | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫: প্রথম অধ্যায়

Madhyamik Suggestion 2025 Physical Science Chapter 2

Madhyamik Suggestion 2025 | ভৌতবিজ্ঞান সাজেশন- গ্যাসের আচরন (দ্বিতীয় অধ্যায়)

NMMS Scholarship 2023

NMMS Scholarship 2023: এন এম এম এস স্কলারশিপ ২০২৩ অনলাইন আবেদন

Last Updated on July 19, 2024 by Science Master

National Means-Cum-Merit (NMMS Scholarship 2023) Examination 2023

যে সমস্ত ছাত্র-ছাত্রী ২০২৩ সালে অষ্টম শ্রেণীতে পাঠরত তাদের জন্য সুখবর। শুরু হতে চলেছে National Means-Cum-Merit Scholarship (NMMS Scholarship 2023) পরীক্ষার আবেদন প্রক্রিয়া। আবেদনের তারিখ, আবেদনের শেষ তারিখ, আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদনের প্রক্রিয়া এবং পরীক্ষার জন্য প্রশ্মপত্রের ধরন ইত্যাদি নিয়ে নিচে আলোচনা করা হলো।

পরীক্ষার আবেদন শুরুঃ – 23 .06. 2023

পরীক্ষার আবেদনের শেষ তারিখঃ – 09. 08. 2023

পরীক্ষার তারিখঃ – 17 .12 . 2023

Exam NameNational Means-Cum-Merit Scholarship (NMMS)
StandardClass – VIII
Mode of ApplicationOnline
Application Starts23 .06. 2023
Last date of Application09.08.2023
Date of NMMS Examination17.12.2023
Scholarship amount12000/- per year
Official website linkhttps://scholarships.wbsed.gov.in/

আরও দেখুনঃ পশ্চিমবঙ্গের NMMS পরীক্ষার রেজাল্ট ২০২২ | West Bengal NMMS Exam Result 2022

পরীক্ষার প্রয়োজনীয় যোগ্যতাঃ-

১) কেবলমাত্র অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে। যে সমস্ত ছাত্র-ছাত্রী সপ্তম শ্রেণীর পরীক্ষায় ৫৫% নম্বর নিয়ে অষ্টম শ্রেণীতে পাঠরত তারা আবেদন করতে পারবে। ( SC, ST এবং Disabled Candidate রা ৫% ছাড় পাবে)

আরও দেখুন:  VSO Layer 2 Admit Card 2024 | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024

২) যে সমস্ত ছাত্র-ছাত্রী কেন্দ্রীয় বিদ্যালয়, নবদয় বিদ্যালয়, বেসরকারি স্কুলে পাঠরত তারা এই আবেদন করতে পারবে না। শুধুমাত্র সেই সমস্ত ছাত্র-ছাত্রীই আবেদন করতে পারবে যারা সরকারী বিদ্যালয়, সরকারী সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় এবং মাদ্রাসায় পাঠরত।

৩) অবিভাবকের বার্ষিক আয় তিন লক্ষ পঞ্চাশ হাজার (350000/-) টাকার মধ্যে হতে হবে। আবেদনের সময় ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। ইনকাম সার্টিফিকেট BDO বা Jt BDO এর কাছ থেকে নিতে হবে।

৪) আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। কোনোরকম জয়েন্ট অ্যাকাউন্ট প্রযোজ্য হবে না।

৫) আবেদনকারীকে অবশ্যই তার আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করে রাখতে হবে।

◪ NMMS Scholarship 2023 অনলাইন আবেদনের পদ্ধতিঃ-

Step – I

প্রথমে National Means-Cum-Merit (NMMS Scholarship 2023) পরীক্ষার আবেদনের জন্য নির্দিষ্ট ওয়েবসাইট https://scholarships.wbsed.gov.in/ ওপেন করতে হবে।

Step-II

এরপর ‘ New user register here’ অপশনে ক্লিক করে নির্দিষ্ট স্কলারশিপ টাইপ সিলেক্ট করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে Registration এবং Password পাওয়া যাবে।

Step-III

এরপর Registration এবং Password দিয়ে Login করতে হবে। এরপর পাসপোর্ট সাইজের (50 kb) ফটো আপলোড করতে হবে । এরপর ফর্ম সেভ করে পুরোটা একবার চেক করে নিয়ে Locked অপশনে ক্লিক করতে হবে। এবার ফর্মটির প্রিন্ট আউট নিতে হবে এবং তার সঙ্গে হেড অফ ইনস্টিটিউশন এর সার্টিফিকেট ফরমেট (HOI) প্রিন্ট আউট নিতে হবে।

আরও দেখুন:  সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি ২০২৪ | Senior Bigyani Kanya Medha Britti 2024 Apply

Step-IV

এরপর সীল সহি করা হেড অফ ইনস্টিটিউশন (HOI) এর সার্টিফিকেট আপলোড করতে হবে। তার সঙ্গে আরও কিছু ডকুমেন্টস অপলোড করতে হবে যা pdf ফরমেটে হবে এবং যার সাইজ 200kb এর মধ্যে হতে হবে।

যে সমস্ত ডকুমেন্টস অপলোড করতে হবে –

১. অবিভাবকের ইনকাম সার্টিফিকেট (Income Certificate of parents)।

২. ব্যাঙ্কের পাশ বই এর প্রথম পাতা (First page of Bank passbook)।

৩. কাস্ট সার্টিফিকেট (Caste certificate)।

৪. হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট (Disablity Certificate)।

Step-V

এরপর ‘ Finalize Application’ বটনে ক্লিক করতে হবে। Finalize না করা হলে আবেদনকারীর অ্যাডমিট কার্ড জেনারেট হবে না।

Step-VI

আবেদনপত্রে কোনো ভুল থাকলে তা ই-মেইল এর মাধ্যমে জানানো হবে।

পরীক্ষার ধরন (Examination Pattern of NMMS):-

দুই ধরনের পরীক্ষা Mental Ability Test এবং Scholastic Aptitude Test, দুটি সেশনে হবে। প্রতিটি সেশনের সময় থাকবে দেড় ঘণ্টা করে।

আরও দেখুন:  Aikyashree Scholarship 2024-2025 | ঐক্যশ্রী স্কলারশিপে আবেদনের শেষ তারিখ, যোগ্যতা
Name of the TestTypeMarksNo of itemsDuration in minuits
Mental Ability TestMCQ909090 min
Scholastic Aptitude TestMCQ909090 min
National Means-Cum-Merit Scholarship (NMMSE)

সিলেবাসঃ-

এই পরীক্ষার জন্য কোনো নির্দিষ্ট সিলেবাস নেই। তবে প্রশ্মপত্র হবে ক্লাস VII এবং ক্লাস VIII Standerd । Scholastic Aptitude Test যে সমস্ত বিষয়ের ওপর হবে টা হল- গণিত, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস এবং ভূগোল। প্রশ্নের উত্তর বুকলেটের মাধ্যমে দিতে হবে এবং প্রতিটি প্রশ্ন এক নম্বরের হবে, কোনো নেগেটিভ মার্কেটিং থাকবে না।

স্কলারশিপ সংক্রান্ত এই রকম গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top