WBBME Holiday List 2025 | মাদ্রাসা শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

wbbpe Holiday List 2025

WBBPE Holiday List 2025 | প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

Physical Science Activity Task

Physical Science Activity Task Class 9 Sept 2021

Last Updated on January 7, 2022 by Science Master

নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল অ্যাকটিভিটি টাস্ক সেপ্টেমম্বর 2021

(Physical Science Activity Task Class 9 Sept 2021)

১. ঠিক উত্তর নির্বাচন করোঃ ১ x ৩ = ৩

১.১ কোনো স্প্রিংয়ের বল ধ্রুবকের একক হলো-

(ক) Nm (খ) Nm2 (গ) N/m2 (ঘ) N/m

উঃ- N/m ।

১.২ গাঢ় ও উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ায় নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় তা হলো-

(ক) N2O5 (খ) N2O (গ) NO2 (ঘ) NO

উঃ- NO2

১.৩ একটি বলকে খাড়াভাবে উপরের দিকে ছোঁড়া হলো। যাত্রাপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির –

(ক) গতিশক্তি সর্বাধিক (খ) স্থিতিশক্তি সর্বাধিক (গ) গতিশক্তি ও স্থিতিশক্তির মান সমান (ঘ) গতিশক্তি অপেক্ষা স্থিতিশক্তির মান কম।

উঃ- স্থিতিশক্তি সর্বাধিক ।

আরও দেখুনঃ নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল অ্যাকটিভিটি টাস্ক জানুয়ারি 2022 এর উত্তর।

২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করোঃ ১ x ৩ = ৩

২.১ ব্যারোমিটারের পাঠ দ্রুত কমতে থাকলে বোঝা যায় যে নিন্মচাপের সৃষ্টি হয়েছে।

উঃ- সত্য।

২.২ যে দ্রবনে মিথাইল অরেঞ্জের রঙ হলুদ তার pH>7 ।

উঃ- সত্য।

২.৩ কার্য একটি ভেক্টর রাশি।

উঃ- মিথ্যা।

৩. সংক্ষিপ্ত উত্তর দাওঃ ২ x ২ = ৪

৩.১ জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হওয়া আর প্রোটিন দ্রবীভূত হওয়ার মধ্যে প্রধান পার্থক্য কী তা ব্যাখ্যা করো।

উঃ- সোডিয়াম ক্লোরাইড (NaCl) আয়নীয় যৌগ হওয়ায় জলীয় দ্রবনে বিয়োজিত হয়ে Na+ ও Cl আয়ন উৎপন্ন করে। জলের অণুগুলি গোলাকৃতি হওয়ায় এদের মধ্যে কিছু জায়গা ফাঁকা থাকে। এই ফাঁকা জায়গাকে জলের আন্তরাণবিক অবকাশ বলে। NaCl জলে দ্রবীভূত করলে এর থেকে উৎপন্ন আয়ন গুলি জলের আন্তরাণবিক অবকাশের মধ্যে ঢুকে পড়ে এবং প্রকৃত দ্রবন উৎপন্ন করে।

অন্যদিকে প্রোটিন বৃহদাকার অণুবিশিষ্ট পদার্থ যার অণুগুলির ব্যাস প্রকৃত দ্রবনের কণার ব্যাসের থেকে বেশি হওয়ায় জলের আন্তরাণবিক অবকাশের মধ্যে প্রবেশ করতে পারে না। ফলে প্রকৃত দ্রবন উৎপন্ন না করে কোলয়েড দ্রবন উৎপন্ন করে।

৩.২ কোনো বস্তুর ভর m ও গতিশক্তি E হলে প্রমাণ করো যে বস্তুটির ভরবেগ হলো (2mE)1/2

উঃ- বস্তুর ভর = m

বস্তুর গতিশক্তি = E

আমরা জানি, গতিশক্তি = 1/2 mv2 ( যেখানে v হল বস্তুর বেগ )

শর্তানুসারে,

svgsvg2}

অতএব, ভরবেগ = m . v

2}\times&space;m2}2}

অতএব, বস্তুটির ভরবেগ = (2Em)1/2 (প্রমাণিত)

৪. নীচের প্রশ্মটির উত্তর দাওঃ ৩ x১ = ৩

৪.১ একটি জৈব যৌগে ভর অনুপাতে ০.০31% ফসফরাস আছে। যদি ঐ যৌগটির একটি অণুতে একটিই ফসফরাস পরমানু থাকে তাহলে যৌগের মোলার ভর নির্ণয় করো (দেওয়া আছে P = 31) । যৌগটির একটি অণুর আয়তন সম্বন্ধে তুমি কী বলতে পারো ?

উঃ- জৈব যৌগে ভর অনুপাতে ০.০31% ফসফরাস আছে ।

অর্থাৎ, 0.031 g ফসফরাস আছে 100 g জৈব যৌগে

31 g ফসফরাস আছে (31 x 100) / 0.031= 100000 g

যেহেতু জৈব যৌগে একটি ফসফরাস পরমানু থাকে (যার ভর 31 ), তাই যৌগের মোলার ভর 100000 গ্রাম/মোল।

আমরা জানি, 6.022 x 1023 অনুর আয়তন 224 লিটার।

অতএব, 1 অনুর আয়তন 224 / 6.022 x 1023 লিটার।

= 3.71 x 10-23 লিটার।

অর্থাৎ, যৌগটির একটি অণুর আয়তন হবে 3.71 x 10-23 লিটার।

ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাক্স অক্টবর 2021 এর উত্তর। Click here newicon

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top