মাধ্যমিক বিগত বছরের প্রশ্মপত্র | Madhyamik Previous Year Question Paper

WBBSE Madhyamik Exam Routine 2025

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন | WBBSE Madhyamik Exam Routine 2025

Class 9 physical science chapter 7

নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান – শব্দ (সপ্তম অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 9 Physical Science Chapter 7

Last Updated on November 28, 2022 by Science Master

শব্দ (সপ্তম অধ্যায়) | Class 9 Physical Science

নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের – ” শব্দ ” (সপ্তম অধ্যায়) থেকে সমস্ত রকমের প্রশ্ন উত্তর (Class 9 Physical Science Chapter 7) করা হল। যে সমস্ত ছাত্র-ছাত্রী নবম শ্রেণীতে পাঠরত তাদের পরীক্ষার জন্য কাজে আসবে। তোমরা যারা নবম শ্রেণীতে পাঠরত তারা টেক্স বইয়ের পাশাপাশি এই প্রশ্ন উত্তর গুলি দেখতে পারো। এখানে শব্দ অধ্যায় থেকে সমস্ত রকমের প্রশ্ন উত্তর (Class 9 Physical Science Chapter 7) খুব সুন্দরভাবে করে দেওয়া আছে।

⬕ ভৌত বিজ্ঞান বিষয়ের – ” শব্দ ” অধ্যায়ের MCQ প্রশ্ন-উত্তরঃ

1. সুরযুক্ত শব্দের বৈশিষ্ট হল- প্রাবল্য / তীক্ষ্ণতা / গুন বা জাতি / সবকটি।

উঃ- গুন বা জাতি।

2. শব্দের প্রতিফলনের ফলে – কম্পাঙ্ক পরিবর্তিত হয় / তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয় / পর্যায়কাল পরিবর্তিত হয় / কোনোটিই নয়।

উঃ- কোনোটিই নয়।

3. কম্পাঙ্ক (n), তরঙ্গ দৈর্ঘ্য (λ) এবং শব্দের বেগ (v) এর মধ্যে সম্পর্ক- v = n/λ / v = λ/n / v = nλ / v = nλ2

উঃ- v = nλ

4. সুরযুক্ত শব্দের গুণ বা জাতি নির্ভর করে স্বরে উপস্থিত- সমমেল / উপসুর এর / মূলসুর এর / সুর এর ওপর।

উঃ- উপসুর এর।

5. পর্যায়কাল 0.2 সেকেণ্ড হলে, কম্পাঙ্ক হবে- 5 Hz / 0.2 Hz / 10 Hz / 0.5 Hz

উঃ- 5 Hz

6. আলট্রাসোনোগ্রাফি যে তরঙ্গের সঙ্গে সম্পর্কযুক্ত তা হল- শ্রুতিগোচর শব্দ তরঙ্গ / শব্দোত্তর তরঙ্গ / শব্দেত্তর / তড়িৎ চুম্বকীয় তরঙ্গ।

উঃ- শব্দোত্তর তরঙ্গ।

7. শব্দের তীব্রতার নিরাপদ সীমা হল- 65 dB / 60 dB / 90 dB / 100 dB

উঃ- 65 dB

8. শব্দের প্রাবল্য নির্ভর করে- বিস্তারের ওপর / তরঙ্গ দৈর্ঘ্যের ওপর / কম্পাঙ্কের ওপর / বেগের ওপর।

উঃ- বিস্তারের ওপর।

[ আরও দেখুনঃ শক্তির ক্রিয়াঃ কার্য, ক্ষমতা ও শক্তি প্রশ্ম-উত্তর ]

⬕ ভৌত বিজ্ঞান বিষয়ের – ” শব্দ ” অধ্যায়ের VSAQ প্রশ্ন-উত্তরঃ

1.কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক কী?

উঃ-

কম্পাঙ্ক = \frac{1}{পর্যায়কাল}

2. বায়ু ও লোহার মধ্যে কোনটিতে শব্দের বেগ বেশি?

উঃ- লোহার মধ্যে দিয়ে শব্দের বেগ বায়ু অপেক্ষা বেশি।

3. অন্যোন্যক হল- ……………..[শূন্যস্থান পূরন করো]

উঃ- কম্পাঙ্ক ।

4. শব্দের তীক্ষ্ণতা কিসের ওপর নির্ভর করে?

উঃ- কম্পাঙ্কের ।

5. একটি প্রাকৃতিক শব্দ দূষণ উল্লেখ করো।

উঃ- বজ্রপাতের সময় উৎপন্ন শব্দ . ।

6. শ্রুতিগোচর শব্দের কম্পাঙ্ক সীমা কত?

উঃ- 20 Hz 20000 Hz

7. শব্দোত্তর শব্দের একটি ব্যবহার লেখো।

উঃ- শব্দোত্তর শব্দের সাহায্যে সমূদ্রের গভীরতা নির্ণয় করা হয়।

8. সুরযুক্ত শব্দের কোন বৈশিষ্ট শব্দ দূষন ঘটায়?

উঃ- প্রাবল্য বা তীব্রতা।

9. SONAR এর পুরো নাম কী?

উঃ- SONAR এর পুরো নাম Sound Navigation and Ranging । সোনার () হল একটি যন্ত্র, যা জাহাজের তলায় লাগানো থাকে। এই যন্ত্র উচ্চ কম্পাঙ্কের শ্রবণোত্তর শব্দতরঙ্গ উৎপন্ন করে এবং এর সাহায্যে সমুদ্রের তলায় থাকা কোনো বস্তুর অবস্থান, দূরত্ব গতি বোঝা যায়।

আরও দেখুন:  পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সিলেবাস ২০২৪ | Class 9 Life Science Syllabus 2024

10. স্বনকের কম্পাঙ্ক বাড়লে শব্দের ……..বাড়ে। [শূন্যস্থান পূরণ করো]

উঃ- তীক্ষ্নতা ।

11. পুরুষ ও নারীর কন্ঠস্বরের পার্থক্যের কারন হল শব্দের ……….। [শূন্যস্থান পূরণ করো]

উঃ- কম্পাঙ্ক।

12. সমুদ্রে মাছের ঝাঁকের উপস্থিতি শনাক্ত করতে কি জাতীয় শব্দ ব্যবহার করা হয়?

উঃ- সমুদ্রে মাছের ঝাঁকের উপস্থিতি শনাক্ত করতে শ্রবণোত্তর শব্দ ব্যবহার করা হয়।

13. স্টেথোস্কোপ যন্ত্র কোন নীতির ওপর কাজ করে?

উঃ- স্টেথোস্কোপ যন্ত্র শব্দের প্রতিফলনের নীতি অনুযায়ী কাজ করে।

14. 20 Hz কম্পাঙ্কের নীচে থাকা শব্দ তরঙ্গের নাম কী?

উঃ- শ্রবণেতর শব্দ।

15. শব্দ তরঙ্গ কি ধরনের তরঙ্গ?

উঃ- অনুদৈর্ঘ্য তরঙ্গ।

16. কম্পাঙ্কের একক কী?

উঃ- কম্পাঙ্কের SI একক ‘হার্ৎজ’ (Hz) এবং CGS একক ‘সাইকেলস প্রতি সেকেণ্ড’ (CPS)।

[ আরও দেখুনঃ নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ঃ তাপ এর প্রশ্ন-উত্তর ]

⬕ ভৌত বিজ্ঞান বিষয়ের (Class 9 Physical Science)- ” শব্দ ” অধ্যায়ের SAQ প্রশ্ন-উত্তরঃ

1. v = nλ সমীকরণটি প্রতিষ্ঠা করো।

উঃ- ধরা যাক, কোনো মাধ্যমে কোনো তরঙ্গের কম্পাঙ্ক n, তরঙ্গদৈর্ঘ্য λ এবং তরঙ্গবেগ v হল । তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞানুযায়ী তরঙ্গ- উৎসের একবার পূর্ণ কম্পনে তরঙ্গ λ দূরত্ব অতিক্রম করে। কম্পাঙ্কের সংজ্ঞানুযায়ী উৎসের n সংখ্যাক কম্পন হয় 1 সেকেণ্ডে। তরঙ্গ-উৎসের n সংখ্যাক পূর্ণ কম্পনে তরঙ্গ দূরত্ব অতিক্রম করে nλ । অর্থাৎ, 1 সেকেণ্ডে তরঙ্গ nλ দূরত্ব অতিক্রম করে। বেগের সংজ্ঞানুযায়ী 1 সেকেণ্ডে তরঙ্গ v রত্ব অতিক্রম করে। সুতরাং, v = nλ। অর্থাৎ, তরঙ্গবেগ = তরঙ্গের কম্পাঙ্ক X তরঙ্গদৈর্ঘ্য।

2. প্রতিধ্বনি কাকে বলে? প্রতিধ্বনির সাহায্যে এরোপ্লেনের উচ্চতা নির্ণয় করা যায়?

উঃ- শব্দের প্রতিধ্বনির সাহায্যে এরোপ্লেনের উচ্চতা নির্ণয় করা যায়। ধরি, একটি এরোপ্লেন মাটি থেকে h উচ্চতা দিয়ে v বেগে অনুভূমিকভাবে A থেকে B এর দিকে উড়ছে। A বিন্দুতে থাকাকালীন ধরা যাক এরোপ্লেন থেকে একটি শব্দ সৃষ্টি করা হল। এরোপ্লেনটি যখন B বিন্দুতে পৌঁছায় তখন ওই শব্দ মাটিতে প্রতিফলিত হয়ে এরোপ্লেনটিতে পৌঁছায়। মূল শব্দ এবং প্রতিধ্বনি শোনার মধ্যে সময়ের ব্যবধান ধরা যাক t এবং V বায়ুতে শব্দের বেগ ।

Class 9 Physical Science
এরোপ্লেনের উচ্চতা নির্ণয়
এখন\; AB=vt \;এবং\; AC+CB=Vt;\\AN=\frac{1}{2}AB =\frac{1}{2}vt\;এবং\;AC=CB=\frac{1}{2}Vt,\;CN=h\\এখন\;AN^2+CN^2=AC^2\\\therefore\;CN^2+AC^2-AN^2,\\h^2=(\frac{1}{2}Vt)^2+(\frac{1}{2}vt)^2\\\therefore\;h^2=\frac{t^2}{4}(V^2-v^2)\\h=\frac{t}{2}\sqrt{V^2-v^2}

h এর বাস্তব মানের জন্য v ≤ V হতে হবে। যদি কোনো এরোপ্লেনের বেগ v, শব্দের বেগ V এর চেয়ে বেশি হয় (সুপারসনিক জেট প্লেন) তাহলে সেই প্লেনের উচ্চতা এই পদ্ধতিতে মাপা যাবে না।

3. ” Beautiful ” শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা ও প্রতিফলকের মধ্যে দূরত্ব কমপক্ষে কত হওয়া প্রয়োজন?

উঃ- ” Beautiful ” একটি ত্রিমাত্রিক বা তিন পদাংশবিশিষ্ট শব্দ, এর ক্ষেত্রে শব্দ নির্বন্ধ 3/5 সেকেণ্ড।

ধরা যাক, প্রতিধ্বনি শোনার জন্য শব্দের উৎস থেকে প্রতিফলকের নুন্যতম দূরত্ব হতে হবে= D

আরও দেখুন:  নবম শ্রেণীর ভূগোল সিলেবাস | Class 9 Geography Syllabus

বায়ুতে শব্দের বেগ 332 মিটার/সেকেণ্ড।

অর্থাৎ, 2D = 332 x 3/5 মিটার; D = 99.6 মিটার.

অতএব, প্রতিধ্বনি শোনার জন্য শব্দের উৎস থেকে প্রতিফলকের নুন্যতম দূরত্ব হতে হবে 99.6 মিটার।

4. ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা ও প্রতিফলকের মধ্যে দূরত্ব কমপক্ষে কত হওয়া প্রয়োজন?

উঃ- ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে শব্দ নির্বন্ধ 1/10 সেকেণ্ড।

ধরা যাক, প্রতিধ্বনি শোনার জন্য শব্দের উৎস থেকে প্রতিফলকের নুন্যতম দূরত্ব হতে হবে= D

বায়ুতে শব্দের বেগ 332 মিটার/সেকেণ্ড।

অর্থাৎ, 2D = 332 x 1/10 মিটার; D = 16.6 মিটার.

অতএব, প্রতিধ্বনি শোনার জন্য শব্দের উৎস থেকে প্রতিফলকের নুন্যতম দূরত্ব হতে হবে 16.6 মিটার।

5. পর্যায়কালের সংঞ্জা দাও। বিস্তার ও পর্যায়কালের CGS এবং SI লেখো।

উঃ- একটি কম্পনশীল কণা কোনো বিন্দু থেকে কোনো দিকে যাত্রা শুরু করে সম্পূর্ণ পথ একবার ঘুরে এসে পুনরায় সেই বিন্দুতে পৌঁছে একই দিকে যাত্রা করার আগের মুহুর্ত পর্যন্ত গতিকে ওই কণাটির পূর্ণ কম্পন বলে।

একটি কম্পনশীল কণার একবার পূর্ণ কম্পন বা পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে কণাটির কম্পনের পর্যায়কাল বলে।

বিস্তারের CGS একক হল সেন্টিমিটার এবং SI একক হল মিটার। আর পর্যায়কালের CGS এবং SI উভয় এককই হল সেকেণ্ড।

6. শব্দের প্রতিফলন কাকে বলে? শব্দের প্রতিফলনের সূত্রগুলি লেখো।

উঃ- শব্দতরঙ্গ একটি মাধ্যমের মধ্যে দিয়ে অগ্রসর হয়ে একটি বড়ো, শক্ততলে আপতিত হয়ে আগের মাধ্যমে ফিরে আসার ঘটনাকে শব্দের প্রতিফলন বলে।

শব্দের প্রতিফলনের সূত্রঃ ১) আপতিত শব্দতরঙ্গ, প্রতিফলিত শব্দতরঙ্গ এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। ২) আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়।

7. অনুদৈর্ঘ্য তরঙ্গ ও তির্যক তরঙ্গের সংজ্ঞা দাও।

উঃ- অনুদৈর্ঘ্য তরঙ্গঃ কোনো তরঙ্গের গতিপথে মাধ্যমের কণাগুলির কম্পনের অভিমুখ তরঙ্গ বিস্তারের অভিমুখের সঙ্গে সমান্তরাল হলে ওই তরঙ্গকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে।

তির্যক তরঙ্গঃ কোনো তরঙ্গের গতিপথের মাধ্যমের কণাগুলির কম্পনের অভিমুখ তরঙ্গ বিস্তারের অভিমুখের সঙ্গে লম্বভাবে হলে ওই তরঙ্গকে তির্যক তরঙ্গ বলে।

8. শব্দ দূষণের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। শব্দ দূষণ নিয়ন্ত্রনের দুটি উপায় লেখো।

উঃ- শব্দ দূষণের দুটি ক্ষতিকারক প্রভাবঃ ১) তীব্র শব্দ কানের পক্ষে পীড়াদ্বায়ক হয়, কানের যন্ত্রনা সৃষ্টি করে এবং মানুষ সম্পূর্ণ বধির হয়েও যেতে পারে।

২) মানুষের রক্ত চাপ বৃদ্ধি পায়, রক্তে চিনির মাত্রা বাড়ে এবং হৃদরোগ হবার সম্ভবনা থাকে।

৩) মানুষ স্নায়ুবিক রোগে, মাথা ধরায়, পেপটিক আলসার, শ্বাসকষ্ট প্রভৃতিতে আক্রান্ত হতে পারে।

৪) প্রসূতি নারী কম ওজনের, বিকলাঙ্গ এবং জড়বুদ্ধি সম্পন্ন সন্তান প্রসব করতে পারেন।

শব্দ দূষণ নিয়ন্ত্রনের দুটি উপায়ঃ ১) প্রত্যেক মোটরচালিত যানবাহনে সাইলেন্সার লাগাতে হবে, ইলেকট্রিক হর্নের ব্যবহার কমাতে হবে।

আরও দেখুন:  নবম শ্রেণীর ইতিহাস সিলেবাস | Class 9 History Syllabus

২) জনবসতি থেকে দূরে কলকারখানা স্থাপন করতে হবে।

৩) শব্দের গতিপথে শব্দশোষক পদার্থ দিয়ে তৈরি বোর্ড, প্রাচীর স্থাপন করে শব্দের সঞ্চালনকে কমাতে হবে।

9. অনুরণন কী? এর উদাহরণ দাও।

উঃ- একটি হলঘরে কোনো শব্দ সৃষ্টি হলে সেই শব্দ হলঘরের দেওয়াল, ছাদ, মেঝে থেকে বারবার প্রতিফলিত হয়, ফলে মূল শব্দ থেমে যাওয়ার পরেও তার রেশ থেকে যায় এবং অনেক্ষণ ধরে ওই ঘরের মধ্যে গমগম শব্দ শোনা যায়। একে শব্দের অনুরণন বলে।

মেঘ গর্জনের পরে অনেক সময় একটানা গুরগুর শব্দ শোনা যায়। এটি একপ্রকার অনুরণন।

10. মশা ওড়ার শব্দ শোনা যায়, কিন্তু পাখি ওড়ার শব্দ শোনা যায় না কেন?

উঃ- মশার ডানার কম্পাঙ্ক সেকেণ্ডে 20 থেকে 20,000 এর মধ্যে থাকে। এই কারনে মশা উড়লে তার ডানার কম্পন আমরা শুনতে পাই। কিন্তু পাখির ডানার কম্পাঙ্ক সেকেণ্ডে 20 এর কম হওয়ায় আমরা পাখির ডানার শব্দ শুনতে পাই না।

11. উৎস থেকে শ্রোতার দূরত্ব ও মাধ্যমের ঘনত্বের ওপর শব্দের প্রাবল্য কীভাবে নির্ভর করে?

উঃ- উৎস থেকে শ্রোতার দূরত্ব বেশি হলে প্রাবল্য কম হয়। শব্দ যে মাধ্যমের মধ্যে দিয়ে সঞ্চালিত হয় তার ঘনত্ব বেশি হলে প্রাবল্য বেশি হয়।

12. সুরযুক্ত শব্দ ও সুরবর্জিত শব্দের মধ্যে তিনটি পার্থক্য লেখো।

উঃ-

সুরযুক্ত শব্দসুরবর্জিত শব্দ
1. নিয়মিত, পর্যায়বৃত্ত, দীর্ঘস্থায়ী এবং নিরবিচ্ছিন্ন কম্পন থেকে উৎপন্ন শব্দকে সুরযুক্ত শব্দ বলে।1. অনিয়মিত, অপর্যাবৃত্ত, ক্ষণস্থায়ী এবং বিচ্ছিন্ন কম্পন থেকে উৎপন্ন শব্দকে সুরবর্জিত শব্দ বলে।
2. সুরযুক্ত শব্দ শ্রুতিমধুর এবং আনন্দদায়ক।2. সুরবর্জিত শব্দ শ্রুতিকটু এবং বিরক্তিকর।
3. প্রত্যেক সুরযুক্ত শব্দের গুন বা জাতি থাকে।3. সুরবর্জিত শব্দের গুন বা জাতি থাকে না।

13. শব্দের গুণ বা জাতি বলতে কি বোঝায়?

উঃ- সুরযুক্ত শব্দের যে বৈশিষ্টের জন্যে বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে উৎপন্ন সমান প্রাবল্য এবং তীক্ষ্ণতাবিশিষ্ট স্বরগুলির মধ্যে পার্থক্য করা যায়, তাকে স্বরের গুণ বা জাতি বলে।

14. কোনো উৎস থেকে নির্গত শব্দের কম্পাঙ্ক 100 Hz এবং তরঙ্গদৈর্ঘ্য 2 m। ওই তরঙ্গের বেগ ও পর্যায়কাল নির্ণয় করো।

উঃ- আমরা জানি, তরঙ্গের বেগ = কম্পাঙ্ক ✕ তরঙ্গদৈর্ঘ্য

অতএব, তরঙ্গের বেগ = (100 ✕ 2) মিটার/সে. = 200 মিটার/সে.

এবং পর্যায়কাল= (1/কম্পাঙ্ক) = (1/100)= 0.01 সেকেণ্ড।

15. বিদ্যুৎ ঝলক দেখার 5 s পর বজ্রপাত শোনা গেল। বায়ুতে শব্দের বেগ 330 m/s হলে, মেঘের দূরত্ব কত?

উঃ- শব্দ দ্বারা অতিক্রান্ত দূরত্ব = শব্দের বেগ ✕ সময়

শব্দ দ্বারা অতিক্রান্ত দূরত্ব = (330 ✕ 5) মিটার = 1650 মিটার

মেঘের দূরত্ব হবে= 1650 মিটার।

আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top