envs model activity task sept 2021 class 7

ENVS Model Activity Task Class 7 Sept 2021

Last Updated on August 13, 2024 by Science Master

সপ্তম শ্রেণীর পরিবেশবিদ্যা মডেল অ্যাকটিভিটি টাস্ক সেপ্টেম্বর ২০২১

(ENVS Model Activity Task Class 7 Sept 2021)

envs model activity task sept 2021 class 7

১. ঠিক উত্তর নির্বাচন করোঃ ১ x ৩ = ৩

১.১ যেক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হলো –

(ক) দেওয়াল (খ) কাগজ (গ) কাপড় (ঘ) আয়না ।

উঃ- আয়না ।

১.২ যেটি পরিবেশবান্ধব শক্তির উৎস নয় সেটি হলো –

(ক) সূর্য (খ) বায়ুপ্রবাহ (গ) জীবাশ্ম জ্বালানি (ঘ) জৈব গ্যাস।

উঃ- জীবাশ্ম জ্বালানি ।

১.৩ রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদে সেটি হলো –

(ক) আলু (খ) কচুরিপানা (গ) বেল (ঘ) কুমড়ো।

উঃ- কচুরিপানা ।

২. ঠিক বাক্য আর ভুল বাক্য চিহ্নিত করোঃ ১ x ৩ = ৩

২.১ কোনো দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য তার চৌম্বক দৈর্ঘ্যের চেয়ে সামান্য কম হয়।

উঃ- ঠিক।

২.২ কাণ্ডের যে অংশ থেকে শাখা বেরোয় তাকে পর্বমধ্য বলে।

উঃ- ভুল।

২.৩ তেঁতুল পাতা হলো একক পত্রের একটি উদাহরণ ।

উঃ- ভুল।

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাওঃ ২ x ২ = ৪

৩.১ চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কীসের ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত- লোহার চেয়ার না কাঠের টুল ? কেন?

উঃ- চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কাঠের টুল এর ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত । কারন কাঠ তড়িৎ এর কুপরিবাহী।

৩.২ উদ্ভিদের মূলের প্রধান কাজ কী কী ?

উঃ- ১. গাছকে মাটিতে আঁকড়ে ধরে থাকে।

২. মূল মাটি থেকে জল শোষন করে।

৪. তিন-চারটি বাক্যে উত্তর দাওঃ ৩ x ২ = ৬

৪.১ সূচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড়ো করা হলে প্রতিকৃতির কী পরিবর্তন হবে? ব্যাখ্যা করো।

উঃ- সূচিছিদ্র ক্যামেরার ছিদ্র বড়ো হলে অস্পষ্ট প্রতিকৃতি তৈরী হয়। ছিদ্র বড়ো হলে তা অসংখ্য ছোট ছোট ছিদ্রের সমষ্টি রূপে কাজ করে। প্রতিটি সূক্ষ্ম ছিদ্র এক একটি আলাদা আলাদা স্পষ্ট প্রতিকৃতি তৈরী করে। ফলে সমস্ত প্রতিকৃতি মিলেমিশে একটি অস্পষ্ট প্রতিকৃতি তৈরী হয়।

৪.২ সমুদ্রের মাছ কীভাবে নিজের দেহে জলের পরিমান স্বাভাবিক রাখে ব্যাখ্যা করো।

উঃ- সমুদ্রের মাছ নিন্মলিখিত উপায়ে নিজের দেহে জলের পরিমান স্বাভাবিক রাখে।

১. ঘন মূত্র ত্যাগ করে, ফলে খুব কম জল দেহ থেকে বেরিয়ে যায়।

২. ফুলকার মাধ্যমে দেহের অতিরিক্ত আয়ন ত্যাগ করে।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

2 thoughts on “ENVS Model Activity Task Class 7 Sept 2021”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *