Last Updated on March 2, 2025 by Science Master
পরমানু, অণু ও রাসায়নিক বিক্রিয়া (Class 7 Poribesh O Bigyan Chapter 3)
সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় অধ্যায় (Class 7 Poribesh O Bigyan Chapter 3) ” পরমানু, অণু ও রাসায়নিক বিক্রিয়া “ থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর করে দেওয়া হল। সপ্তম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীরা এই প্রশ্নউত্তর গুলি প্র্যাকটিস করে নিতে পারো। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ‘ সঠিক উত্তর নির্বাচন, শূন্যস্থান পূরণ এবং একটি বা দুটি বাক্যে উত্তর ‘ ধরনের প্রশ্ন দেওয়া আছে। নীচে সমস্ত ধরনের প্রশ্নউত্তর পরপর দেওয়া আছে।
সঠিক উত্তর নির্বাচন করে লেখো।
(1) যে মৌলটির নাম ল্যাটিন ভাষায় তার নাম থেকে গৃহীত হয়েছে, তার চিহ্ন হল-
(a) Po (b) Pu (c) U (d) Hg
Ans:- Hg
(2) সোডিয়াম ব্রোমাইডের সংকেত হল-
(a) Na2Br2 (b) Na2Br (c) NaBr2 (d) NaBr
Ans:- NaBr
(3) অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হল-
(a) AlO (b) Al2O (c) Al2O3 (d) Al2O2
Ans:- Al2O3
(4) Al2O3 যৌগে Al পরমানুর সংখ্যা-
(a) 1 (b) 2 (c) 3 (d) 4
Ans:- 2
(5) পটাশিয়াম সালফেটে আয়ন K+ও SO4– আছে। তাহলে পটাশিয়াম সালফেটের সংকেত হবে-
(a) K2SO4 (b) KSO4 (c) K(SO4)2 (d) K2(SO4)2
Ans:- K2SO4
(6) কাপড় কাচার সোডার সংকেত- (a) Ca(OH)2 (b) CaCO3 (c) Na2CO3 (d) MgCO3
Ans:- Na2CO3
(7) ফেরিক ক্লোরাইডের সংকেত FeCl3। এখানে Fe এর যোজ্যতা হল- (a) 1 (b) 2 (c) 3 (d) 4
Ans:- 3
(8) সিলভার নাইট্রেটের সংকেত হল- (a) AgNO3 (b) Ag2NO3 (c) Ag3NO3 (d) Ag(NO3)2
Ans:- AgNO3
(9) NaCl + AgNO3 = AgCl + NaNO3 বিক্রিয়াটি হল- (a) বিয়োজন (b) বিনিময় (c) প্রতিস্থাপন (d) প্রত্যক্ষ সংযোগ
Ans:- বিনিময়।
(10) পটাশিয়াম এর চিহ্ন হল – (a) K (b) P (c) Pt (d) Po
Ans:- K
(11) 17Cl35 পরমাণু নিউটন সংখ্যা হল- (a) 17 (b) 18 (c) 35 (d) 16
Ans:- 18
(12) প্রদত্ত কোনটি মৌলিক অনু – (a) H2S (b) CaO (c) HCl (d) Cl2
Ans:- Cl2
(13) পারদের চিহ্ন- (a) Pb (b) Hg (c) Fe (d) Po
Ans:- Hg
(14) পরমাণুতে ধনাত্মক আধানযুক্ত কণিকাটি হল- (a) ইলেকট্রন (b) প্রোটন (c) নিউট্রন (d) কোনোটিই না।
Ans:- প্রোটন।
(15) পাথরে চুনের সংকেত হল- (a) CaCO3 (b) CaO (c) Ca(OH)2 (d) CaCl2
Ans:- CaCO3
(16) সোডিয়াম সালফেট এর সংকেত হল- (a) Na2SO4 (b) Na2SO2 (c) NaSO4 (d) NaSO2
Ans:- Na2SO4
(17) অ্যামোনিয়াম আয়নের সংকেত হল – (a) NH3 (b) NH4– (c) NH4+ (d) কোনোটিই নয়।
Ans:- NH4+
(18) কিউপ্রিক ক্লোরাইড যৌগে তামার যোজ্যতা কত? (a) 1 (b) 2 (c) 3 (d) 4
Ans:- 2
(19) Na+ এবং SO42- দ্বারা গঠিত যৌগের সংকেত হবে – (a) NaSO4 (b) Na4SO4 (c) Na2SO4 (d) Na(SO4)2
Ans:- Na2SO4
(20) ক্যালশিয়াম পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করলে হবে – (a) Ca2- (b) Ca2+ (c) 2Ca (d) Ca+
Ans:- Ca2+
(21) Al পরমাণু কটি ইলেকট্রন ছাড়লে Al3+ ক্যাটায়ন উৎপন্ন করে- (a) 1 টি (b) 2 টি (c) 3 টি (d) 4 টি।
Ans:- 3 টি।
(22) ক্যাটায়নে ইলেকট্রন ও প্রোটন সংখ্যার ক্ষেত্রে – (a) উভয়ই (b) ইলেকট্রন বেশি (c) প্রোটন বেশি (d) কোনোটিই নয়।
Ans:- প্রোটন বেশি।
(23) নিউট্রন হল একটি- (a) ধনাত্মক কণা (b) ঋণাত্মক কণা (c) নিস্তড়িৎ কণা (d) কোনোটিই না।
Ans:- নিস্তড়িৎ কণা।
শূন্যস্থান পূরণ করো। (Poribesh O Bigyan Chapter 3)
(1) একটি প্রোটন একটি ইলেকট্রনের চেয়ে প্রায় ____গুণ ভারী।
Ans:- 1800
(2) পরমানুর সবচেয়ে ভারী কণাটির নাম____।
Ans:- প্রোটন।
(3) তুতের সংকেত হল____।
Ans:- CuSO4
(4) পরমানুর নিস্তড়িৎ কণাটির নাম ____।
Ans:- নিউট্রন।
(5) সিসার চিহ্ন হল _____।
Ans:- Pb
(6) নিস্তড়িৎ অবস্থায় পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা ____।
Ans:- সমান।
(7) পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত কণা হলো ____ ও ____।
Ans:- প্রোটন , নিউট্রন।
(8) সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন বর্জন করলে যে ক্যাটায়ন উৎপন্ন হয় তার চিহ্ন ____।
Ans:- Na+
(9) অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত Al2O3 হলে অক্সিজেনের যোজ্যতা হবে ____।
Ans:- 2
[আরও দেখুনঃ সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান – তাপ (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 7 Poribesh O Bigyan Heat Chapter]
একটি বা দুটি বাক্যে উত্তর দাও। (West Bengal Board Class 7 Poribesh O Bigyan Chapter 3)
(1) কোনো পরমানুর পরমানু ক্রমাঙ্ক বলতে কী বোঝ? অথবা পারমাণবিক সংখ্যা কাকে বলে?
Ans:- কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকে তার পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে।
(2) কোন মৌলের ভরসংখ্যা বলতে কী বোঝায়?
Ans:- কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যা সমষ্টিকে তার ভরসংখ্যা বলে।
(3) বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে?
Ans:- কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থ গুলিকে বিক্রিয়ক পদার্থ এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থকে বিক্রিয়াজাত পদার্থ বলা হয়।
(4) প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলতে কী বোঝ? একটি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার সমীকরণ লেখো।
Ans:- যে রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক পদার্থ পরস্পরের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, তাকে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলে। উদাহরণ-
N2 + 3H2 = 2NH3
(5) বিনিময় বিক্রিয়া কাকে বলে? একটি বিনিময় বিক্রিয়ার সমীকরণ লেখো।
Ans:- যে সমস্ত রাসায়নিক বিক্রিয়াতে দুটো বিক্রিয়ক পদার্থের মধ্যে উপস্থিত আয়ন বা মূলকের (Cl–, NO3–) বিনিময় ঘটে বিক্রিয়াজাত পদার্থ গুলি উৎপন্ন হয়, তাদের বিনিময় বিক্রিয়া বলে। উদাহরণ –
NaCl + AgNO3 = AgCl + NaNO3
(6) বিয়োজন বিক্রিয়া কাকে বলে? একটি বিয়োজন বিক্রিয়ার সমীকরণ লেখো।
Ans:- যেসব রাসায়নিক বিক্রিয়ায় তাপ বা তড়িৎ এর প্রভাবে একটা যৌগ ভেঙে একাধিক পদার্থে পরিণত হয়, সেইসব বিক্রিয়াকে বিয়োজন বিক্রিয়া বলে। উদাহরণ –
CaCO3 = CaO + CO2
(7) ক্লোরিন পরমানুর প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কত?
Ans:- 17Cl³⁵ পরমাণুর প্রোটন সংখ্যা = 17, ইলেকট্রন সংখ্যা = 17, নিউট্রন সংখ্যা= (35-17)= 18
(8) যেসব যৌগে মৌলের যোজ্যতা কম সেই যৌগে তাদের নামের শেষে কোন কথাটি যুক্ত হয়?
Ans:- যেসব যৌগের মৌলের যোজ্যতা কম সেই যোগে তাদের নামের শেষে ” আস ” কথাটি যুক্ত করা হয়।
(9) প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? একটি প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ দাও।
Ans:- যখন কোন রাসায়নিক বিক্রিয়ায় একটা মৌল অন্য মৌলের যৌগ থেকে তাকে মৌল আকারে সরিয়ে নিজে যৌগে পরিণত হয় তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। উদাহরণ –
Fe + CuSO4 = FeSO4 + Cu
(10) কিউপ্রিক ক্লোরাইডের দ্রবণে জিংক যোগ করলে কি ধরনের বিক্রিয়া হবে ? বিক্রিয়ার সমীকরণ লেখ।
Ans:- কিউপ্রিক ক্লোরাইডের দ্রবণে জিংক যোগ করলে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে।
Zn + CuCl2 = ZnCl2+ Cu
(11) মূলক কাকে বলে? একটি ধনাত্মক মূলকের উদাহরণ লেখ।
Ans:- একই মৌলের এক বা একাধিক পরমাণু অথবা বিভিন্ন মৌলের পরমাণু জোটবদ্ধ অবস্থায় আয়ন গ্রুপে অবস্থান করে এবং রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তখন তাকে মূলক বলে। একটি ধনাত্মক মূলকের উদাহরণ হল NH4+
(12) একটি নিউট্রন বিহীন পরমাণুর নাম লেখ।
Ans:- হাইড্রোজেন।
(13) কিউপ্রিক ক্লোরাইড এর সংকেত লেখ।
Ans:- CuCl2
(14) রাসায়নিক সমীকরণ কাকে বলে?
Ans:- চিহ্ন এবং সংকেতের সাহায্যে বিক্রিয়ক এবং বিক্রয়াজাত পদার্থ গুলিকে চিহ্নিত করে কোনো রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলে।
(15) (NH4)2SO4 যৌগটির নাম লেখ।
Ans:- অ্যামোনিয়াম সালফেট।
(16) একটি পাত্রে তুঁতের জলীয় দ্রবণ নিয়ে তাতে একটি পরিষ্কার লোহার ছুরি ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিলে কি দেখতে পাবে। সংশ্লিষ্ট বিক্রিয়াটি সমীকরণের আকারে প্রকাশ কর।
Ans:- তুতের (CuSO4) জলীয় দ্রবণে লোহার ছুরি (Fe) ডোবালে ছুরির গায়ে লালচে বাদামী বর্ণের ফেরাস সালফেট (FeSO4) এর আস্তরণ পড়বে।
Fe + CuSO4 = FeSO4 + Cu

(17) পোলোনিয়াম (Polonium) ও আমেরিসিয়াম (Americium) মৌলের চিহ্ন লেখ।
Ans:- পোলোনিয়াম – Po, আমেরিসিয়াম- Am
(18) আমি একটি মৌল। আমার চিহ্ন Cm। নামের বানান Curium । আমি এক বিখ্যাত বিজ্ঞানীর নামে নামাঙ্কিত। ওই ‘বিখ্যাত বিজ্ঞানীর’ নাম কি?
Ans:- ম্যাদাম কুরি (Madame Curie।
(19) Zn + CuCl2 → ZnCl2 + Cu এই রাসায়নিক বিক্রিয়াটিকে কি প্রকারের বিক্রিয়া বলা হয় এবং কেন?
Ans:- বিক্রিয়াটি হলো একটি প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে একটি মৌল জিঙ্ক (Zn) অন্য একটি মৌল কপারের (Cu) যৌগ থেকে কপার কে প্রতিস্থাপিত করেছে।
(20) একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 19 এবং ভর সংখ্যা 39 হলে, পরমাণুতে কয়টি ইলেকট্রন ও কয়টি নিউট্রন আছে?
Ans:- ইলেকট্রন সংখ্যা= 19, প্রোটন সংখ্যা = 19, নিউট্রন সংখ্যা = (39-19)=20
(21) একটি শূন্যযোজী মৌলের নাম লেখ ।
Ans:- হিলিয়াম।
(22) একটি মৌলের ভরসংখ্যা 40, পরমাণু ক্রমাঙ্ক 20, মৌলটির প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা ও নিউট্রন সংখ্যা উল্লেখ করো।
Ans:- প্রোটন সংখ্যা= 20, ইলেকট্রন সংখ্যা= 20, নিউট্রন সংখ্যা= (40-20) =20
(23) কোন মৌলের পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন বেরিয়ে গেলে কি ধরনের আয়ন উৎপন্ন হয়?
Ans:- ক্যাটায়ন।
(24) সমীকরণ গুলির সমতাবিধান করো।
P4 + O2 ➝ P4O10
Ans:- P4 + 5O2 = P4O10
KClO3 ➝ KCl + O2
Ans:- 2KClO3 = 2KCl + 3O2
P4 + I2 ➝ PI3
Ans:- P4 + 6I2= 4PI3
FeCl3 + NaOH ➝ Fe(OH)3 + NaCl
Ans:- FeCl3 + 3NaOH = Fe(OH)3 + 3NaCl
Fe2O3 + C ➝ Fe + CO
Ans:- Fe2O3 + 3C = 2Fe + 3CO
Pb(NO3)2 ➝ PbO + NO2 + O2
Ans:- 2Pb(NO3)2 = 2PbO + 4NO2 + O2
Na2CO3 + HCl ➝ NaCl + CO2+ H2O
Ans:- Na2CO3 + 2HCl ➝ 2NaCl + CO2+ H2O
Cu + HNO3 ➝ Cu(NO3)2 + NO2 + H2O
Ans:- Cu + 4HNO3 ➝ Cu(NO3)2 + 2NO2 + 2H2O
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram Channel ও Whatsapp Channel জয়েন করুন।
Latest Posts:
- মানুষের খাদ্য (পঞ্চম অধ্যায়): সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ম উত্তর | Class 7 Poribesh O Bigyan Chapter 5
- দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্নউত্তর | Class 10 Physical Science Question Answer
- {pdf} WB HS Exam 2025 Question Paper | উচ্চমাধ্যমিক ২০২৫ পরীক্ষার প্রশ্নপত্র
- Class 7 Poribesh O Bigyan Chapter 3 | সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় অধ্যায় প্রশ্নউত্তর | পরমানু, অণু ও রাসায়নিক বিক্রিয়া
- {PDF} Madhyamik Life Science Question 2025 | মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্ম ২০২৫