class7PoribeshBigyanchapter1Electricity

তড়িৎ- সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান প্রশ্নউত্তর | Class 7 Poribesh Bigyan chapter 1

Blinking Buttons WhatsApp Telegram

Last Updated on May 31, 2025 by Science Master

সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান (Science) বিষয়ের তড়িৎ অধ্যায়ের প্রশ্নউত্তর (Class 7 Poribesh Bigyan chapter 1 Electric) করে দেওয়া হলো। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের অন্তর্ভুক্ত সপ্তম শ্রেণীর (West Bengal Class 7 Poribesh Bigyan) ছাত্র-ছাত্রীরা এই প্রশ্ন উত্তরগুলি প্র্যাকটিস করে নিতে পারে। গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি বিভিন্ন প্রশ্ন বিচিত্রা থেকে সংগ্রহ করা হয়েছে।

সঠিক উত্তর নির্বাচন করে লেখ। (Class 7 Poribesh Bigyan)

(1) তড়িতের সুপরিবাহী পদার্থ হল- রবার / প্লাস্টিক / তামা / কাঠ।

উঃ – তামা।

(2) ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে থাকে- টাংস্টেন / নাইক্রোম / তামা / নিকেল।

উঃ – টাংস্টেন।

(3) নাইক্রোম তার ব্যবহৃত হয় যেখানে তা হল- বালব / ইস্ত্রি / ফিউজ তার / ক্যালকুলেটর।

উঃ – ইস্ত্রি।

(4) তড়িৎ বর্তনীতে সুইচ অন অবস্থায় থাকলে বর্তনীটি- মুক্ত বর্তনী / বদ্ধ বর্তনী / শর্ট সার্কিট / কোনোটিই নয়।

উঃ – বদ্ধ বর্তনী।

(5) টর্চের সেলকে বলা হয়- প্রাইমারি সেল / সেকেন্ডারি সেল / টার্সিয়ারি সেল / রিভারসিভিল সেল।

উঃ – প্রাইমারি সেল।

class 7 poribesh bigyan chapter 1 magnet চুম্বক অধ্যায়- সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান (class 7 Poribesh Bigyan Magnet Chapter )

নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও।

(1) গৃহে বৈদ্যুতিক বর্তনী নিরাপত্তার জন্য কি তার ব্যবহার করা হয়?

উঃ – ফিউজ তার।

(2) প্রাইমারি সেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

উঃ – রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়।

(3) নাইক্রোম তার কি কি দিয়ে তৈরি?

উঃ – নিকেল, ক্রোমিয়াম, লোহা এবং ম্যাঙ্গানিজ।

আরও দেখুন:  Class 7 Poribesh O Bigyan Chapter 3 | সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় অধ্যায় প্রশ্নউত্তর | পরমানু, অণু ও রাসায়নিক বিক্রিয়া

(4) তড়িৎ প্রবাহের তাপীয় ফলের প্রয়োগ হয় এমন একটি যন্ত্রের উদাহরণ দাও।

উঃ – ইলেকট্রিক ইস্ত্রি (Electric Iron) ।

(5) বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি?

উঃ – টাংস্টেন।

(6) LED এর পুরো নাম কি?

উঃ – LED এর পুরো নাম Light Emitting Diode

(7) ব্যাটারিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

উঃ – রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে।

(8) বাল্বের ফিলামেন্ট ও ফিউজ তারের মূল পার্থক্যটি লেখ।

উঃ – বাল্বের ফিলামেন্ট উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়। আর ফিউজ তারের গলনাঙ্ক খুব নিম্ন হয়।

(9) ইলেকট্রিক কলিং পেলে কি ধরনের চুম্বক ব্যবহার করা হয়?

উঃ – তড়িৎ চুম্বক।

(10) ইলেকট্রিক ইস্ত্রিতে কি তার ব্যবহার করা হয়?

উঃ – নাইক্রোম তার।

(11) তড়িৎ উৎপন্ন করতে পারে এমন দুটি মাছের নাম লেখ।

উঃ – জেলিফিস, ইলেকট্রিক ইল (Electric eel) ।

(12) একটি সেকেন্ডারি সেল এর উদাহরণ দাও

উঃ – গাড়িতে ব্যবহৃত শক্তিশালী ব্যাটারি।

নিচে প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও।

(1) সৌরকোশের (Solar) দুটি ব্যবহার লেখ।

উঃ – (১) বিদ্যুৎ উৎপাদন করতে ব্যবহার করা হয়। (২) বিভিন্ন রকম যন্ত্রাংশ যেমন ক্যালকুলেটর, সোলার কুকার, সোলার টেবিল ফ্যান ইত্যাদি চালাতে ব্যবহৃত হয়।

(2) তড়িতের সুপরিবাহী এবং কুপরিবাহী পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।

উঃ – তড়িতের সুপরিবাহী পদার্থ: যেসব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে, তাদের তড়িৎ এর সুপরিবাহী পদার্থ বলে। যেমন লোহা, তামা, অ্যালুমিনিয়াম।

তড়িতের কুপরিবাহী পদার্থ: যেসব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারেনা, তাদের তড়িৎ এর কুপরিবাহী পদার্থ বলে। যেমন কাঠ, পাথর ইত্যাদি।

আরও দেখুন:  ENVS Model Activity Task | সপ্তম শ্রেণীর পরিবেশবিদ্যা মডেল অ্যাকটিভটি টাক্স জানুয়ারী 2022

(3) অন্তরক কাকে বলে?  একটি উদাহরণ দাও।

উঃ – যেসব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না, তাদের কুপরিবাহী বা অন্তরক বলে। যেমন প্লাস্টিক, চিনামাটি,  ইট, কাঠ, পাথর।

(4) ফিউজ তার কি?  এর বৈশিষ্ট্য লেখ।

উঃ – বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট যে তার ব্যবহার করা হয় তাকে ফিউজ তার বলে। ফিউজ তারের গলনাঙ্ক খুব নিম্ন হয়।

(5) মুক্ত বর্তনী ও বদ্ধ বর্তনী কাকে বলে? সোলার ক্যালকুলেটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

উঃ – মুক্ত বর্তনী: বর্তনী কোথাও চিহ্ন হয়ে গেলে তার মধ্যে দিয়ে তড়িৎ চলাচলে বাঁধা পড়ে, তখন বর্তনী কাজ করে না তখন ওই বর্তনীকে মুক্ত বর্তনী বলে।

বদ্ধ বর্তনী: যদি বর্তনী কোথাও ছিন্ন না হয় তখন ওই বর্তনীকে বদ্ধ বর্তনী বলে।

সোলার ক্যালকুলেটরে (Solar Calculator) সৌরশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়।

(6) ফিউজ তার কেন ব্যবহার করা হয়?

উঃ – যেকোনো বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য ফিউজ তার ব্যবহার করা হয়। এই ফিউজের মধ্যে দিয়েই তড়িৎ ওই সার্কিটে প্রবেশ করে। ফিউজ তার খুব কম উষ্ণতায় গলে যায়। ফলে কোন কারনে খুব বেশি পরিমাণ তড়িৎ এসে পড়লে ফিউজ তার খুব উত্তপ্ত হয়ে ওঠে এবং গলে যায়। হলে বর্তনী ছিন্ন হয়ে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। তাই সার্কিটের কোন ক্ষতি হয় না।

(7) তড়িৎ চুম্বকের কয়েকটি ব্যবহার লেখ।

(i) ইলেকট্রিক কলিংবেলে তড়িৎ চুম্বকের ব্যবহার হয়।

আরও দেখুন:  সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান - তাপ (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 7 Poribesh O Bigyan Heat Chapter

(ii) লাউড স্পিকার তৈরি করতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়।

(iii) ইলেকট্রিক ক্রেনে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়।

(iv) চোখে কোন চুম্বক পদার্থের কনা পড়লে তা তুলতে ব্যবহার করা হয় এক বিশেষ যন্ত্রের সেই যন্ত্র তৈরি করতে তড়িৎচুম্বক ব্যবহৃত হয়।

(v) মোটর তৈরিতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়।

(vi) টেলিফোনে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়।

(8) বোতাম সেল কি?

উঃ – ইলেকট্রিক হাত ঘড়িতে যে সেল থাকে তা দেখতে অনেকটা বোতামের মতো একেই বোতাম সেল বলে।

nath আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram ChannelWhatsapp Channel জয়েন করুন

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Telegram
Scroll to Top