physical-science-model-activity-task-class-9physical-science-model-activity-task-class-9

Last Updated on June 4, 2023 by Science Master

 Physical Science Activity Task 2021 Answer Class-9

বাংলার শিক্ষা পোর্টালে নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ের উপর মডেল অ্যাকটিভিটি টাস্ক (Model Activity Task) দেওয়া হয়েছে। বিশেষ করে ভৌতবিজ্ঞান বিষয়ের উপর যে মডেল অ্যাকটিভিটি টাস্ক (Model Activity Task)  দেওয়া হয়েছে, তার উত্তর এখানে সুন্দরভাবে করে দেওয়া হল। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল অ্যাকটিভিটি টাস্ক  (Model Activity Task) এর উত্তর করবে তাদের কাজে লাগবে।
১. ঠিক উত্তর নিবাচন করো:
 
১.১ নীচের যেটি পরিমাপযোগ্য ভৌতরাশি নয় সেটি হলো – (ক) একটি ন্যাপথালিন বলের ভর  (খ) একটি ন্যাপথালিন বলের ভরবেগ  (গ) একটি ন্যাপথালিন বলের গন্ধ  (ঘ) একটি ন্যাপথালিন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ।
 
উঃ- একটি ন্যাপথালিন বলের গন্ধ।
 
১.২ আইসোবারদের ক্ষেত্রে নীচের যে কথাটি ঠিক তা হলো এদের –  (ক) ভর সমান (খ) প্রোটন সংখ্যা সমান  (গ) নিউট্রন সংখ্যা সমান  (ঘ) ভর সংখ্যা সমান । 
 
উঃ- প্রোটন সংখ্যা সমান ।
 
১.৩ ভরবেগের মাত্রীয় সংকেত হলো –
 (ক) 
  (খ)    (গ)     (ঘ) 
 
উঃ- 
 
 
২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপন করো:
 
২.১ আপেক্ষিক ঘনত্ব একটি এককহীন রাশি। 
 
উঃ- সত্য।
 
২.২ একটি বস্তু R cm ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে তার সরন হবে R cm। 
 
উঃ– মিথ্যা।
 
২.৩  স্কেলে ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.453 হলে একটি ক্লোরিন পরমানুর ভর 35.453 u। 
 
উঃ-  সত্য।
 
 
৩. দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও: 
 
৩.১ STP তে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব  0.0898 g/L হলে SI এককে এই ঘনত্ব এর মান নির্ণয় করো। 
 
উঃ–  1 L হাইড্রোজেন গ্যাসের ভর 0.0898 g
 
    এবং 0.0898 g = 
 
SI এককে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব এর মান = 
 
 
৩.২ একটি মৌলের পরমানুতে প্রোটন ও ইলেকট্রনের মোট সংখ্যা 184। পরমানুটির ভর সংখ্যা 235 হলে এতে কটি নিউট্রন আছে নির্ণয় করো।   
 
উঃ- প্রোটন সংখ্যা + ইলেকট্রন সংখ্যা = 184
 
আমরা জানি, পরমানুতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান থাকে।
 
অতএব,   প্রোটন সংখ্যা = 184/2  = 92
 
আবার, প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা = ভর সংখ্যা
 
নিউট্রন সংখ্যা = ভর সংখ্যা – প্রোটন সংখ্যা
 
নিউট্রন সংখ্যা = 235-92 = 143
 
অতএব,  পরমানুতে নিউট্রন আছে 143 টি।
 
৪. নীচের প্রশ্মটির উত্তর দাও:
 
৪.১ একটি ট্রেন 60 km/h দ্রুতিতে চলছিল । ব্রেক কষার ফলে 1 m/s² মন্দন সৃষ্টি হল। ট্রেনটি থামাতে কত সময় লাগবে নির্ণয় করো। 
 
উঃ-  
প্রাথমিক বেগ (u) = 60 km/h  =   m /s =     m /s
 
অন্তিম বেগ (v) = 0
 
মন্দন (a) = 1 m/s² 
 
ধরি, ট্রেনটি থামাতে সময় লাগবে t সেকেন্ড 
 
আমরা জানি, v = u – at
 
0 =  – 1xt
 
t =  s  =   s
 
অতএব, ট্রেনটি থামাতে সময় লাগবে    সেকেন্ড 
 
 
 
 
👉 Physical Science Model Activity Task 2021 part 2- Click here 
আরও দেখুন:  নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ম ও উত্তর | Class 9 Physical Science Chapter-2

 

 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: