WBBME Holiday List 2025 | মাদ্রাসা শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

wbbpe Holiday List 2025

WBBPE Holiday List 2025 | প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

physical science suggestion 2025 organic

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ জৈব রসায়ন | Physical Science Suggestion 2025 Chapter 8.6

Last Updated on October 25, 2024 by Science Master

Madhyamik Physical Science Suggestion 2025: আসন্ন ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞান বিষয় এক অতি গুরুত্বপূর্ণ বিষয়। তাই যে সমস্ত ছাত্র-ছাত্রী আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কথা মাথায় রেখে ভৌতবিজ্ঞান বিষয়ের শেষ অধ্যায় ” জৈব রসায়ন (Organic chemistry)” থেকে সাজেশন তৈরি করে দেওয়া হলো। এই অধ্যায় থেকে কত নম্বরের কতগুলি প্রশ্ম আসবে তার নম্বর বিভাজন নিচে দেওয়া আছে। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা ভৌতবিজ্ঞান বিষয়ের ” জৈব রসায়ন ” অধ্যায়ের এই প্রশ্মগুলি প্র্যাকটিস করতে পারো।

Physical Science Suggestion 2025: Chapter- Organic chemistry (Marks Distribution)

MCQVSAQSAQLAQTotal
1 x 1 = 11 x 2 = 22 x 1 = 23 x 1 = 38

Physical Science Suggestion 2025:

জৈব যৌগ অধ্যায়ের MCQ টাইপ প্রশ্মঃ

1.অ্যামোনিয়াম সায়ানেট উত্তপ্ত করে পাওয়া যায়-

(a) হাইড্রোজেন (b) ইউরিয়া (c) ফরম্যালডিহাইড (d) অ্যাসিট্যালঅডিহাইড

2. LPG তে ব্যবহৃত দূর্গন্ধযুক্ত জৈব যৌগটি হল-

(a) বিউটেন (b) ইথাইল মারক্যাপটান (c) অ্যাসিটিলিন (d) ইথাইল অ্যালকোহল

3. PVC এর মনোমার হল-

(a) ইথিলিন (b) ভিনাইল ক্লোরাইড (c) প্রোপিলিন (d) ট্রাইক্লোরো ইথিলিন

4. একই আণবিক সংকেত কিন্তু বিভিন্ন ধর্ম সম্পন্ন যৌগকে বলে-

(a) আইসোটোপ (b) আইসোবার (c) আইসোমার (d) পলিমার

আরও দেখুন:  মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ রাসায়নিক গণনা | Madhyamik Physical Science Suggestion 2025

5. কাঁচা ফল পাকাতে কোনটি ব্যবহার করা হয়?

(a) মিথেন (b) ইথেন (c) ইথিলিন (d) অ্যাসিটিলিন

6. কার্বাইড বাতিতে ব্যবহৃত হয়-

(a) মিথেন(b) ইথেন (c) ইথিলিন (d) অ্যাসিটিলিন

7. LPG গ্যাসের প্রধান উপাদান হল-

(a) বিউটেন (b) আইসোবিউটেন (c) প্রোপেন (d) ইথেন

8. অ্যাসিটোনের IUPAC নাম-

(a) প্রোপান্যাল (b) প্রপানোন (c) প্রোপানল (d) প্রোপান্যালডিহাইড

9. অসম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ –

(a) প্রোপেন (b) ইথেন (c) অ্যাসিটিলিন (d) মিথেন

10. কোন অণুটিতে অ্যালডিহাইড কার্যকারী গ্রুপ রূপে বর্তমান-

(a) CH3CH2OH (b) CH3COOH (c) CH3CHO (d) CH3COCH3

11. কিটোনের কার্যকারী মূলক হল-

(a) -OH (b) -CHO (c) >CO (d) -COOH

12. কোনটি অ্যাসিটোনের কার্যকারী মূলক-

(a) -OH (b) -CHO (c) >CO (d) -COOH

13. কৃত্রিম জৈব ভঙ্গুর পলিমার হল-

(a) স্টার্চ (b) নাইলন (c) টেফলন (d) PVC

14. অ্যালকিনের সাধারন সংকেত-

(a) CnH2n-2 (b) CnH2n-1 (c) CnH2n (d) CnH2n+2

জৈব যৌগ অধ্যায়ের VSAQ টাইপ প্রশ্মঃ

1.কোন ধর্মের জন্য বহুসংখ্যক কার্বন পরমানু পরস্পর যুক্ত হয়ে লম্বা শৃঙ্খল গঠন করতে পারে?

2. তরল ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের বিক্রিয়ায় দ্রবনের বর্ণের কি পরিবর্তন হয়?

3. CNG গ্যাসের মূল উপাদান কী?

4. অ্যালকাইনের সাধারন সংকেত লেখো।

5. একটি প্রাকৃতিক পলিমারের নাম লেখো।

6. কার্বাইড বাতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়?

7. IUPAC নাম লেখো।

HCHO, CH3-C≡CH, CH3CH2CHO, CH3CH2CH2OH, CH3-C≡C-CH3 , CH3COCH3 , CH3CH2COOH,

CH3COOH, HCOOH, CH3-CH=CH2 , CH3-CH(OH)-CH3

8. ইথিলিনের একটি ব্যবহার লেখো।

আরও দেখুন:  {pdf} উত্তরসহ মাধ্যমিক ২০২৩ জীবন বিজ্ঞান প্রশ্মপত্র | Madhyamik 2023 Life Science Solved Paper

9. একটি তরল হাইড্রোকার্বনের নাম লেখো।

10. গ্যাস ওয়েল্ডিং করতে কোন জৈব যৌগ ব্যবহৃত হয়?

11. রেকটিফায়েড স্পিরিট কী?

12. অ্যালকেনের অপর নাম লেখো।

13. তিনটি কার্বন পরমানুযুক্ত অ্যালকাইনে হাইড্রোজেন পরমানুর সংখ্যা কত?

14. প্রোপান্যাল এর সংকেত লেখো।

[আর দেখুনঃ জৈব যৌগ অধ্যায়ের সমস্ত রকম প্রশ্নের উত্তর পাওয়ার জন্য এখানে ক্লিক করুন]

জৈব যৌগ অধ্যায়ের SAQ টাইপ প্রশ্মঃ

1. ডিনেচার্ড স্পিরিট কী? এর একটি ব্যবহার লেখো।

2. ইথিলিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়া সমীকরণ সহ লেখো।

3. অবস্থান ঘটিত ও কার্যকারী গ্রুপ ঘটিত সমাবয়বতার একটি করে উদাহরণ দাও।

4. কার্যকারী মূলক কাকে বলে? দুটি কার্যকারী মূলকের উদাহরণ দাও।

5. C2H6O আণবিক সংকেত যুক্ত দুটি যৌগের নাম ও গঠন সংকেত লেখো।

6. টেফলনের মনোমারের নাম ও সংকেত লেখো।

7. মিথানল ও ইথানলের একটি করে ক্ষতিকারক শরীরবৃত্তীয় প্রভাব লেখো।

8. অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? সরলতম অ্যালডিহাডের নাম লেখো।

9. গাঢ় লাল বর্ণের ব্রোমিন জলের সঙ্গে ইথিলিনের বিক্রিয়াটি সমীকরনসহ লেখো।

10. LPG গ্যাস লিক করলে দূগন্ধ পাওয়া যায় কেন?

11. C2H6 কে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কিন্তু C2H4 অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন?

12. সাধারন উষ্ণতায় সোডিয়াম ধাতুর সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া ঘটানো হলে কি ঘটবে।

জৈব যৌগ অধ্যায়ের LAQ টাইপ প্রশ্মঃ

1. অ্যাসিটিলিন গ্যাসকে পৃথক পৃথক ভাবে র‍্যানি নিকেল অনুঘটক ও লিণ্ডলার অনুঘটক দ্বারা বিজারিত করলে কি ঘটে সমীকরন সহ লেখো।

2. মিথেন গ্যাসের একটি উৎস লেখো। মিথেনকে মার্শ গ্যাস বলে কেন? আলেয়া সৃষ্টির জন্য দ্বায়ী গ্যসটির নাম লেখো।

3. জৈব যৌগ ও অজৈব যৌগের দুটি পার্থক্য লেখো। 170 oC উষ্ণতায় গাঢ় H2SO4 এর সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?

আরও দেখুন:  মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ অজৈব রসায়ন | Physical Science Suggestion 2025 Chapter 8.4

4. ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো। একটি জৈব ভঙ্গুর পলিমারের নাম লেখো।

5. সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করে কীভাবে ইথানল ও অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে পার্থক্য করবে ? ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া শর্তসহ লেখো।

6. LPG ও CNG এর প্রধান উপাদান কী কী? LPG গ্যাস লিক শনাক্ত করতে বিশেষ কী ব্যবস্থা নেওয়া হয়? মিথিলেটেড স্পিরিটের এর প্রধান উপাদান কী?

7. ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত লেখো। বিক্রিয়াটির সমিত সমীকরন গুলি লেখো।

8. অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে NaHCO3 যোগ করলে কোন গ্যাস নির্গত হয়? কিভাবে পরিবর্তিত করবে- HC≡CH Br2CH-CHBr2

nath আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram ChannelWhatsapp Channel জয়েন করুন

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top