WBBSE Holiday List 2025 | মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

Madhyamik Life Science Chapter 3

বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ-মাধ্যমিক জীবন বিজ্ঞান | Life Science Chapter 3

Last Updated on January 19, 2025 by Science Master

মাধ্যমিক জীবন বিজ্ঞান (Life Science Chapter 3): মাধ্যমিক জীবন বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় ” বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ ” থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ম-উত্তর করে দেওয়া হলো। মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছো তারা এই প্রশ্ম-উত্তর গুলি প্র্যাকটিস করে নিতে পারো। মাধ্যমিক জীবন বিজ্ঞান বিষয়ের (Madhyamik Life Science Chapter 3) এই প্রশ্মগুলি টেস্ট পেপার থেকে সাজেস্টিভ প্রশ্ম-উত্তর সংগ্রহ করা হয়েছে।

উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর (Madhyamik Life Science Chapter 3)

(1) মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষা থেকে ____ সূত্র উপনীত হওয়া যায়।

উত্তর:- পৃথকীভবন।

(2) মটর ফুল ____ হওয়ায় মটর গাছে স্বপরাগযোগ ও প্রয়োজন ইতরপরাগযোগ ঘটানো যায়।

উত্তর:- উভলিঙ্গ।

(3) হেটেরোজাইগাস জীবে ____ বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে।

উত্তর:- প্রচ্ছন্ন।

(4) রোলার জিভ একটি ____ বৈশিষ্ট্য।

উত্তর:- প্রকট।

(5) দুটি জীবের মধ্যে থাকা পার্থক্যই হলো____।

উত্তর:- প্রকরণ বা ভেদ।

(6) মটর বীজের বর্ণের প্রকট বৈশিষ্ট্য হলো হলুদ কিন্তু প্রছন্ন বৈশিষ্ট্য হলো____।

উত্তর:- সবুজ।

(7) একই জিনের বিভিন্ন রূপকে ____ বলে।

উত্তর:- অ্যালিল।

(8) মটর গাছের ভিন্ন ভিন্ন ____ একই ফিনোটাইপ দেখাতে পারে।

উত্তর:- জিনোটাইপ।

(9) রোলার জিভ মোড়ার ক্ষমতাসম্পন্ন জিনটি ____।

উত্তর:- প্রকটধর্মী।

(10) হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হওয়ায় একমাত্র ____ অবস্থায় এই রোগের লক্ষণ গুলো প্রকাশ পায়।

উত্তর:- হেমোজাইগাস।

(11) মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হলো ____।

উত্তর:- হিমোফিলিয়া অথবা বর্ণান্ধতা।

(12) আধুনিক ঘোড়ার খুর হল তাদের পূর্বপুরুষের ____ নং আঙ্গুলের রূপান্তর।

উত্তর:- তিন।

(13) একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে ____ বলে।

উত্তর:- সংকরায়ণ।

(14) ____ বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে।

উত্তর:- আপসারী।

(15) স্থানীয় জীববৈচিত্রের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম হল____।

উত্তর- কচুরিপানা / তেলাপিয়া।

(16) মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রটি হল ____ও ____।

উত্তর:- পৃথকীভবন সূত্র, স্বাধীন সঞ্চারণ।

(17) মানুষের অটোজোম বাহিত প্রচ্ছন্ন একজোড়া জিন ____সৃষ্টি করে।

উত্তর:- সংযুক্ত কানের লতি।

প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।

(1) থ্যালাসেমিয়া : অটোজোমাল রোগ :: বর্ণান্ধতা : ____।

উত্তর:- X ক্রোমোজোমঘটিত রোগ।

(2) অটোজোম : 22 জোড়া :: সেক্স ক্রোমোজোম : ____।

উত্তর:- একজোড়া।

(3) Tt : হেটারোজাইগাস :: tt : ____।

উত্তর:- হোমোজাইগাস।

(4) ফলের বর্ণ : সবুজ :: ফুলের বর্ণ : ____।

উত্তর:- বেগুনি।

(5) YYRR : হলুদ গোলাকার :: yyRr : ____।

উত্তর:- সবুজ গোল।

নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। (Madhyamik Life Science Chapter 3)

(1) মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোন ভূমিকায় নেই।

উত্তর:- সত্য।

(2) যদি কোন মটর গাছে TT বা tt বৈশিষ্ট্য থাকে, তবে এই অ্যালিলের সাপেক্ষে মটর গাছটি হেটেরোজায়গাস হয়।

উত্তর:- মিথ্যা।

(3) মটর ফুল একলিঙ্গ হওয়ায় মটর গাছে স্বপরাগযোগ এবং প্রয়োজনে ইতরপরাগযোগ ঘটানো যায়।

উত্তর:- মিথ্যা।

(4) হেটেরোজাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়।

উত্তর:- মিথ্যা।

(5) বিশুদ্ধ জীব সর্বদা হোমোজাইগাস হয়।

উত্তর:- সত্য।

(6) সংযুক্ত কানের লতি এবং রোলার জিভ যথাক্রমে প্রচ্ছন্ন ও প্রকট অ্যালিলের কারণে হয়।

উত্তর:- সত্য।

(7) হিমোফিলিয়া একটি জিনগত রোগ।

উত্তর:- সত্য।

(8) মানুষের ডিম্বাণুতে একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে।

উত্তর:- মিথ্যা।

(9) মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদা হোমোগ্যামেটিক হয়।

উত্তর:- সত্য।

(10) ক্রোমোজোমে প্রতিটি জিনের অবস্থান নির্দিষ্ট।

উত্তর:- সত্য।

(11) রোলার জিভের সাপেক্ষে স্বাভাবিক জিভ একটি প্রকট বৈশিষ্ট্য।

উত্তর:- মিথ্যা।

(12)  থ্যালাসেমিয়া রোগে প্লীহার আকার বৃদ্ধি পায়।

উত্তর:-  সত্য।

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। (Madhyamik Life Science Chapter 3)

(1) RrYY ও RrYY এর সাদৃশ্য কি?

উত্তর:- উভয় ক্ষেত্রেই ফিনোটাইপ হবে হলুদ গোলাকার।

(2) মানুষের মধ্যে বংশানুক্রমে সঙ্চারিত হয় এমন একটি প্রকরণের উদাহরণ দাও।

উত্তর:- সংযুক্ত কানের লতি।

(3) জিন কী?

উত্তর:- ক্রোমোজোম তথা DNA এর একটি নির্দিষ্ট অংশ যা একটি নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে।

(4) যকৃত ও প্লিহার বৃদ্ধি ঘটে কোন জিনগত রোগে?

উত্তর:- থ্যালাসেমিয়া।

(5) একই জিনের ভিন্ন ভিন্ন রূপের একটি উদাহরণ দাও।

উত্তর:- মটর গাছের দৈর্ঘ্য নিয়ন্ত্রণকারী জিনের ভিন্ন ভিন্ন রোগ হল T ও t ।

(6) মানুষের লিঙ্গ নির্ধারণে পুরুষের কোন ক্রোমোজোম অধিক গুরুত্বপূর্ণ?

উত্তর:- Y ক্রোমোজোম।

(7) গিনিপিগের ক্ষেত্রে bbRR এবং bbRr জেনোটাইপ দুটির ফিনোটাইপ কী একই?

উত্তর:- হ্যাঁ, একই হবে।

(8) মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F-2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাত লেখ।

উত্তর:- 9 : 3 : 3 : 1

(9) একই জিনের বিভিন্ন রূপভেদকে কী বলে বা সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদানকে কী বলে?

উত্তর:- অ্যালিল।

(10) কোন্ গাছে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়?

উত্তর:- সন্ধ্যামালতি গাছে।

(11) অসম্পূর্ণ প্রকটতা কখন দেখা যায়?

উত্তর:- যখন দুটি বিপরীত গুণের কোনোটাই প্রকট হয় না।

(12) একটি অটোজোম ঘটিত বংশগত রোগের নাম কী?

উত্তর:- থ্যালাসেমিয়া।

(16)  থ্যালাসেমিয়া রোগে কী ধরনের অ্যানিমিয়া হয়?

উত্তর:- থ্যালাসেমিয়া রোগে হিমোলাইটিক অ্যানিমিয়া হয়।

(17) হিমোফিলিয়া রোগ কোন্ প্রকার ক্রোমোজোম ঘটিত রোগ?

উত্তর:- X ক্রোমোজোম ঘটিত বংশগত রোগ।

(18) রক্ততঞ্চনের কোন্ ফ্যাক্টরের অভাবে হিমোফিলিয়া রোগ হয়?

উত্তর:- ফ্যাক্টর VIII অভাবে হিমোফিলিয়া রোগ হয়।


(19) হলান্ড্রিক জিন কী?

উত্তর:- Y ক্রোমোজোম বাহিত জিনকে হলান্ড্রিক জিন বলে।

(20) থ্যালাসেমিয়া ছাড়া অপর একটি অটোজোম ঘটিত প্রচ্ছন্ন জিনের উদাহরণ দাও।

উত্তর:- অ্যালবাইনিজম।

(21) মানুষের ‘Y’ ক্রোমোজোম বাহিত একটি প্রকট বৈশিষ্ট্য কী?

উত্তর:- পুরুষদের কানের লতিতে চুল।

(22) যখন একটি বিশুদ্ধ লাল ও বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের সংকরায়ণের ফলে গোলাপি ফুলওয়ালা গাছ উৎপন্ন হয়, তখন তাকে কী বলে?

উত্তর:- অসম্পূর্ণ প্রকটতা বলে।

(23) একটি স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার পুত্রদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত?

উত্তর:- এক্ষেত্রে, পুত্রদের অর্ধেক হিমোফিলিক এবং বাকি অর্ধেক স্বাভাবিক হবে।

(24) লিঙ্গ নির্ধারণে কার ভূমিকা গুরুত্বপূর্ণ?

উত্তর:- লিঙ্গ নির্ধারণে পুরুষের ভূমিকা গুরুত্বপূর্ণ।

(25) মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F₂ জনুতে উৎপন্ন চেকার বোর্ড অনুযায়ী হোমোজাইগাস জীবের সংখ্যা কত?

উত্তর:- 2 টি (YYRR, yyrr)।

(26)  হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিনে কয়টি পলিপেপটাইড শৃঙ্খল বর্তমান?

উত্তর:- দুটি আলফা ও দুটি বিটা শৃঙ্খল।

(27) আলফা থ্যালাসেমিয়ার লক্ষণ কী?

উত্তর:- জন্ডিস হয় এবং দেহের বৃদ্ধির হার কম হয়।

(28) নীল বর্ণান্ধতাকে কী বলে?

উত্তর:- সায়ানোপিয়া বা ট্রাইটানোপিয়া।

(29) রয়‍্যাল হিমোফিলিয়ার কারণ উল্লেখ করো।

উত্তর:- ফ্যাক্টর VIII অভাবে।

(30) Factor IX এর সম্পূর্ণ নাম কী?

উত্তর:- প্লাজমা থ্রম্বোপ্লাসটিন কম্পোনেন্ট।

nath আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram ChannelWhatsapp Channel জয়েন করুন

,
আরও দেখুন:  মাধ্যমিক জীবন বিজ্ঞান-জীবনের প্রবাহমানতা প্রশ্ম-উত্তর | Madhyamik Life Science Chapter 2
WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Home
শিক্ষার খবর
ক্লাস নোটস
মক টেস্ট
টেলিগ্রাম