Last Updated on January 16, 2025 by Science Master
মাধ্যমিক জীবন বিজ্ঞান-জীবনের প্রবাহমানতা (Madhyamik Life Science Chapter 2)
মাধ্যমিক জীবন বিজ্ঞান বিষয়ের (Madhyamik Life Science Chapter 2) দ্বিতীয় অধ্যায় ” জীবনের প্রবাহমানতা ” থেকে সাজেস্টিভ বেশ কিছু প্রশ্ম-উত্তর দেওয়া হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তারা জীবন বিজ্ঞান বিষয়ের (Madhyamik Life Science Chapter 2) দ্বিতীয় অধ্যায় ” জীবনের প্রবাহমানতা ” থেকে দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্ম-উত্তর গুলি প্র্যাকটিস করে নিতে পারো।
নীচে জীবন বিজ্ঞান বিষয়ের (Madhyamik Life Science Chapter 2) দ্বিতীয় অধ্যায় ” জীবনের প্রবাহমানতা ” থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম-উত্তরের লিঙ্ক দেওয়া আছে।
এক নজরে>>
⬙ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
(1) যে পদ্ধতিতে জনিতৃ কোশ থেকে অপত্যকোশ উৎপন্ন হয়, তাকে ____ বলে।
উত্তরঃ- কোশবিভাজন।
(2) বিজ্ঞানী ____ সালাম্যান্ডার নামক প্রাণী দেহে প্রথম কোশ বিভাজন পর্যবেক্ষণ করেন।
উত্তরঃ- ফ্লেমিং।
(3) কোশের বৃদ্ধি ও জননের চক্রাকার আর্বতনকে____বলে।
উত্তরঃ- কোশচক্র।
(4) ____ কোশ বিভাজন পদ্ধতিতে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে।
উত্তরঃ- মিয়োসিস।
(5) বিজ্ঞানী____ক্রোমোজোম নামকরণ করেন।
উত্তরঃ- ওয়ালডেয়ার।
(6) বিজ্ঞানী ____ প্রথম বলেন ক্রোমোজোমই বংশগত বৈশিষ্ট্যাবলির ধারক ও বাহক।
উত্তরঃ- বোভারি।
(7) যৌন জননের একক ____।
উত্তরঃ- গ্যামেট।
(৪) অযৌন জননের একক ____।
উত্তরঃ- রেণু।
(9) অযৌন জননে ____ উৎপন্ন হয় না।
উত্তরঃ- গ্যামেট।
(10) ____ দ্বি-বিভাজন দেখা যায়।
উত্তরঃ- অ্যামিবার।
(11)____বহু বিভাজন দেখা যায়।
উত্তরঃ- প্লাসমোডিয়ামের।
(12) ____কোরকোদ্গম পদ্ধতিতে বংশবিস্তার করে।
উত্তরঃ- হাইড্রা।
(13) ____হল জীবের শুষ্ক ভর বেড়ে যাওয়া।
উত্তরঃ- বৃদ্ধি।
(14) বৃদ্ধির ওপর ____ নির্ভরশীল।
উত্তরঃ- বিকাশ।
(15) উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র হল ____।
উত্তরঃ- অক্সানোমিটার।
(16) জীবের বৃদ্ধির প্রধান দশার সংখ্যা ____।
উত্তরঃ- তিনটি।
(17) মানব বিকাশের মোট দশার সংখ্যা____।
উত্তরঃ- পাঁচটি।
(18) জীববিজ্ঞানের যে শাখায় বার্ধক্য সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাকে বলে____।
উত্তরঃ- জেরোন্টোলজি।
(19) ____উদ্ভিদকোশ বিভাজনকালে বেমতন্তু গঠন করে।
উত্তরঃ- অনুনালিকা।
(20) প্রাণী মাইটোসিসের টেলোফেজ দশায় ____ অবলুপ্ত হয়।
উত্তরঃ- বেমতন্তু।
(21) মাইটোসিস কোষ বিভাজনের ____ দশায় অপত্য ক্রোমোজোমগুলি সমসংখ্যায় উভয় মেরুর দিকে গমন করে।
উত্তরঃ- অ্যানাফেজ।
(22) DNA এর দুটি শৃঙ্খলের মধ্যে দূরত্ব হলো____।
উত্তরঃ- 34 আর্মস্ট্রং।
(23) DNA এর বিশেষ বিশেষ অংশই হল____।
উত্তরঃ- জিন।
(24) মিউকরে ____ স্পোর দেখা যায়।
উত্তরঃ- অ্যাপ্লানো।
(25) মূলসহ যে গাছটিতে অন্য গাছের ডাল জোড়া লাগানো হয়, তাকে ____ বলে।
উত্তরঃ- স্টক।
(26) রেনুমাতৃকোশ ও জননমাতৃকোশ সৃষ্টি ____ কোশ বিভাজন প্রক্রিয়ায় ঘটে।
উত্তরঃ- মাইটোসিস।
(27) অ্যামিবা____ পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে।
উত্তরঃ- দ্বিবিভাজন।
(28) ধানের ফুল____ পরাগী ফুলের উদাহরণ।
উত্তরঃ- বায়ু।
[ আরও দেখুনঃ মাধ্যমিক জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় MCQ প্রশ্ম-উত্তর | Madhyamik Life Science Chapter 2 MCQ]
⬙ দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।
(1) অ্যামাইটোসিস : প্রত্যক্ষ বিভাজন :: মাইটোসিস____।
উত্তরঃ- পরোক্ষ বিভাজন।
(2) অটোজোম : 44টি :: অ্যালোজোম : ____।
উত্তরঃ- দুটি।
(3) ক্রোমোজোম : ওয়ালডেয়ার :: ক্রোমোনিমা : ____।
উত্তরঃ- ভেজডোভক্সি।
(4) হ্যাপ্লায়েড : n সংখ্যক :: ডিপ্লয়েড : ____।
উত্তরঃ- 2n সংখ্যক।
(5) মেটাসেন্ট্রিক ক্রোমোজোম : V আকৃতি :: সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম : ____।
উত্তরঃ- L আকৃতি।
(6) সাইন্যাপস্ : দুটি নিউরোনের সংযোগস্থল : সাইন্যাপসিস : ____।
উত্তরঃ- সমসংস্থ ক্রোমোজোমের জোড় বাঁধার পদ্ধতি।
(7) পাথরকুচি: পত্রজ মুকুল :: কচুরিপানা : ____।
উত্তরঃ- খর্বধাবক।
(8) কোরকোদ্গমকারী উদ্ভিদ : ইস্ট :: কোরকোশমকারী প্রাণী : ____।
উত্তরঃ- হাইড্রা।
(9) খন্ডীভবন : স্পাইরোগাইরা :: পুনরুৎপাদন : ____।
উত্তরঃ- প্লানেরিয়া।
(10) অযৌন জনন : স্পোর :: যৌন জনন : ____।
উত্তরঃ- গ্যামেট।
(11) ডিম্বক : বীজে :: ডিম্বাশয় : ____।
উত্তরঃ- ফলে।
(12) চলরেণু : জুস্পোর :: অচলরেণু : ____।
উত্তরঃ- অ্যাপ্লানোস্পোর।
(13) বৃদ্ধির দশা : তিনটি :: বিকাশের দশা : ____।
উত্তরঃ- পাঁচটি।
(14) সালোকসংশ্লেষ : উপচিতি :: জনন : ____।
উত্তরঃ- উপচিতি।
(15) গঠনমূলক বিপাক : উপচিতি :: ভাঙনমূলক বিপাক : ____।
উত্তরঃ- অপচিতি।
(16) শৈশব দশা : 1 : 12 বছর :: বয়ঃসন্ধি দশা : ____।
উত্তরঃ- 12 থেকে 18 বছর।
(17) পরিণত দশা : 19-60 বছর :: বার্ধক্য দশা : ____।
উত্তরঃ- 60-80 বছর।
(18) শৈশব দশা : GH ও থাইরক্সিন :: বয়ঃসন্ধি : ____।
উত্তরঃ- টেস্টোস্টেরন ও প্রোজেস্টেরন।
(19) স্পাইরোগাইরা : খণ্ডিভবন :: ইস্ট : ____।
উত্তরঃ- কোরকোদ্গম।
(20) যৌনজনন : গ্যামেট :: অযৌন জনন : ____।
উত্তরঃ- রেণু।
(21) অটোজোম : 22 জোড়া :: সেক্স ক্রোমোজোম____।
উত্তরঃ- একজোড়া।
(22) বিষুবতলে ক্রোমোজোমের বিন্যাস : মেটাফেজ :: অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী গমন :____।
উত্তরঃ- অ্যানাফেজ।
(23) প্রাণীকোষের মাইটোসিস : অ্যাস্ট্রাল :: উদ্ভিদ কোষের মাইটোসিস : ____।
উত্তরঃ- অ্যানাস্ট্রাল।
⬙ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম-উত্তর (Madhyamik Life Science Chapter 2 )
(1) কোন্ প্রক্রিয়ায় জনিতৃ কোশ থেকে অপত্য কোশ সৃষ্টি হয়?
উত্তরঃ- কোষ বিভাজন প্রক্রিয়ায়।
(2) ক্রোমোজোম কখন এবং কোথা থেকে সৃষ্টি হয়?
উত্তরঃ- কোষ বিভাজনের সময় নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়।।
(3) রেখাচিত্রের সাহায্যে ক্রোমোজোম, DNA ও জিনের সম্পর্ক দেখাও।
উত্তরঃ- নিউক্লিয় জালক –> ক্রোমোজোম –> ডিএনএ –> জিন।
(4) ক্রোমোমিয়ার কী?
উত্তরঃ- ক্রোমোজোমের পুঁতির দানার মতো অংশগুলিকে ক্রোমো মেয়ের বলে।
(5) নিউক্লিওহিস্টোন কী?
উত্তরঃ- হিস্টোন ডিএনএ এর সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিও হিস্টোন গঠন করে।
(6) কোন্ অঙ্গাণু থেকে প্রাণীকোশ বিভাজনকালে বেমতত্ত্ব গঠিত হয়?
উত্তরঃ- সেন্ট্রোজন থেকে।
(7) ক্রোমোজোমের পৃথকীকরণ কোথায় ঘটে?
উত্তরঃ- মিয়োসিস কোষ বিভাজনে।
(8) ভ্রুণের পরিস্ফুটনকালে কী ধরনের কোশবিভাজন দেখা যায়?
উত্তরঃ- মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়।
(9) কোনো উদ্ভিদের দলমণ্ডলের ক্রোমোজোম সংখ্যা 18 হলে, তার নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত হবে, গণনা দেখাও।
উত্তরঃ- দলমন্ডলের ক্রোমোজোম সংখ্যা = নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা = 2n = 18 ।
(10) কতবার মাইটোসিস বিভাজন হলে 64টি অপত্য কোশ উৎপন্ন হবে?
উত্তরঃ- ছয় বার।
(11) কোন্ প্রাণীর পুনরুৎপাদন প্রক্রিয়ায় জনন হয়?
উত্তরঃ- প্ল্যানেরিয়ায়।
(12) কোরকের সাহায্যে অযৌন জনন সম্পন্ন হয় কোন্ প্রাণীতে?
উত্তরঃ- হাইড্রা।
(13) রসালো মূলের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে কোন্ উদ্ভিদ?
উত্তরঃ- মিষ্টি আলু বা রাঙ্গা আলু।
(14) কোন্ প্রাণীতে জনুক্রম দেখা যায়?
উত্তরঃ- মনোসিসটিস।
(15) অণুবিস্তারণের সময় কৃষ্টি দ্রবণে বা কর্ষণ দ্রবণে কী কী হরমোন দেওয়া হয়?
উত্তরঃ- অক্সিন ও সাইটোকাইনিন।
(16) ইতর পরাগযোগ দেখা যায় কোন্ ফুলে?
উত্তরঃ- পেঁপে (একলিঙ্গ ফুলে)।
(17) ইস্ট ও হাইড্রার সাধারণ জনন পদ্ধতিটি কী?
উত্তরঃ- কোরকোদ্গম।
(18) আইসোগ্যামি জনন পদ্ধতির একটি উদাহরণ দাও।
উত্তরঃ- মিউকর।
(19) বৃদ্ধির কটি দশা?
উত্তরঃ- বৃদ্ধির পাঁচটি দশা।
(20) বয়ঃসন্ধিকালে কোন্ হরমোনের প্রভাবে পুরুষদের বৃদ্ধি ত্বরান্বিত হয়?
উত্তরঃ- টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে।
(21) নারীদেহে বয়ঃসন্ধিকালে কোন্ হরমোনের প্রভাব উল্লেখযোগ্য?
উত্তরঃ- ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন।
(22) ভূণের বৃদ্ধিকে কী বলে?
উত্তরঃ- বিকাশ।
(23) কোশীয় বিভাজন জীবের কোন্ শারীরবৃত্তীয় প্রক্রিয়ার দশা?
উত্তরঃ- বৃদ্ধি।
(24) অটোজোম কাকে বলে?
উত্তরঃ- যে ক্রোমোজোমগুলি দেহের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারনে অংশ নেয়, তাদের অটোজোম বলে।
(25) কোশ বিভাজনের কোন দশায় অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়?
উত্তরঃ- টেলোফেজ দশায়।
(26) মানব বিকাশের তৃতীয় দশার নাম কী?
উত্তরঃ- বয়ঃসন্ধি দশা।
(27) কোন প্রকার কোশ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না?
উত্তরঃ- অ্যামাইটিসিস।
(28) ক্যারিওকাইনেসিসের দীর্ঘতম দশার নাম কী?
উত্তরঃ- প্রোফেজ।
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram Channel ও Whatsapp Channel জয়েন করুন।
Latest Posts:
- মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৫ | Madhyamik Exam Routine 2025 pdf Download
- মাধ্যমিক জীবন বিজ্ঞান-জীবনের প্রবাহমানতা প্রশ্ম-উত্তর Madhyamik Life Science Chapter 2
- {pdf} WBBSE Holiday List 2025 | মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫
- WBBPE Holiday List 2025 | প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫
- WBBME Holiday List 2025 | মাদ্রাসা শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫