Last Updated on July 16, 2023 by Science Master
মাধ্যমিক জীবন বিজ্ঞান বিষয়ের (Life Science Chapter 2) দ্বিতীয় অধ্যায়ঃ জীবনের প্রবাহমানতা থেকে কিছু গুরুতবপূর্ণ MCQ এবং তার উত্তর করে দেওয়া হলো। যেসমস্ত ছাত্র-ছাত্রী এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের খুবই উপকারে লাগবে।
1.জিন মূলত কোনটির অংশ-
(a) DNA
(b) RNA
(c) DNA ও RNA
(d) কোনোটিই নয়
উত্তরঃ- DNA
2. মানবদেহে অটোজোমের সংখ্যা কত?
(a) 44
(b) 40
(c) 42
(d) 45
উত্তরঃ- 44
3. ক্রোমোজোম যখন একক সংখ্যাক সেটে থাকে, তখন তাকে বলে-
(a) হ্যাপ্লয়েড
(b) ডিপ্লয়েড
(c) ট্রিপ্লয়েড
(d) কোনোটিই নয়
উত্তরঃ- হ্যাপ্লয়েড ।
4. ক্রোমোজোমে পুঁতির মতো অংশ গুলিকে কি বলে?
(a) ক্রোমোনিমা
(b) সেন্টোমিয়ার
(c) ক্রোমোমিয়ার
(d) ক্রোমাটিড
উত্তরঃ- ক্রোমোমিয়ার।
5. ক্রোমোজোমের কোথায় স্যাটেলাইট থাকে-
(a) মুখ্য খাঁজে
(b) গৌণ খাঁজে
(c) সেন্ট্রোমিয়ারে
(d) ক্রোমাটিডে
উত্তরঃ- গৌণ খাঁজে।
6. কোন কোশ বিভাজনকে সদৃশ বিভাজন বলে-
(a) মাইটোসিস
(b) মিয়োসিস
(c) অ্যামাইটোসিস
(d) সাইটোকাইনেসিস
উত্তরঃ- মাইটোসিস।
7. ক্রোমোজোমে আম্লিক প্রোটিনে কোন অ্যামিনো অ্যাসিড থাকে-
(a) ভ্যালিন
(b) লাইসিন
(c) ট্রিপটোফ্যান
(d) লিউসিন
উত্তরঃ- ট্রিপটোফ্যান।
8. মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় বেম গঠিত হয়-
(a) প্রফেজ
(b) মেটাফেজ
(c) অ্যানাফেজ
(d) টেলোফেজ
উত্তরঃ- মেটাফেজ।
9. সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোমকে কী বলে?
(a) মেটাসেন্ত্রিক
(b) টেলোসেন্ট্রিক
(c) অ্যাসেন্ট্রিক
(d) অ্যাক্রোসেন্ট্রিক
উত্তরঃ- অ্যাসেন্ট্রিক।
10. কোন প্রকার জননে মাইটোসিস ও মিয়োসিস দুই প্রকার কোশ বিভাজনই দেখা যায়?
(a) অযৌন জনন
(b) যৌন জনন
(c) অঙ্গজ জনন
(d) কোনোটিই নয়
উত্তরঃ- যৌন জনন ।
11. ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকলে তাকে বলে-
(a) মেটাসেন্ত্রিক
(b) টেলোসেন্ট্রিক
(c) অ্যাসেন্ট্রিক
(d) অ্যাক্রোসেন্ট্রিক
উত্তরঃ- টেলোসেন্ট্রিক।
12. একটি মাতৃকোশ থেকে চারটি অপত্য কোশ সৃষ্টি হয়-
(a) অপুংজনিতে
(b) অ্যামাইটোসিস
(c) মাইটোসিস
(d) মিয়োসিসে
উত্তরঃ- মিয়োসিসে ।
13. মানুষের প্রতিটি দেহকোশে সেক্স ক্রোমোজোম থেকে-
(a) 2 টি
(b) 4 টি
(c) 46 টি
(d) 23 জোড়া
উত্তরঃ- 2 টি ।
14. স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি-
(a) XY
(b) YY
(c) XX
(d) XO
উত্তরঃ- XX
15. মানবদেহে ক্রোমোজোমের মোট সংখ্যা হল-
(a) 2 টি
(b) 4 টি
(c) 46 টি
(d) 23 টি
উত্তরঃ- 46 টি।
16. ট্রিপ্লয়েড সেট কোথায় দেখা যায়?
(a) ডিম্বানুতে
(b) ভ্রূনানুতে
(c) সস্য নিউক্লিয়াসে
(d) বীজে
উত্তরঃ- সস্য নিউক্লিয়াসে।
17. মানুষের শুক্রানুর ক্রোমোজোম সংখ্যা কত-
(a) 4 টি
(b) 23 টি
(c) 44 টি
(d) 46 টি
উত্তরঃ- 23 টি।
18. ডিপ্লয়েড ক্রোমোজোম কোথায় দেখা যায়?
(a) নির্ণীত নিউক্লিয়াস
(b) পুংজনন কোশ
(c) স্ত্রী জনন কোশ
(d) সস্য
উত্তরঃ- নির্ণীত নিউক্লিয়াস।
19. ক্রোমোজোমের ক্ষারীয় প্রোটিনে কোন অ্যামিনো অ্যাসিড থেকে-
(a) আর্জিনিন
(b) টাইরোসিন
(c) ট্রিপটোফ্যান
(d) হিস্টোন
উত্তরঃ- আর্জিনিন।
20. কোন প্রকার কোশ বিভাজননকে হ্রাস বিভাজন বলে?
(a) মাইটোসিস
(b) অ্যামাইটোসিস
(c) মিয়োসিস
(d) সাইটোকাইনেসিস
উত্তরঃ- মিয়োসিস।
21. মাইটোসিসের কোন দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে-
(a) প্রোফেজ
(b) মেটাফেজ
(c) অ্যানাফেজ
(d) টেলোফেজ
উত্তরঃ- টেলোফেজ।
22. সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের মাঝখানে থাকে তখন তাকে কী বলে?
(a) মেটাসেন্ট্রিক
(b) সাবমেটাসেন্ট্রিক
(c) অ্যাসেন্ট্রিক
(d) টেলোসেন্ট্রিক
উত্তরঃ- মেটাসেন্ট্রিক।
23. কোন বিজ্ঞানী DNA এর দ্বিতন্ত্রী নাম প্রণয়ন করেন?
(a) ব্রিজেস
(b) মরগ্যান
(c) ব্রিজেস ও মরগ্যান
(d) ওয়াটসন ও ক্রিক
উত্তরঃ- ওয়াটসন ও ক্রিক।
24. কোন ক্রোমাটিন জিন বহন করে-
(a) ইউক্রোমাটিন
(b) হেটারোক্রোমাটিন
(c) উভয়
(d) কোনোটিই নয়
উত্তরঃ- ইউক্রোমাটিন।
25. কোন প্রকার কোশ বিভাজনে নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে-
(a) অ্যামাইটোসিস
(b) মাইটোসিস
(c) মিয়োসিস
(d) সবকটি
উত্তরঃ- অ্যামাইটোসিস।
26. উদ্ভিদদেহে কোন কোশটি মিয়োসিস পদ্ধতিতে বিভাজন করে?
(a) রেণু মাতৃকোশ
(b) অগ্রমুকুলের কোশ
(c) পরিনত পাতার কোশ
(d) মূলের কোশ
উত্তরঃ- রেণু মাতৃকোশ।
27. কোশের কোন দশায় DNA সংশ্লেষ হয়-
(a) G0 দশা
(b) G1 দশা
(c) G2 দশা
(d) S দশা
উত্তরঃ- S দশা।
28. মাইটোসিসের কোন দশায় নিউক্লিওলাসের পর্দার পুনরাবির্ভাব ঘটে-
(a) প্রোফেজ
(b) মেটাফেজ
(c) অ্যানাফেজ
(d) টেলোফেজ
উত্তরঃ- টেলোফেজ।
29. কোন ক্রোমাটিডে ক্রসিং ওভার হয়-
(a) সিস্টার ক্রোমাটিড
(b) নন সিস্টার ক্রোমাটিড
(c) উভয় ক্রোমাটিড
(d) কোনোটিই নয়
উত্তরঃ- নন সিস্টার ক্রোমাটিড।
30. ক্রোমোজোমের আবিস্কার করেন-
(a) ওয়ালডেয়ার
(b) বোভারি
(c) রবার্ট হুক
(d) দ্য ভ্রিস
উত্তরঃ- ওয়ালডেয়ার।
31. ডিঅক্সিরাইবোজ সুগার হল-
(a) হেক্সোজ
(b) ট্রায়োজ
(c) পেন্টোজ
(d) হেপ্টোজ
উত্তরঃ- পেন্টোজ।
32. ক্রোমোজোমের দুই প্রান্তকে কী বলে?
(a) সেন্ট্রোমিয়ার
(b) ক্রোমোমিয়ার
(c) টেলোমিয়ার
(d) ক্রোমাটিড
উত্তরঃ- টেলোমিয়ার।
আরও দেখুনঃ মাধ্যমিক জীবন বিজ্ঞান বিষয়ের সমস্ত অধ্যায়ের MCQ প্রশ্ম-উত্তর।
33. রেণু কোন প্রকার জননের একক-
(a) অঙ্গজ জনন
(b) যৌন জনন
(c) অযৌন জনন
(d) কোনটিই নয়
উত্তরঃ- অযৌন জনন।
34. গ্যামেট কোন জননের একক-
(a) অঙ্গজ জনন
(b) যৌন জনন
(c) অযৌন জনন
(d) কোনটিই নয়
উত্তরঃ- যৌন জনন।
35. কোন প্রাণীদেহে কোরকোদ্গম পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন হয়?
(a) ইস্ট
(b) ফিতাকৃমি
(c) হাইড্রা
(d) প্লানেরিয়া
উত্তরঃ- হাইড্রা।
36. জনুক্রম দেখা যায় কোন জীবে?
(a) অ্যামিবা
(b) কেঁচো
(c) তাল গাছ
(d) ফার্ণ গাছ
উত্তরঃ- ফার্ণ গাছ।
37. দুটি ভিন্নধর্মী জনন কোশের মিলনে যে জনন সম্পন্ন হয় তাকে কী বলে?
(a) অঙ্গজ জনন
(b) অযৌন জনন
(c) যৌন জনন
(d) অপুংজনি
উত্তরঃ- যৌন জনন।
38. সন্ধামালতিতে কী ধরনের পরাগযোগ সম্পন্ন হয়?
(a) স্বপরাগযোগ
(b) ইতরপরাগযোগ
(c) উভয় প্রকার
(d) কোনোটিই নয়
উত্তরঃ-স্বপরাগযোগ।
39. জোড়কলমে উদ্ভিদ শাখার কোন অংশ পর্যন্ত চেঁচে দেওয়া হয়?
(a) জাইলেম
(b) ফ্লোয়েম
(c) ক্যাম্বিয়ান
(d) মজ্জা
উত্তরঃ- ক্যাম্বিয়ান।
40. গোলাপ গাছে কী প্রকার কলম তৈরী করা হয়?
(a) শাখাকলম
(b) জোড়কলম
(c) দাবাকলম
(d) গুটিকলম
উত্তরঃ- শাখাকলম।
41. জীবদেহের কোনো কাটা অংশ থেকে অপত্য সৃষ্টি হলে তাকে বলে?
(a) রেণু উৎপাদন
(b) পুনরুৎপাদন
(c) দ্বিবিভাজন
(d) খণ্ডীভবন
উত্তরঃ- খণ্ডীভবন।
42. কোন উদ্ভিদে জোড়কলম করা হয়?
(a) পেয়ারা
(b) আদা
(c) শুশনি
(d) আলু
উত্তরঃ- পেয়ারা।
43. কোন উদ্ভিদে বায়ুর মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে?
(a) গম
(b) আম
(c) সূর্যমূখী
(d) শিমূল
উত্তরঃ- গম।
44. কোন উদ্ভিদে স্বপরাগযোগ ঘটে?
(a) লাউ
(b) পেঁপে
(c) শিম
(d) তাল
উত্তরঃ- শিম।
45. নিষেক ছাড়া স্ত্রীজনন কোশ থেকে নিন্মলিখিত কোন জীবের ক্ষেত্রে অপত্য জীবের সৃষ্টি হয়?
(a) মৌমাছি
(b) ব্যাং
(c) আম গাছ
(d) পায়রা
উত্তরঃ- মৌমাছি।
46. অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হল-
(a) ব্যাং
(b) পাখি
(c) অ্যামিবা
(d) কেঁচো
উত্তরঃ- অ্যামিবা।
47. পাথরকুচি পাতার পত্রাশ্রয়ী মুকুল থেকে বংশবিস্তার ঘটে- এটি কি প্রকার জনন?
(a) অঙ্গজ জনন
(b) যৌন জনন
(c) অযৌন জনন
(d) কোনোটিই নয়
উত্তরঃ- অঙ্গজ জনন।
48. দুটি গ্যামেটের মিলনকে কী বলে?
(a) সংশ্লেষ
(b) নিষেক
(c) অপুংজনি
(d) অযৌন জনন
উত্তরঃ- নিষেক।
49. আদা কিসের সাহায্যে জনন করে?
(a) ধাবক
(b) রাইজোম
(c) টিউবার
(d) কন্দ
উত্তরঃ- রাইজোম।
50. সবচেয়ে উন্নত ধরনের কলম হলো-
(a) দাবা কলম
(b) শাখা কলম
(c) জোড় কলম
(d) গুটি কলম
উত্তরঃ- জোড় কলম।
51. কোন প্রকার জনন জৈব অভিব্যক্তির পথ সুগম করে-
(a) অঙ্গজ জনন
(b) যৌন জনন
(c) অযৌন জনন
(d) অপুংজনি
উত্তরঃ- যৌন জনন।
52. পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলনকে কি বলে?
(a) নিষেক
(b) সংযুক্তি
(c) অপুংজনি
(d) অযৌন জনন
উত্তরঃ- নিষেক।
53. মানুষের বিকাশকে কটি দশায় ভাগ করা যায়?
(a) 4 টি
(b) 5 টি
(c) 6 টি
(d) 7 টি
উত্তরঃ- 5 টি।
54. হরমোনের প্রভাবে পুরুষ ও স্ত্রীলোকের যৌনাঙ্গের বৃদ্ধি ঘটে যে দশায় সেটি হলো-
(a) শৈশব দশা
(b) বয়ঃসন্ধি দশা
(c) পরিণত দশা
(d) বার্ধক্য দশা
উত্তরঃ- বয়ঃসন্ধি দশা।
55. কোন সময়কালকে বয়ঃসন্ধি বলা হয়-
(a) 12-20 বছর
(b) 7-14 বছর
(c) 20-30 বছর
(d) 30-60 বছর
উত্তরঃ- 12-20 বছর।
56. মানুষের বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন হল-
(a) STH
(b) STH ও থাইরক্সিন
(c) থাইরক্সিন
(d) STH , অ্যাড্রিনালিন ও থাইরক্সিন
উত্তরঃ- STH ও থাইরক্সিন।
57. কত বছর পর মানুষের প্রজনন ক্ষমতা হ্রাস পায়?
(a) 50 বছর
(b) 60 বছর
(c) 70 বছর
(d) 80 বছর
উত্তরঃ- 60 বছর।
- {pdf} উত্তরসহ মাধ্যমিক ২০২৩ জীবন বিজ্ঞান প্রশ্মপত্র | Madhyamik 2023 Life Science Solved Paper
- মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের মক টেস্ট দিন | Madhyamik Life Science Mock Test
- মাধ্যমিক ভৌতবিজ্ঞান মক টেস্ট | Madhyamik Physical Science Mock Test
- উত্তরসহ ২০২২ মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র | Physical science Solved paper 2022
- মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় | Madhyamik Life Science Chapter 1 VSAQ
- মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ অজৈব রসায়ন | Physical Science Suggestion 2025 Chapter 8.4
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।