Last Updated on September 13, 2021 by Science Master
দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের মডেল অ্যাকটিভিটি টাস্ক ২০২১ উত্তর |
Physical Science Activity Task 2021 Answer for Class 10
বাংলারশিক্ষা পোর্টালে ২০২১ সালের জন্য দশম শ্রেণীর সমস্ত বিষয়ের নতুন মডেল অ্যাকটিভিটি টাস্ক দেওয়া হয়েছে। এখানে শুধুমাত্র ভৌত বিজ্ঞান বিষয়ের মডেল অ্যাকটিভিটি টাস্ক (Physical Science Model Activity Task) এর উত্তর করে দেওয়া হল। যে সমস্ত ছাত্র-ছাত্রী এই বছর দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের মডেল অ্যাকটিভিটি টাস্কের (Physical Science Model Activity Task) উত্তর করবে তাদের জন্য এটি খুবই কাজে লাগবে।
১. ঠিক উত্তর নির্বাচন করোঃ
১.১ যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো – (ক) বায়োগ্যাস (খ) পেট্রোল (গ) ডিজেল (ঘ) কয়লা।
উঃ- বায়োগ্যাস।
১.২ কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে – (ক) সদ ও অবশীর্ষ (খ) অসদ ও অবশীর্ষ (গ) সদ ও সমশীর্ষ (ঘ) অসদ ও সমশীর্ষ ।
উঃ- অসদ ও সমশীর্ষ ।
১.৩ যে যৌগটি আয়নীয় নয় তা হলো – – (ক) KH (খ) NaCl (গ) CaCl2 (ঘ) CH4 ।
উঃ- CH4 ।
২. একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাওঃ
২.১ গ্যাস ধ্রূবকের (R) S.I. এককটি উল্লেখ করো।
উঃ- জুল / কেলভিন / মোল
২.২ পর্যায়সারনীতে প্রত্যেক পর্যায়ের কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক হয় ?
উঃ- প্রথম শ্রেণীর মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক হয়।
২.৩ এমন একটি আয়নীয় যৌগের সংকেত লেখো যার ক্যাটায়ন ও অ্যানায়ন দুটিরই ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমানুর মত ।
উঃ- আয়নীয় যৌগটির সংকেত LiH । এই আয়নীয় যৌগটির ক্যাটায়ন Li (+)এবং অ্যানায়ন H (-)উভয়েরই ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমানুর মত । কারন ক্যাটায়ন ও অ্যানায়ন দুটিতেই হিলিয়াম এর মতো ২ টি করে ইলেকট্রন থাকে।
৩. দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাওঃ
৩.১ পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয় কেন ব্যাখ্যা করো।
উঃ- গাড়ি, স্কুটার ইত্যাদির চালক পিছনে থাকা গাড়িকে দেখার জন্য উত্তল দর্পন ব্যবহার করেন। একে রিয়ার ভিউ মিরর (Rear View Mirror) বলে।
দূরের বস্তু থেকে আগত আলোকরশ্মি উত্তল দর্পনের উপর আপতিত হলে দর্পনটির পিছনে সোজা কিন্তু আকারে ছোটো প্রতিবিম্ব উৎপন্ন হয়। গাড়ির চালকের, পিছনে থাকা গাড়ি থেকে আগত আলোকরশ্মি গাড়ির দর্পনে আপতিত হলে, দর্পনে পিছনে থাকা ওই সমস্ত গাড়ির সোজা, আকারে ছোটো প্রতিবিম্ব তৈরী হয়।
একটি উত্তল দর্পনের দৃষ্টিক্ষেত্রে অনেক বড়ো হওয়ায় গাড়ির চালক গাড়ির পিছনের বিস্তীর্ণ অঞ্চল থেকে কী যানবাহন আসছে তা এই দর্পনের সাহায্যে দেখতে পায়।
৩.২ কোনো মৌলের আয়নীভবন শক্তি বলতে কী বোঝায়।
উঃ- সর্বনিন্ম শক্তিস্তরে অবস্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন, গ্যাসীয় পরমানু থেকে তার যোজ্যতা কক্ষের সবচেয়ে দূর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে সম্পূর্ণরূপে অপসারিত করে পরমানুটিকে গ্যাসীয় অবস্থায় এক একক ধনাত্মক আধানবিশিষ্ট ক্যাটায়নে পরিণত করার জন্য প্রয়োজনীয় নুন্যতম শক্তিকে ওই মৌলের আয়নীভবন শক্তি বলে।
এর একক ইলেকট্রন ভোল্ট (eV)।
৪. নিচের প্রশ্মটির উত্তর দাওঃ
৪.১ 760 mm Hg চাপে ও 273 K উষ্ণতায় কোনো একটি গ্যাসের 1.6 g এর আয়তন 1.12 L । গ্যাসটির মোলার ভর ও হাইড্রোজেনের সাপেক্ষে বাষ্প ঘনত্ব নির্ণয় করো।
উঃ-
1.12 L একটি গ্যাসের ভর 1.6 g
22.4 ,, ,, ,, (1.6 x 22.4) /1.12 = 32 g
গ্যাসটির মোলার ভর 32 g
গ্যাসটির বাষ্প ঘনত্ব (D) = (এক লিটার গ্যাসটির ভর)/(এক লিটার হাইড্রোজেন গ্যাসের ভর)
আমারা জানি, সম আয়তন সব গ্যাসের মধ্যে সম সংখ্যাক অনু থাকে।
অতএব, গ্যাসটির বাষ্প ঘনত্ব (D) = (গ্যাসটির একটি অনুর ভর)/(হাইড্রোজেনের একটি অনুর ভর)
= (গ্যাসটির একটি অনুর ভর)/(2 x হাইড্রোজেনের একটি পরমানুর ভর)
গ্যাসটির বাষ্প ঘনত্ব (D) = (32 ) /(2 x 1)
= 16
অতএব, গ্যাসটির বাষ্প ঘনত্ব (D) = 16