Last Updated on October 15, 2024 by Science Master
Madhyamik Physical Science Suggestion 2025: আসন্ন ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞান বিষয় এক অতি গুরুত্বপূর্ণ বিষয়। তাই যে সমস্ত ছাত্র-ছাত্রী আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কথা মাথায় রেখে ভৌতবিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় ” রাসায়নিক গণণা (Chemical Calculation)” (Madhyamik Physical Science Suggestion 2025 Chapter 3) থেকে সাজেশন তৈরি করে দেওয়া হলো। এই অধ্যায় থেকে কত নম্বরের কতগুলি প্রশ্ম আসবে তাও নিচে দেওয়া আছে। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা ভৌতবিজ্ঞান বিষয়ের রাসায়নিক অধ্যায়ের এই প্রশ্মগুলি প্র্যাকটিস করতে পারো।
Madhyamik Physical Science Suggestion 2025: Marks Distribution
MCQ | VSAQ | SAQ | LAQ | Total |
1 x 1 = 1 | – | – | 3 x 1 = 3 | 4 |
◪ সঠিক উত্তরটি নির্বাচন করো ( MCQ ): প্রতিটি প্রশ্মের মান – 1
1. STP তে 11.2 L একটি গ্যাসের ভর 22 g। গ্যাসটির বাষ্পঘনত্ব – 44 / 22 / 66 / 11
2.12 g কার্বনের সঙ্গে 32 g অক্সিজেনের বিক্রিয়ায় কত মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে? 1 / 2 / 0.5 / 4.4
3. চুনাপাথর উত্তপ্ত করলে কত গ্রাম CO2 পাওয়া যাবে- 100 g / 200 g / 210 g / 220 g
4. STP তে 11.2 L CO2 গ্যাসের ভর – 11 g / 22 g / 44 g / 11.2 g
5. কোনো গ্যাসের আণবিক ওজন 16 হলে, গ্যাসটির বাষ্পঘনত্ব হবে- 22.4 / 8 / 16 / 32
6.12 g কার্বনের দহনে উৎপন্ন CO2 এর পরিমান- 32 g / 44 g / 22 g / 28 g
7. কোনো গ্যাসের বাষ্পঘনত্ব 17 হলে, তার গ্রাম আণবিক ভর হবে- 17 g / 34 g / 44 g / 8.5 g
8. কোনো গ্যাসের আণবিক ওজন 32 হলে, গ্যাসটির বাষ্পঘনত্ব হবে- 64 / 8 / 16 / 32
9. একটি গ্যাসের আণবিক ভর 64; গ্যাসটির বাষ্পঘনত্ব কত? 64 / 32 / 16 / 128
10. 10 g CaCO3 কে HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটালে উৎপন্ন CO2 এর পরিমান- 4.4 g / 2.2 g / 44 g / 22 g
11. STP তে গ্যাসের আয়তন 44.8 L । এই গ্যাসের বাষ্পঘনত্ব 7 হলে গ্যাসটির ভর হবে- 14g / 28g / 42g / 7g
আরও দেখুনঃ Mahyamik Suggestion 2025 | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫: প্রথম অধ্যায়
◪ দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ম ( LAQ ) প্রতিটি প্রশ্মের মান – 3
1. ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 g হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে ? [Fe=56, S=32, H=1]
2. 5.6 লিটার অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে কী পরিমান পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করতে হবে ? [K=39, Cl=35.5, O=16]
3. 10 গ্রাম CaCO3 এর সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় CO2 গ্যাস উৎপন্ন হয়। এক্ষেত্রে কত গ্রাম CO2 এবং CO2 এর কতগুলি অণু উৎপন্ন হল। (Ca=40)
4. 4.8 g অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন ? [K=39, Cl=35.5]
5. 130.8 গ্রাম দস্তা লঘূ H2SO4 এর সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করলে কত গ্রাম H2 উৎপন্ন হবে? STP তে উৎপন্ন হাইড্রোজেনের আয়তন কত? [Zn=65.4]
6. STP তে 11.2 লিটার অ্যামোনিয়া তৈরী করার জন্য কী পরিমান অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে চুন মিশিয়ে উত্তপ্ত করতে হবে? [N=14, H=1, Cl=35.5]
7. 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের মধ্যে দিয়ে স্টিম চালনা করলে STP তে কত আয়তনের H2 গ্যাস পাওয়া যাবে।[Fe=56, O=16]
8. 6 গ্রাম কার্বনকে সম্পূর্ণ রূপে পোড়ানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেন কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করে পাওয়া যাবে? [C=12, K=32, Cl=35.5, O=16]
9. কত গ্রাম CaCO3 এর সাথে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 66 গ্রাম CO2 উৎপন্ন করবে? [Ca=40, C=12, O=16]
10. 36 g ম্যাগনেসিয়াম অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে উৎপন্ন ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও হাইড্রোজেন গ্যাসের ভর কত হবে নির্ণয় কর। [Mg=24, Cl=35.5]
11. লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করে 0.4 g H2 উৎপন্ন করতে কত ওজনের আয়রনের প্রয়োজন ? [Fe=56]
12. 8 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন?[H=1, O=16, Na=23, Cl=35.5]
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram Channel ও Whatsapp Channel জয়েন করুন।
Latest Posts:
- অণুজীবের জগৎ- অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান প্রশ্নউত্তর | Class 8 Poribesh Bigyan Chapter 7
- কয়েকটি গ্যাসের পরিচিতি-অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান | Class 8 Poribesh O Bigyan Chapter 3
- উত্তরসহ মাধ্যমিক ২০২৫ ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র | 2025 Madhyamik physical Science Solved paper
- মানুষের খাদ্য (পঞ্চম অধ্যায়): সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ম উত্তর | Class 7 Poribesh O Bigyan Chapter 5
- দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্নউত্তর | Class 10 Physical Science Question Answer