Mahyamik Suggestion 2025 physical science chapter 1

Mahyamik Suggestion 2025 | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫: প্রথম অধ্যায়

Blinking Buttons WhatsApp Telegram

Mahyamik Suggestion 2025: আসন্ন ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের কথায় রেখে ভৌতবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় ” পরিবেশের জন্য ভাবনা ” অধ্যায় থেকে বেশকিছু সাজেস্টিভ MCQ, VSAQ , SAQ প্রশ্ম দেওয়া হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তারা ভৌতবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় (Mahyamik Suggestion 2025: Physical Science Chapter 1) থেকে দেওয়া এই সাজেস্টিভ প্রশ্মগুলি প্র্যাকটিস করে নিতে পারো।

MCQVSAQSAQTotal
1 x 1 = 11 x 2 = 22 x 1 = 25
  1. রেডিয়ো যোগাযোগ ব্যবস্থায় বিশেষভাবে ব্যবহৃত হয়- আয়নোস্ফিয়ার / ট্রপোস্ফিয়ার / স্ট্র্যাটোস্ফিয়ার / এক্সোস্ফিয়ার।
  2. বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? ট্রপোস্ফিয়ার / স্ট্র্যাটোস্ফিয়ার / মেসোস্ফিয়ার / থার্মোস্ফিয়ার।
  3. সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগতকে রক্ষা করে – ট্রপোস্ফিয়ার / থার্মোস্ফিয়ার / ওজোনোস্ফিয়ার /ম্যাগনেটোস্ফিয়ার।
  4. বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি ঘনত্বযুক্ত স্তরটি হল- ট্রপোস্ফিয়ার / স্ট্র্যাটোস্ফিয়ার / ওজোনোস্ফিয়ার /ম্যাগনেটোস্ফিয়ার।
  5. বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম কী?- ট্রপোস্ফিয়ার / স্ট্র্যাটোস্ফিয়ার / মেসোস্ফিয়ার / কোনোটিই নয়।
  6. বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের কোন স্তরে- ওজোনোস্ফিয়ার / মেসোস্ফিয়ার / আয়নোস্ফিয়ার / থার্মোস্ফিয়ার।
  7. CFC অতিবেগুনি রশ্মির দ্বারা বিয়োজিত হয়ে উৎপন্ন করে- সক্রিয় ক্লোরিন পরমানু / সক্রিয় কার্বন পরমানু / সক্রিয় ফ্লোরিন পরমানু / সক্রিয় হাইড্রোজেন পরমানু।
  8. সূর্যের কোন রশ্মি সালোকসংশ্লেষ প্রক্রিয়াকে ব্যাহত করে- বেতার তরঙ্গ / অতিবেগুনি রশ্মি / অবলোহিত রশ্মি / কোনোটিই নয়।
  9. কোন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি- কেরোসিন / কয়লা / ডিজেল / প্রাকৃতিক গ্যাস।
  10. কোনটি নবীকরনযোগ্য শক্তির উৎস- কয়লা / রান্নার গ্যাস / ভূতাপ শক্তি / প্রাকৃতিক গ্যাস।
  11. বায়ুমণ্ডলের যে অঞ্চলে কৃত্রিম উপগ্রহ থাকে সেটি হল- স্ট্র্যাটোস্ফিয়ার / মেসোস্ফিয়ার / এক্সোস্ফিয়ার / থার্মোস্ফিয়ার।
  12. কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? মিথেন / কার্বন ডাই অক্সাইড / নাইট্রোজেন / নাইট্রাস অক্সাইড।
  13. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল- মিথেন / ইথেন / প্রোপেন / বিউটেন।
  14. কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয়- সোরশক্তি / বায়ুশক্তি / জোয়ারভাটা শক্তি / খনিজ তেল।
  15. সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? অতিবেগুনি রশ্মি / অবলোহিত রশ্মি / দৃশ্যমান আলোক রশ্মি / গামা রশ্মি।

  1. বায়ুমণ্ডলের কোন স্তরে জেট প্লেন ও উড়োজাহাজ চলাচল করে?
  2. কোন স্তরে কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীকে আবর্তন করে?
  3. কৃত্রিম উপগ্রহে ব্যবহৃত শক্তির প্রধান উৎস কী?
  4. সুপারসনিক বিমান থেকে নির্গত যে গ্যাস ওজোন স্তরকে ভেঙ্গে ফেলে সেটি কী?
  5. বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমান বাড়লে বিশ্বউষ্ণায়ন ঘটে?
  6. একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায়?
  7. জ্বালানির তাপন মূল্যের একক কী?
  8. ওজোনস্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতন অরতিহত করে?
  9. বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো।
  10. CFC থেকে নির্গত কোন পরমানুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত হয়?
আরও দেখুন:  Madhyamik Result 2025 | প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক ২০২৫ এর রেজাল্ট

  1. স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো?
  2. বায়োফুয়েল কাকে বলে? দুটি বায়োফুয়েলের উদাহরণ দাও।
  3. তাপন মূল্য কাকে বলে? এর SI একক কী?
  4. স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্যগুলি কী কী?
  5. ওজোনস্তর ধ্বংসের চারটি ক্ষতিকারক প্রভাব লেখো।
  6. গ্রিনহাউস প্রভাব কাকে বলে?
  7. বিশ্বউষ্ণায়ন কমানোর চারটি উপায় লেখো।
  8. বিশ্ব উষ্ণায়ন কী?

স্কলারশিপ সংক্রান্ত এই রকম গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Telegram
Scroll to Top