Last Updated on October 9, 2024 by Science Master
Mahyamik Suggestion 2025: আসন্ন ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের কথায় রেখে ভৌতবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় ” পরিবেশের জন্য ভাবনা ” অধ্যায় থেকে বেশকিছু সাজেস্টিভ MCQ, VSAQ , SAQ প্রশ্ম দেওয়া হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তারা ভৌতবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় (Mahyamik Suggestion 2025: Physical Science Chapter 1) থেকে দেওয়া এই সাজেস্টিভ প্রশ্মগুলি প্র্যাকটিস করে নিতে পারো।
প্রথম অধ্যায়ের নম্বর বিভাজন (Mahyamik Suggestion 2025: Marks Distribution)
MCQ | VSAQ | SAQ | Total |
1 x 1 = 1 | 1 x 2 = 2 | 2 x 1 = 2 | 5 |
সঠিক উত্তর নির্বাচন করো (MCQ)
- রেডিয়ো যোগাযোগ ব্যবস্থায় বিশেষভাবে ব্যবহৃত হয়- আয়নোস্ফিয়ার / ট্রপোস্ফিয়ার / স্ট্র্যাটোস্ফিয়ার / এক্সোস্ফিয়ার।
- বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? ট্রপোস্ফিয়ার / স্ট্র্যাটোস্ফিয়ার / মেসোস্ফিয়ার / থার্মোস্ফিয়ার।
- সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগতকে রক্ষা করে – ট্রপোস্ফিয়ার / থার্মোস্ফিয়ার / ওজোনোস্ফিয়ার /ম্যাগনেটোস্ফিয়ার।
- বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি ঘনত্বযুক্ত স্তরটি হল- ট্রপোস্ফিয়ার / স্ট্র্যাটোস্ফিয়ার / ওজোনোস্ফিয়ার /ম্যাগনেটোস্ফিয়ার।
- বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম কী?- ট্রপোস্ফিয়ার / স্ট্র্যাটোস্ফিয়ার / মেসোস্ফিয়ার / কোনোটিই নয়।
- বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের কোন স্তরে- ওজোনোস্ফিয়ার / মেসোস্ফিয়ার / আয়নোস্ফিয়ার / থার্মোস্ফিয়ার।
- CFC অতিবেগুনি রশ্মির দ্বারা বিয়োজিত হয়ে উৎপন্ন করে- সক্রিয় ক্লোরিন পরমানু / সক্রিয় কার্বন পরমানু / সক্রিয় ফ্লোরিন পরমানু / সক্রিয় হাইড্রোজেন পরমানু।
- সূর্যের কোন রশ্মি সালোকসংশ্লেষ প্রক্রিয়াকে ব্যাহত করে- বেতার তরঙ্গ / অতিবেগুনি রশ্মি / অবলোহিত রশ্মি / কোনোটিই নয়।
- কোন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি- কেরোসিন / কয়লা / ডিজেল / প্রাকৃতিক গ্যাস।
- কোনটি নবীকরনযোগ্য শক্তির উৎস- কয়লা / রান্নার গ্যাস / ভূতাপ শক্তি / প্রাকৃতিক গ্যাস।
- বায়ুমণ্ডলের যে অঞ্চলে কৃত্রিম উপগ্রহ থাকে সেটি হল- স্ট্র্যাটোস্ফিয়ার / মেসোস্ফিয়ার / এক্সোস্ফিয়ার / থার্মোস্ফিয়ার।
- কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? মিথেন / কার্বন ডাই অক্সাইড / নাইট্রোজেন / নাইট্রাস অক্সাইড।
- প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল- মিথেন / ইথেন / প্রোপেন / বিউটেন।
- কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয়- সোরশক্তি / বায়ুশক্তি / জোয়ারভাটা শক্তি / খনিজ তেল।
- সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? অতিবেগুনি রশ্মি / অবলোহিত রশ্মি / দৃশ্যমান আলোক রশ্মি / গামা রশ্মি।
আরও দেখুনঃ মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ম-উত্তর। Madhyamik Physical Science Question Answer
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম (VSAQ)
- বায়ুমণ্ডলের কোন স্তরে জেট প্লেন ও উড়োজাহাজ চলাচল করে?
- কোন স্তরে কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীকে আবর্তন করে?
- কৃত্রিম উপগ্রহে ব্যবহৃত শক্তির প্রধান উৎস কী?
- সুপারসনিক বিমান থেকে নির্গত যে গ্যাস ওজোন স্তরকে ভেঙ্গে ফেলে সেটি কী?
- বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমান বাড়লে বিশ্বউষ্ণায়ন ঘটে?
- একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায়?
- জ্বালানির তাপন মূল্যের একক কী?
- ওজোনস্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতন অরতিহত করে?
- বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো।
- CFC থেকে নির্গত কোন পরমানুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত হয়?
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম (VSAQ)
- স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো?
- বায়োফুয়েল কাকে বলে? দুটি বায়োফুয়েলের উদাহরণ দাও।
- তাপন মূল্য কাকে বলে? এর SI একক কী?
- স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্যগুলি কী কী?
- ওজোনস্তর ধ্বংসের চারটি ক্ষতিকারক প্রভাব লেখো।
- গ্রিনহাউস প্রভাব কাকে বলে?
- বিশ্বউষ্ণায়ন কমানোর চারটি উপায় লেখো।
- বিশ্ব উষ্ণায়ন কী?
স্কলারশিপ সংক্রান্ত এই রকম গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।
Latest Posts:
- মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ রাসায়নিক গণনা | Madhyamik Physical Science Suggestion 2025
- Madhyamik Suggestion 2025 | ভৌতবিজ্ঞান সাজেশন- গ্যাসের আচরন (দ্বিতীয় অধ্যায়)
- Mahyamik Suggestion 2025 | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫: প্রথম অধ্যায়
- মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন-অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান | Poribesh O Bigyan Chapter 8 Class 8
- প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণঃ অষ্টম শ্রেণীর পরিবেশবিদ্যা | Poribesh O Bigyan Chapter 5