WBBSE Holiday List 2025 | মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

WBBSE Madhyamik Exam Routine 2025

মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৫ | Madhyamik Exam Routine 2025

WBBSE Holiday List 2024

WBBSE Holiday List 2024 | পশ্চিমবঙ্গ মধ্যশক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৪

Last Updated on December 22, 2024 by Science Master

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রকাশিত ২০২৪ এর ছুটির তালিকা (WBBSE Holiday List 2024) প্রকাশিত হলো। মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী তালিকাকে মোট তিনটি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্ব জানুয়ারি- ২০২৪ থেকে এপ্রিল- ২০২৪ যেখানে মোট ১৪ দিন ছুটি, দ্বিতীয় পর্ব মে-২০২৪ থেকে আগষ্ট-২০২৪ যেখানে মোট ছুটি ১৮ দিন এবং তৃতীয় পর্ব সেপ্টম্বর-২০২৪ থেকে ডিসেম্বর-২০২৪ যেখানে মোট ছুটি ৩৩ দিন। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রকাশিত ২০২৩ এর ছুটির তালিকা (WBBSE Holiday List 2024) নিচে দেওয়া হলো।

আরও দেখুনঃ {pdf} WBBSE Holiday List 2025 | মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

বাড়নো হলো ২০২৪ সালের গ্রীষ্মের ছুটি (Summer Vacation 2024), দেখুন পর্ষদের নোটিশ Click here

এক নজরে:

প্রথম পর্ব (জানুয়ারি ২০২৩ – এপ্রিল ২০২৩)(WBBSE Holiday List 2024)

ক্রমিক সংখ্যাছুটির উপলক্ষতারিখবারছুটির সংখ্যা
১.ইংরেজী নববর্ষ০১-০১-২০২৪সোমবার১ টি ছুটি
২.স্বামী বিবেকানন্দ জয়ন্তী১২-০১-২০২৪শুক্রবার১ টি ছুটি
৩.নেতাজি সুভাষ জয়ন্তী২৩-০১-২০২৪মঙ্গলবার১ টি ছুটি
(বিদ্যালয়ে পালনীয়)
৪.সাধারণতন্ত্র দিবস২৬-০১-২০২৪শুক্রবার১ টি ছুটি
(বিদ্যালয়ে পালনীয়)
৫. সরস্বতী পূজার পূর্ববর্তী দিন১৩-০২-২০২৪মঙ্গলবার১ টি ছুটি
৬.সরস্বতী পূজা ও ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিবস১৪-০২-২০২৪বুধবার১ টি ছুটি
৭.সবে -ই-বরাত২৬-০২-২০২৪সোমবার১ টি ছুটি
৮.শিবরাত্রি০৮-০৩-২০২৪শুক্রবার১ টি ছুটি
৯.দোলযাত্রা ২৫-০৩-২০২৪সোমবার১ টি ছুটি
১০.হোলি (দোলযাত্রার পরের দিন)২৬-০৩-২০২৪মঙ্গলবার১ টি ছুটি
১১.গুড ফ্রাইডে২৯-০৩-২০২৪শুক্রবার১ টি ছুটি
১২.শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস০৬-০৪-২০২৪শনিবার১ টি ছুটি
১৩.ঈদ-ঊল-ফিতার এর পূর্ববর্তী দিন১০-০৪-২০২৪বুধবার১ টি ছুটি
১৪.ঈদ-ঊল-ফিতার১১-০৪-২০২৪বৃস্পতিবার১ টি ছুটি
১৫.ডাঃ বি. আর. আম্বেদকরের জন্মদিবস ও বাংলা নববর্ষ 
১৪-০৪-২০২৪রবিবার
১৬.মহাবীর জয়ন্তী২১-০৪-২০২৪রবিবার
মোট ছুটি১৪ দিন

দ্বিতীয় পর্ব ( মে ২০২৩ – আগষ্ট ২০২৩)

ক্রমিক সংখ্যাছুটির উপলক্ষতারিখবারছুটির সংখ্যা
১.মে দিবস০১-০৫-২০২৪বুধবার১ টি ছুটি
২.রবীন্দ্র জয়ন্তী০৮-০৫-২০২৪বুধবার১ টি ছুটি
৩.গ্রীষ্মাবকাশ ০৯-০৫-২০২৪ থেকে
২০-০৫-২০২৪
বৃস্পতিবার থেকে সোমবার১০ টি ছুটি (রবিবার বাদে )
৪.বুদ্ধ পূর্ণিমা ও পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন২৩-০৫-২০২৪বৃস্পতিবার১ টি ছুটি
৫.ঈদ-উদ-জোহা (বকরি-ঈদ)১৭-০৬-২০২৪সোমবার১ টি ছুটি
৬.রথযাত্রা০৭-০৭-২০২৪রবিবার
৭.মহরম১৭-০৭-২০২৪বুধবার১ টি ছুটি
৮.স্বাধীনতা দিবস ১৫-০৮-২০২৪বৃস্পতিবার১ টি ছুটি
(বিদ্যালয়ে পালনীয়)
৯.রাখি বন্ধন ১৯-০৮-২০২৪সোমবার১ টি ছুটি
১০.জন্মাষ্টমী২৬-০৮-২০২৪সোমবার১ টি ছুটি
মোট ছুটি১৮ দিন

তৃতীয় পর্ব ( সেপ্টেম্বর ২০২৩ – ডিসেম্বর ২০২৩)

ক্রমিক সংখ্যাছুটির উপলক্ষতারিখবারছুটির সংখ্যা
১.ফতেহা-দোয়াজ-দহম১৬-০৯-২০২৪সোমবার১ টি ছুটি
২.গান্ধী  জয়ন্তী ও মহালয়া০২-১০-২০২৪বুধবার১ টি ছুটি
৩.পুজাবকাশ 
( চতুর্থী থেকে ভাতৃদ্বিতীয়ার পরবর্তী দিন পর্যন্ত )
০৭-১০-২০২৮
থেকে
০৪-১১-২০২৪
সোমবার থেকে সোমবার২৫ টি ছুটি (রবিবার বাদে)
৪.ছট পূজা০৭-১১-২০২৪বৃহস্পতিবার১ টি ছুটি
৫.ছট পূজা (অতিরিক্ত দিন)০৮-১১-২০২৪শুক্রবার১ টি ছুটি
৬.বিরসা মুণ্ডার জন্মদিবস ও
গুরু নানকের জন্মদিবস
১৫-১১-২০২৪শুক্রবার১ টি ছুটি
৭.বড়দিন২৫-১২-২০২৪বুধবার১ টি ছুটি
৮.প্রধান শিক্ষককের বিবেচিত২ টি ছুটি
মোট ছুটি৩৩ দিন

মোট ছুটি = ১৪+১৮+৩৩ = ৬৫ দিন

আরও দেখুন:  {pdf} WBBSE Holiday List 2025 | মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

** কবি ভানুভক্তের জন্মদিন ১৩ ই জুলাই ২০২৪ (শনিবার), ছুটি (কেবলমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য)

নিন্মলিখিত দিনগুলি বিদ্যালয়ে পালনীয়ঃ

৫ ই সেপ্টেম্বর, ২০২৪ (বৃহস্পতিবার) ডঃ সর্বপ্ললী রাধাকৃষ্ণণের জন্ম দিন (শিক্ষক দিবস)
২৬ সে সেপ্টেম্বর, ২০২৪ (বৃহস্পতিবার) পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন ।

রাজ্য সরকারের নির্দেশানুসারে কিছু সম্প্রদায়গত ছুটিঃ

২৪ ফেব্রুয়ারী, ২০২৪ (শনিবার) গুরু রবিদাসের জন্মদিন (গুরু রবিদাসের অনুগামীদের জন্য)
৩০ মার্চ, ২০২৪ (শনিবার) ইস্টার স্যাটারডে (খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য)
৩০ শে জুন, ২০২৪ (রবিবার) হুল দিবস (আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের জন্য)
করম পূজা- পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত দিনই কার্যকরী হবে।

বিশেষ দ্রষ্টব্যঃ-

১। এই ছুটির তালিকাটি (২০২৪ শিক্ষাবর্ষ) একটি নমুনা (মডেল) তালিকা দেওয়া হয়েছে। এই তালিকায় মোট ৬৫ দিন উল্লেখ আছে। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জেলার বিশেষ এলাকায় অবস্থিত বিদ্যালয় গুলির ভৌগলিক বৈশিষ্ট, আঞ্চলিক উৎসব বিভিন্নতা, প্রাকৃতিক দুর্যোগজনিত ঘটনা অনুযায়ী ছুটির দিনগুলি পরিবর্তিত হতে পারে এবং তা বিদ্যালয় পরিচালন স্মিতি/প্রশাসক কর্তৃক অনিমোদিত হতে হবে। কিন্তু মোট ছুটির দিনের সংখ্যা কোনোক্রমেই ৬৫ দিনের বেশি হবে না।

আরও দেখুন:  VSO Layer 2 Admit Card 2024 | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024

২। মাধ্যমিক পরীক্ষার জন্য ৯ দিন এবং উচ্চমাধ্মিক পরীক্ষার জন্য ১৩ দিন ধার্য করতে হবে। সেজন্য যে বিদ্যালয় গুলিতে মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র হবে সে বিদ্যালয়গুলির মোট কার্যকরী দিন হবে (২৩৬-৯)=২২৭ দিন এবং যে বিদ্যালয় গুলিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার কেন্দ্র হবে, তার মোট  কার্যকরী দিন হবে (২৩৬-১৩)=২২৩ দিন।  

[ আর দেখুনঃ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ২০২৪ সালের ছুটির তালিকা ]

আমাদের পোষ্টের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

google news

Latest Posts:

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Home
শিক্ষার খবর
ক্লাস নোটস
মক টেস্ট
টেলিগ্রাম