জুনিয়ার বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি ২০২৪ | Junior Bigyani Kanya Medha Britti 2024

NMMS Exam 2024

NMMS exam 2024 | এন এম এম এস পরীক্ষা ২০২৪ এর আবেদন শুরু হল

IMG 20220106 WA0000

Model Activity Task | নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান মডেল অ্যাকটিভিটি টাক্স জানুয়ারী 2022

Last Updated on January 7, 2022 by Science Master

ভৌতবিজ্ঞান মডেল অ্যাকটিভিটি টাক্স (Model Activity Task)

নবম শ্রেণী , পূর্ণমান-২০

2022 সালের জানুয়ারি মাসের জন্য বাংলার শিক্ষা পোর্টালে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল অ্যাকটিভিটি টাক্স (Model Activity Task) দেওয়া হয়েছে। আমাদের এই পেজে ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল অ্যাকটিভিটি টাক্স (Model Activity Task) এর উত্তর ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য করে দেওয়া হলো। ছাত্র-ছাত্রীরা তোমরা যারা ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল অ্যাকটিভিটি টাক্সের উত্তর করবে তারা প্রয়োজনে এই উত্তর গুলি অনুসরণ করতে পারো।

১. ঠিক উত্তর নির্বাচন করোঃ ১ x ৪ = ৪

১.১ একটি নিরেট লোহার বলকে জলে ডোবালে লোহার বলের ওজন-

(ক) একই থাকে (খ) কমে (গ) বাড়ে (ঘ) প্রথমে বাড়ে পরে কমে।

উত্তরঃ- কমে ।

১.২ বস্তুর উপর প্রযুক্ত বল যার সঙ্গে সমানুপাতিক তা হলো-

(ক) কার্যের হারের সঙ্গে (খ) ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে (গ) ক্ষমতার হারের সঙ্গে

(ঘ) বস্তুটির গতিবেগের সঙ্গে।

উত্তরঃ- ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে ।

১.৩ নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী-

(ক) ক্রিয়া বলের মান প্রতিক্রিয়া বলের মানের চেয়ে বেশি

(খ) ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের সমান ও বিপরীতমুখী

(গ) ক্রিয়া বলের মান প্রতিক্র্যা বলের মানের চেয়ে কম

(ঘ) ক্রিয়া ও প্রতিক্রিয়া বল দুটি সম্পর্কযুক্ত নয়।

আরও দেখুন:  নবম শ্রেণীর ভূগোল সিলেবাস | Class 9 Geography Syllabus

উত্তরঃ- ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের সমান ও বিপরীতমুখী।

১.৪ নির্দিষ্ট পরিমান বলের ক্ষেত্রে চাপ হলো-

(ক) ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক

(খ) ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক

(গ) বলের সঙ্গে ব্যস্তানুপাতিক

(ঘ) ক্ষমতার সঙ্গে ব্যস্তানুপাতিক।

উত্তরঃ- ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক ।

২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপন করোঃ ১ x ৪ = ৪

২.১ কোনো গতিশীল বস্তুর বিরুদ্ধে বল প্রয়োগ করলে তার গতিবেগ বৃদ্ধি পায়।

উত্তরঃ- মিথ্যা।

২.২ CGS পদ্ধতিতে বলের একক নিউটন।

উত্তরঃ- মিথ্যা।

২.৩ তরলের চাপ তরলের ঘনত্বের উপর নির্ভরশীল ।

উত্তরঃ- সত্য।

২.৪ পারদ জলের চেয়ে বেশি প্লাবতা বল সৃষ্টি করতে পারে।

উত্তরঃ- সত্য।

৩. সংক্ষিপ্ত উত্তর দাওঃ ২ x ৩ = ৬

৩.১ বল কাকে বলে তা ব্যাখ্যা করো।

উত্তরঃ- বাইরে থেকে ক্রিয়ারত যে প্রভাব কোনো বস্তুর স্থির অবস্থাকে অথবা সরলরেখা বরাবর সমবেগে চলাকে পরিবর্তন করে বা করতে চেষ্টা করে, সেই প্রভাবকে বল বলে। বল স্থির বস্তুকে গতিশীল অবস্থায় বা গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনতে পারে। তাছাড়াও বল গতিশীল বস্তুর বেগের এবং তার অভিমুখের পরিবর্তন করতে পারে।

৩.২ আর্কিমিডিসের সূত্রটি উল্লেখ করো।

উত্তরঃ- ” কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে এবং এই হ্রাস বস্তু যে পরিমান তরল বা গ্যাস অপসারণ করে তার ওজনের সমান হয়।”

আরও দেখুন:  পশ্চিমবঙ্গ বোর্ডের নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সিলেবাস ২০২৪ | Class 9 Life Science Syllabus 2024

৩.৩ একটি ফাঁপা প্লাস্টিকের বল কেন জলে ভাসে তা ব্যাখ্যা করো।

উত্তরঃ- কোনো বস্তুকে জলে নিমজ্জিত করলে যদি বস্তু কতৃক অপসারিত জলের ওজন বস্তুর ওজন অপেক্ষা বেশি হয় তবে সেক্ষেত্রে প্লাবতার মান বস্তুর ওজন থেকে বেশি হয়। ফলে বস্তুটি জলে ভাসে। একটি ফাঁপা প্লাস্টিকের বলকে জলে নিমজ্জিত করলে প্লাবতার মান বলের ওজন অপেক্ষা বেশি হয় এবং বলটি জলে ভেসে থাকে।

৪. নীচের প্রশ্ম দুটির উত্তর দাওঃ ৩ x ২ = ৬

৪.১ স্থির প্রবাহী পদার্থের মধ্যে কোনো বিন্দুতে ক্রিয়াশীল চাপ কোন তিনটি বিষয়ের উপর নির্ভরশীল ও কেন?

উত্তরঃ- স্থির প্রবাহী পদার্থের মধ্যে কোনো বিন্দুতে ক্রিয়াশীল চাপ যে তিনটি বিষয়ের উপর নির্ভরশীল তা হলো-

ক) নির্দিষ্ট বিন্দুর গভীরতা, কারন ঘনত্ব স্থির থাকলে কোনো বিন্দুতে তরলের চাপ ওই বিন্দুটির গভীরতার সমানুপাতিক হয় ।

খ) তরলের ঘনত্ব, কারন গভীরতা স্থির থাকলে তরলের চাপ তার ঘনত্বের সমানুপাতিক হয়।

গ) অভিকর্ষজ ত্বরণ, কারন তরলস্তম্ভের ভর অভিকর্ষজ ত্বরণের ওপর নির্ভরশীল।

৪.২ নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো এবং কীভাবে বল পরিমাপ করা যায় তা ব্যাখ্যা করো।

উত্তরঃ- ” কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয় এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেইদিকে ঘটে।”

আরও দেখুন:  নবম শ্রেণীর ইতিহাস সিলেবাস | Class 9 History Syllabus

ধরি, m ভরের একটি বস্তু u বেগে গতিশীল। এর উপর F মানের একটি বল t সময় ধরে ক্রিয়া করায় বেগ বৃদ্ধি পেয়ে v হয়।

বস্তুটির প্রাথমিক ভরবেগ =mu, t সময় পরে অন্তিম ভরবেগ = mv

অতএব, ভরবেগের পরিবর্তন = (mv-mu)

ভরবেগের পরিবর্তনের হার = (mv-mu) / t

দ্বিতীয় সূত্র অনুযায়ী, F ∝ (mv-mu) / t

বা, F ∝ m(v-u) / t

বা, F ∝ m. a

F = K. m . a

একক ভরের বস্তুর উপর একক বল ক্রিয়া করলে একক ত্বরণ সৃষ্টি হয়, তাই F= 1, m = 1, a =1 হয়, অর্থাৎ K =1 হয়।

অতএব, F = m . a

অর্থাৎ, বল = ভর x ত্বরণ , এই সমীকরণের সাহায্যে বলের পরিমাপ করা যায়।

আরও দেখুনঃ ভৌতবিজ্ঞান বিষয়ের অক্টবর 2021 এর মডেল অ্যাকটিভিটি টাক্সের উত্তর।

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top