Last Updated on January 7, 2022 by Science Master
নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল অ্যাকটিভিটি টাক্স (Physical Science Model Activity Task) অক্টবর ২০২১
অক্টবর মাসের জন্য বাংলার শিক্ষা পোর্টালে নবম শ্রেণীর সমস্ত বিষয়ের মডেল অ্যাকটিভিটি টাক্স দেওয়া হয়েছে। পোর্টালে অক্টবর মাসের জন্য নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের যে মডেল অ্যাকটিভিটি টাক্স (Physical Science Model Activity TAsk) দেওয়া হয়েছে তার উত্তর যথাযথ ভাবে করে দেওয়া হল। ছাত্র-ছাত্রীরা যারা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল অ্যাকটিভিটি টাক্স (Physical Science Model Activity TAsk) এর উত্তর করবে তাদের খুব কাজে লাগবে।
আরও দেখুনঃ নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল অ্যাকটিভিটি টাস্ক জানুয়ারি 2022 এর উত্তর।
১. সঠিক উত্তর নির্বাচন করোঃ ১ x ৩ = ৩
১.১ ঘনত্বের SI একক হলো-
(ক) m/kg3 (খ) m3/kg3 (গ) m3/kg (ঘ) kg/m3 ।
উঃ- kg/m3 ।
১.২ একটি লবনের জলীয় দ্রবন নিয়ে বলয় পরীক্ষা করা হলো এবং বাদামি বলয় দেখা গেল। এই পরীক্ষা থেকে প্রদত্ত লবনে নীচের যে আয়নটির অস্তিত্ব প্রমানিত হয় তা হলো-
(ক) কার্বনেট (খ) সালফেট (গ) নাইট্রেট (ঘ) ক্লোরাইড।
উঃ- নাইট্রেট ।
১.৩ যে মিশ্রণটি কোলয়ডীয় নয়, তা হলো-
(ক) কুয়াশা (খ) গোল্ড সল (গ) চিনির দ্রবন (ঘ) দুধ।
উঃ- চিনির দ্রবন।
২. একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাওঃ ১ x ৩ = ৩
২.১ পটাশিয়াম নাইট্রেটের জলে দ্রবীভূত হওয়া তাপগ্রাহী পরিবর্তন। উষ্ণতা বৃদ্ধিতে জলে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কীভাবে পরিবর্তিত হবে ?
উঃ- উষ্ণতা বৃদ্ধিতে জলে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা বাড়ে।
২.২ প্লাবতার SI একক কী ?
উঃ- নিউটন (N)।
২.৩ জুল ও আর্গের মধ্যে সম্পর্ক লেখো।
উঃ- 1 জুল = 107 আর্গ ।
৩. সংক্ষিপ্ত উত্তর দাওঃ ২ x ৪ = ৮
৩.১ ” একটি ধাতুর ইয়ং গুণাঙ্ক হলো 9.8 x 1011 dyne/cm2 ” – এই কথাটির অর্থ ব্যাখ্যা করো।
উঃ- একটি ধাতুর ইয়ং গুণাঙ্ক 9.8 x 1011 dyne/cm2 এর অর্থ হল ধাতুটির একটি তারের একক অনুদৈর্ঘ্য বিকৃতি উৎপন্ন করতে তারটির প্রস্থচ্ছেদের প্রতি বর্গসেন্টিমিটার ক্ষেত্রফলে 9.8 x 1011 ডাইন বল প্রয়োগ করতে হবে।
৩.২ জিঙ্ক ও সোডিয়াম হাইড্রক্সাইডের গাড় জলীয় দ্রবন একত্রে উত্তপ্ত করা হলে যা ঘটবে তা বিক্রিয়ার সমীকরনসহ লেখো।
উঃ- জিঙ্ক ও সোডিয়াম হাইড্রক্সাইডের গাড় জলীয় দ্রবন একত্রে উত্তপ্ত করলে সোডিয়াম জিংকেট লবন ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়।
Zn + 2NaOH = Na2ZnO2 + H2
৩.৩ নির্দিষ্ট উষ্ণতায় একটি দ্রাবের 54g, 150g জলে দ্রবীভূত হলে একটি সম্পৃক্ত দ্রবন উৎপন্ন হয়। ঐ উষ্ণতায় পদার্থটির দ্রাব্যতা নির্ণয় করো।
উঃ- নির্দিষ্ট উষ্ণতায় পদার্থটির দ্রাব্যতা = (দ্রাবের ভর x 100)/ দ্রাবকের ভর।
= (54 x 100) / 150
= 36
অতএব, নির্দিষ্ট উষ্ণতায় পদার্থটির দ্রাব্যতা = 36
৩.৪ এক কিলোগ্রাম ভরের একটি বস্তু 1 m/s বেগে ধাবমান হলে তার গতিশক্তি কত হবে নির্ণয় করো।
উঃ- গতিশক্তি = 1/2 x বস্তুর ভর x বেগ2
= 1/2 x 1 x (1)2 জুল।
= 0.5 জুল।
অতএব, বস্তুটির গতিশক্তি 0.5 জুল।
৪. নীচের প্রশ্ম দুটির উত্তর দাওঃ ৩x ২ = ৬
৪.১ নীচের প্রতিটির একটি করে উদাহরন দাওঃ
(ক) অভিকর্ষ বল কাজ করছে (খ) অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে (গ) বস্তুর সরন ঘটলেও অভিকর্ষ বল কোনো কাজ করছে না।
উঃ- (ক) অভিকর্ষ বল কাজ করছে – যখন একটি বল উপর থেকে নীচের দিকে পড়ে তখন অভিকর্ষ বল নীচের দিকে ক্রিয়া করে, বলটির সরনও নীচের দিকে হয়। এক্ষেত্রে অভিকর্ষ বল কাজ করছে।
(খ) অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে – একটি বস্তুকে উপরের দিকে তুললে বস্তুটির সরন উপরের দিকে হয় এবং অভিকর্ষ বল নীচের দিকে ক্রিয়া করে। এক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে।
(গ) বস্তুর সরন ঘটলেও অভিকর্ষ বল কোনো কাজ করছে না – একটি বস্তুকে অনুভূমিক তলে টেনে নিয়ে গেলে বস্তুটির ভারকেন্দ্রের সরন বলের লম্বদিকে হয়, এক্ষেত্রে বস্তুর সরন ঘটলেও অভিকর্ষ বল কোনো কাজ করছে না।
৪.২ 500 mL দ্রবনে 34.2g সুক্রোজ (আণবিক ওজন 342) দ্রবীভূত করা হলো। দ্রবনের গাঢ়ত্ব mol/L ও g/L এককে নির্ণয় করো।
উঃ-
∎ 500 mL দ্রবনে সুক্রোজ আছে 34.2 g
1000 mL দ্রবনে সুক্রোজ আছে (1000×34.2)/500 g
= 68.4 g
অতএব, দ্রবনের গাঢ়ত্ব 68.4 g/L
∎ সুক্রোজের মোল সংখ্যা = 34.2/342 = 0.1
500 mL দ্রবনে সুক্রোজ আছে 0.1 mol
1000 mL দ্রবনে সুক্রোজ আছে (1000×0.1)/500 mol
= 0.2 mol
অতএব, দ্রবনের গাঢ়ত্ব 0.2 mol/L