মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের মক টেস্ট দিন | Madhyamik Life Science Mock Test

svmcm 2024-25 Swami Vivekananda Scholarship

SVMCM 2024-25 | স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৪-২৫

physical-science-model-activity-compilation-class-9

Physical Science Model Activity Compilation Class 9

Last Updated on April 29, 2022 by Science Master

Model Activity Compilation

Physical Science

Class 9

নবম শ্রেণীর সমস্ত বিষয়ের ওপর Model Activity Compilation বাংলার শিক্ষা পোর্টালে দেওয়া হয়েছে। নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এই Model Activity Compilation এর উত্তর বাড়িতে লিখে স্কুলে জমা দিতে হবে। নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের ওপর যে Model Activity Compilation প্রশ্ম দেওয়া হয়েছে তার উত্তর নিয়ে আলোচনা করা হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ভৌত বিজ্ঞান বিষয়ের Model Activity Compilation এর উত্তর করবে তাদের কাজে লাগবে।

১. সঠিক উত্তর নির্বাচন করোঃ ১ x ৮ = ৮

১.১ নীচের যেটি পরিমাপযোগ্য ভৌতরাশি নয় সেটি হলো –

(ক) একটি ন্যাপথালিন বলের ভর  (খ) একটি ন্যাপথালিন বলের ভরবেগ  (গ) একটি ন্যাপথালিন বলের গন্ধ  (ঘ) একটি ন্যাপথালিন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ।

উঃ- একটি ন্যাপথালিন বলের গন্ধ।

১.২ আইসোবারদের ক্ষেত্রে নীচের যে কথাটি ঠিক তা হলো এদের – 

(ক) ভর সমান (খ) প্রোটন সংখ্যা সমান  (গ) নিউট্রন সংখ্যা সমান  (ঘ) ভর সংখ্যা সমান ।

 উঃ- প্রোটন সংখ্যা সমান ।

১.৩ ভরবেগের মাত্রীয় সংকেত হলো – 

(ক) MLT (খ)  MLT2  (গ)   ML2T  (ঘ) MLT-1

উঃ-png

১.৪ জলের যে ধর্মের জন্য একটি ছোট পোকা জলের উপরিতলে হেঁটে বেড়াতে পারে তা হলো- 

(ক) জলের ঘনত্ব  (খ)  জলের সান্দ্রতা (গ) জলের তাপ পরিবাহিতা (ঘ) জলের পৃষ্ঠটান ।  

উঃ-  জলের পৃষ্ঠটান ।

১.৫ শক্তির মাত্রীয় সংকেত হলো  – 

(ক)  png  (খ)  png (গ) png (ঘ) png  

উঃ- png ।

১.৬ কোনো স্প্রিংয়ের বল ধ্রুবকের একক হলো-

(ক) Nm (খ) Nm2 (গ) N/m2 (ঘ) N/m

উঃ- N/m ।

১.৭ গাঢ় ও উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ায় নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় তা হলো-

(ক) N2O5 (খ) N2O (গ) NO2 (ঘ) NO

উঃ- NO2

১.৮ একটি বলকে খাড়াভাবে উপরের দিকে ছোঁড়া হলো। যাত্রাপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির –

(ক) গতিশক্তি সর্বাধিক (খ) স্থিতিশক্তি সর্বাধিক (গ) গতিশক্তি ও স্থিতিশক্তির মান সমান (ঘ) গতিশক্তি অপেক্ষা স্থিতিশক্তির মান কম।

উঃ- স্থিতিশক্তি সর্বাধিক ।

২. শূন্যস্থান পূরন করোঃ ১ x ৩ = ৩

২.১ বিস্তৃত দশা কঠিন ও বিস্তার মাধ্যম তরল এমন একটি কলয়েডীয় মিশ্রণের উদাহরণ ……..।

উঃ- গোল্ড সল।

২.২ জলে সাবান দিয়ে প্রাপ্ত দ্রবনের পৃষ্ঠটান বিশুদ্ধ জলের চেয়ে ………হয়।

উঃ- কম।

২.৩ SI পদ্ধতিতে ক্ষমতার একক হলো ……….।

উঃ- ওয়াট।

৩. নীচের বাক্য গুলির সত্য অথবা মিথ্যা নিরুপন করোঃ ১ x ৬ = ৬

৩.১ আপেক্ষিক ঘনত্ব একটি এককহীন রাশি। 

উঃ- সত্য।

৩.২ একটি বস্তু R cm ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে তার সরন হবে R cm। 

উঃ– মিথ্যা।

৩.৩ C12 স্কেলে ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.453 হলে একটি ক্লোরিন পরমানুর ভর 35.453 u। 

উঃ-  সত্য।

৩.৪ ব্যারোমিটারের পাঠ দ্রুত কমতে থাকলে বোঝা যায় যে নিন্মচাপের সৃষ্টি হয়েছে।

উঃ- সত্য।

৩.৫ যে দ্রবনে মিথাইল অরেঞ্জের রঙ হলুদ তার pH>7 ।

উঃ- সত্য।

৩.৬ কার্য একটি ভেক্টর রাশি।

উঃ- মিথ্যা।

৪. একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাওঃ ১ x ৩ = ৩

৪.১ SI এককে এক মোল পরিমান কার্বন ডাই অক্সাইডের ভর কত ? 

উঃ- এক মোল পরিমান কার্বন ডাই অক্সাইডের ভর 44 গ্রাম।  

SI এককে এক মোল পরিমান কার্বন ডাই অক্সাইডের ভর হবে 0.044 কিলোগ্রাম।

৪.২ রাবার ও ইস্পাতের মধ্যে কোনটির ইয়ং গুনাঙ্কের মান বেশি হবে ? 

উঃ- ইস্পাতের ইয়ং গুনাঙ্কের মান বেশি হবে ।

৪.৩ একটি অ্যাসিড লবণের সংকেত লেখো। 

উঃ- সোডিয়াম বাই সালফেট (NaHSO4)।

৫. সংক্ষিপ্ত উত্তর দাওঃ ২ x ৯ = ১৮

৫.১ STP তে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব  0.0898 g/L হলে SI এককে এই ঘনত্ব এর মান নির্ণয় করো। 

উঃ–  1 L হাইড্রোজেন গ্যাসের ভর 0.0898 g

  png    এবং 0.0898 g = png.image?%5Cdpi%7B110%7D%200  

SI এককে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব এর মান = m%5E%7B3%7D  

m%5E%7B3%7D

৫.২ একটি মৌলের পরমানুতে প্রোটন ও ইলেকট্রনের মোট সংখ্যা 184। পরমানুটির ভর সংখ্যা 235 হলে এতে কটি নিউট্রন আছে নির্ণয় করো।   

উঃ- প্রোটন সংখ্যা + ইলেকট্রন সংখ্যা = 184  

আমরা জানি, পরমানুতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান থাকে।  

অতএব,   প্রোটন সংখ্যা = 184/2  = 92  

আবার, প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা = ভর সংখ্যা  

নিউট্রন সংখ্যা = ভর সংখ্যা – প্রোটন সংখ্যা  

নিউট্রন সংখ্যা = 235-92 = 143  

অতএব,  পরমানুতে নিউট্রন আছে 143 টি।

৫.৩ এক লিটার দ্রবনে 18 g গ্লূকোজ (আণবিক ওজন 180 ) আছে। দ্রবনের মোলার মাত্রা নির্ণয় করো। 

উঃ-  গ্লূকোজের মোল সংখ্যা = 18 / 180 = 0.1 এক লিটার দ্রবনে গ্লূকোজ আছে 0.1 মোল। অতএব, দ্রবনের মোলার মাত্রা = 0.1 (M)।

৫.৪ লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ও লঘু সালফিউরিক অ্যাসিড আছে। একটি রাসায়নিক পরীক্ষায় এই দুটি দ্রবনের পার্থক্য নির্ণয় করতে কী বিকারক ব্যবহার করবে ? সংশ্লিষ্ট ভৌত পরিবর্তন উল্লেখ করো।  

উঃ- সিলভার নাইট্রেট বিকারক হিসেবে ব্যবহার করতে হবে। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড এর ক্ষেত্রে সাদা অধঃক্ষেপ পড়বে কিন্তু  লঘু সালফিউরিক অ্যাসিড এর ক্ষেত্রে সাদা অধঃক্ষেপ পড়বে না।

৫.৫ জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হওয়া আর প্রোটিন দ্রবীভূত হওয়ার মধ্যে প্রধান পার্থক্য কী তা ব্যাখ্যা করো।

উঃ- সোডিয়াম ক্লোরাইড (NaCl) আয়নীয় যৌগ হওয়ায় জলীয় দ্রবনে বিয়োজিত হয়ে Na+ ও Cl আয়ন উৎপন্ন করে। জলের অণুগুলি গোলাকৃতি হওয়ায় এদের মধ্যে কিছু জায়গা ফাঁকা থাকে। এই ফাঁকা জায়গাকে জলের আন্তরাণবিক অবকাশ বলে। NaCl জলে দ্রবীভূত করলে এর থেকে উৎপন্ন আয়ন গুলি জলের আন্তরাণবিক অবকাশের মধ্যে ঢুকে পড়ে এবং প্রকৃত দ্রবন উৎপন্ন করে।

অন্যদিকে প্রোটিন বৃহদাকার অণুবিশিষ্ট পদার্থ যার অণুগুলির ব্যাস প্রকৃত দ্রবনের কণার ব্যাসের থেকে বেশি হওয়ায় জলের আন্তরাণবিক অবকাশের মধ্যে প্রবেশ করতে পারে না। ফলে প্রকৃত দ্রবন উৎপন্ন না করে কোলয়েড দ্রবন উৎপন্ন করে।

৫.৬ কোনো বস্তুর ভর m ও গতিশক্তি E হলে প্রমাণ করো যে বস্তুটির ভরবেগ হলো (2mE)1/2

উঃ- বস্তুর ভর = m

বস্তুর গতিশক্তি = E

আমরা জানি, গতিশক্তি = 1/2 mv2 ( যেখানে v হল বস্তুর বেগ )

svg
svg
2}

অতএব, ভরবেগ = m . v

2}\times&space;m
2}
2}

অতএব, বস্তুটির ভরবেগ = (2Em)1/2 (প্রমাণিত)

৫.৭ সাধারণ স্কেলের সাহায্যে একটি পাতলা পাতার গড় বেধের মান কিভাবে নির্ণয় করা যায়?

উঃ- সাধারণ স্কেলের সাহায্যে একটি পাতলা পাতার গড় বেধর মান নিন্মলিখিত পদ্ধতিতে নির্ণয় করা হয়-

১) বই এর দুপাশের মোটা কভার বাদ দিয়ে বাকি পাতাগুলির বেধ একটি স্কেলের সাহায্যে মেপে নিতে হবে।

২) বই এর পাতার সংখ্যা গুনে নিতে হবে।

৩) বই এর পাতাগুলির মোট বেধকে পাতার সংখ্যা দিয়ে ভাগ করলে একটি পাতার বেধ পাওয়া যায়।

৫.৮ আলফা কণার বিচ্ছুরণের পরীক্ষার ফলাফল থেকে রাদারফোর্ড পরমানুর গঠন সম্বন্ধে কী কী সিদ্ধান্তে উপনীত হন?

উঃ- আলফা কণার বিচ্ছুরণের পরীক্ষার ফলাফল থেকে রাদারফোর্ড পরমানুর গঠন সম্বন্ধে যে সিদ্ধান্তে উপনীত হন তা হল-

১) পরমানুর দুটি অংশ যথা- নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের বাইরের ইলেকট্রন মহল।

২) পরমানুর প্রায় সমগ্র ভর তার কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে।

৩) পরমানুর কেন্দ্রে ধনাত্মক আধানগ্রস্ত কণা প্রোটন থাকে এবং ঋণাত্মক আধানগ্রস্ত কণা ইলেকট্রন গুলি নিউক্লিয়াসের বাইরে থাকে।

৪) ইলেকট্রন গুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে সমদ্রুতিতে আবর্তন করে।

৫.৯ এক কিলোগ্রাম ভরের একটি বস্তু 1 m/s বেগে ধাবমান হলে তার গতিশক্তি কত হবে নির্ণয় করো।

উঃ- গতিশক্তি = 1/2 x বস্তুর ভর x বেগ2

= 1/2 x 1 x (1)2 জুল।

= 0.5 জুল।

অতএব, বস্তুটির গতিশক্তি 0.5 জুল।

৬. নীচের প্রশ্মগুলির উত্তর দাওঃ ৩ x ৪ = ১২

৬.১ একটি ট্রেন 60 km/h দ্রুতিতে চলছিল । ব্রেক কষার ফলে 1 m/s² মন্দন সৃষ্টি হল। ট্রেনটি থামাতে কত সময় লাগবে নির্ণয় করো। 

উঃ-   প্রাথমিক বেগ (u) = 60 km/h  = png  m /s =   png  m /s  

অন্তিম বেগ (v) = 0  

মন্দন (a) = 1 m/s² 

ধরি, ট্রেনটি থামাতে সময় লাগবে t সেকেন্ড

আমরা জানি, v = u – at  

0 = png – 1xt  

t = png s 

png  s  

অতএব, ট্রেনটি থামাতে সময় লাগবে  png  সেকেন্ড

৬.২ একটি জৈব যৌগে ভর অনুপাতে ০.০31% ফসফরাস আছে। যদি ঐ যৌগটির একটি অণুতে একটিই ফসফরাস পরমানু থাকে তাহলে যৌগের মোলার ভর নির্ণয় করো (দেওয়া আছে P = 31) । যৌগটির একটি অণুর আয়তন সম্বন্ধে তুমি কী বলতে পারো ?

উঃ- জৈব যৌগে ভর অনুপাতে ০.০31% ফসফরাস আছে ।

অর্থাৎ, 0.031 g ফসফরাস আছে 100 g জৈব যৌগে

31 g ফসফরাস আছে (31 x 100) / 0.031= 100000 g

যেহেতু জৈব যৌগে একটি ফসফরাস পরমানু থাকে (যার ভর 31 ), তাই যৌগের মোলার ভর 100000 গ্রাম/মোল।

আমরা জানি, 6.022 x 1023 অনুর আয়তন 224 লিটার।

অতএব, 1 অনুর আয়তন 224 / 6.022 x 1023 লিটার।

= 3.71 x 10-23 লিটার।

অর্থাৎ, যৌগটির একটি অণুর আয়তন হবে 3.71 x 10-23 লিটার।

৬.৩ একটি হালকা ও একটি ভারী বস্তুর ভর যথাক্রমে m ও M । বস্তুটির ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে তা নির্ণয় করো।   

উঃ- হালকা বস্তুর ভর = m এবং বেগ = v , গতিশক্তি = png  

ভারী বস্তুর ভর = M  এবং বেগ = V , গতিশক্তি = png  

প্রশ্মানুসারে, MV = mv   png  এবং  png  

এবার, png = png  এবং png = png

png

  বা , png  ,  

বা ,   png.image?%5Cdpi%7B110%7D%20%5Cfrac%7BE m%7D%7BE M%7D%20=%5Cfrac%7Bmv.v%7D%7BMV  

বা , png  

বা , png    

বা ,  png  ,    

png  

অতএব, হালকা বস্তুর গতিশক্তি ভারী বস্তুর গতিশক্তি অপেক্ষা বেশি।    

৬.৪ নীচের প্রতিটির একটি করে উদাহরন দাওঃ

(ক) অভিকর্ষ বল কাজ করছে (খ) অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে (গ) বস্তুর সরন ঘটলেও অভিকর্ষ বল কোনো কাজ করছে না।

উঃ- (ক) অভিকর্ষ বল কাজ করছে – যখন একটি বল উপর থেকে নীচের দিকে পড়ে তখন অভিকর্ষ বল নীচের দিকে ক্রিয়া করে, বলটির সরনও নীচের দিকে হয়। এক্ষেত্রে অভিকর্ষ বল কাজ করছে।

(খ) অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে – একটি বস্তুকে উপরের দিকে তুললে বস্তুটির সরন উপরের দিকে হয় এবং অভিকর্ষ বল নীচের দিকে ক্রিয়া করে। এক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে।

(গ) বস্তুর সরন ঘটলেও অভিকর্ষ বল কোনো কাজ করছে না – একটি বস্তুকে অনুভূমিক তলে টেনে নিয়ে গেলে বস্তুটির ভারকেন্দ্রের সরন বলের লম্বদিকে হয়, এক্ষেত্রে বস্তুর সরন ঘটলেও অভিকর্ষ বল কোনো কাজ করছে না।

nathPhysical Science Model Activity Task October 2021

nathPhysical Science Model Activity Task September 2021

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top