Last Updated on August 13, 2024 by Science Master
ENVS Model Activity Task 2 Answer 2021 Class 7
১. ঠিক উত্তর নির্বাচন করোঃ
১.১ অপ্রভ বস্তুটি হল-
(ক) মোমবাতির শিখা
(খ) সূর্য
(গ) চাঁদ
(ঘ) জোনাকি ।
উঃ- চাঁদ।
১.২ যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হল-
(ক) কয়লা
(খ) পেট্রোল
(গ) ডিজেল
(ঘ) গোবর গ্যাস ।
উঃ- গোবর গ্যাস ।
১.৩ উদ্ভিদের মূলের ডগার টুপির মতো অংশের ঠিক ওপরের জায়গা যেখানে কোনো রোঁয়া থাকে না সেটি হল-
(ক) মূলত্র অঞ্চল
(খ) বর্ধনশীল অঞ্চল
(গ) স্থায়ী অঞ্চল
(ঘ) মূলরোম অঞ্চল।
উঃ- বর্ধনশীল অঞ্চল ।
২. শূন্যস্থান পূরন করোঃ
২.১ ইস্ত্রিতে তড়িৎ প্রবাহের …………ফলাফলের প্রয়োগ করা হয়।
উঃ- তাপীয় ফলাফল।
২.২ আমের আঁটি …………ঢেকে রাখে।
উঃ- বীজকে।
২.৩ এঁচোর হলো ……….ফলের একটি উদাহরণ।
উঃ- যৌগিক।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাওঃ
৩.১ পৃথিবী যে নিজেই একটা চুম্বক তার পক্ষে কী প্রমাণ আছে ?
উঃ- পৃথিবী যে নিজেই একটা চুম্বক তার সপক্ষে অনেক প্রমাণ আছে । একটা দণ্ডকে বহুদিন ধরে পৃথিবীর উত্তর- দক্ষিণ দিক বরাবর রেখে দিলে দেখা যায় ওই দণ্ডের মধ্যে ক্ষীণ চুম্বকত্ব সৃষ্টি হয়েছে। দণ্ডটার উত্তরমুখী প্রান্তে উত্তরমেরু আর দক্ষিণমূখী প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি হয়েছে।
তাছাড়াও কোনো চুম্বককে অবাধে ঝুলে থাকতে দিলে তা উত্তর- দক্ষিণ মুখ করে ঝুলে থাকে।
৩.২ কী কী উপায়ে উদ্ভিদে স্বপরাগযোগ ঘটতে পারে ?
উঃ- ১. বিভিন্ন কীটপতঙ্গ (যেমন প্রজাপতি) দ্বারা কোনো ফুলের পরাগরেনু ওই ফুলে বা একই গাছের অন্য ফুলে স্থানান্তরিত হয়ে স্বপরাগযোগ ঘটতে পারে।
২. বিভিন্ন প্রাণী (যেমন বাদুর, পাখী) দ্বারা কোনো ফুলের পরাগরেনু স্থানান্তরিত হয়ে স্বপরাগযোগ ঘটতে পারে।
৪. তিন-চারটি বাক্যে উত্তর দাওঃ
৪.১ একটি চিহ্নিত চিত্রের সাহায্যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরনের ক্ষেত্রে আলোকরশ্মির গতিপথ কেমন হবে তা দেখাও।
উঃ- চিত্রে মাধ্যম 1 হলো ঘন মাধ্যম এবং মাধ্যম 2 হলো লঘু মাধ্যম।
৪.২ সাপ কীভাবে ‘ জেকবসনস অর্গ্যান ‘ এর সাহায্যে তার চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে ?
উঃ- বিভিন্ন প্রাণীর দেহ থেকে নানান উদবায়ী যৌগের অনু বাতাসের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ে। সাপের জিভে সেসব যৌগের অনুরা আঁটকে যায়। তারপর সাপ মুখের মধ্যে জিভটা ঢুকিয়ে নিয়ে উপরের তালুতে ঠেকায়। সেখানে থাকে একটি বিশেষ অঙ্গ। যাকে ‘ জেকবসনস অর্গ্যান ‘ বলে। সাপ যখন জিভটা সেখানে ঠেকায় তখন সেই গন্ধের অনুগুলো মস্তিস্কে উদ্দীপনা সৃষ্টি করে। সেই থেকে সাপ চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে।
Thank you so much…….
Thank you so much 🥰🥰 a lots of thanks ☺️ I never forgot your help……….
thanks