Last Updated on August 13, 2024 by Science Master
ENVS Model Activity Task 2021 Answer for Class 7
১. ঠিক বাক্যের পাশে ‘ ✅ ‘ আর ভুল বাক্যের পাশে ‘ ❌ ‘ দাওঃ
১.১ কোনো বস্তুকে তাপ দিলে তার উষ্ণতার পরিবর্তন হবেই।
উঃ- ভুল ‘ ❌ ‘ ।
১.২ ভিটামিন D- এর অভাবে বেরিবেরি রোগ হয়।
উঃ- ভুল ‘ ❌ ‘ ।
১.৩ কঠিন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অনুর কোনো অস্তিত্ব নেই।
উঃ- ঠিক ‘ ✅ ‘ ।
২. সংক্ষিপ্ত উত্তর দাওঃ
২.১ সমীকরণটি ব্যালান্স করে লেখোঃ P4 + …..O2 ⟶ P4O10
উঃ- P4 + 5O2 = P4O10
২.২ মানবদেহে আয়োডিনের একটি কাজ উল্লেখ করো।
উঃ- মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণে সাহায্য করে।
২.৩ আম দিয়ে তৈরী একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ দাও।
উঃ- আচার।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাওঃ
৩.১ কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবনে জিংকের টুকরো যোগ করলে কী ধরনের বিক্রিয়া হবে? বিক্রিয়ার সমীকরণ লেখো।
উঃ- কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবনে জিংকের টুকরো যোগ করলে লালচে বাদামি বর্ণের কপার থিতিয়ে পড়ে। এখানে একটি মৌল অন্য মৌলের যৌগ থেকে তাকে সরিয়ে সেই জায়গা নেয়। অতএব, এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া।
৩.২ কী কী উপায়ে ফিল্টার যন্ত্রের সাহায্য ছাড়াই বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরী করা যায়?
উঃ- বিভিন্ন উপায়ে বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরী করা যায় –
১. একটি হাড়িতে জল নিয়ে মিনিট ২০ ফুটিয়ে তারপর ঠাণ্ডা করে ছেঁকে নিলে বিশুদ্ধ পানীয় জল তৈরী হয়।
২. জলকে খুব তাড়াতাড়ি জীবানু মুক্ত করার জন্য হ্যালোজেন ট্যাবলেট মেশানো যেতে পারে।
৪. তিন- চারটি বাক্যে উত্তর দাওঃ
৪.১ যে উষ্ণতায় সেলসেয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান তা নির্ণয় করো।
উঃ- আমরা জানি,
সেলসেয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান C = F হবে।
ধরি,
বা,
বা,
বা,
বা,
বা,
অতএব, 40 ডিগ্রী উষ্ণতায় সেলসেয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে।
৪.২ কোয়াশিওরকর রোগ কেন হয় এবং এই রোগের কী কী লক্ষণ দেখা যায়?
উঃ- খাদ্যে উপযুক্ত পরিমান প্রোটিনের অভাব ঘটলে ১ থেকে ৪ বছর বয়স্ক শিশুদের অপুষ্টিজনিত রোগ কোয়াশিওরকর হয় ।
এই রোগের লক্ষণ গুলি হল- ১. শিশুদের চামড়া গাড় বর্ণের হয়ে যায়। ২. শিশুদের পেট ফুলে যায়।