Last Updated on August 13, 2024 by Science Master
Model Activity Compilation
ENVS , Class 7, Full Marks 50
১. ঠিক উত্তর নির্বাচন করোঃ ১ x ৬ = ৬
১.১ অপ্রভ বস্তুটি হল-
(ক) মোমবাতির শিখা (খ) সূর্য (গ) চাঁদ (ঘ) জোনাকি ।
উঃ- চাঁদ।
১.২ যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হল-
(ক) কয়লা (খ) পেট্রোল (গ) ডিজেল (ঘ) গোবর গ্যাস ।
উঃ- গোবর গ্যাস ।
১.৩ উদ্ভিদের মূলের ডগার টুপির মতো অংশের ঠিক ওপরের জায়গা যেখানে কোনো রোঁয়া থাকে না সেটি হল-
(ক) মূলত্র অঞ্চল (খ) বর্ধনশীল অঞ্চল (গ) স্থায়ী অঞ্চল (ঘ) মূলরোম অঞ্চল।
উঃ- বর্ধনশীল অঞ্চল ।
১.৪ যেক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হলো –
(ক) দেওয়াল (খ) কাগজ (গ) কাপড় (ঘ) আয়না ।
উঃ- আয়না ।
১.৫ যেটি পরিবেশবান্ধব শক্তির উৎস নয় সেটি হলো –
(ক) সূর্য (খ) বায়ুপ্রবাহ (গ) জীবাশ্ম জ্বালানি (ঘ) জৈব গ্যাস।
উঃ- জীবাশ্ম জ্বালানি ।
১.৬ রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদে সেটি হলো –
(ক) আলু (খ) কচুরিপানা (গ) বেল (ঘ) কুমড়ো।
উঃ- কচুরিপানা ।
২. শূন্যস্থান পূরণ করোঃ ১ x ৩ = ৩
২.১ ইস্ত্রিতে তড়িৎ প্রবাহের …………ফলাফলের প্রয়োগ করা হয়।
উঃ- তাপীয় ফলাফল।
২.২ আমের আঁটি …………ঢেকে রাখে।
উঃ- বীজকে।
২.৩ এঁচোর হলো ……….ফলের একটি উদাহরণ।
উঃ- যৌগিক।
৩. ঠিক বাক্যের পাশে ‘ ✅ ‘ আর ভুল বাক্যের পাশে ‘❌ ‘ চিহ্ন দাওঃ ১ x ৬ = ৬
৩.১ কোনো বস্তুকে তাপ দিলে তার উষ্ণতার পরিবর্তন হবেই।
উঃ- ভুল ‘ ❌ ‘ ।
৩.২ ভিটামিন D- এর অভাবে বেরিবেরি রোগ হয়।
উঃ- ভুল ‘ ❌ ‘ ।
৩.৩ কঠিন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অনুর কোনো অস্তিত্ব নেই।
উঃ- ঠিক ‘ ✅ ‘ ।
৩.৪ কোনো দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য তার চৌম্বক দৈর্ঘ্যের চেয়ে সামান্য কম হয়।
উঃ- ঠিক।
৩.৫ কাণ্ডের যে অংশ থেকে শাখা বেরোয় তাকে পর্বমধ্য বলে।
উঃ- ভুল।
৩.৬ তেঁতুল পাতা হলো একক পত্রের একটি উদাহরণ ।
উঃ- ভুল।
৪. সংক্ষিপ্ত উত্তর দাওঃ ১ x ৩ = ৩
৪.১ সমীকরণটি ব্যালান্স করে লেখোঃ
P4 + …..O2 ⟶ P4O10
উঃ- P4 + 5O2 = P4O10
৪.২ মানবদেহে আয়োডিনের একটি কাজ উল্লেখ করো।
উঃ- মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণে সাহায্য করে।
৪.৩ আম দিয়ে তৈরী একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ দাও।
উঃ- আচার।
৫. একটি বা দুটি বাক্যে উত্তর দাওঃ ২ x ৭ = ১৪
৫.১ কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবনে জিংকের টুকরো যোগ করলে কী ধরনের বিক্রিয়া হবে? বিক্রিয়ার সমীকরণ লেখো।
উঃ- কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবনে জিংকের টুকরো যোগ করলে লালচে বাদামি বর্ণের কপার থিতিয়ে পড়ে। এখানে একটি মৌল অন্য মৌলের যৌগ থেকে তাকে সরিয়ে সেই জায়গা নেয়। অতএব, এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া।
৫.২ কী কী উপায়ে ফিল্টার যন্ত্রের সাহায্য ছাড়াই বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরী করা যায়?
উঃ- বিভিন্ন উপায়ে বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরী করা যায় –
১. একটি হাড়িতে জল নিয়ে মিনিট ২০ ফুটিয়ে তারপর ঠাণ্ডা করে ছেঁকে নিলে বিশুদ্ধ পানীয় জল তৈরী হয়।
২. জলকে খুব তাড়াতাড়ি জীবানু মুক্ত করার জন্য হ্যালোজেন ট্যাবলেট মেশানো যেতে পারে।
৫.৩ পৃথিবী যে নিজেই একটা চুম্বক তার পক্ষে কী প্রমাণ আছে ?
উঃ- পৃথিবী যে নিজেই একটা চুম্বক তার সপক্ষে অনেক প্রমাণ আছে । একটা দণ্ডকে বহুদিন ধরে পৃথিবীর উত্তর- দক্ষিণ দিক বরাবর রেখে দিলে দেখা যায় ওই দণ্ডের মধ্যে ক্ষীণ চুম্বকত্ব সৃষ্টি হয়েছে। দণ্ডটার উত্তরমুখী প্রান্তে উত্তরমেরু আর দক্ষিণমূখী প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি হয়েছে। তাছাড়াও কোনো চুম্বককে অবাধে ঝুলে থাকতে দিলে তা উত্তর- দক্ষিণ মুখ করে ঝুলে থাকে।
৫.৪ কী কী উপায়ে উদ্ভিদে স্বপরাগযোগ ঘটতে পারে ?
উঃ- ১. বিভিন্ন কীটপতঙ্গ (যেমন প্রজাপতি) দ্বারা কোনো ফুলের পরাগরেনু ওই ফুলে বা একই গাছের অন্য ফুলে স্থানান্তরিত হয়ে স্বপরাগযোগ ঘটতে পারে।
২. বিভিন্ন প্রাণী (যেমন বাদুর, পাখী) দ্বারা কোনো ফুলের পরাগরেনু স্থানান্তরিত হয়ে স্বপরাগযোগ ঘটতে পারে।
৫.৫ চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কীসের ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত- লোহার চেয়ার না কাঠের টুল ? কেন?
উঃ- চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কাঠের টুল এর ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত । কারন কাঠ তড়িৎ এর কুপরিবাহী।
৫.৬ উদ্ভিদের মূলের প্রধান কাজ কী কী ?
উঃ- ১. গাছকে মাটিতে আঁকড়ে ধরে থাকে।
২. মূল মাটি থেকে জল শোষন করে।
৫.৭ হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠাণ্ডা লাগে কেন?
উঃ- হাতে স্পিরিট বা ইথার ঢাললে ওই জায়গাটায় অনুভূত হয়। আসলে স্পিরিট বা ইথার উদবায়ী পদার্থ। আর এই ধরনের পদার্থর খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয়। বাষ্পীভবনের জন্য লীনতাপের প্রয়োজন হয়। হাতে স্পিরিট বা ইথার ঢাললে বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীনতাপ হাত থেকেই সংগ্রহ করে। ফলে হাতের ওই অংশ কিছু তাপ হারায়। তখন পাশাপাশি অঞ্চলের তুলনায় ওই অংশের উষ্ণতা কমে যায়। ফলে হাতের ওই অংশে ঠাণ্ডা অনুভূত হয়।
৬. তিন-চারটি বাক্যে উত্তর দাওঃ ৩ x ৬ = ১৮
৬.১ যে উষ্ণতায় সেলসেয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান তা নির্ণয় করো।
উঃ- আমরা জানি,
সেলসেয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান C = F হবে।
ধরি,
বা,
বা,
বা,
বা,
বা,
অতএব, 40 ডিগ্রী উষ্ণতায় সেলসেয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে।
৬.২ কোয়াশিওরকর রোগ কেন হয় এবং এই রোগের কী কী লক্ষণ দেখা যায়?
উঃ- খাদ্যে উপযুক্ত পরিমান প্রোটিনের অভাব ঘটলে ১ থেকে ৪ বছর বয়স্ক শিশুদের অপুষ্টিজনিত রোগ কোয়াশিওরকর হয় । এই রোগের লক্ষণ গুলি হল-
১. শিশুদের চামড়া গাড় বর্ণের হয়ে যায়।
২. শিশুদের পেট ফুলে যায়।
৬.৩ একটি চিহ্নিত চিত্রের সাহায্যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরনের ক্ষেত্রে আলোকরশ্মির গতিপথ কেমন হবে তা দেখাও।
উঃ- চিত্রে মাধ্যম 1 হলো ঘন মাধ্যম এবং মাধ্যম 2 হলো লঘু মাধ্যম।
৬.৪ সাপ কীভাবে ‘ জেকবসনস অর্গ্যান ‘ এর সাহায্যে তার চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে ?
উঃ- বিভিন্ন প্রাণীর দেহ থেকে নানান উদবায়ী যৌগের অনু বাতাসের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ে। সাপের জিভে সেসব যৌগের অনুরা আঁটকে যায়। তারপর সাপ মুখের মধ্যে জিভটা ঢুকিয়ে নিয়ে উপরের তালুতে ঠেকায়। সেখানে থাকে একটি বিশেষ অঙ্গ। যাকে ‘ জেকবসনস অর্গ্যান ‘ বলে। সাপ যখন জিভটা সেখানে ঠেকায় তখন সেই গন্ধের অনুগুলো মস্তিস্কে উদ্দীপনা সৃষ্টি করে। সেই থেকে সাপ চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে।
৬.৫ সূচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড়ো করা হলে প্রতিকৃতির কী পরিবর্তন হবে? ব্যাখ্যা করো।
উঃ- সূচিছিদ্র ক্যামেরার ছিদ্র বড়ো হলে অস্পষ্ট প্রতিকৃতি তৈরী হয়। ছিদ্র বড়ো হলে তা অসংখ্য ছোট ছোট ছিদ্রের সমষ্টি রূপে কাজ করে। প্রতিটি সূক্ষ্ম ছিদ্র এক একটি আলাদা আলাদা স্পষ্ট প্রতিকৃতি তৈরী করে। ফলে সমস্ত প্রতিকৃতি মিলেমিশে একটি অস্পষ্ট প্রতিকৃতি তৈরী হয়।
৬.৬ সমুদ্রের মাছ কীভাবে নিজের দেহে জলের পরিমান স্বাভাবিক রাখে ব্যাখ্যা করো।
উঃ- সমুদ্রের মাছ নিন্মলিখিত উপায়ে নিজের দেহে জলের পরিমান স্বাভাবিক রাখে।
১. ঘন মূত্র ত্যাগ করে, ফলে খুব কম জল দেহ থেকে বেরিয়ে যায়।
২. ফুলকার মাধ্যমে দেহের অতিরিক্ত আয়ন ত্যাগ করে।
৬.১ এর উত্তরটা ভুল আছে। ওটা -40 ডিগ্ৰি হবে।By the thanks.খুব উপকার হলো।
Thank you