Last Updated on August 13, 2024 by Science Master
পরিবেশবিদ্যা মডেল অ্যাকটিভিটি টাক্স অক্টবর ২০২১
১. ঠিক উত্তর নির্বাচন করোঃ ১ x ৩ = ৩
১.১ তড়িতের সুপরিবাহী পদার্থটি হলো-
(ক) প্লাস্টিক (খ) চিনেমাটি (গ) কাঠ (ঘ) তামা।
উঃ- তামা।
১.২ সমতল আয়নায় প্রতিফলনের ফলে যে অক্ষরটির পার্শ্বীয় পরিবর্তন হবে না তা হলো-
(ক) R (খ) S (গ) O (ঘ) C
উঃ- O ।
১.৩ ফুলের যে অংশটা ফলে পরিণত হয় সেটা হলো-
(ক) বৃতি (খ) দলমণ্ডল (গ) পরাগধানী (ঘ) ডিম্বাশয় ।
উঃ- ডিম্বাশয় ।
২. সংক্ষিপ্ত উত্তর দাওঃ ১ x ৩ = ৩
২.১ একটি বাল্বের তাপ ও আলোকরশ্মির উৎস কী ?
উঃ- ফিলামেন্ট।
২.২ উদ্ভিদের মূলত্রের কাজ কী ?
উঃ- মূলের ডগার টুপির মতো অংশটা হলো মূলত্র। এই অংশ, মাটিতে মূল ঢোকার সময় শক্ত আঘাত থেকে মূলের নরম অংশকে বাঁচিয়ে রাখে।
২.৩ মৃদভেদী ও মৃদবর্তী অঙ্কূরোধগমের মধ্যে একটি পার্থক্য লেখো।
উঃ- মৃদভেদী অঙ্কূরোধগম – এই ধরনের অঙ্কূরোধগমের সময় বীজপত্র বীজত্বক ফাটিয়ে মাটির ওপরে ওঠে আসে।
মৃদবর্তী অঙ্কূরোধগম – এই ধরনের অঙ্কূরোধগমের সময় বীজত্বকে আবদ্ধ বীজপত্র মাটি ছেড়ে ওপরে ওঠে আসে না।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাওঃ ২ x ৪ = ৮
৩.১ একটি দণ্ডচুম্বকের ‘ উদাসীন অঞ্চল ‘ বলতে কী বোঝায় তা ব্যাখ্যা করো।
উঃ- চুম্বকের দুই প্রান্তে আকর্ষন ক্ষমতা সবচেয়ে বেশি থাকে। এই দুই প্রান্তকে চুম্বকের মেরু বলে। আর চুম্বকের ঠিক মাঝখানে যেখানে চুম্বকের আকর্ষন ক্ষমতা প্রায় নেই বললেই চলে। ঐ অঞ্চলকে চুম্বকের উদাসীন অঞ্চল বলে।
৩.২ অভিসারী ও অপসারী আলোকরশ্মিগুচ্ছ বলতে কী বোঝায় তা ছবি এঁকে বোঝাও।
উঃ- কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর যদি একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, তখন তাকে অভিসারী আলোকরশ্মিগুচ্ছ বলে।
কোনো বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর যদি একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন তাদের অপসারী আলোকরশ্মিগুচ্ছ বলে।
৩.৩ উদ্ভিদের পাতার প্রধান কাজ কী কী ?
উঃ- ১. উদ্ভিদের পাতা উদ্ভিদের খাদ্য তৈরীতে সাহায্য করে।
২. বাষ্পমোচন ও শ্বাসবায়ুর আদান প্রদানে সাহায্য করে।
৩.৪ ” ব্যাক্টেরিয়াঘটিত নানা রোগের চিকিৎসায় পেনিসিলিন ও সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয় ” – ব্যাক্টেরিয়াঘটিত রোগে এই ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারন বিশ্লেষণ করো।
উঃ- আমাদের শরীরে যে সমস্ত রোগগুলি সাধারণত বেশি দেখা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হল ব্যাকটিরিয়া ঘটিত রোগ। আর এই ব্যাকটিরিয়া ঘটিত রোগ নিরাময়ের জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। অ্যান্টিবায়োটিক হিসেবে সাধারণত পেনিসিলিন ও সেফালোস্পোরিন ব্যবহৃত হয়। এই ধরনের অ্যান্টিবায়োটিক গুলো ব্যাকটিরিয়াদের ধ্বংস করে বা দূর্বল করে দেয়।
৪. তিন – চারটি বাক্যে উত্তর দাওঃ ৩ x ২ = ৬
৪.১ একটি বিস্তৃত আলোক উৎস ও বিস্তৃত অস্বচ্ছ বস্তু নিয়ে পরীক্ষা করলে, কিভাবে পর্দায় প্রচ্ছায়া ও উপচ্ছায়া গঠিত হবে তা ছবি এঁকে চিহ্নিত করো।
উঃ-
PQ বিস্তৃত আলোক উৎস। AB হল অস্বচ্ছ বস্তু। GH হল প্রচ্ছায়া ও GE এবং FH হল উপচ্ছায়া।
৪.২ ” বন্ধ নর্দমা বা সেপটিক ট্যাঙ্ক পরিস্কার করতে নামার আগে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি “- উপযুক্ত কারনসহ ব্যাখ্যা করো।
উঃ- বন্ধ নর্দমা বা সেপটিক ট্যাঙ্কে বিভিন্ন ধরনের ক্ষতিকারক গ্যাস যেমন মিথেন, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনো অক্সাইড ইত্যাদি তৈরী হয়ে থাকে।এখানে শ্বাসপ্রশ্বাসের উপযুক্ত গ্যাস অক্সিজেন প্রায় নেই বললেই চলে। বন্ধ নর্দমা বা সেপটিক ট্যাঙ্ক পরিস্কার করতে নামার আগে সুতর্কতামূলক ব্যবস্থা না নিলে শ্বাস কষ্ট হবে এবং ওইসব বিষাক্ত গ্যাসগুলির জন্য মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই বন্ধ নর্দমা বা সেপটিক ট্যাঙ্ক পরিস্কার করতে নামার আগে সুতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরী।