ENVS Model Activity Task

Last Updated on January 29, 2022 by Science Master

পরিবশবিদ্যা মডেল অ্যাকটিভিটি টাক্স | ENVS Model Activity Task

Class-7 , Full Marks- 20

১. ঠিক উত্তর নির্বাচন করোঃ

১.১ এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না তা হলো-

(ক) কার্বোহাইড্রেট (খ) ভিটামিন (গ) লিপিড (ঘ) প্রোটিন।

১.২ গয়টার হয় যে খাদ্য উপাদানের অভাবে তা হলো-

(ক) সোডিয়াম (খ) আয়রন (গ) আয়োডিন (ঘ) ক্যালশিয়াম।

১.৩ একটি প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ হলো-

(ক) আনারস (খ) আনারসের জ্যাম (গ) আম (ঘ) কোল্ড ড্রিংক্স ।

২. শূন্যস্থান পূরণ করোঃ

২.১ প্রোটিনের অভাবে __________রোগ হয়।

২.২ চুল ও নখে __________প্রোটিন থাকে।

২.৩ আয়রন _________পরিবহনে সাহায্য করে।

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাওঃ

৩.১ খাদ্যতন্তু পাওয়া যায় এমন দুটো খাবারের নাম লেখো।

৩.২ ম্যারাসমাস রোগের ক্ষেত্রে কী কী লক্ষণ দেখা যায়?

৩.৩ মানবদেহে লিপিডের ভূমিকা উল্লেখ করো।

৩.৪ ভিটামিন C- এর দুটি উৎসের নাম লেখো।

৪. তিন-চারটি বাক্যে উত্তর দাওঃ

৪.১ মানবদেহে ফাইটোকেমিক্যালসের ভূমিকা উল্লেখ করো।

৪.২ জীবদেহে জলের ভূমিকা ব্যাখ্যা করো।

[ আরও দেখুনঃ সপ্তম শ্রেণীর পরিবেশবিদ্যা মডেল অ্যাকটিভিটি টাক্স জানুয়ারি ২০২২ ]

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d