মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের মক টেস্ট দিন | Madhyamik Life Science Mock Test

svmcm 2024-25 Swami Vivekananda Scholarship

SVMCM 2024-25 | স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৪-২৫

Madhyamik Life Science Chapter 1 VSAQ

মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় | Madhyamik Life Science Chapter 1 VSAQ

Last Updated on November 6, 2024 by Science Master

মাধ্যমিক জীবন বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” (Madhyamik Life Science Chapter 1 VSAQ) থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরন এবং অতিসংক্ষিপ্ত প্রশ্মগুলির উত্তর করে দেওয়া হলো। দশম শ্রেণীতে পাঠরত যেসমস্ত ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই প্রশ্ম-উত্তর গুলি প্র্যাকটিস করে নাও। WBBSE Madhyamik Life Science বিষয়ের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” থেকে এই গুরুত্বপূর্ণ VSAQ প্রশ্মগুলি টেস্ট পেপার থেকে সংগ্রহ করে তার উত্তর করা হয়েছে।


1. উদ্দীপক এক প্রকার ____।

Ans- শক্তি।

2. পরিবেশের যে পরিবর্তনের ফলে জীব সাড়া প্রদান করে, তাকে বলে ____।

Ans- উদ্দীপক।

3. বনচাঁড়ালের বিজ্ঞানসম্মত নাম ____।

Ans- Desmodium gyrans

4. লজ্জাবতীর বিজ্ঞানসম্মত নাম ____।

Ans- Mimosa pudica

5. জগদীশচন্দ্র বসুর আবিষ্কৃত একটি যন্ত্র হল ____।

Ans- ক্রেসকোগ্রাফ।

6. ____ যন্ত্রের সাহায্যে জগদীশচন্দ্র বসু উদ্ভিদদেহে প্রতিবর্ত ক্রিয়ার অস্তিত্ব প্রমাণ করেন।

Ans- রেজোন্যান্ট রেকোর্ডার।

7. হরমোনকে ____ সমন্বায়ক বলে।

Ans- রাসায়নিক।

৪. বিজ্ঞানী ____ হরমোনের নামকরণ করেন।

Ans- বেলিস ও স্টারলিং।

9. গ্রিক শব্দ ____ থেকে হরমোন কথাটি এসেছে।

Ans- হরমাও।

10. হরমোন কথার অর্থ ____।

Ans- জাগ্রত করা।

11. ____ নামক বিজ্ঞানীর আলোকবৃত্তি পরীক্ষা থেকে উদ্ভিদদেহে হরমোনের উপস্থিতি জানা যায়।

Ans- চালর্স ডারউইন।

12. বিজ্ঞানী ভেন্ট (Went) ____ নামক উদ্ভিদের মুকুলাবরণী থেকে অক্সিন হরমোন আবিষ্কার করেন।

Ans- ওট (Oat)।

13. ____ তন্ত্র প্রাণীদেহে ভৌত সমন্বয়কারী হিসেবে কাজ করে।

Ans- স্নায়ু।

14. স্নায়ুতন্ত্রের প্রভাব দ্রুত ও ____।

Ans- তাৎক্ষণিক।

15. ____ স্নায়ুকলার ধারক কোশ হিসেবে কাজ করে।

Ans- নিউরোগ্লিয়া।

16. স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হল ____।

Ans- নিউরোন।

17. স্নায়ুকোশের কোশদেহের প্রবর্ধক দুটি হল ____ ও ____ ।

Ans- অ্যাক্সন, ডেনড্রন।

18. ____ হল স্নায়ুকোশের ক্ষুদ্র শাখান্বিত প্রবর্ধক।

Ans- ডেনড্রন।

[ আরও দেখুনঃ মাধ্যমিক জীবন বিজ্ঞান- “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়)” গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ম-উত্তর। ]

1. পরিবেশের যেসব পরিবর্তন শনাক্ত হয় এবং প্রাণীদেহে উদ্দীপনা সৃষ্টি করে তাদের কী বলে?

আরও দেখুন:  মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ ধাতুবিদ্যা | Physical Science Suggestion 2025 Chapter 8.5

Ans- উদ্দীপক বলে।

2. বনচাঁড়ালের পাতার নীচের দুটি পত্রক রসস্ফীতিজনিত কারণে উঠানামা করে, এটি কী প্রকারের চলন?

Ans- প্রকরণ।

3. টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে ফোটে আবার কম তাপে মুদে যায় এটি কী প্রকারের চলন?

Ans- থার্মোন্যাস্টিক চলন।

4. সূর্যশিশির উদ্ভিদের পাতায় কর্ষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে, এটি কী প্রকারের চলন?

Ans- কেমোন্যাস্টিক চলন।

5. লজ্জাবতী লতার পাতা স্পর্শ করা মাত্র পত্রকগুলি সঙ্গে সঙ্গে মুদে যায়, এটি কী প্রকারের চলন?

Ans- সিসমোন্যাস্টিক চলন।

6. উদ্ভিদের বক্রধাবক বা স্টোলন, গ্রন্থিকাণ্ড প্রভৃতি উদ্ভিদের সঙ্গে সমকোণে বৃদ্ধি পায়। এইরূপ চলনকে কী বলে?

Ans- ডায়াজিওট্রপিক চলন।

7. মায়োটোম পেশি মাছের দেহে কোথায় অবস্থিত?

Ans- মেরুদন্ডের দুপাশে অবস্থিত।

৪. কোন্ পাখনার সাহায্যে মাছ সাঁতার কাটার সময় দিক পরিবর্তন করে?

Ans- পুচ্ছ পাখনার সাহায্যে।

9. পায়রার প্রধান উড্ডয়ন পেশিগুলি কী কী?

Ans- পায়রার উড্ডয়ন পেশিগুলি হল- পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর এবং কোরাকো ব্রাকিয়ালিস।

10. একটি ফ্লেক্সর পেশির উদাহরণ দাও।

Ans- বাইসেপস।

11. যে প্রক্রিয়ায় কোনো অঙ্গ দেহাক্ষ থেকে দূরে সরে যায় তাকে কী বলে?

Ans- আবডাকশন বলে।

12. অস্থি সন্ধি কত প্রকারের?

Ans- অস্থিসন্ধি প্রধানত রূপকারের, যথা- অচল সন্ধি ও সচল সন্ধি।

13. দুটি বল ও সকেট সন্ধির উদাহরণ দাও।

Ans- হিপ জয়েন্ট বা ঊরু সন্ধি এবং সোল্ডার জয়েন্ট বা স্কন্দ সন্ধি।

14. যে প্রক্রিয়ায় কোনো অঙ্গকে দেহাক্ষের নিকটবর্তী হতে সাহায্য করে তাকে কী বলে?

Ans- অ্যাডাকশন।

15. কোন্ কোশের রসস্ফীতির তারতম্যের জন্য বনচাঁড়ালের পত্রকের চলন হয়?’

Ans- পালভিনাস কোশের।

16. রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে কোন্ হরমোন?

Ans- ইনসুলিন।

17. কোন্ হরমোনের কম ক্ষরণে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ হয়?

Ans- ইনসুলিনের কম ক্ষরণের ডায়াবেটিস মিলিটাস রোগ হয়।

18. কোন্ হরমোনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ হয়?

Ans- ADH এর কম ক্ষরনে।

19. ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় কোন্ কোন্ হরমোন?

Ans- ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন।

20. পাতাবাহার গাছকে দীর্ঘদিন সবুজ রাখার জন্য কোন্ হরমোন প্রয়োগ করে?

Ans- কাইনিন।

21. একটি কৃত্রিম উদ্ভিদ হরমোনের সম্পূর্ণ রাসায়নিক নাম লেখো।

Ans- ইন্ডোল ভিউটারিক অ্যাসিড (IBA)

22. মূলের বৃদ্ধিতে কী ধরনের অক্সিন লাগে?

আরও দেখুন:  উত্তরসহ ২০২২ মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র | Physical science Solved paper 2022

Ans- লঘু ঘনত্বের অক্সিন।

23. জিব্বেরেলিনের রাসায়নিক নাম কী?

Ans- জিব্বারেলিক অ্যাসিড।

24. মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে কোন্ হরমোন?

Ans- জিব্বারেলিন।

25. পাতার ক্লোরোফিল বিনষ্টকরণ বিলম্বিত করে কোন্ হরমোন?

Ans- সাইটোকাইনিন।

26. শাখাকলমে মূল উৎপন্ন করার জন্য কোন্ কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয়?

Ans- কৃত্রিম অক্সিন (NAA)।

27. দ্বিবর্ষজীবী উদ্ভিদের প্রথম বছরে ফুল উৎপাদনের জন্য কোন্ কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয়?

Ans- কৃত্রিমজিব্বেরেলিন।

28. সাইটোকাইনিনের দুটি উৎস উল্লেখ করো।

Ans- সাইটোকাইনিন ফল ও সস্যে পাওয়া যায়, বিশেষ করে নারকেলের তরল সরষে পাওয়া যায়।

29. বৃক্কের ওপরে কোন্ গ্রন্থি থাকে?

Ans- অ্যাড্রেনাল গ্রন্থি।

30. কোন্ গ্রন্থিকে মাস্টারপ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলে?

Ans- পিটুইটারি গ্রন্থিকে।

31. অগ্ন্যাশয়ের আলফা কোশ থেকে কোন্ হরমোন নিঃসৃত হয়?

Ans- গ্লুকাগন।

32. অগ্ন্যাশয়ের বিটা কোশ থেকে কোন্ হরমোন ক্ষরিত হয়?

Ans- ইনসুলিন।

33. ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল (ডিম্বথলি) কে উদ্দীপিত করে কোন্ হরমোন?

Ans- FSH

34. ব্যাঙাচির রূপান্তর নিয়ন্ত্রণ করে কোন্ হরমোন?

Ans- থাইরক্সিন।

35. লোহিত রক্ত কণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে কোন্ হরমোন?

Ans- থাইরক্সিন।

36. 100 cc রক্তে শর্করার (গ্লুকোজ) স্বাভাবিক পরিমাণ কত?

Ans- 80-120 mg

37. কোন্ উদ্ভিদ হরমোন জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে পরিবাহিত হয়?

Ans- জিব্বেরেলিন।

38. তোমাদের বিদ্যালয়ের বাগানে অনেক আগাছা হয়েছে, সেগুলি মেরে ফেলার জন্য তুমি কোন্ হরমোন প্রয়োগ করবে?

Ans- 2, 4- D নামক কৃত্রিম অক্সিন।

39. নিউরোহাইপোফাইসিস কাকে বলে?

Ans- পশ্চাৎ পিটুইটারীকে।

40. মিক্সিডিমা রোগের কারণ কী?

Ans- প্রাপ্তবয়স্কদের দেহে থাইরক্সিন এর কম ক্ষরণ।

41. অনেক লোকের সামনে প্রথম বক্তৃতা দেওয়ার সময় বক্তার মুখ শুকিয়ে যায় এবং হৃৎস্পন্দন হার বেড়ে যায়। কোন্ কারণে এই পরিবর্তন হয়?

Ans- অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণের ফলে।

42. কোন্ তন্ত্রকে প্রাণীদেহের ভৌত সমন্বায়ক বলে?

Ans- স্নায়ুতন্ত্রকে।

43. দুটি গ্রাহকের উদাহরণ দাও।

Ans- স্পর্শগ্রাহক, শ্রবণগ্রাহক।

44. সোয়ান কোশ কোথায় থাকে?

Ans- অ্যাক্সনের নিউরিলেমা ও মায়েলিন সিদের মাঝখানে।


45. স্নায়ুতন্ত্রে কোশ সম্পর্কীয় কতভাগ নিউরোগ্লিয়া থাকে?

Ans- 90 শতাংশ থাকে।

46. একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও।

Ans- ভেগাস নার্ভ।

47. দুটি নিউরোনের মিলন স্থানে যে গ্যাপ থাকে তাকে কী বলে?

Ans- সাইন্যাপটিক ক্লেফট বা সন্নিধি প্রণালী।

48. মেনিনজেস কী?

Ans- মস্তিষ্কের বাইরে ত্রিস্তরীয় আবরণীকে মেনিনজেস বলে।

49. মস্তিষ্কের কোন্ অংশ ভয়, লজ্জা, ক্রোধ, পীড়ন ইত্যাদি নিয়ন্ত্রণ করে?

আরও দেখুন:  মাধ্যমিক ২০২৫ পরীক্ষার রুটিন | Madhyamik 2025 Exam Routine

Ans- থ্যালামাস।

50. শ্বাসক্রিয়া, হৃদক্রিয়া নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন্ অংশ?

Ans- সুষুন্নাশীর্যক।

51. সুষুম্নাকাণ্ডের শেষ প্রান্তের সূঁচালো অংশকে কী বলে?

Ans- ফাইলাম টারমিনেল।

52. প্রাত্যহিক জীবন থেকে প্রতিবর্তের একটি গুরুত্ব উল্লেখ করো।

Ans- খেতে খেতে শ্বাসনালীতে কিছু আটকে গেলে বিষম খাওয়া বা কাশি হওয়া।

53. কোন্ প্রাণী লাল-সবুজ বর্ণ দেখতে পায় না?

Ans- কুকুর লাল সবুজ বর্ণ দেখতে পায় না কারণ তাদের রেটিনায় কোন্ কোষের সংখ্যা কম থাকে।

54. লেন্স এর কাজ কী?

Ans- আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনায় প্রকাশ সৃষ্টি করে।

55. প্রেসবায়োপিয়া কত বছর বয়সের লোকদের দেখা যায়?

Ans- 40 বছরের বেশি বয়সের লোকেদের দেখা যায়।

56. মায়োপিয়াতে কোন্ দৃষ্টি ব্যাহত হয়?

Ans- দূরের দৃষ্টি।

57. ক্যাটারাক্ট কেন হয়?

Ans- লেন্স অস্বচ্ছ হয়ে যাওয়ার জন্য।

58. মায়েলিন আবরণী কোথায় থাকে?

Ans- মেডুলা যুক্ত স্নায়ুতন্তুতে মায়েলিন আবরণী থাকে।

59. কোন্ প্রাণীদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটি নিরেট?

Ans- অমেরুদন্ডী প্রাণীদের (কেঁচো)।

60. কোন্ তন্ত্র প্রাণীদের বিভিন্ন কার্যের মধ্যে সমন্বয় সাধন করে?

Ans- স্নায়ুতন্ত্র।

61. নিজল্ দানা কোথায় থাকে? এটি কি নিয়ে গঠিত?

Ans- নিউরোসাইটন ও ডেনড্রনে। এটি নিউক্লিয় প্রোটিন নিয়ে গঠিত।

62. সুষুম্নাশীর্ষক কোথায় অবস্থিত?

Ans- পশ্চাদমস্তিষ্কের পনস এর নিচে এবং ফোরামেন অফ ম্যাগনামের ওপরে।

63. মস্তিষ্কের প্রবেশ দ্বার কাকে বলে?

Ans- ফোরামেন অফ ম্যাগনাম।

64. হাইপোথ্যালামাস-এর অবস্থান লেখো।

Ans- মানব মস্তিষ্কের তৃতীয় প্রকল্পের অঙ্কদেশে, থ্যালামাসের নিচে।

65. অগ্রমস্তিষ্কের তিনটি প্রধান অঞ্চলের নাম লেখো।

Ans- গুরুমস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস।

nath আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram ChannelWhatsapp Channel জয়েন করুন

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top