Last Updated on February 26, 2023 by Science Master
জীবন বিজ্ঞান MCQ (Life Science MCQ)
জীবজগতের নিয়ন্ত্রণ ও সমম্বয়
মাধ্যমিক পরীক্ষার জন্য জীবন বিজ্ঞান বিষয়ের (Life Science MCQ) প্রথম অধ্যায় ” জীবজগতের নিয়ন্ত্রণ ও সমম্বয় (Control and Coordination in living Organism) ” থেকে কিছু গুরুত্বপূর্ণ MCQ এবং তার উত্তর দেওয়া হলো।
প্রতিটি প্রশ্মের সঠিক উত্তর নির্বাচন করে লেখো।
➤ স্থান পরিবর্তনে অক্ষম প্রানী- স্পঞ্জ / সাগরকুসুম / স্পঞ্জ ও সাগরকুসুম / কোনোটিই নয়।
উঃ- স্পঞ্জ ও সাগরকুসুম।
➤ কোন উদ্ভিদের গমন দেখা যায়- ইউগ্লিনা / প্যারামিসিয়াম / ক্ল্যামাইডোমোনাস / স্পঞ্জ।
উঃ- ক্ল্যামাইডোমোনাস।
➤ লজ্জাবতী লতা স্পর্শ করলে পত্রক গুলি মুদে যায় এটি কী ধরনের চলন? ন্যাস্টিক / সিসমোন্যাস্টিক / ট্রপিক / ট্যাকটিক।
উঃ- সিসমোন্যাস্টিক।
➤ উদ্দিপকের প্রভাবে উদ্ভিদের যখন সমগ্র দেহের স্থান পরিবর্তন ঘটে তখন তাকে বলে- ট্রপিক / ন্যাস্টিক / ট্যাকটিক / প্রকরন।
উঃ- ট্যাকটিক।
➤ উদ্ভিদের আলোকবর্তী চলন নিয়ন্ত্রনে অংশ নেয় কোণ হরমোন? অক্সিন / জিব্বেরেলিন / কাইনিন / 2,4-D
উঃ- অক্সিন ।
➤ সূর্যমূখী ফুল আলোকের তীব্রতায় ফোটে, এটি কী ধরনের চলন? ফোটোট্রপিক / ফোটোন্যাস্টিক / থার্মোন্যাস্টিক / নিকটিন্যাস্টিক।
উঃ- ফোটোন্যাস্টিক ।
➤ জুই ফুল কম আলোয় ফোটে এবং বেশি আলোয় মুদে যায়। এটি কী ধরনের চলন? থার্মোন্যাস্টিক / ফোটোন্যাস্টিক / ফোটোট্রপিক / নিকটিন্যাস্টিক।
উঃ- ফোটোন্যাস্টিক ।
➤ বনচঁড়ালের পাতায় পার্শ্বফলক দুটি রসস্ফিতির তারতম্যের জন্য ওঠা-নামা করে, এটি কি ধরনের চলন? বলন / পরিচলন / প্রকরন / আবর্তন।
উঃ- প্রকরন।
➤ প্যারামিসিয়ামের গমন অঙ্গ হল- ক্ষণপদ / সিলিয়া / ফ্লাজেলা / কর্ষিকা ।
উঃ- সিলিয়া।
➤ যে পেশি মাছের গমনে সাহায্য করে- ফ্লেক্সর পেশি / এক্সটেনসর পেশি / মায়োটোম পেশি / অ্যাবডাক্টর পেশি।
উঃ- মায়োটোম পেশি।
➤ মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে কোন অঙ্গ? পেশি / পাখনা / পটকা / লঘুমস্তিস্ক।
উঃ- পটকা।
➤ পায়রার ডানায় বড়ো পালকের সংখ্যা কটি? 23 টি / 12 টি / 10 টি / 22 টি।
উঃ- 23 টি।
➤ মানুষের গমনের সময় কানের কোন অংশ ভারসাম্য নিয়ন্ত্রনে সাহায্য করে? অস্তিত্রয় / অর্ধচন্দ্রাকার নালি / লঘুমস্তিস্ক / কঙ্কাল পেশি।
উঃ- অর্ধচন্দ্রাকার নালি।
➤ সচল অস্থিসন্ধির সংযোগস্থলে কী রস থাকে? ভিট্রিয়াস তরল / অ্যাকুয়াস তরল / সাইনোভিয়াল তরল / মস্তিস্ক ও সুষুন্নারস।
উঃ- সাইনোভিয়াল তরল।
➤ পেশির অবসাদ দেখা যায় কোনটি জমা হওয়ার ফলে? ল্যাকটিক অ্যাসিড / গ্লাইকোডেজ / ক্রিয়েটিন ফসফেট / কার্বন ডাই অক্সাইড।
উঃ- ল্যাকটিক অ্যাসিড ।
➤ ইউগ্লিনার গমন অঙ্গ হল- সিলিয়া / ফ্ল্যাজেলা / ক্ষণপদ / কর্ষিকা।
উঃ- ফ্ল্যাজেলা ।
➤ সিলিয়ারি গতি দেখা যায়- প্যারামিসিয়ামে / অ্যামিবায় / ইউগ্লিনাতে / কেঁচোতে।
উঃ- প্যারামিসিয়ামে।
➤ মায়োটোম পেশি গমনে সাহায্য করে কোন প্রাণী? ব্যাং / সাপ / কেঁচো / মাছ।
উঃ- মাছ।
➤ মাছেদের জলে স্থিরভাবে ভাসতে সাহায্য করে কোন পাখনা? পুচ্ছ পাখনা / বক্ষ পাখনা ও শ্রোণি পাখনা / পৃষ্ঠ পাখনা / শ্রোণি পাখনা।
উঃ- বক্ষ পাখনা ও শ্রোণি পাখনা ।
➤ গমনের সময় মস্তিস্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রন করে? গুরুমস্তিস্ক / লঘুমস্তিস্ক / থ্যালামাস / হাইপোথ্যালামাস।
উঃ- লঘুমস্তিস্ক।
➤ কোন প্রকার চলনে সূর্যশিশির উদ্ভিদের পাতায় কর্ষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে? থার্মোন্যাস্টিক / কেমোন্যাস্টিক / নিকটিন্যাস্টিক / ফোটোন্যাস্টিক।
উঃ- কেমোন্যাস্টিক।
➤ উদ্ভিদের মূল জলের দিকে বৃদ্ধি পায়, এটি একপ্রকার- হাইড্রোট্রপিক চলন / ফোটোট্রপিক চলন / সিসমোন্যাস্টিক চলন / জিওট্রপিক চলন।
উঃ- হাইড্রোট্রপিক চলন ।
➤ ক্ল্যামাইডোমোনাস বা ভ্লভক্সের আলোর দিকে গমনকে – জিওট্রপিক চলন / ফোটোট্রপিক চলন / ফোটোন্যাস্টিক চলন / ফোটোট্যাকটিক চলন।
উঃ- ফোটোট্যাকটিক চলন।
➤ উদ্ভিদের যে চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হল- ট্রপিক / ট্যাকটিক / ন্যাস্টিক / প্রকরন।
উঃ- ট্রপিক ।
➤ জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম- সিসমোগ্রাফ / লিথোগ্রাফ / থার্মোগ্রাফ / ক্রোমোগ্রাফ।
উঃ- ক্রোমোগ্রাফ।
➤ হরমোন প্রথম আবিস্কার করেন- চাইলাখান / বেলিস ও স্টারলিং / হরগোবিন্দ খোরানা / ডারউইন।
উঃ- বেলিস ও স্টারলিং ।
➤ উদ্ভিদদেহে ট্রপিক চলন নিয়ন্ত্রনকারী হরমোনটির নাম- অক্সিন / থাইরক্সিন / জিব্বেরেলিন / সাইটোকাইনিন।
উঃ- অক্সিন ।
➤ ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন- ইথিলিন / ফ্লোরিজেন / কাইনিন / অক্সিন।
উঃ- ফ্লোরিজেন ।
➤ কোন গ্যাসীয় হরমোন ফল পাকানোর জন্য ব্যবহৃত হয়? ইথিলিন / ফ্লোরিজেন / কাইনিন / অক্সিন।
উঃ- ইথিলিন।
➤ জিব্বারেলা ফুজিক্যুরাই ছত্রাক থেকে কোন হরমোন আবিষ্কৃত হয়- ইথিলিন / জিব্বেরেলিন / কাইনিন / অক্সিন।
উঃ- জিব্বেরেলিন।
➤ নারকেল বা ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়? ইথিলিন / জিব্বেরেলিন / কাইনিন / অক্সিন।
উঃ- কাইনিন ।
➤ বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে কোন হরমোন- জিব্বেরেলিন / কাইনিন / সাইটোকাইনিন / IAA
উঃ- IAA
➤ পেঁয়াজের ও মটরের মূলে সাইটোকাইনিন প্রয়োগ করলে দ্রুত কোশ বিভাজন ঘটে- কোন বিজ্ঞানী বলেছেন? ডারউইন / বেলিস / গুট্ম্যান / জগদীশ চন্দ্র বোস
উঃ- গুট্ম্যান।
➤ একটি স্টেরয়েডধর্মী হরমোনের উদাহরন- থাইরক্সিন / ইনসুলিন / টেস্টোস্টেরন / অ্যাড্রিনালিন।
উঃ- টেস্টোস্টেরন।
➤ থাইরক্সিন কী প্রকৃতির হরমোন? অ্যামাইনোধর্মী / প্রোটিনধর্মী / লিপিডধর্মী / স্টেরয়েডধর্মী।
উঃ- অ্যামাইনোধর্মী।
➤ কোন হরমোনকে অ্যান্টিডায়াবেটিক হরমোন বলে? অ্যাড্রিনালিন / গ্লুকাগন / ইনসুলিন / ADH
উঃ- ইনসুলিন।
➤ কোন গ্রন্থিকে মিশ্রগ্রন্থি বলে? পিটুইটারি / পিনিয়াল বডি / হাইপোথ্যালামাস / থাইরয়েড।
উঃ- হাইপোথ্যালামাস।
➤ মাতৃদুগ্ধ ক্ষরণে সাহায্য করে কোন হরমোন? LTH / STH / ACTH / GTH
উঃ- LTH
➤ ক্রেটিনিজম রোগ হয় কোন হরমোনের কম ক্ষরণে ? ACTH / STH / TSH / FSH
উঃ- TSH
➤ তারারন্ধ্রকে বিস্ফোরিত করে কোন হরমোন? অ্যাড্রিনালিন / নন-অ্যাড্রিনালিন / ইনসুলিন / থাইরক্সিন।
উঃ- অ্যাড্রিনালিন।
➤ কোন উপাদানটি CSF এর মধ্যে থাকে না ? ফ্যাট / প্রোটিন / শর্করা / সবকটি
উঃ- ফ্যাট।
➤ মস্তিষ্কের আবরণীকে বলে – প্লূরা / পেরিকারডিয়াম / পেরিটোনিয়াম / মেনিনজেস।
উঃ- মেনিনজেস।
➤ অন্ধকারে দেখতে সাহায্য করে – রড কোশ / কোন কোশ / উভয় কোশ / কোনোটিই নয়।
উঃ- রড কোশ ।
➤ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? গুরুমস্তিস্ক / লঘু মস্তিষ্ক / থ্যালামাস / সুষুন্নাশীর্যক।
উঃ- লঘু মস্তিষ্ক।
➤ রেটিনায় রড কোশের সংখ্যা হল- 11- 12.5 কোটি / 11-12.5 লক্ষ / 10 কোটি / 5 কোটি।
উঃ- 11- 12.5 কোটি ।
➤ আমাদের হাসি-কান্না, খুধা-তৃষ্না ইত্যাদি মানসিক অবেগ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? থ্যালামাস / হাইপোথ্যালামাস / গুরুমস্তিস্ক / লঘু মস্তিষ্ক।
উঃ- হাইপোথ্যালামাস।
➤ হাইপারমেট্রোপিয়া দূর করার জন্য লাগে- উত্তল লেন্স / অবতল লেন্স / প্রোগ্রেসিভ লেন্স / কোনোটিই নয়।
উঃ- উত্তল লেন্স।
➤ উত্তেজনা প্রশমনে কোন হরমোনটি প্রয়োজন? ইনসুলিন / থাইরক্সিন / ভেসোপ্রেসিন / নর অ্যাড্রিনালিন।
উঃ- নর অ্যাড্রিনালিন।
➤ মুত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? ADH / ACTH / GTH / STH
উঃ- ADH
➤ স্নায়ুতন্ত্রের একক কী ? নেফ্রন / দেহকোশ / নিউরোন / অ্যাক্সন।
উঃ- নিউরোন।
➤ কোন গ্রন্থি থেকে ACTH নিঃসৃত হয়? অ্যাড্রেনাল / পিটুইটারি / থাইরয়েড / অগ্নাশয়।
উঃ- পিটুইটারি।
➤ শূক্রাশয় থেকে নিঃসৃত হয় কোন হরমোন? টেস্টোস্টেরন / ইস্টোজেন / প্রোজেস্টেরন / প্রোল্যাকাটিন।
উঃ- টেস্টোস্টেরন ।
➤ গলগণ্ড রোগ হয় কোন হরমোনের অধিক ক্ষরনের ফলে? STH / TSH / থাইরক্সিন / অ্যাড্রিনালিন।
উঃ- TSH ।
➤ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না – ইনসুলিন / থাইরক্সিন / পেপসিন / অ্যাড্রিনালিন।
উঃ- পেপসিন।
➤ দুটি নিউরোনের মিলনস্থলকে কী বলে? প্রতিবর্ত ক্রিয়া / প্রতিবর্ত চাপ / স্নায়ুসন্নিধি / নিউরোগ্লিয়া।
উঃ- স্নায়ুসন্নিধি ।
➤ স্ত্রীলোকের স্তন গ্রন্থির বিকাশ ঘটায় কোন হরমোন? STH / থাইরক্সিন / ইস্টোজেন / প্রোজেস্টেরন।
উঃ- প্রোজেস্টেরন।
➤ গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি ও পুষ্টিতে সাহায্য করে কোন হরমোন? ইস্টোজেন / প্রোজেস্টেরন / প্রোল্যাকাটিন / GH
উঃ- প্রোজেস্টেরন ।
➤ কোন গ্রন্থিকে মিশ্রগ্রন্থি বলে? অগ্নাশয় / থাইরয়েড / প্যারাথাইরয়েড / অ্যাড্রিনাল।
উঃ- অগ্নাশয় ।
➤ কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলে? অগ্নাশয় / থাইরয়েড / পিটুইটারি / পিনিয়াল বডি।
উঃ- পিটুইটারি।
➤ কোন হরমোনকে সংকটকালীন বা জরুরীকালীন হরমোন বলে? অক্সিন / থাইরক্সিন / অ্যাড্রিনালিন / ইনসুলিন।
উঃ- অ্যাড্রিনালিন।
➤ আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।