WBBME Holiday List 2025 | মাদ্রাসা শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

wbbpe Holiday List 2025

WBBPE Holiday List 2025 | প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

Poribesh o Bigyan Class 8

অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানঃ পদার্থের গঠন প্রশ্ম উত্তর | Poribesh o Bigyan Class 8 Chapter 2.2

Last Updated on March 28, 2024 by Science Master

অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় “পদার্থের গঠন” (Poribesh o Bigyan Class 8) থেকে সমস্ত রকম প্রশ্ম-উত্তর করে দেওয়া হলো। এখানে বিভিন্ন প্রশ্মবিচিত্রা থেকে সংগ্রহ করে গুরুত্বপূর্ণ MCQ, VSAQ, SAQ প্রশ্ম এবং তার উত্তর করা হয়েছে। যে সমস্ত ছাত্র-ছাত্রী অষ্টম শ্রেণীতে পাঠরত তারা এই গুরুত্বপূর্ণ প্রশ্ম-উত্তর গুলি মুখস্ত করে নাও। তোমাদের ইউনিট টেস্টের পরীক্ষায় এই প্রশ্ম-উত্তর গুলি খুবই গুরুত্বপূর্ণ।

⬕ সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ। Poribesh o Bigyan Class 8 MCQ

1. ক্যালশিয়াম ক্লোরাইডের সংকেত হল-

(a) CaCl (b) Ca2Cl (c) CaCl3 (d) CaCl2

উত্তর:- CaCl2

2. আইসোবারদের ক্ষেত্রে প্রদত্ত যে কথাটি ঠিক তা হলো এদের-

(a) ভর সমান (b) প্রোটন সংখ্যা সমান (c) নিউট্রন সংখ্যা সমান (d) ভর সংখ্যা সমান

উত্তর:- ভর সংখ্যা সমান।

3. কোনটি ডালটনের পরমাণুবাদের শিকার্য নয়?

(a) একই মরলে সব পরমাণু ভর ও ধর্মে অভিন্ন (b) বিভিন্ন মৌলের পরমাণুর ভর ও ধর্মে ভিন্ন (c) রাসায়নিক বিক্রিয়ার সময় বিভিন্ন মৌলের পরমাণু পূর্ণ সংখ্যা সরণ অনুপাতে যুক্ত হয় (d) মৌলের আঘাতে পরমাণু যুক্ত হয়ে মৌলের অনুঘটন করে।

উত্তর:- মৌলের আঘাতে পরমাণু যুক্ত হয়ে মৌলের অনুঘটন করে।

4. ফেরাস যোগে আয়রনের যোজ্যতা কত

(a) 1 (b) 2 (c) 3 (d) 4

উত্তর:- 2

5. CuO যৌগটিতে Cu এর যোজ্যতা কত

(a) 1 (b) 2 (c) 3 (d) 4

উত্তর:- 2

6. সোডিয়াম ক্লোরাইড দ্রাব্য-

(a) কেরোসিনে (b) জলে (c) কার্বন-ডাই সালাইডে (d) অ্যালকোহলে।

উত্তর:- জলে।

7. কোন পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে পরমাণুটি

(a) ঋণাত্মক (b) ধনাত্মক(c) প্রশম (d) সবকটি আধানে আহিত হয়।

উত্তর:- ঋণাত্মক আধানে আহিত হয়।

8. ফেরাস ক্লোরাইড এর সংকেত হল-

(a) FeCl3 (b)Fe2Cl  (c)FeCl2  (d) FeCl

উত্তর:- FeCl2

9. 1H1, 2H1, 3H1 পরমাণু তিনটির মধ্যে সম্পর্ক হল-

(a) আইসোটোপ  (b)  আইসোবার (c) আইসোটোন (d) আয়সোমার।

উত্তর:- আইসোটোপ।

10. অ্যানায়ন হল-

(a) ধনাত্মক আধানযুক্ত পরমাণু (b) ঋণাত্মক আধানযুক্ত পরমাণু (c) প্রোটন (d) নিউক্লিয়াস

উত্তর:- ঋণাত্মক আধানযুক্ত পরমাণু।

11. 12C6, 14C6 পরমাণু দুটির মধ্যে সম্পর্ক হল

(a) আইসোটোপ (b) আইসোটোন (c) আইসোবার (d) আয়সোমার

উত্তর:- আইসোটোপ।

12. সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হল

(a) রেডন (b) আর্গণ(c) হিলিয়াম (d) জেনন

উত্তর:- হিলিয়াম।

13. প্রদত্ত কোন যৌগটিতে অনুর অস্তিত্ব নেই

আরও দেখুন:  তড়িতের রাসায়নিক প্রভাব: অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান | Poribesh O Bigyan Class 8 Chapter 2.4

(a) অক্সিজেন (b) অ্যামোনিয়া (c) সোডিয়াম ক্লোরাইড (d) জল

উত্তর:- সোডিয়াম ক্লোরাইড।

⬕ ঠিক বা ভুল নির্বাচন করো।

1. তরলের নিজস্ব আকৃতি ও আয়তন আছে।

উত্তর:- ভূল।

2. আয়নিক যৌগের কেলাসে মূলত বিপরীত আধানযুক্ত আয়নদের মধ্যে তড়িৎ আকর্ষণে তাদের একত্রে ধরে রাখে।

উত্তর:- ঠিক।

3. অ্যামোনিয়ার একটি অণুতে তিনটি সমযোজী বন্ধন আছে।

উত্তর:- ঠিক।

4. পরমানুর আধানহীন কণা হল নিউট্রন।

উত্তর:- ঠিক।

5. একই জাতের তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে।

উত্তর:-– ভূল।

6. পরমাণু থেকে ইলেকট্রন বেড়ে গেলে পরমাণুটি ঋণাত্মক আধানের আহিত হয়।

উত্তর:- ঠিক।

⬕ শূন্যস্থান পূরণ করো।

1. 206Pb82 পরমাণুতে প্রোটন সংখ্যা_______।

উত্তর:- 82

2. 14N714C6 পরস্পরের_____।

উত্তর:- আইসোবার।

3. একাধিক রকমের ক্যাটায়ন দেয় এমন একটি ধাতু হল_______।

উত্তর:- কপার।

4. আইসোবারদের মধ্যে ভরের সামান্য পার্থক্য থাকলেও তাদের ______ সমান।

উত্তর:- ভর সংখ্যা।

5. ফেরাস আয়ন অপেক্ষা ফেরিক আয়নের চার্জের পরিমাণ_______।

উত্তর:- বেশি।

6. আয়নীয় যৌগ গঠিত হচ্ছে এমন অনেক রাসায়নিক বিক্রিয়ার সময়______ বিনিময় ঘটে।

উত্তর:-  ইলেকট্রনের।

7. 238U92 নিউটনের সংখ্যা_____।

উত্তর:- 146

8. একাধিক মৌলের পরমাণু জোটবদ্ধ হয়ে যে আয়ন তৈরি করে তাকে______ বলে।

উত্তর:- মূলক।

9. 3H1, 3He2 পরস্পরের______।

উত্তর:- আইসোবার।

10. পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে পরমানুটি_____ আধানে আহিত হয়।

উত্তর:- ঋণাত্মক।

11. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা______।

উত্তর:- পরমানু।

আরও দেখুনঃ অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়: পদার্থের প্রকৃতি | Class 8 Poribesh o Bigyan

⬕ অতিসংক্ষিপ্ত উত্তর দাও। Poribesh o Bigyan Class 8 VSAQ

1. একজোড়া পরমাণুর উদাহরণ দাও যারা পরস্পরে আইসোটোপ।

উত্তর:- 1H1 , 1H2

2. কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক ও ভরসংখ্যা বলতে কী বোঝায়?

উত্তর:- পরমাণু ক্রমাঙ্কঃ কোনো মৌলের পরমানুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে তার পরমাণু ক্রমাঙ্ক বলে।

ভরসংখ্যাঃ পরমানুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ভরসংখ্যা বলে।

3. উর্দ্ধপাতন কী?

উত্তর:- পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে উর্দ্ধপাতন বলে।

4. গলিত সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন ঘটে কিসের মাধ্যমে?

উত্তর:- আয়নের মাধ্যমে।

5. 14C6 পরমাণুর প্রোটন ও নিউটন সংখ্যা উল্লেখ কর।

উত্তর:- 14C6 পরমাণুর প্রোটন সংখ্যা = 6 এবং নিউট্রন সংখ্যা = (14-6)= 6

6. যৌগ গুলির সংকেত লেখো: অ্যালুমিনিয়াম সালফেট, জিংক অক্সাইড।

উত্তর:- অ্যালুমিনিয়াম সালফেট – Al2(SO4)3

জিংক অক্সাইড – ZnO

7. একটি জলে দ্রাব্য পদার্থের নাম ও একটি কেরোসিনের দ্রাব্য পদার্থের নাম লেখ।

উত্তর:- একটি জলে দ্রাব্য পদার্থের নাম হল লবণ।

একটি কেরোসিনের দ্রাব্য পদার্থের নাম চিনি।

8. ফেরিক ক্লোরাইড যৌগটি সংকেত লেখো এবং যৌগটিতে ফেরিক আয়নের যোজ্যতা কত হবে তা উল্লেখ করো।

আরও দেখুন:  মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন-অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান | Poribesh O Bigyan Chapter 8 Class 8

উত্তর:- ফেরিক ক্লোরাইড যৌগের সংকেত FeCl3 ,

যৌগটিতে ফেরিক আয়নের যোজ্যতা হল- 3

9. একটি পরমাণুর নাম লেখ যেখানে কোন নিউট্রন কণা নেই।

উত্তর:- সাধারণ হাইড্রোজেন।

9. মারকিউরাস ক্লোরাইড এর সংকেত লেখ।

উত্তর:- Hg2Cl2

10. আয়নীয় যৌগে প্রকৃত অনুর অস্তিত্ব আছে কি?

উত্তর:- না।

11. পরমাণুর নিউক্লিয়াস ও ইলেকট্রন এর মধ্যে কি ধরনের আকর্ষণ বল ক্রিয়াশীল।

উত্তর:- স্থির তড়িৎ আকর্ষণ বল।

12. জলের অনুতে কি ধরনের রাসায়নিক বন্ধন উপস্থিত?

উত্তর:- সমযোজী বন্ধন।

13. কেলাস কী?

উত্তর:- সুনির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট দানাকে ওই পদার্থের কেলাস বলে।

14. মিথেন যৌগটি সংকেত লেখ।

উত্তর:- CH4

15. কোন ধরনের যৌগের ক্ষেত্রে অণুর অস্তিত্ব নেই?

উত্তর:- আয়নীয় যৌগ।

16. ধাতুগুলি কোন কণার সাহায্যে তড়িৎ পরিবহন করে?

উত্তর:- ইলেকট্রন।

17. একটি তরল ধাতুর উদাহরণ দাও।

উত্তর:- পারদ।

আরও দেখুনঃ অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় প্রশ্ম-উত্তর | Poribesh o Bigyan Class 8 Chapter 2

⬕ একটি বা দুটি বাক্যে উত্তর দাও। Poribesh o Bigyan Class 8 SAQ

1. মারকিউরাস ক্লোরাইড ও ক্যালসিয়াম ফসফেট এর সংকেত লেখো।

উত্তর:- মারকিউরাস ক্লোরাইড- Hg2Cl2

ক্যালসিয়াম ফসফেট- Ca3(PO4)2

2. কার্বনের যোজ্যতা 4 ও ক্লোরিনের যোজ্যতা 1 হলে, কার্বন টেট্রাক্লোরাইড এর সংকেত লেখ ও অনুর প্রাথমিক গঠন কেমন হবে একে দেখাও।

উত্তর:- কার্বন টেট্রাক্লোরাইড এর সংকেত- CCl4

কার্বন টেট্রাক্লোরাইড অণুর প্রাথমিক গঠনঃ

poribesh o bigyan Class 8

3. প্লাজমা (Plasma) কাকে বলে?

উত্তর:- খুব বেশি উষ্ণতায় গ্যাসের অণুরা ভেঙে পরমানু হয়ে যাবে, তারপর একসময় পরমানু ছেড়ে ইলেকট্রনরাও আলাদা হয়ে যাবে। নিউক্লিয়াসের আকর্ষণ বল তখন আর পরমানুর মধ্যে ইলেকট্রনদের ধরে রাখতে পারবে না। এই প্রচণ্ড গরম গ্যাসীয় অবস্থা যার মধ্যে আলাদা আলাদা হয়ে পরমানুর নিউক্লিয়াস ও ইলেকট্রনগুলি দৌড়াদৌড়ি করে একেই বলা হয় প্লাজমা (Plasma)।

4. 23Na11 পরমাণুর ইলেকট্রন সংখ্যা ও নিউট্রন সংখ্যা কত?

উত্তর:- ইলেকট্রন সংখ্যা = 11 এবং নিউট্রন সংখ্যা= 12

5. পরমাণু থেকে কিভাবে ক্যাটায়ন ও  অ্যানায়ন তৈরি হয়?

উত্তর:- পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে ক্যাটায়ন উৎপন্ন হয় আর পরমাণুর সঙ্গে ইলেকট্রন যুক্ত হলে অ্যানায়ন উৎপন্ন হয়।

Na\xrightarrow{-e}{} Na^+ (ক্যাটায়ন)
Cl \xrightarrow{+e}Cl^- (অ্যানায়ন)

6. কঠিন সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করে না কেন?

উত্তর:- কঠিন অবস্থায় সোডিয়াম ক্লোরাইড কোন আয়ন উৎপন্ন করে না । তাই তড়িৎ পরিবহন করতে পারে না।

7. একটি আয়নীয় যৌগ ও একটি সমযোজী যৌগের উদাহরণ দাও।

উত্তর:- আয়নীয় যৌগের উদাহরণ হল সোডিয়াম ক্লোরাইড (NaCl) এবং সমযোজী যৌগের উদাহরণ হল মিথেন(CH4)।

8. আইসোটোপ, আইসোবার, আইসোটোন কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর:- আইসোটোপ: যেসব পরমাণুর প্রোটন সংখ্যা অর্থাৎ পরমাণু ক্রমাংক সমান কিন্তু নিউটন সংখ্যা ভিন্ন তাদের পরস্পরের আইসোটোপ বলা হয়।

আরও দেখুন:  অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানঃ কার্বন ও কার্বনঘটিত যৌগ | Poribesh O Bigyan Class 8 Chapter 4

যেমন- 6C12 , 6C14

আইসোবার: ভিন্ন ভিন্ন মৌলের যেসব পরমাণুর ভরসংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদের পরস্পরের আইসোবার বলা হয়।

যেমন- 6C14 , 7N14

আইসোটোন: বিভিন্ন মৌলের পরমাণু যাদের নিউট্রন সংখ্যা সমান তাদের পরস্পরের আইসোটোন  বলে।

যেমন- 19K39 , 20Ca40

9. মূলক (Radical) কী? উদাহরণ দাও।

উত্তর:- একাধিক পরমানু জোটবদ্ধ হয়ে যে আয়ন তৈরি করে তাকে বলা হয় মূলক। যেমন সালফেট মূলক (SO42-), ফসফেট মূলক (PO43-)।

10. সোডিয়াম ক্লোরাইড ও জলের সংকেত লেখ।

উত্তর:- সোডিয়াম ক্লোরাইড – NaCl এবং জল – H2O

11. সংকেত লেখো: ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমনিয়াম অক্সাইড

উত্তর:- ম্যাগনেসিয়াম ক্লোরাইড – MgCl2 , অ্যালুমনিয়াম অক্সাইড- Al2O3

12. ডালটনের পরমাণুবাদ গুলি লেখ।

উত্তর:- ১৮৩৮ খ্রিস্টাব্দে ডালটান তার পরমাণুবাদ প্রকাশ করেন। জন ডালটনের পরমাণুবাদ গুলি নিচে দেওয়া হল

(১) মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা হলো পরমাণু যা সৃষ্টিও করা যায় না ধ্বংস ও করা যায় না।

(২) একই মৌলের পরমাণু গুলি ভর ও রাসায়নিক ধর্মে একই রকম।

(৩) ভিন্ন ভিন্ন মৌলের পরমানু গুলি ভর ও ধর্মে আলাদা।

(৪) রাসায়নিক বিক্রিয়ার সময় বিভিন্ন মৌলের পরমাণুরা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে  যুক্ত হয়ে যৌগ গঠন করে।

13. রাদারফোর্ডের পরমাণু মডেল গুলি লেখ।

উত্তর:-

(১) পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা।

(২) পরমাণুর প্রায় সমস্ত ভরই তার মাঝখানে অতি অল্প  জায়গায় জড়ো হয়ে আছে। এই ভারী জায়গার নাম নিউক্লিয়াস বা কেন্দ্রক।

(৩) পরমাণু নিউক্লিয়াসের মধ্যেই তার সমস্ত ধনাত্মক চার্জ সীমাবদ্ধ থাকে।

(৪) নিউক্লিয়াস কে কেন্দ্র করে ইলেকট্রন গুলি নানান বৃত্তাকার কক্ষপথে ঘুরছে।

nath আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top