Last Updated on April 17, 2025 by Science Master
পরিবেশ ও বিজ্ঞানঃ কার্বন ও কার্বনঘটিত যৌগ (Poribesh O Bigyan Class 8)
অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান (Poribesh O Bigyan Class 8) থেকে চতুর্থ অধ্যায় ‘ প্রকৃতিতে ও জীবজগতে বিভিন্ন রূপে কার্বন যৌগের অবস্থান’ থেকে ‘কার্বন ও কার্বন ঘটিত যৌগ ‘ এর বিভিন্ন প্রশ্ম এবং তার পুঙ্খানুপুঙ্খ উত্তর করে দেয়া হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী অষ্টম শ্রেণীতে পাঠরত তারা অবশ্যই তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্ম উত্তরগুলি অনুসরণ করতে পারো উত্তরগুলি খুব সুন্দর ভাবে দেওয়া আছে। বিভিন্ন প্রশ্ম বিচিত্রা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ম বেছে নিয়ে এই প্রশ্ম উত্তর বানানো হয়েছে। অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের (Poribesh O Bigyan Class 8) চতুর্থ অধ্যায়ের ‘ কার্বন ও কার্বনঘঠিত যৌগ’ থেকে সমস্ত রকম প্রশ্ম যেমন সঠিক উত্তর বেঁছে লেখো, শূন্যস্থান পূরণ করো, সত্য-মিথ্যা, সংক্ষিপ্ত প্রশ্ম, অতি সংক্ষিপ্ত প্রশ্ম- উত্তর নিচে দেওয়া আছে।
সঠিক উত্তর নির্বাচন করে লেখ।
(1) বায়ুমণ্ডলে কোন গ্রিনহাউস গ্যাসটির পরিমাণ সর্বাধিক এবং ক্রমশ তা বৃদ্ধি পাচ্ছে (a) মিথেন (b) নাইট্রাস অক্সাইড (c) কার্বন-ডাই-অক্সাইড (d) ওজোন।
উত্তর:- কার্বন ডাই অক্সাইড।
(2) প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয় – (a) CO2 (b) CH4 (c) N2O (d) O2
উত্তরঃ– O2
(3) প্রদত্ত পদার্থ গুলির মধ্যে কোনটি নিয়তাকার কার্বন নয়- (a) কোক (b) হিরে (c) ফুলারিন (d) গ্রাফাইট।
উত্তরঃ- কোক।
(4) বহুরূপতা ধর্ম দেখা যায় এমন একটি মৌল হল- (a) ক্যালশিয়াম (b) হাইড্রোজেন (c) ফসফরাস (d) ফ্লোরিন।
উত্তরঃ- ফসফরাস।
(5) গ্যাস মুখোশে ব্যবহৃত হয়- (a) সক্রিয় চারকোল (b) ভুসাকালি (c) ফুলারিন (d) গ্রাফাইট।
উত্তরঃ- সক্রিয় চারকোল।
(6) প্রদত্ত কোন জ্বালানির তাপনমূল্য সর্বাধিক- (a) কয়লা (b) পেট্রোল (c) তরল হাইড্রোজেন (d) LPG
উত্তরঃ- LPG
(7) প্রদত্ত কোনটি কার্বনের নিয়তাকার রূপভেদ- (a) সক্রিয় চারকোল (b) ভুসাকালি (c) ফুলারিন (d) গ্যাস কার্বন।
উত্তরঃ- ফুলারিন।
(8) শুষ্ক বরফ হল – (a) কঠিন কার্বন ডাই অক্সাইড (b) কঠিন হাইড্রোজেন (c) কঠিন অক্সিজেন (d) গ্রাফাইট।
উত্তরঃ- কঠিন কার্বন ডাই অক্সাইড ।
(9) প্রদত্ত কোনটি বায়োটিগ্রেডেবল পলিমার- (a) PVC (b) পলিথিন (c) সেলুলোজ (d) টেরিলিন
উত্তরঃ- সেলুলোজ।
(10) কার্বনের একটি নিয়তাকার রূপভেদের নাম হলো- (a) কোক (b) গ্যাস কার্বন (c) হিরে (d) চারকোল
উত্তরঃ- হিরে।
(11) একটি কঠিন জ্বালানির নাম লেখ- (a) এলপিজি (b) কেরোসিন (c) কাঠ (d) পেট্রোল।
উত্তরঃ- কাঠ ।
(12) একটি পলিমারের উদাহরণ হল- (a) কার্বন-ডাই-অক্সাইড (b) জল (c) টেফলন (d) সোডিয়াম ক্লোরাইড
উত্তরঃ- টেফলন ।
(13) অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহৃত হয়- (a) CO2 (b) SO2 (c) Cl2 (d) N2
উত্তরঃ- CO2
(14) একটি গ্যাসীয় জ্বালানি হল- (a) কেরোসিন (b) ডিজেল (c) পেট্রোল (d) এলপিজি।
উত্তরঃ- এলপিজি।
(15) কার্বন-ডাই-অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে গঠন করে- (a) সালফিউরিক অ্যাসিড (b) নাইট্রিক অ্যাসিড (c) হাইড্রোক্লোরিক অ্যাসিড (d) কার্বনিক অ্যাসিড।
উত্তরঃ- কার্বনিক অ্যাসিড।
সত্য মিথ্যা নির্বাচন করে লেখ।
(1) PVC প্রাইভেট টুকরো বায়োডিগ্রেডেবল পলিমার।
উত্তর:- মিথ্যা।
(2) গ্রাফাইট তাপের সুপরিবাহী।
উত্তর:- সত্য।
(3) একটি গ্রীনহাউস গ্যাস হলো কার্বন-ডাই-অক্সাইড।
উত্তর:- ঠিক।
(4) কার্বনকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না।
উত্তর:- সত্য।
আরও দেখুন:- অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের “মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন” অধ্যায়ের প্রশ্ম-উত্তর।
শূন্যস্থান পূরণ করো।
(1) কার্বনের অনিয়তাকার রূপভেদ্গুলি প্রকৃতপক্ষে ____এর অতি ক্ষুদ্র ক্রিস্টালের সমষ্টি।
উত্তরঃ-গ্রাফাইটের।
(2) কোল্ড্রিংসের বোতলের ছিপি খুললে ____ গ্যাস নির্গত হয়।
উত্তরঃ- কার্বন- ডাই- অক্সাইড।
দু একটি কথায় উত্তর দাও।
(1) কার্বনের কোন রূপভেদটি ‘গ্যাস মাক্স’ এ ব্যবহৃত হয়?
উত্তর:- সক্রিয় চারকোল।
(2) পেট্রোল এবং CNG এর মধ্যে তুলনামূলক কোনটি বেশি পরিবেশবান্ধব?
উত্তর:- CNG
(3) কার্বনের তড়িৎ পরিবাহী রূপভেদ কোনটি?
উত্তর:- গ্রাফাইট।
(4) হিরে এবং গ্রাফাইটের মধ্যে কোনটি তড়িতের সুপরিবাহী?
উত্তরঃ- গ্রাফাইট।
(5) একটি নন বায়োডিগ্রেবল পলিমারের উদাহরণ দাও।
উত্তর:- পলিথিন।
(6) পরীক্ষাগারে কার্বন-ডাই-অক্সাইড প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য গুলি কি কি?
উত্তর:- মার্বেল পাথর (CaCO3), লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl)।
(7) কার্বন-ডাই-অক্সাইড এ জলীয় দ্রবণে লিটমাস কাগজের কিরূপ বর্ণ পরিবর্তন হয়?
উত্তর:- নীল লিটমাস লাল হয়।
(8) কার্বন-ডাই-অক্সাইড এর মধ্যে কোন ধাতুকে জ্বলতে দেখা যায়?
উত্তর:- ম্যাগনেশিয়াম।
(9) কার্বন-ডাই-অক্সাইডের সঙ্গে জ্বলন্ত ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় কি কি উৎপন্ন হয়?
উত্তর:- সাদা রঙের ম্যাগনেসিয়াম অক্সাইড ও কালো কার্বন।
(10) গ্রাফাইট এবং হীরকের মধ্যে কোনটি তড়িতের সুপরিবাহী?
উত্তর:- গ্রাফাইট।
নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও।
(1) কার্বনের চারটি রূপভেদের নাম লেখো।
উত্তরঃ- হিরে , গ্রাফাইট , ফুলারিন , চারকোল।
(2) ফুলারিন কি?
উত্তরঃ- ফুলারিন হলো কার্বনের নিয়তাকার রূপভেদ। ফুলারিনগুলো হিরে বা গ্রাফাইটের মতো অতিবৃহৎ অণু নয়। কোনো কোনো ফুলারিন অণুতে 60, 70 টি কার্বন পরমানু থাকে। ইলেকট্রনিক্সে ও চিকিৎসা বিজ্ঞানে ফুলারিনদের অনেক ব্যবহার থাকতে পারে বলে ফুলারিন নিয়ে অনেক গবেষণা চলছে।
(3) গ্রাফাইট পিচ্ছিল হওয়ার কারণ কি ? টেরিলিনের একটি ব্যবহার লেখ।
উত্তর:- গ্রাফাইটের নমুনায় কার্বন পরমাণুরা বিভিন্ন সমান্তরাল স্তরে সজ্জিত থাকে। বিভিন্ন পরীক্ষায় জানা গেছে স্তর গুলোর মধ্যে দূরত্ব বেশি এবং আকর্ষণ বল বেশ দুর্বল। এর ফলে উপরের স্তরে বল প্রযুক্ত হলে সে নিচের স্তরের উপর দিয়ে পিছলে সরে যেতে পারে। এছাড়াও গ্রাফাইটের স্তরগুলোর মধ্যের ফাঁকে বিভিন্ন গ্যাসের অনু আটকে পড়ার ফলে পাশাপাশি স্তর গুলোর মধ্যে আকর্ষণ বল দুর্বল হয়ে যায়। এই কারণে গ্রাফাইট সাধারণত পাচ্ছিল হয়।
টেরিলিনের সঙ্গে সুতির সুতো মিশিয়ে টেরিকট নামের কাপড় তৈরি করা হয়।
(4) বহুরূপতা কাকে বলে? উদাহরণ দাও।
উত্তরঃ- যখন কোনো মৌলকে একাধিক ভৌতরূপে পাওয়া যায় তখন সেই ভৌতরূপগুলোকে মৌলটির বহুরূপ বলা হয়। মৌলের এই ধর্মকে তার বহুরূপতা বলা হয়। যেমন কার্বন, ফসফরাস এবং বোরন বহুরূপতা দেখায়।
(5) কার্বনের বিভিন্ন রূপভেদ গুলি ছকের আকারে প্রকাশ করো।
উত্তরঃ-

(6) সক্রিয় চারকোল কি? এর ব্যবহার লেখ।
উত্তর:- বিশেষভাবে তৈরি চারকোল তার পৃষ্ঠতলে অনেক গ্যাস অনুকে ধরে রাখতে পারে। একে বলা হয় সক্রিয় চারকোল । বিষাক্ত গ্যাস থেকে বাঁচতে গ্যাস-মুখোশে সক্রিয় চারকোল ব্যবহৃত হয়।
(7) শর্তসহ ইউরিয়া তৈরীর বিক্রিয়াটি লেখ। অথবা, কার্বন-ডাই-অক্সাইড থেকে ইউরিয়া তৈরির বিক্রিয়াটি শর্ত ও সমীকরণসহ লেখ।
উত্তর:- 200⁰ C তাপমাত্রায় এবং 150 atm চাপে কার্বন-ডাই-অক্সাইড এবং অ্যামোনিয়ার বিক্রিয়ায় ইউরিয়া উৎপন্ন হয়।
CO2 + 2NH3 = CO(NH2)2 + H2O
গ্রিন হাউস এফেক্ট বলতে কী বোঝায়।
উত্তর:-
(8) CNG কি? এটি ব্যবহারের সুবিধা কি?
উত্তর:- CNG হলো সংনমিত প্রাকৃতিক গ্যাস। এটি ব্যবহারের ফলে পরিবেশ দূষণ কম হয়।
(9) শুষ্ক বরফ কি? এটি কী কাজে লাগে? পিভিসি পলিমারের একটি ব্যবহার লেখ।
উত্তর:- কার্বন-ডাই-অক্সাইড গ্যাস সাধারণ তাপমাত্রায় প্রায় 60 বায়ুমন্ডলীয় চাপে তরলে পরিণত হয়। এই তরল কার্বন ডাই অক্সাইডের ওপর থেকে হঠাৎ করে চাপ কমালে তরল কার্বন-ডাই-অক্সাইড দ্রুত বাষ্পায়িত হতে যায়। এর ফলে তরল কার্বন ডাই অক্সাইড জমে গিয়ে কঠিনে পরিণত হয়। এই কঠিন কার্বন ডাই-অক্সাইড কে শুষ্ক বরফ বলা হয়। কঠিন কার্বন-ডাই-অক্সাইড খুব ঠান্ডা (-78⁰C) তাই খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়।
পিভিসি পলিমার জলের পাইপ, ইলেকট্রিক তারের আবরণ, বিভিন্ন জিনিসের পাত্র তৈরিতে, বর্ষাতি, গামবুট, চপ্পল তৈরিতে ব্যবহৃত হয়।
(10) পরীক্ষাগারে কার্বন-ডাই-অক্সাইড প্রস্তুতির নীতি, রাসায়নিক সমীকরণ ও সংগ্রহ লেখ।
উত্তর:- নীতি: পরীক্ষাগারে মার্বেল পাথর ও লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন-ডাই-অক্সাইড গ্যাস প্রস্তুত করা হয়।
রাসায়নিক সমীকরণ:
CaCO3 + 2HCl = CaCl2 + CO2 + H2O
সংগ্রহ: কার্বন-ডাই-অক্সাইড বাতাসের চেয়ে ভারী বলে গ্যাস জারের ভেতরের বাতাসকে উপরে সরিয়ে জারের নিচের দিকে জমা হয়।
(11) চুন জল বাতাসে খোলা রাখলে ঘোলাটে হয় কেন? কিন্তু অতিরিক্ত পরিমাণ কার্বন-ডাই-অক্সাইড চালনা করলে ঘোলাটে জল আবার স্বচ্ছ হয়ে যায়। অথবা, স্বচ্ছ চুন জলে কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রবাহিত করলে কি ঘটে রাসায়নিক বিক্রিয়াসহ লেখ।
উত্তর:- চুন জল বাতাসে খোলা রাখলে তা বাতাসের কার্বন-ডাই-অক্সাইড এর সঙ্গে বিক্রিয়া করে জলে অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে। তাই চুন জল ঘোলা হয়ে যায়।
Ca(OH)2 + CO2 = CaCO3 + H2O
ঘোলা জলের মধ্যে দিয়ে অতিরিক্ত পরিমাণ CO2 চালনা করলে অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট থেকে দ্রাব্য ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন হয়। যার ফলে ঘোলা জল স্বচ্ছ হয়ে যায়।
CaCO3+ CO2 + H2O = Ca(HCO3)2
(12) জ্বালানি সংরক্ষণের দুটি উপায় লেখো।
উত্তরঃ- (i) কয়লা ও পেট্রোলিয়ামজাত পদার্থের ব্যবহার কমাতে হবে।
(ii) জ্বালানিবিহীন যানবাহন ব্যবহার করলে জ্বালানির সাশ্রয় হয়।
(iii) ব্যাক্তিগত যানবাহন ব্যবহার না করে গণপরিবহনের ব্যবস্থা করতে হবে।
(iv) বিকল্প জ্বালানির যেমন সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদির ব্যবহার বাড়াতে হবে।
(13) হিরে ও গ্রাফাইট এর মধ্যে দুটি পার্থক্য লেখ।
উত্তরঃ-
হিরে | গ্রাফাইট |
গ্রাফাইটের চেয়ে হিরে অনেক শক্ত। | গ্রাফাইট তুলনামূলক ভাবে হিরের থেকে নরম। |
হিরের ঘনত্ব গ্রাফাইটের চেয়ে বেশি । | গ্রাফাইটের ঘনত্ব হিরের চেয়ে কম। |
হিরে তাপের সুপরিবাহী হলেও তড়িতের কুপরিবাহী। | গ্রাফাইট তাপ ও তড়িতের সুপরিবাহী। |
(14) বায়োফুয়েল কি ? উদাহরণ লেখ। LPG কি?
উত্তরঃ- বায়োফুয়েল বলতে বোঝায় উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আত্তীকরণ হওয়া কার্বনঘটিত যৌগ থেকে তৈরি জ্বালানি। যেমন শর্করা জাতীয় পদার্থ থেকে সন্ধান প্রক্রিয়ায় বায়োথায়োনাল তৈরি করা হয়। LPG হল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস। যা মূলত জ্বালানি রূপে ব্যবহার করা হয়।
(15) বিশুদ্ধতম প্রাণীজ অঙ্গার কোনটি? কার্বনের একটি নিয়তাকার ও একটি অনিয়তাকার রূপভেদের ব্যবহার উল্লেখ করো।
উত্তরঃ- অস্থি অঙ্গার। কার্বনের একটি নিয়তাকার রূপভেদ হিরে যা মূল্যবান ধাতু হিসেবে ব্যবহৃত হয় এবং একটি অনিয়তাকার রূপভেদ চারকোল যা বিষাক্ত গ্যাস থেকে বাঁচতে গ্যাস মুখোশ তৈরিতে ব্যবহৃত হয়।
(16) কার্বন ছাড়া বহুরূপতা দেখা যায় এমন দুটি মৌলের নাম লেখ। কার্বনের কোন রূপভেদের মধ্যে দিয়ে আলো যেতে পারে?
উত্তরঃ- কার্বন ছাড়া বহুরূপতা দেখা যায় এমন দুটি মৌলের নাম ফসফরাস এবং বোরন। কার্বনের রূপভেদ হিরের মধ্যে দিয়ে আলো যেতে পারে।
(17) ইউরিয়া কি? রসায়নাগারে ইউরিয়া প্রস্তুত করতে কি কি রাসায়নিক উপাদান প্রয়োজন?
উত্তরঃ- ইউরিয়া হল একটি নাইট্রোজেনঘটিত রাসায়নিক সার। কার্বন-ডাই-অক্সাইড, অ্যামোনিয়া।
(18) পিভিসি এর দুটি ব্যবহার লেখো। সেলুলোজ কি?
উত্তরঃ- (১) PVC জলের পাইপ তৈরিতে ব্যবহৃত হয়। (২) ইলেকট্রিক তারের আবরণ তৈরিতে ব্যবহৃত হয়। সেলুলোজ এক প্রকার প্রাকৃতিক পলিমার।
(19) ক্যালসিয়াম কার্বনেটকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে কি কি উৎপন্ন হয়? বিক্রিয়ার উপযুক্ত সমীকরণ দাও।
উত্তরঃ- ক্যালসিয়াম কার্বনেটকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে ক্যালশিয়াম অক্সাইড ও কার্বন-ডাই-অক্সাইড উৎপন্ন হয় ।
CaCO_3 \xrightarrow[]{উচ্চ\; তাপমাত্রা \;(1000^0C)}CaO +CO_2
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram Channel ও Whatsapp Channel জয়েন করুন।
Latest Posts:
- অণুজীবের জগৎ- অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান প্রশ্নউত্তর | Class 8 Poribesh Bigyan Chapter 7
- কয়েকটি গ্যাসের পরিচিতি-অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান | Class 8 Poribesh O Bigyan Chapter 3
- উত্তরসহ মাধ্যমিক ২০২৫ ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র | 2025 Madhyamik physical Science Solved paper
- মানুষের খাদ্য (পঞ্চম অধ্যায়): সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ম উত্তর | Class 7 Poribesh O Bigyan Chapter 5
- দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্নউত্তর | Class 10 Physical Science Question Answer