কয়েকটি গ্যাসের পরিচিতি (Class 8 Poribesh O Bigyan Chapter 3)
অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় (Class 8 Poribesh O Bigyan Chapter 3) ” কয়েকটি গ্যাসের পরিচিতি ” থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর করে দেওয়া হলো। অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীরা তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্ন-উত্তর গুলো প্র্যাকটিস করে নিতে পারো। বিভিন্ন প্রশ্নবিচিত্রা থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সংগ্রহ করা হয়েছে। প্রত্যেকটি প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর করে দেওয়া আছে।
Table of Contents
সঠিক উত্তর নির্বাচন করে লেখ (Class 8 Poribesh O Bigyan Chapter 3 MCQ)
(1) অক্সিজেন তৈরিতে যে অনুঘটকটি ব্যবহার করা হয় তা হলো- (a) MnO2 , (b) Mn2O2, (c) Mn2O , (d) MnO
উঃ- MnO2
(2) ম্যাগনেসিয়াম অক্সাইড একটি- (a) প্রশম অক্সাইড, (b) ক্ষারীয় অক্সাইড, (c) উভধর্মী অক্সাইড , (d) আম্লিক অক্সাইড।
উঃ- ক্ষারীয় অক্সাইড।
(3) হাইড্রোলিথের একটি উপাদান হল – (a) হাইড্রোজেন, (b) অক্সিজেন, (c) নাইট্রোজেন, (d) সোডিয়াম।
উঃ- হাইড্রোজেন
(4) একটি উভধর্মী অক্সাইড এর সংকেত হল- (a) ZnO, (b) CO2 , (c) Na2O2 , (d) CaO
উঃ- ZnO
(5) অক্সিজেন শোষক হলো- (a) ক্রোমাস ক্লোরাইড, (b) ক্রোমিক ক্লোরাইড, (c) MnO2, (d) পটাশিয়াম পাইরোগ্যালেট।
উঃ- পটাশিয়াম পাইরোগ্যালেট।
(6) অক্সিজেনের একটি আইসোটোপ হল- (a) 8O16, (b) 9O16, (c) 8O20, (d) 8O10
উঃ- 8O16
(7) হাড়ের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপাদন করতে পারে এমন ধাতু হল- (a) Cu, (b) Fe, (c) Zn, (d) Mg
উঃ- Zn
(8) একটি উভধর্মী অক্সাইড এর নাম হল-(a) Al2O3, (b) Na2O, (c) CaO, (d) CO2
উঃ- Al2O3
(9) কোনটি আম্লিক অক্সাইড- (a) P2O5, (b) ZnO, (c) Na2O, (d) Fe3O4
উঃ- P2O5
(10) কোন গ্যাস নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে? (a) কার্বন-ডাই-অক্সাইড, (b) হাইড্রোজেন, (c) নাইট্রোজেন, (d) অক্সিজেন।
উঃ- অক্সিজেন।
(11) অন্তর্ধৃত হাইড্রোজেন সাধারণ হাইড্রোজেন অপেক্ষা – (a) বেশি সক্রিয়, (b) কম সক্রিয়, (c) সমান সক্রিয়, (d) কোনটিই নয়।
উঃ- বেশি সক্রিয়
(12) হাইড্রোজেনের সবচেয়ে ভারী আইসোটোপটি হল- (a) 1H1 , (b) 1H2 ,(c) 1H3 , (d) 1H4
উঃ- 1H3
(13) পরীক্ষাগারে O2 প্রস্তুতিতে অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়- (a) KMnO4 , (b) MnO2 , (c) H2SO4, (d) K2Cr2O7
উঃ- MnO2
(14) হাইড্রোজেন পারঅক্সাইড কে ভাঙতে পারে জীব কোষের এনজাইম- (a) মলটেজ, (b) সূক্রেজ, (c) ক্যাটালেজ, (d) অ্যামাইলেজ।
উঃ- ক্যাটালেজ
(15) নিজে দাহ্য নয় কিন্তু দহনে সহায়তা করে- (a) অক্সিজেন, (b) হাইড্রোজেন, (c)নাইট্রোজেন, (d) হিলিয়াম।
উঃ- অক্সিজেন
[আরও দেখুনঃ অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সমস্ত অধ্যায়ের প্রশ্ন-উত্তর]
দু-একটি কথায় উত্তর দাও (Class 8 Poribesh O Bigyan Chapter 3 VSAQ)
(1) একটি ধাতুর নাম লেখ যেটি সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাস অধিশোষণ করতে পারে?
উঃ- প্যালাডিয়াম।
(2) একটি উভধর্মী অক্সাইডের নাম লেখ।
উঃ- জিঙ্ক অক্সাইড (ZnO)
(3) অক্সিজেন গ্যাসের একটি শোষকের উদাহরণ দাও।
উঃ- অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ।
(4) অক্সিজেনের কোন আইসোটোপ প্রকৃতিতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়?
উঃ- 8O16
(5) অ্যামোনিয়া যুক্ত কেউপ্রাস ক্লোরাইড দ্রবণ দ্বারা অক্সিজেন গ্যাস শোষিত হলে দ্রবণের বর্ণ কি হয়?
উঃ- নীল বর্ণ।
(6) তরল অক্সিজেনের হিমাঙ্ক কত?
উঃ- -218⁰C
(7) পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুত করার জন্য কি কি রাসায়নিক দ্রব্যের প্রয়োজন সংকেতসহ লেখ।
উঃ- পটাশিয়াম ক্লোরেট (KClO3) এবং অনুঘটক হিসেবে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড(MnO2)।
(8) শূন্যস্থান পূরণ করো: Zn + H2SO4 ➝ ZnSO4 +____।
উঃ- Zn + H2SO4 ➝ ZnSO4 + H2
(9) কোন রাসায়নিক পদার্থ অক্সিজেন গ্যাসকে শোষণ করে বাদামি বর্ণ ধারণ করে?
উঃ- ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ অক্সিজেন গ্যাস শোষণ করে বাদামি বর্ণ ধারণ করে।
(10) হাইড্রোজেন সালফাইড গ্যাসের গন্ধ কিরূপ?
উঃ- পচা ডিমের দুর্গন্ধযুক্ত।
(11) ক্ষারীয় ____ দ্রবণ O2 গ্যাস শোষণ করে বাদামি বর্ণ ধারণ করে।
(12) ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ দ্বারা কোন গ্যাস শোষিত হয়?
(13) ধাতুর সঙ্গে কিসের বিক্রিয়ায় ধাতুব হাইড্রাইড উৎপন্ন হয়?
(14) ____অক্সাইড ধাতুর অক্সাইড হলেও উভধর্মী প্রকৃতির।
নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (Class 8 Poribesh O Bigyan Chapter 3 SAQ)
(1) বিক্রিয়াটি সম্পূর্ণ করো: 2Al + 2NaOH + 2 H2O ➝ 2NaAlO2 + ?
উঃ- 2Al + 2NaOH + 2 H2O ➝ 2NaAlO2 + H2
(2) পরীক্ষাগারে O2 প্রস্তুত করতে MnO2 এর ভূমিকা কী? হাইড্রোজেন গ্যাসের একটি ব্যবহার লেখ।
উঃ- পরীক্ষাগারে O2 প্রস্তুত করতে MnO2 অনুঘটক হিসেবে কাজ করে। MnO2 এর উপস্থিতিতে বিক্রিয়াটি ঘটানো হলে অনেক কম উষ্ণতায় বিক্রিয়াটি ঘটানো সম্ভব হয়।
হাইড্রোজেন গ্যাসের প্রধান ব্যবহার হয় অ্যামোনিয়া তৈরিতে।
(3) হাইড্রোজেন পারঅক্সাইডের জলীয় দ্রবণে সামান্য পরিমাণ MnO2 গুঁড়ো দিলে যা ঘটবে তার সমীকরণ লেখ।
উঃ- হাইড্রোজেন পারঅক্সাইডের জলীয় দ্রবণে সামান্য পরিমাণ MnO2 গুঁড়ো দিলে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়।
2H2O2 ➝ 2H2O + O2
(4) লঘু সালফিউরিক অ্যাসিড মেশানো ফেরাস সালফেট দ্রবণে অক্সিজেন গ্যাস পাটানো হল কি ঘটবে লেখ।
উঃ- লঘু সালফিউরিক অ্যাসিড মেশানো সবুজ রংয়ের ফেরাস সালফেট দ্রবণে অক্সিজেন গ্যাস পাঠালে দ্রবণের বর্ণ হলুদ হয়ে যায়। এক্ষেত্রে ফেরাস সালফেট অক্সিজেনের দারা জারিত হয়ে ফেরিক সালফেটে পরিণত হয়।
4FeSO4 + 2H2SO4 + O2 ➝ 4Fe2(SO4)3 + 2H2O
(5) উভধর্মী অক্সাইড কাকে বলে? বিক্রিয়াসহ উদাহরণ দাও।
উঃ- যে সমস্ত অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয় ধরনের যৌগের সঙ্গে বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের উভধর্মী অক্সাইড বলে। যেমন ZnO হলো একটি উভধর্মী অক্সাইড।
অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া:
ZnO + 2HCl ➝ ZnCl2 + H2O
ক্ষারের সঙ্গে বিক্রিয়া:
2NaOH + ZnO ➝ Na2ZnO2 + H2O
(6) যখন কস্টিক সোডার দ্রবণে সিলিকন যোগ করা হয় তখন কি ঘটে? হাইড্রোলিথ কি?
উঃ- সিলিকনের সঙ্গে তীব্র ক্ষার কস্টিক সোডা বা NaOH দ্রবণের বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হয়।
Si + 2NaOH H2O ➝ Na2SiO3 (সোডিয়াম সিলিকেট) + 2H2
ক্যালসিয়াম হাইড্রাইড ( CaH2) কে হাইড্রোলিথ বলা হয়।
(7) উত্তপ্ত সোডিয়াম এর ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটবে সমীকরণসহ লেখ।
উঃ- উত্তপ্ত সোডিয়াম এর ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে সোডিয়াম হাইড্রাইড উৎপন্ন হবে।
2Na + H2 ➝ 2NaH (সোডিয়াম হাইড্রাইড)
(8) পটাশিয়াম ক্লোরাইড থেকে কিভাবে অক্সিজেন প্রস্তুত করবে? প্রয়োজনীয় রাসায়নিক পদার্থের নাম লেখ এবং বিক্রিয়ার সমীকরণ দাও।
উঃ- পটাশিয়াম ক্লোরেটে সামান্য পরিমাণ ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড মিশিয়ে 230⁰C উষ্ণতায় উত্তপ্ত করলে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এখানে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড অনুঘটক হিসেবে কাজ করে।
প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য: পটাশিয়াম ক্লোরেট (KClO3) এবং ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড (MnO2)।
রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ:
2KClO3+ [MnO2] ➝ 2KCl + 3O2 + [MnO2]

(9) বিক্রিয়সহ হাইড্রোজেনের বিজারণ ধর্মের একটি উদাহরণ দাও
উঃ:- উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইড এর ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে, কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে লালচে বাদামী রং এর কপার উৎপন্ন করে এবং হাইড্রোজেন নিজে জারিত হয়ে জলে পরিণত হয়।
CuO + H2 ➝ Cu + H2O
(10) বিক্রিয়াটি সম্পন্ন করো: Al + H2O (ফুটন্ত জল) ➝ Al(OH)3 + ___
উঃ- Al + H2O (ফুটন্ত জল) ➝ Al(OH)3 + H2
(11) সোডিয়াম হাইড্রোক্সাইড এর গাঢ় দ্রবণের সঙ্গে জিংক ধাতুর বিক্রিয়ায় কোন কোন পদার্থ উৎপন্ন হয় বিক্রিয়া সমীকরণ দাও।
উঃ- সোডিয়াম হাইড্রোক্সাইড এর গাঢ় দ্রবণের সঙ্গে জিংক ধাতুর বিক্রিয়ায় সোডিয়াম জিঙ্কেট (Na2ZnO2) এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়।
Zn + 2NaOH ➝ Na2ZnO2(সোডিয়াম জিঙ্কেট) + H2
(12) পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস তৈরি করার জন্য কি কি রাসায়নিক দ্রব্যের প্রয়োজন এবং নীতিসহ বিক্রিয়াটি লেখ।
উঃ- পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য: অবিশুদ্ধ জিংকের ছিবড়া, লঘু সালফিউরিক অ্যাসিড, পাতিত জল।
বিক্রিয়ার নীতি: অবিশুদ্ধ জিংকের ছিবড়ার ওপর লঘু সালফিউরিক অ্যাসিড ঢাললে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়।
Zn + H2SO4 ➝ ZnSO4 + H2

(13) একটি ক্ষারীয় ও একটি আম্লিক অক্সাইড এর উদাহরণ দাও।
উঃ- ক্ষারীয় অক্সাইড: MgO
আম্লিক অক্সাইড: CO2
(14) হাইড্রোজেন ও নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া কিভাবে উৎপন্ন হয় শর্ত উল্লেখ করে তা সমীকরণসহ লেখ।
উঃ- 200 বায়ুমন্ডলীয় চাপে 550 ডিগ্রী সেন্টিগ্রেড উষ্ণতায় লোহার চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন ও নাইট্রোজেন যুক্ত হয়ে ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে।
N2 + 3H2 ➝ 2NH3
(15) পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে MnO2 ব্যবহার করা হয় কেন?
উঃ- পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতির সময় শুধুমাত্র পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে উচ্চ তাপমাত্রা অর্থাৎ 650 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন হয়। কিন্তু ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড অনুঘটক হিসেবে ব্যবহার করলে অনেক কম উষ্ণতায় অর্থাৎ 230 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন উৎপন্ন করা যায়।
(16) ক্ষারীয় অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও
উঃ- যেসব অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষারীয় ধর্ম প্রকাশ করে অর্থাৎ ক্ষার উৎপন্ন করে, তাদের ক্ষারীয় অক্সাইড বলে। যেমন MgO
(17) আম্লিক অক্সাইড বলতে কী বোঝো? উদাহরণ দাও।
উঃ- যে সমস্ত অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়ায় অ্যাসিড উৎপন্ন করে তাদের আম্লিক অক্সাইড বলে। যেমন CO2, SO2
(18) অন্তর্ধৃত হাইড্রোজেন কাকে বলে?
উঃ- কতকগুলো ধাতু বিশেষত প্যালাডিয়াম, প্লাটিনাম, আয়রন, কোবাল্ট, নিকেল প্রভৃতি সাধারণ উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসকে তাদের পৃষ্ঠতলে ধরে রাখতে পারে। একে বলা হয় অধিশোষণ । উত্তপ্ত করলে এই অধিশোষিত হাইড্রোজেন বেরিয়ে আসে। এই ঘটনাকে অন্তর্ধৃতি বলে এবং ধাতবপৃষ্ঠে অধিশোষিত হাইড্রোজেনকে অন্তর্ধৃত হাইড্রোজেন বলে।
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram Channel ও Whatsapp Channel জয়েন করুন।
Latest Posts:
- গ্রুপ-১৫ মৌলসমূহ MCQ-দ্বাদশ শ্রেণীর রসায়ন | Group-15 Elements Class 12 Chemistry Chapter 2 MCQ
- পদার্থের অবস্থা-কঠিন ও গ্যাসীয় MCQ প্রশ্ম উত্তর | States of Matter-Solid and Gases | Chemistry Class 11 Chapter 5 MCQ
- Vidyasagar Science Olympiad 2025 Layer-1 Result | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার্ড 2025
- রাসায়নিক বন্ধন- MCQ একাদশ শ্রেণী Semester- I | Chemical Bonding Chemistry Class 11 Chapter 4 MCQ
- Aikyashree Scholarship 2025-26 | ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন শুরু হল