অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান থেকে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ম-উত্তর (Poribesh o Bigyan Class 8 Chapter 2) করে দেওয়া হল। যেসমস্ত ছাত্র-ছাত্রী অষ্টম শ্রেণীতে পাঠরত তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্ম-উত্তরগুলি খুবই কাজে লাগবে। অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীরা পরিবেশ ও বিজ্ঞান থেকে দ্বিতীয় অধ্যায়ের এই প্রশ্ম-উত্তর গুলি অনুসরণ করতে পারো।
⬕ সঠিক উত্তর নির্বাচন করো (Poribesh o Bigyan):
1.তড়িৎ আধান পরিমাপের একক – ভোল্ট / ডাইন / কুলম্ব / অ্যাম্পিয়ার।
উঃ- কুলম্ব।
2. একটি 3 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তা হল- 9.8 N / 24.9 N / 29.4 N / 29.4 dyn
উঃ- 29.4 N
3. কোনো পরমানু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে পরমানুটি আহিত হয়- ঋণাত্মক / ধনাত্মক / প্রশম / সবকটি আধানে।
উঃ- ধনাত্মক আধানে।
4. কোনো পরমানু ইলেকট্রন গ্রহণ করলে পরমানুটি আহিত হয়- ঋণাত্মক / ধনাত্মক / প্রশম / সবকটি আধানে।
উঃ- ঋণাত্মক আধানে।
5. সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ – কমতে থেকে / বাড়তে থেকে / একই থাকে / কোনোটিই নয়।
উঃ- বাড়তে থেকে।
6. কোনো বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে টানে সেই বলকে বলে বস্তুটির- ভর / চাপ / ওজন / ত্বরণ।
উঃ- ত্বরণ।
7. অ্যানায়ন হল – ধনাত্মক আধানযুক্ত পরমানু / ঋণাত্মক আধানযুক্ত পরমানু / প্রোটন / নিউক্লিয়াস।
উঃ- ঋণাত্মক আধানযুক্ত পরমানু ।
8. দুটি বস্তুর মধ্যেকার দূরত্ব প্রাথমিকের অর্ধেক করলে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল প্রাথমিকের তুলনায়- অর্ধেক হয় / দ্বিগুণ হয় / চারগুন হয় / এক – চতুর্থাংশ হয় ।
উঃ- চারগুন হয়।
9. বস্তুর যে বলের প্রভাবে উপর থেকে নীচে পড়লে ত্বরণ হয়, তা হল- অভিকর্ষজ বল / তড়িৎ বল / চৌম্বক বল / নিউক্লিয় বল ।
উঃ- অভিকর্ষজ বল।
10. SI তে অভিকর্ষজ ত্বরণের মান- 98 m/s2 , 9.8 m/s2 , 0.98 m/s2 , 0.098 m/s2
উঃ- 9.8 m/s2
⬕ অতিসংক্ষিপ্ত প্রশ্ম-উত্তর (Poribesh o Bigyan):
1.একটি পরমানুর নাম লেখো যেখানে কোনো নিউট্রন কণা নেই?
উঃ- হাইড্রোজেন।
2. একই জাতের তড়িৎ আধান পরস্পরকে _________করে। (শূন্যস্থান পূরণ করো)
উঃ- বিকর্ষণ ।
3. ভিন্ন জাতের তড়িৎ আধান পরস্পরকে _________করে। (শূন্যস্থান পূরণ করো)
উঃ- আকর্ষন।
4. SI তে আধান পরিমাপের একক কি ?
উঃ- কুলম্ব।
5. কাঁচকে সিল্ক দিয়ে ঘষলে কোনটি ধনাত্মক (+) আধানে আহিত হয়?
উঃ- কাঁচ ধনাত্মক আধানে এবং সিল্ক ঋণাত্মক আধানে আহিত হয়।
6. স্থির তড়িৎ কাকে বলে?
উঃ- ঘর্ষণের ফলে কোনো বস্তুতে সৃষ্টি হওয়া তড়িৎ কে স্থির তড়িৎ বলে।
7. পরমানু নিস্তড়িৎ কেন?
উঃ- একটি পরমানুতে প্রোটনগুলির মোট আধানের পরিমান ওই পরমানুর ইলেকট্রনগুলির মোট ঋণাত্মক আধানের পরিমান সমান। ফলে একটি পরমানুর মোট আধানের মান শূন্য হয় এবং পরমানু নিস্তড়িৎ হয়।
8. চাঁদে কোনো বস্তুর ওজন 24 কেজি ভার হলে পৃথিবীতে ওই বস্তুর ওজন কত হবে?
উঃ- 144 কেজি ভার।
9. ভরসংখ্যা কাকে বলে?
উঃ- পরমানুর মধ্যে অবস্থিত নিউট্রন ও প্রোটন সংখ্যার যোগফলকে ভরসংখ্যা বলে।
10. রেশমকে এবোনাইট দ্বারা ঘর্ষণ করলে, এবোনাইটে কী ধরনের আধান উৎপন্ন হয়?
উঃ- ঋণাত্মক আধান।
11. পরমানুর ঋণাত্মক আধানযুক্ত কণার নাম কী?
উঃ-ইলেকট্রন।
12. পরমানুর ধনাত্মক আধানযুক্ত কণার নাম কী?
উঃ- প্রোটন।
13. পরমানুর নিউক্লিয়াস কী?
উঃ- পরমানুর কেন্দ্রে একত্রে নিউট্রন ও প্রোটনগুলি জোটবদ্ধ অবস্থায় থাকে, এই কেন্দ্রটির নাম নিউক্লিয়াস।
14. তড়িৎ আবেশ কি?
উঃ- কোনো তড়িদাহিত বস্তুর উপস্থিতির কারণে একটি নিস্তড়িৎ বস্তুর দুই প্রান্তে বিপরীত তড়িৎ এর সমাবেশ ঘটার এই ঘটনাকে বলে তড়িৎ আবেশ।
15. কোন বিজ্ঞানী প্রথম তড়িতের প্রকৃতি সম্বন্ধে ধারনা দেন?
উঃ- বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন।
16. অভিকর্ষ কাকে বলে?
উঃ- পৃথিবী ও পৃথিবীর আশেপাশে থাকা অন্য কোনো বস্তুর মধ্যে যে মহাকর্ষ বল ক্রিয়া করে তারই নাম অভিকর্ষ।
আরও দেখুনঃ অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান “বল ও চাপ” (প্রথম অধ্যায়) প্রশ্ম-উত্তর | Poribesh o Bigyan Class 8
⬕ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম-উত্তর (Poribesh o Bigyan):
1.কুলম্বের সূত্রটি ব্যাখ্যা করো।
উঃ- দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বিন্দু আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং আধান দুটির মধ্যেকার দূরত্বের বর্গের ব্যাস্তানুপাতিক হয়।
F=K\frac{q_1\times q_2}{r^2}\\q_1 \;এবং\;q_2 \; হল\;বিন্দু\;আধান\;দুটির\;আধানের\; পরিমান,\; r\;হল\;আধান\;দুটির\;মধ্যেকার \;দূরত্ব।
2. অবাধে পতনশীল বস্তুর সূত্রগুলি লেখো। অথবা, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিয়োর সূত্রগুলি লেখো।
উঃ- স্থির অবস্থা থেকে বাধাহীনভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও তিনটি সূত্র বলে গিয়েছেন। সূত্রগুলি নীচে দেওয়া হল-
(i) একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তুই সমান দ্রুততায় নীচে নামে।
(ii) সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও বাড়তে থাকে।
(iii) সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্বও বাড়ে।
3. মহাকর্ষ বল সংক্রান্ত গাণিতিক সম্পর্কটি লেখো এবং সর্বজনীন মহাকর্ষ ধ্রুবকের SI এককটি উল্লেখ করো।
উঃ- বিজ্ঞানী আইজ্যাক নিউটন মহাকর্ষ বল সংক্রান্ত গানিতিক সম্পর্ক প্রকাশ করেছিলেন । নীচে গাণিতিক সম্পর্কটি দেওয়া হল-
F=G.\frac{m_1\times m_2}{d^2}\\যেখানে\; F= মহাকর্ষ\;বল, m_1\;ও\; m_2\;বস্তুকণাদুটির\;ভর, \\d=বস্তুকণাদুটির \;মধ্যে\;সরলরেখা\; বরাবর\; দূরত্ব।
4. যে বস্তুর ওজন পৃথিবীপৃষ্ঠে 60 N, চাঁদে তার আপাত ওজন কত হবে?
উঃ- 10 N
5. মুক্তিবেগ বলতে কী বোঝায়?
উঃ- কোনো বস্তুকে যে বেগে ওপরের দিকে ছুড়লে বস্তুটি পৃথিবীর অভিকর্ষ বলের বাইরে চলে যায়, সেই বেগকে বলে মুক্তিবেগ। এর মান 11.2 km/s
6. আধান পরিমাপের একক ই. এস. ইউ (esu) বা স্ট্যাটকুলম্ব এর সংজ্ঞা দাও।
উঃ- যদি একই পরিমান সমআধানযুক্ত দুটি বিন্দুআকৃতির বস্তুকে শূন্যস্থানে পরস্পর থেকে 1 সেমি দূরত্বে রাখা হয় তবে বস্তুদুটির মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করবে। যদি এই বিকর্ষণ বলের মান 1 ডাইন হয় তাহলে বলা হয় যে বস্তুদুটির প্রতিটির আধানের পরিমান 1 ই. এস. ইউ (esu) বা 1 স্ট্যাটকুলম্ব।
7. একটি পরমানু কত ধরনের কণা দিয়ে তৈরী ও কী কী?
উঃ- একটি পরমানু তৈরী হয় তিনধরনের কণা দিয়ে- ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন।
8. অভিকর্ষজ ত্বরণ কাকে বলে?
উঃ- অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল কোনো বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে।
9. দেখাও যে একক ভরের বস্তুর ওপর অভিকর্ষ বলের মান ও অভিকর্ষ ত্বরণের মান সমান।
উঃ- নিউটনের গতিসূত্র অনুযায়ী, বল = ভর ✕ ত্বরণ (F=m x a), যেখানে F হলো বল, m হলো ভর আর a হলো ত্বরণ।
F=m\times a \;এখানে\;F\;হলো\;m\;ভরের\;বস্তুর\; ওপর\; অভিকর্ষ\; বল, \\যার\; মান\; \frac{GMm}{R^2}\\ \therefore\; \frac{GMm}{R^2}=m\times a\\বা, a=\frac{GM}{R^2}=g \;[যেখানে\; g=\frac{GM}{R^2}]
অতএব, দেখা গেল যে একক ভরের বস্তুর ওপর অভিকর্ষ বলের মান ও অভিকর্ষ ত্বরণের মান সমান।
10. সমান ভরের দুটি বস্তুকণার একটিকে অপরিবর্তিত রেখে অপরটির ভর 3 গুণ করা হলো। তাদের মধ্যে দূরত্ব পূর্বের 5 গুণ করা হলো। তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল পূর্বের কতগুণ হলো?
উঃ- ধরা যাক, বস্তুকণাদুটির প্রতিটির ভর ছিল m একক ও তাদের মধ্যে দূরত্ব ছিলো d একক।
অতএব, তাদের মধ্যে ক্রিয়াশীল বল,
F_1=G\frac{m\times m}{d^2}=G\frac{m^2}{d^2}
দ্বিতীয় ক্ষেত্রে তাদের মধ্যে ক্রিয়াশীল বল,
F_2=G\frac{m \times 3m}{(5d)^2}=\frac{3}{25}G\frac{m^2}{d^2}=\frac{3}{25}F_1
∴ বস্তুকণা দুটির মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল পূর্বের 3/25 গুণ হবে।
আমাদের ওয়েবসাইটে প্রকাশিত এই রকম গুরুত্বপূর্ণ পোস্টের সরাসরি আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram , চ্যানেল জয়েন করুন।
আরও দেখুনঃ
- গ্রুপ-১৬ মৌলসমূহ MCQ দ্বাদশ শ্রেণী- রসায়ন (Sem-III) | Group-16 Elements MCQ Class 12 Chemistry
- গ্রুপ-১৫ মৌলসমূহ MCQ-দ্বাদশ শ্রেণীর রসায়ন | Group-15 Elements Class 12 Chemistry Chapter 2 MCQ
- পদার্থের অবস্থা-কঠিন ও গ্যাসীয় MCQ প্রশ্ম উত্তর | States of Matter-Solid and Gases | Chemistry Class 11 Chapter 5 MCQ
- Vidyasagar Science Olympiad 2025 Layer-1 Result | বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়ার্ড 2025
- রাসায়নিক বন্ধন- MCQ একাদশ শ্রেণী Semester- I | Chemical Bonding Chemistry Class 11 Chapter 4 MCQ