Madhyamik Physical Science Suggestion 2025: আসন্ন ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞান বিষয় এক অতি গুরুত্বপূর্ণ বিষয়। তাই যে সমস্ত ছাত্র-ছাত্রী আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কথা মাথায় রেখে ভৌতবিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায়ের ” পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন (Inorganic Chemistry)” (Madhyamik Physical Science Suggestion 2025 Chapter 8.4) থেকে সাজেশন তৈরি করে দেওয়া হলো। এই অধ্যায় থেকে কত নম্বরের কতগুলি প্রশ্ম আসবে তাও নিচে দেওয়া আছে। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা ভৌতবিজ্ঞান বিষয়ের পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন অধ্যায়ের এই প্রশ্মগুলি প্র্যাকটিস করতে পারো।
⬕ মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের অন্যান্য অধ্যায়ের সাজেশন ২০২৫:
- মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের মক টেস্ট দিন | Madhyamik Life Science Mock Test
- মাধ্যমিক ভৌতবিজ্ঞান মক টেস্ট | Madhyamik Physical Science Mock Test
- উত্তরসহ ২০২২ মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র | Physical science Solved paper 2022
- মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় | Madhyamik Life Science Chapter 1 VSAQ
- মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ অজৈব রসায়ন | Physical Science Suggestion 2025 Chapter 8.4
⬕ Madhyamik Physical Science Suggestion 2025: Marks Distribution
MCQ | VSAQ | SAQ | LAQ | Total |
1 x 1 = 1 | 1 x 2 = 2 | 2 x 1 = 2 | 3 x 1 = 3 | 8 |
⬕ সঠিক উত্তরটি নির্বাচন করো (MCQ):
1. অ্যাজোট বলা হয় যে গ্যাসকে সেটি হল- অ্যামোনিয়া / নাইট্রোজেন / হাইড্রোজেন সালফাইড / a, c উভয়েই
2. H2S গ্যাসের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়- অ্যামোনিয়া / লঘু ক্লোরিন গ্যাস / গাঢ় ক্লোরিন গ্যাস / গাঢ় H2SO4
3. নেসলার দ্রবণ দ্বারা শনাক্ত করা হয় যে গ্যাসটিকে সেটি হল-
N2/ HCl / H2S / NH3
4. নিম্নলিখিত কোন্ পদার্থের মিশ্রণ হেবার পদ্ধতিতে উদ্দীপক রূপে ব্যবহৃত হয়?
Fe2O3 + Al2O3 / Fe2O3 + K2O / Al2O3 + K2O / K2O+Cr2O3
5. কমলা বর্ণের আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S গ্যাস পাঠালে দ্রবণের অন্তিম বর্ণ কী হবে? নীল / সবুজ / সাদা / লাল
6. যে গ্যাসটি বাতাসে নীল শিখায় জ্বলে সেটি হল- H2S / N2 / NH3 / NH3
7. নাইট্রোজেনের কোন্ অক্সাইডটি অক্সিজেনের সংস্পর্শে এসে বাদামি বর্ণ ধারণ করে?
N2O / NO / NO2 / N2O3
8. H2S ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ তৈরি করে – এক ধরনের / তিন ধরনের / দুই ধরনের / চার ধরনের
9. লাইকার অ্যামোনিয়াতে অ্যামোনিয়ার পরিমাণ-
17% / 34% / 35% / 40%
10. নীচের কোন্ ধাতুটি অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে অ্যামাইড যৌগ গঠন করে?
Al / Cu / Mg / Na
11. অ্যামোনিয়ার ধর্ম হল – ক্ষারীয় / প্রশম / আম্লিক / উভধর্মী
12. H2S সোডিয়াম নাইট্রোপ্রুসাইডের সংস্পর্শে এলে দ্রবণের বর্ণ কী হয়? সবুজ / কালো / বেগুনি / সাদা
13. কালাজ্বরের ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত হয়- অ্যামোনিয়া / ইউরিয়া / হাইড্রোজেন সালফাইড /সালফিউরিক অ্যাসিড
14. লা ব্ল্যাঙ্ক পদ্ধতিতে HCI প্রস্তুতির কাঁচামাল হল-
NaCl ও গাঢ় H2SO4 / Na2SO4 ও NH4Cl / NH4Cl ও গাঢ় H2SO4 / CaCl2, HNO3
15. কোল্ড স্টোরেজে হিমায়ক রূপে ব্যবহৃত গ্যাসটি হল- NH3 / H2S / HCl / N2
16. নাইট্রোলিম হল কার্বনের সঙ্গে কোন পদার্থের মিশ্রণ- ক্যালশিয়াম সায়ানাইড
/ ক্যালশিয়াম আইসোসায়ানাইড / ক্যালশিয়াম সায়ানেট / ক্যালশিয়াম সায়ানামাইড
17. হেবার পদ্ধতিতে NH3 প্রস্তুতিতে অনুঘটকে ব্যবহৃত হয়- লৌহচূর্ণ / পটাশিয়াম অক্সাইড / মলিবডেনাম / অ্যালুমিনিয়াম অক্সাইড
18. অওয়ার্ল্ড পদ্ধতিতে বিকারকরূপে ব্যবহৃত হয়-
HCI / NH3 / H2SO4 / HNO3
19. পাইরোসালফিউরিক অ্যাসিডের সংকেত- H2S2O8 / H2S2O6 / H2S2O7 / H2S2O5
⬕ অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম (VSAQ):
1. একটি নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম লেখো।
2. স্মেলিং সল্টের সংকেত কী?
3. বজ্রপাতের সময় বায়ুর O2 ও N2 পরস্পর যুক্ত হয়ে কী উৎপন্ন করে?
4. ক্যালশিয়াম সায়ানামাইডের আর্দ্রবিশ্লেষণে কী পাওয়া যায়?
5. লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার সময় কী ধরনের সাবধানতা অবলম্বন করা হয়?
6. নাইট্রিক অ্যাসিডের নিরুদকের নাম লেখো।
7. ফোয়ারা পরীক্ষার সাহায্যে কী প্রমাণ করা হয়?
৪. অ্যামোনিয়া থেকে প্রস্তুত এমন একটি অজৈব সারের উদাহরণ দাও।
9. 400°C উন্নতায় উত্তপ্ত সোডিয়ামের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
10. H2S-এর জলীয় দ্রবণে ফেনলপ্থ্যালিন দিলে দ্রবণের বর্ণ কী হবে?
11. H2S ও NaOH-এর বিক্রিয়ায় উৎপন্ন অ্যাসিড লবণটির সংকেত কী?
12. একটি অ-জলীয় দ্রাবকের উদাহরণ দাও।
13. নেলসার বিকারক কী?
14. ওলিয়াম কী?
15. ধাতব মূলক শনাক্তকরণে H2S-এর কোন ধর্মের প্রয়োগ করা হয়?
16. একটি গ্যাসীয় পদার্থের নাম লেখো যা ঠান্ডা জলে দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য।
17. H2SO4-এর শিল্প প্রস্তুতিতে SO2 উৎপাদনের জন্য কোন্ খনিজকে বায়ুতে দহন করা হয়?
18. স্পর্শ পদ্ধতিতে প্রথম ধাপে উৎপন্ন SO2 গ্যাসের বিশুদ্ধতা কীভাবে নির্ণয় করা যায়?
19. বজ্রপাতের ফলে কোন্ অ্যাসিড উৎপন্ন হয়?
20. ‘100% ওলিয়াম’—এর অর্থ কী?
[আরও দেখুনঃ মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ পরমানুর নিউক্লিয়াস | Physical Science Suggestion 2025 Chapter 7]
⬕ নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখোঃ
1. CuSO4-এর জলীয় দ্রবণে অতিরিক্ত অ্যামোনিয়া গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ নীল হয়।
2. অ্যামোনিয়ার জারণ ও বিজারণ উভয় ধর্ম বর্তমান।
3. P2O5 দিয়ে H2S-কে শুষ্ক করা যায়।
4. কর্নিয়া সংরক্ষণে তরল নাইট্রোজেন ব্যবহৃত হয়।
5. 98% গাঢ় HCI-কে ওলিয়াম বলে।
⬕ শূন্যস্থান পূরণ করো :
1. অ্যামোনিয়া________শিখাসহ জ্বলে।
2. ওলিয়ামের রাসায়নিক নাম হল________।
3. _______ও ফেনলপ্থ্যালিন মিশে বিলীয়মান রং তৈরি হয়।
4. অনেক সময় উয়প্রস্রবণ থেকে সালফারঘটিত যে গ্যাসটি নির্গত হয় সেটি হল______
5. N2 গ্যাস জলের______ অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়।
6. ________লেড অ্যাসিটেট সিক্ত কাগজকে কালো করে।
⬕ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (SAQ), প্রতিটি প্রশ্নের মান-2
1. কী ঘটবে সমীকরণসহ লেখো :
(a) উত্তপ্ত কিউগ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হল।
(b) FeCl3-র জলীয় দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করা হল।
(c) কপার সালফেটের জলীয় দ্রবণের মধ্য দিয়ে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করা হল।
(d) কস্টিক সোডার সঙ্গে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়া ঘটানো হল।
(e) আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্য দিয়ে H2S গ্যাস চালনা করা হল।
(f) উত্তপ্ত সোডিয়াম ধাতুর উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হল।
2. কোথাও অ্যামোনিয়া গ্যাসের ট্যাঙ্কার লিক হলে তুমি কী কী পদক্ষেপ গ্রহণ করবে?
3. পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির বিক্রিয়ার শর্ত রাসায়নিক সমীকরণসহ লেখো।
4. অ্যামোনিয়া থেকে কীভাবে ইউরিয়া প্রস্তুত করবে?
5. হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির নীতি সমীকরণসহ লেখো।
6. অ্যামোনিয়ার জারণ, ধর্মের সপক্ষে উদাহরণ দাও।
7. পরীক্ষাগারে H2S গ্যাস প্রস্তুতির নীতি সমীকরণসহ লেখো।
৪. তৈলচিত্র দীর্ঘদিন বায়ুতে রাখলে কালো হয়ে যায় কেন?
9. স্পর্শ পদ্ধতিতে SO2-র জারণের জন্য প্ল্যাটিনাম অনুঘটক ব্যবহারের একটি সুবিধা এবং একটি অসুবিধা লেখো।
10. স্পর্শ পদ্ধতিতে উৎপন্ন SO3 গ্যাসকে জলের পরিবর্তে 98% H2SO4 দ্বারা শোষণ করানো হয় কেন? 11. অসওয়াল্ড পদ্ধতিতে অ্যামোনিয়ার জারণের ফলে উৎপন্ন নাইট্রিক অক্সাইড গ্যাসকে অনুঘটকের সংস্পর্শে বেশিক্ষণ রাখা হয় না কেন?
12. কী ঘটে যখন আম্লিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে H2S গ্যাস চালনা করানো হল।
13. উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে H2S একটি বিজারক দ্রব্য।
14. ট্রাম গাড়ির পেটোগ্রাফের তারের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় বাদামি গ্যাস উৎপন্ন হয় কেন?
⬕ দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন (LAQ) : প্রতিটি প্রশ্নের মান-3
1. নাইট্রোলিম কী? এটি কীভাবে প্রস্তুত করা হয় সমীকরণ সহ লেখো।
2. নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম নাইট্রাইটের গাঢ় জলীয় দ্রবণ সরাসরি উত্তপ্ত না করে সমআণবিক অনুপাতে মিশ্রিত অ্যামোনিয়াম ক্লোরাইড ও সোডিয়াম নাইট্রাইটের মিশ্র গাঢ় জলীয় দ্রবণ উত্তপ্ত করা হয় কেন? সমিত সমীকরণসহ উত্তর দাও।
3. স্পর্শ পদ্ধতিতে H2SO4-এর শিল্প প্রস্তুতির নীতি ও সমীকরণ লেখো।
4. অসওয়াল্ড পদ্ধতিতে HNO3-এর শিল্প প্রস্তুতির নীতি ও সমীকরণ লেখো।
5. ওলিয়ামের সংকেত লেখো। ওলিয়াম থেকে কীভাবে H2SO 4 তৈরি করবে?
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram Channel ও Whatsapp Channel জয়েন করুন।
Latest Posts:
- মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের মক টেস্ট দিন | Madhyamik Life Science Mock Test
- মাধ্যমিক ভৌতবিজ্ঞান মক টেস্ট | Madhyamik Physical Science Mock Test
- উত্তরসহ ২০২২ মাধ্যমিক ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র | Physical science Solved paper 2022
- মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় | Madhyamik Life Science Chapter 1 VSAQ
- মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ অজৈব রসায়ন | Physical Science Suggestion 2025 Chapter 8.4