মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ জৈব রসায়ন 

Madhyamik Physical Science Suggestion 2025 Chapter 8.3

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ তড়িৎ প্রবাহ

Madhyamik Suggestion 2025 Physical Science Chapter 2

Madhyamik Suggestion 2025 | ভৌতবিজ্ঞান সাজেশন- গ্যাসের আচরন (দ্বিতীয় অধ্যায়)

Last Updated on October 25, 2024 by Science Master

Madhyamik Suggestion 2025: আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ভৌতবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় ” গ্যাসের আচরন ” থেকে সাজেশন (Madhyamik Suggestion 2025 Physical Science Chapter 2) তৈরি করা হল। বিগত বছরের টেস্ট পেপার ঘঁটে এই সাজেশন তৈরি করা হয়েছে। যেসমস্ত ছাত্র-ছাত্রী আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ভৌতবিজ্ঞান বিষয়ের এই সাজেশন কাজে লাগবে। এখানে সমস্ত ধরনের প্রশ্ম সঠিক উত্তর নির্বাচন, শূন্যস্থান পূরণ, অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত উত্তরধর্মী দেওয়া আছে। ছাত্র-ছাত্রীরা ভৌতবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় ” গ্যাসের ” আচরন থেকে এই সাজেস্টিভ প্রশ্মগুলি প্র্যাকটিস করে নিতে পারো।

MCQVSAQSAQLAQTotal
1 x 1 = 11 x 2 = 22 x 1 = 23 x 1 = 38
Madhyamik Suggestion 2025

  1. কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরন করে- উচ্চ চাপ ও উচ্চ উষ্ণতায় / উচ্চ উষ্ণতা ও নিন্মচাপে / নিন্মচাপ ও নিন্ম উষ্ণতায় / নিন্ম উষ্ণতা ও উচ্চ চাপে।
  2. বয়েল ও চার্লস উভয় সূত্রের মধ্যে কোন ভৌত রাশিটি ধ্রুবক- গ্যাসের ভর / গ্যাসের চাপ / গ্যাসের আয়তন / গ্যাসের উষ্ণতা।
  3. সকল আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয় যখন সেটির উষ্ণতা – 0oC / -273oC / 273oC / 100oC
  4. SI পদ্ধতিতে গ্যাসীয় পদার্থের চাপের একক – নিউটন/বর্গমিটার , নিউটন/বর্গসেমি , ডাইন/বর্গসেমি, ডাইন/বর্গমিটার।
  5. স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ অর্ধেক করলে আয়তন হবে পূর্বের- অর্ধেক / এক-তৃতীয়াংশ / দ্বিগুণ / তিন গুন।
  6. বয়েলের সূত্রে P-V লেখচিত্রের প্রকৃতি হল- সরলরেখা / বৃত্ত / অধিবৃত্ত / সমপরাবৃত্ত।
  7. স্থির উষ্ণতায় গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক হল- সমানুপাতিক / ব্যস্তানুপাতিক / দ্বিগুণ / সমান।
  8. বয়েলের সূত্রে PV-P লেখোচিত্র কোনটি? madhyamik suggestion 2025
  9. 11.2 L কোনো আদর্শ গ্যাসের জন্য STP তে PV এর মান কত? 2 RT / RT / 0.5 RT / 11.2 RT
  10. উষ্ণতার পরম স্কেলে জলের হিমাঙ্কের মান কত? 100 K / 373 K / 273 K / 173 K

আরও দেখুনঃ Mahyamik Suggestion 2025 | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫: প্রথম অধ্যায়

  1. স্থির চাপে কোন উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়?
  2. উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসীয় পদার্থের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়। (সত্য/ মিথ্যা লেখো)
  3. বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক কোনটি?
  4. খুব উচ্চ চাপ ও নিন্ম উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। (সত্য / মিথ্যা লেখো)
  5. স্থির উষ্ণতায় গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক। (সত্য / মিথ্যা লেখো)
  6. স্থির চাপে কত ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় চার্লস সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে?
  7. PV=(W/M)RT সমীকরনটিতে M এর একক কী?
  8. নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান। (সত্য / মিথ্যা লেখো)
  9. চার্লস সূত্র অনুসারে V বনাম T লেখচিত্রের প্রকৃতি কী?
  10. SI পদ্ধতিতে চাপের একক কী?
  11. চার্লসের সূত্রের ধ্রুবক কী কী?
  12. -2730C উষ্ণতায় আদর্শ গ্যাসের অণুর গতিশক্তি ____হয়। (শূন্যস্থান পূরণ করো)
  13. বয়েলের সূত্রে ধ্রুবক হল গ্যাসের ____এবং ____। (শূন্যস্থান পূরণ করো)
  14. গ্যাস অণুর গতিশক্তি তার পরম উষ্ণতার ____হয়। (শূন্যস্থান পূরণ করো)
আরও দেখুন:  মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ আলো | Physical Science Suggestion 2025 Chapter 5

  1. আদর্শ গ্যাসের ধর্ম থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণগুলি কী কী?
  2. চার্লসের সূত্র থেকে পরম শূন্যের ধারনা দাও ।
  3. উষ্ণতার পরম স্কেলে চার্লসের সূত্রটি বিবৃত করো।
  4. গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখো। অ্যাভোগাড্রো সূত্রটি লেখো।
  5. উষ্ণতার পরম স্কেল কাকে বলে? এর সঙ্গে সেলসিয়াস স্কেলের সম্পর্ক কী?
  6. বয়েল ও চার্লসের সূত্রের সমম্বয় রূপটি প্রতিষ্ঠা করো।
  7. 0oC উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হল। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে?
  8. স্থির চাপে কোণো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0oC থেকে 546oC উষ্ণতায় উত্তপ্ত করা হল । গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত?
  9. STP তে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 273 cm3 আয়তন অধিকার করে। কত চাপে 27oC উষ্ণতায় ওই গ্যাসটি 300 cm3 আয়তন অধিকার করবে?
  10. 27oC উষ্ণতায় ও 700 mmHg চাপে 32g O2 ও 44g CO2 গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অণুপাত নির্ণয় করো। (C=12, O=16)
আরও দেখুন:  মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ অজৈব রসায়ন | Physical Science Suggestion 2025 Chapter 8.4
  1. বয়েলের সূত্রটি বিবৃত করো। বয়েলের সূত্র থেকে P বনাম V লেখচিত্র অঙ্কন করো।
  2. চার্লসের সূত্রটি বিবৃত করো ও ব্যাখ্যা করো।
  3. একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV=KT সম্পর্কটি প্রতিষ্ঠা করো।
  4. বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রো সূত্রের ওপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো।
  5. বয়েল ও চার্লসের সূত্র বিবৃতির সময় নির্দিষ্ট ভরের গ্যাসের উল্লেখ থাকে কেন? গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
  6. প্রমান করো স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ গ্যাসটির পরম উষ্ণতার সমানুপাতিক।
  7. অ্যাভোগাড্রো প্রকল্পটি বিবৃত করো। আদর্শ গ্যাস কাকে বলে?
  8. গ্যাসের গতিতত্বের স্বীকার্য গুলি লেখো।
  9. R এর মাত্রা নির্ণয় করো। CGS পদ্ধতিতে এর মান লেখো।
  10. 760 mm Hg চাপে 327oC উষ্ণতায় একটি গ্যাস 80 লিটার আয়তন আধিকার করে। উষ্ণতা স্থির রেখে চাপ বৃদ্ধি করে 4 atm করলে ওই গ্যাসের আয়তন কত হবে নির্ণয় করো।
  11. 0oC উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ এবং আয়তন অর্ধেক করা হল। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে?
  12. 0oC থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে ওর চাপ ও আয়তন উভয়েই দ্বিগুণ বৃদ্ধি পায়। গ্যাসের অন্তিম উষ্ণতা কত?
  13. একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 90 cm Hg চাপে আয়তন 500 cm3 হলে, ওই উষ্ণতায় এবং 60 cm Hg চাপে গ্যাসটির আয়তন কত হবে?
  14. 4 atm চাপে ও 300 K উষ্ণতায় 8 g H2 গ্যাসের (H=1) আয়তন কত হবে? (R=0.082 L atm mol-1 K-1)
  15. নির্দিষ্ট ভরবিশিষ্ট কোনো গ্যাসকে নির্দিষ্ট চাপে 0oC থেকে 30oC এ উত্তপ্ত করা হল, গ্যাসটির 0oC এবং 30oC এ আয়তনের অনুপাত নির্ণয় করো।
  16. STP তে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 273 cm3 আয়তন অধিকার করে। কত চাপে 27oC উষ্ণতায় ওই গ্যাসটি 300 cm3 আয়তন অধিকার করবে?
আরও দেখুন:  মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ রাসায়নিক গণনা | Madhyamik Physical Science Suggestion 2025

স্কলারশিপ সংক্রান্ত এই রকম গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top