Madhyamik PPR PPS 2025: মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষনা হওয়ার পরপরই মধ্যশিক্ষা পর্ষদ থেকে আরও এক বিজ্ঞপ্তি প্রকাশ করল। যেসমস্ত পরীক্ষার্থী লিখিত উত্তরপত্রের স্ক্রটনি বা রিভিউ ( Madhyamik PPR PPS 2025) করতে চায় তাদের জন্যেই এই বিজ্ঞপ্তি প্রকাশ। লিখিত উত্তরপত্রের স্ক্রটনি বা রিভিউ প্রক্রিয়া উভয়েই অনলাইনে হবে। এর জন্য ফলাফল ঘোষনার দিন অর্থাৎ ২ মে ২০২৫ বিকেল ৪ টে থেকেই এক ওয়েবসাইট চালু করা হয়েছে যেখান থেকে লিখিত উত্তরপত্রের স্ক্রটনি বা রিভিউ আবেদন করা যাবে। ওয়েবসাইটটি হল-
www.wbbsedata.com
তবে পরীক্ষার্থীরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে না। আবেদন করতে হলে স্কুলের মাধ্যমেই তা করতে হবে। এর জন্য পরীক্ষার্থীদের স্কুলের হেডমাস্টারকে সাদা কাগজে লিখিত আবেদন করতে হবে। আর এতে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর এবং কোন কোন বিষয়ে স্ক্রটনি বা রিভিউ করতে চায় তা স্পস্ট লেখা থাকতে হবে। সঙ্গে দিতে হবে মার্কশিটের জেরক্স এবং প্রয়োজনীয় ফি।
আরও দেখুন: West Bengal HS Result 2025 Direct Link | দেখুন উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২৫
স্ক্রটনি এবং রিভিউ (Madhyamik PPR PPS 2025) কিছু গুরুত্বপূর্ণ নির্দেশাবলীঃ
- শুধুমাত্র পাশ করা পরীক্ষার্থীরা উত্তরপত্রের স্ক্রটনির (PPS) জন্য আবেদন করতে পারবে।
- ফেল করা পরীক্ষার্থীরা উত্তরপত্রের রিভিউ (PPR) জন্য আবেদন করতে পারবে।
- আবেদনের পুরো প্রক্রিয়া অনলাইনে হবে এবং তা স্কুল থেকেই করতে হবে।
- লিখিত আবেদনের সঙ্গে মার্কশিটের জেরক্স কপি এবং প্রয়োজনীয় ফি দিতে হবে।
- উত্তরপত্রের স্ক্রটনি বা রিভিউ এর অফলাইন আবেদন গ্রহণযোগ্য হবে না।
- PPR এর ক্ষেত্রে উত্তরপত্রের মূল্যায়ন করা হবে কিন্তু PPS এর ক্ষেত্রে শুধুমাত্র মোট নম্বরের যোগফল মূল্যায়ন করা হবে।
Madhyamik PPR PPS 2025 সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং Fees :
Madhyamik PPR PPS 2025 Application Starts date | 2 May 2025 from 4 pm |
PPR Fees | 100 per Subject |
PPS Fees | 80 per Subject |
Website | https://wbbsedata.com/ |
Last date of Application | 17 May 2025 till 5 pm |
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram Channel ও Whatsapp Channel জয়েন করুন।
Latest Posts:
- অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি (নবম অধ্যায়)-অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর | Class 8 Poribesh Bigyan Chapter 9
- ANM GNM Exam 2025: অনলাইন আবেদন, যোগ্যতা, শেষ তারিখ
- p-Block Elements MCQ | ক্লাস 11 রসায়ন প্রশ্ম-উত্তর
- s-Block Elements MCQ | s-ব্লক মৌলসমূহ | একাদশ শ্রেণী | রসায়ন
- WB NMMSE Scholarship 2025 | স্কলারশিপ ১২০০০ টাকা! আবেদন পদ্ধতি, ডকুমেন্টস, সিলেবাস
মাধ্যমিকে কারা রিভিউ এবং কারা স্কুটনি করতে পারবে?
পাশ করে থাকলে স্কুটনি (PPS) এবং ফেল করে থাকলে রিভিউ (PPR) করতে পারবে।
মাধ্যমিকের রিভিউ এবং স্কুটনি করতে কত টাকা লাগবে?
রিভিউ করার জন্য ১০০ টাকা স্কুটি করার জন্য ৮০ টাকা লাগবে
মাধ্যমিক স্কুটনি বা রিভিউ এর জন্য কোথায় আবেদন করতে হবে?
নিজে নিজে বিদ্যালয়ের হেডমাস্টার মহাশয়ের কাছে আবেদন করতে হবে।
স্কুটনি বা রিভিউ এর জন্য ছাত্র-ছাত্রীরা অনলাইনে আবেদন করতে পারবে?
না।
মাধ্যমিক স্কুটনি এবং রিভিউ এর শেষ তারিখ কবে?
উপরে দেওয়া আছে।