Last Updated on October 25, 2024 by Science Master
Madhyamik Physical Science Suggestion 2025: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞান বিষয়ের উপর সাজেশন তৈরি করা হল। যে সমস্ত ছাত্র-ছাত্রী আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কথা মাথায় রেখে ভৌতবিজ্ঞান বিষয়ের অধ্যায় ” ধাতুবিদ্যা ” (Madhyamik Physical Science Suggestion 2025 Chapter 8.5) থেকে সাজেশন তৈরি করে দেওয়া হলো। এই অধ্যায় থেকে কত নম্বরের কতগুলি প্রশ্ম আসবে তাও নিচে দেওয়া আছে। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা ভৌতবিজ্ঞান বিষয়ের ধাতুবিদ্যা অধ্যায়ের এই প্রশ্মগুলি প্র্যাকটিস করতে পারো।
Physical Science Suggestion 2025: Marks Distribution
MCQ | VSAQ | SAQ | LAQ | Total |
1 x 1 = 1 | 1 x 2 = 2 | 2 x 1 = 2 | 5 |
ভৌতবিজ্ঞান অন্যান্য অধ্যায়ের সাজেশন ২০২৫
- মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় | Madhyamik Life Science Chapter 1 VSAQ
- মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ অজৈব রসায়ন | Physical Science Suggestion 2025 Chapter 8.4
- মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ আয়নীয় ও সমযোজী বন্ধন | Physical Science Suggestion 2025 Chapter 8.2
- মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ পর্যায় সারণি | Physical Science Suggestion 2025 Chapter 8.1
- মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ চলতড়িৎ | Physical Science Suggestion 2025 Chapter 6
⬕ সঠিক উত্তর নির্বাচন করো (MCQ): প্রতিটি প্রশ্মের মান- 1
1. কোন মৌলটি জার্মান সিলভারে থাকে না? তামা / রূপা / সোনা / লোহা।
2. ম্যাগনেলিয়াম ও ডুরালুমিনে সবচেয়ে বেশি পরিমানে থাকে কোন ধাতু? Cu / Mg / Al / Zn
3. নীচের কোন বিক্রিয়াটি ধাতু নিস্কাশন পদ্ধতি নয়? থার্মিট পদ্ধতি / কার্বন বিজারণ / তড়িদবিশ্লেষণ / প্রশমন।
4. নীচের কোন ধাতুটিকে কার্বন বিজারন পদ্ধতিতে নিস্কাশন করা সম্ভব নয়? Pb / Fe / Al / Zn
5. বিমান ও মোটরগাড়ির কাঠামো নির্মানে ব্যবহৃত হয়- লোহা / তামা / দস্তা / অ্যালুমিনিয়াম।
6. আর্দ্র বায়ুতে তামার তৈরি বাসনপত্র ফেলে রাখলে যে বর্ণ ধারন করে তা হল – নীল / সবুজ / লাল / কালো।
7. ডুরালুমিনের প্রধান উপাদান হলো- Al / Mg / Cu / CaO
8. নীচের কোনটি ধাতু নিস্কাশন পদ্ধতি নয়- থার্মিট পদ্ধতি / বিনিময় পদ্ধতি / কার্বন বিজারণ পদ্ধতি / তড়িদবিশ্লেষণ পদ্ধতি।
9. থার্মিট পদ্ধতিতে ব্যবহৃত বিজারক – Fe / Cr / Al / Mn
10. পিতলের উপাদানগুলি হল- Cu, Zn / Fe, Ni / Cu, Sn / Al, Mg
11. স্টেনলেস স্টিলের উপাদানগুলি হল- Fe, Al / Fe, Cr / Fe, Zn / Fe, Sn
12. ক্রায়োলাইটের রাসায়নিক সংকেত- CaF2 / Na3AlF6 / K3AlF6 / KCl.MgCl2
13. কোনটি আকরিক নয়- বক্সাইট / ম্যালাকাইট / জিংক ব্লেণ্ড / পিগ আয়রন।
14. মিটার স্কেল প্রস্তুত করতে ব্যবহার করা হয়- ইস্পাত / কাঁসা / ইনভার / ডুরালুমিন।
15. দাঁতের চিকিৎসায় ব্যবহৃত হয় – Ag-Hg / Sn-Hg / Na-Hg / Zn-Hg
16. আকরিক থেকে ধাতু নিষ্কাশন হল ধাতব যৌগের- জারণ / বিজারণ / অধঃক্ষেপণ / বিনিময় বিক্রিয়া।
17. কার্বন বিজার পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না- Zn / Cu / Fe / Al
18. বাটখারা প্রস্তুত করতে ব্যবহার করা হয়- স্টেনলেস স্টিল / ইনভার / কাঁসা / ডুরালুমিন।
19. ম্যালাকাইট কোন ধাতুর আকরিক- লোহা / দস্তা / অ্যালুমিনিয়াম / তামা।
20. কোনটি আয়রনের সংকর ধাতু- ডুরালুমিন / ম্যাগনেসিয়াম / ইনভার / গানমেটাল।
আরও দেখুনঃ ভৌতবিজ্ঞান বিষয়ের সমস্ত অধ্যায়ের প্রশ্ম-উত্তর। WBBSE Physical Science Class 10
⬕ অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম (VSAQ): প্রতিটি প্রশ্মের মান- 2
1.থার্মিট মিক্সচার কাকে বলে?
2. তড়িৎ বিজারণের সাহায্যে কোন ধাতুগুলি নিস্কাশন করা যায়?
3. থার্মিট পদ্ধতিতে ধাতু নিষ্কাশনে অ্যালুমিনিয়ামের কোন ধর্মকে কাজে লাগানো হয়?
4. লোহাকে _____তড়িৎ ঋণাত্মক ধাতুর সংস্পর্শে রাখলে মরিচা পড়ে না। [শূন্যস্থান পূরণ করো]
5. সংকর ধাতু জার্মান সিলভারের প্রধান উপাদান ______। [শূন্যস্থান পূরণ করো]
6. সবচেয়ে বিশুদ্ধ আয়রন হল ______। [শূন্যস্থান পূরণ করো]
7. ” দার্শনিকের উল ” বলা হয় _______কে। [শূন্যস্থান পূরণ করো]
8. লোহার বিশুদ্ধতা কার্বনের পরিমানের ওপর নির্ভর করে। [সত্য / মিথ্যা]
⬕ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম (SAQ): প্রতিটি প্রশ্মের মান- 2
1.কপার সালফেটের জলীয় দ্রবনে লোহার দণ্ড প্রবেশ করালে কী ঘটবে সমীকরনসহ লেখো।
2. খোলা বাতাসে কপারের ধাতুসংকর নির্মিত পাত্রের উপর সবুজ ছোপ পড়ে কেন?
3. অ্যালুমিনিয়াম ও তামার একটি করে আকরিকের নাম ও সংকেত লেখো।
4. অ্যালুমিনিয়াম পাতে মোড়া আচার খাওয়া উচিৎ নয় কেন?
5. থার্মিট পদ্ধতির নীতি লেখো।
6. থার্মিট পদ্ধতির দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো।
7. বিশুদ্ধ ধাতু অপেক্ষা ধাতুসংকর ব্যবহার করা সুবিধাজনক কেন?
8. খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য লেখো।
9. জিঙ্কের দুটি প্রধান আকরিকের নাম ও সংকেত লেখো।
10. কপারের পাত্রে লেগে থাকা দাগ বা কলঙ্ক পরিস্কার করতে লেবু বা তেঁতুল ব্যবহার করা হয় কেন?
আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram Channel ও Whatsapp Channel জয়েন করুন।
Latest Posts:
- {pdf} WBBSE Holiday List 2025 | মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫
- WBBPE Holiday List 2025 | প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫
- WBBME Holiday List 2025 | মাদ্রাসা শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫
- {pdf} উত্তরসহ মাধ্যমিক ২০২৩ জীবন বিজ্ঞান প্রশ্মপত্র | Madhyamik 2023 Life Science Solved Paper
- অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানঃ কার্বন ও কার্বনঘটিত যৌগ | Poribesh O Bigyan Class 8 Chapter 4