Physical Science Suggestion 2025 Chapter 5

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৫ঃ আলো | Physical Science Suggestion 2025 Chapter 5

Blinking Buttons WhatsApp Telegram

Madhyamik Physical Science Suggestion 2025: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আসন্ন ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় ভৌতবিজ্ঞান বিষয় এক অতি গুরুত্বপূর্ণ বিষয়। তাই যে সমস্ত ছাত্র-ছাত্রী আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কথা মাথায় রেখে ভৌতবিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় ” আলো (Light)” থেকে সাজেশন তৈরি করে দেওয়া হলো। এই অধ্যায় থেকে কত নম্বরের কতগুলি প্রশ্ম আসবে তার নম্বর বিভাজন নিচে দেওয়া আছে। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা ভৌতবিজ্ঞান বিষয়ের আলো অধ্যায়ের এই প্রশ্মগুলি প্র্যাকটিস করতে পারো।

Physical Science Suggestion 2025: Marks Distribution

MCQVSAQSAQLAQTotal
1 x 2 = 21 x 2 = 22 x 1 = 23 x 2 = 612

Madhyamik Physical Suggestion 2025:

◪ সঠিক উত্তরটি নির্বাচন করো ( MCQ ): প্রতিটি প্রশ্মের মান – 1

1. প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মির প্রতিসরণের সময় কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক হয়?

(a) লাল (b) সবুজ (c) বেগুনী (d) হলুদ।

2. অবতল গোলীয় দর্পনের সাপেক্ষে বস্তুর অবস্থান অসীম হলে প্রতিবিম্বের হবে-

(a) বক্রতা কেন্দ্রে (b) অসীমে (c) ফোকাসে (d) ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে।

3. মোটরবাইকে ভিউফাইণ্ডার হিসেবে যে দর্পন ব্যবহার করা হয় তা হল-

(a) অবতল (b) উত্তল (c) সমতল (d) অধিবৃত্তীয়।

4. গোলীয় দর্পনের বক্রতা ব্যাসার্ধ ‘ r ‘ এবং ফোকাস দৈর্ঘ্য ‘ f ‘ এর মধ্যে সম্পর্কটি হল-

(a) f=2r (b) r = 2f (c) r = f (d) r = 3f

আরও দেখুন:  Madhyamik Exam Routine 2026 | মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৬

5. একটি পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে। বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি –

(a) সদ ও অবশীর্ষ (b) অসদ ও অবশীর্ষ (c) সদ ও সমশীর্ষ (d) অসদ ও সমশীর্ষ

6. একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পনের বক্রতা কেন্দ্রে স্থাপিত হল। এই উৎস থেকে দর্পনে আপতিত ও দর্পন থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতি কোণ হল-

(a) 0o (b) 180o (c) 90o (d) 360o

7. আলোককেন্দ্র দিয়ে যাবার সময় আলোকরশ্মির বিচ্যুতি –

(a) 0o (b) 45o (c) 30o (d) 90o

8. মোটর গাড়ির হাডলাইটে ব্যবহৃত হয়-

(a) উত্তল দর্পন (b) অবতল দর্পন (c) সমতল দর্পন (d) উত্তল ও সমতল দর্পন ।

9. কোন জোড়টি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালির দুটি প্রান্তিক বর্ণ ?

(a) লাল ও বেগুনি (b) লাল ও সবুজ (c) বেগুনি ও কমলা (d) নীল ও আকাশি

10. দাঁতের ডাক্তাররা কোন দর্পন ব্যবহার করেন?

(a) উত্তল দর্পন (b) অবতল দর্পন (c) সমতল দর্পন (d) সবকটি।

11. দীর্ঘ দৃষ্টি দূর করতে চশমায় ব্যবহার করা হয় –

(a) উত্তল লেন্স (b) অবতল লেন্স (c) সমতল দর্পন (d) উত্তল দর্পন ।

12. মানুষের চোখের হ্রস্ব দৃষ্টি জনিত ত্রুটি দূর করতে ব্যবহার করা হয় –

(a) উত্তল দর্পন (b) অবতল দর্পন (c) উত্তল লেন্স (d) অবতল লেন্স ।

13. কোনো সমান্তরাল কাচফলকে আলোকরশ্মির প্রতিসরণের ক্ষেত্রে মোট চ্যুতির পরিমান- 0o / 45o / 180o / 90o

14. সূর্যদয়ের পূর্বে ও সূর্যাস্তের পরে কিছুক্ষণ সূর্যকে দেখা যায়। এর কারণ হল আলোকের- প্রতিফলন / প্রতিসরণ / বিচ্ছুরন / বিক্ষেপণ।

15. প্রতিসরণের সময় চ্যুতি সর্বোচ্চ হলে আপতন কোণের মান হয়- 0o / 90o / 45o / 180o

আরও দেখুন:  Madhyamik PPR PPS 2025  | মাধ্যমিক রিভিউ এবং স্কুটনি আবেদন পদ্ধতি

16. জলের মধ্যে থাকা বায়ু বুদবুদ কীরূপ লেন্স হিসেবে আচরণ করে? অভিসারী  / অপসারী / উভয়ই / কোনোটিই নয়। 

◪ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম ( VSAQ ) প্রতিটি প্রশ্মের মান – 1

1. বিবর্ধক কাচ হিসেবে কোন প্রকারের লেন্স ব্যবহৃত হয় ?

2. মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টি ত্রুটি দূর করতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় ?

3. কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘ দৃষ্টি প্রতিকার করা যায় ?

4. প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো পাঠালে কোন বর্ণের আলোর বিচ্যুতি নুন্যতম হবে ?

5. আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও।

6. গোলীয় দর্পনের মেরু বলতে কী বোঝায় ?

7. উত্তল লেন্সের সামনে কোথায় বস্তু রাখলে বস্তুর সমান আকারের সদবিম্ব গঠিত হয় ?

8. দাড়ি কামানোর জন্য কোন দর্পন ব্যবহার করা হয় ?

9. দৃশ্যমান আলোর মধ্যে কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বাপেক্ষা বেশি?

10. একটি বস্তুকে উত্তল লেন্সের ফোকাসে রাখা হলে, ওই বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে?

11. উত্তল লেন্সের সামনে বস্তুকে f2f এর মধ্যে রাখলে প্রতিবিম্বের প্রকৃতি কী হবে?

12. আয়তাকার কাচ ফলকের মধ্যে দিয়ে যাওয়ার সময় সাদা আলোর বিচ্ছুরণ ঘটে ।[সত্য / মিথ্যা]

13. দিনের বেলায় আকাশকে নীল দেখার কারন……….. দ্বারা সূর্যের আলোর বিক্ষেপণ।

14. মানুষের চোখের চক্ষু লেন্স প্রকৃত পক্ষে একটি ……….লেন্স।

আরও দেখুন: মাধ্যমিক ভৌত বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় আলো থেকে সমস্ত রকম প্রশ্ম-উত্তর পেতে এখানে ক্লিক করুন।

◪ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ম ( SAQ ) প্রতিটি প্রশ্মের মান – 2

1.কাচের স্ল্যাবে আলোর বিচ্ছুরণ হয় না কেন?

2. কাচের পরম প্রতিসরাঙ্ক 1.5 বলতে কী বোঝ।

3. আলোর বিচ্ছুরণ কাকে বলে? শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক দৃষ্টান্তের উদাহরণ দাও।

4. সদবিম্ব ও অসদবিম্বের মধ্যে পার্থক্য লেখো।

আরও দেখুন:  Madhyamik Result 2025 | প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক ২০২৫ এর রেজাল্ট

5. একটি নীল কাচের মধ্যে দিয়ে একটি লাল ফুলকে কেমন দেখাবে? এর কারন কী?

6. আলোকের প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোনের সাইনের অনুপাতকে কী বলে ? এর মান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে?

7. কোনো উত্তল লেন্সের আলোককেন্দ্র বলতে কী বোঝায় ?

8. দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন?

9. স্নেলের সূত্রটি লেখো এবং গাণিতিকভাবে প্রকাশ করো।

10. দীর্ঘ দৃষ্টি কী ? এর প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহৃত হয় ?

11. শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? প্রতিবিম্বের রৈখিক বিবর্ধণ কাকে বলে ?

12. কোনো উত্তল লেন্সের আলোককেন্দ্র বলতে কী বোঝায় ?

13. গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পন ব্যবহার করা হয় এবং কেন ?

14. কী শর্তে কোনো প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসৃত রশ্মির চ্যুতি সর্বনিন্ম হবে?

15. হ্রস্ব দৃষ্টি কী ? এর প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহৃত হয় ?

আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram Channel Whatsapp Channel জয়েন করুন

Latest Posts:

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp Telegram
Scroll to Top