Last Updated on November 30, 2022 by Science Master

করোনা পরিস্থিতির কারনে বাংলার শিক্ষা পোর্টালে প্রতি মাসে প্রতিটি ক্লাসের জন্য মডেল অ্যাকটিভিটি টাক্স (ENVS Model Activity Task Sept 2021) দেওয়া হয়। যেগুলির উত্তর ছাত্র-ছাত্রীদের বাড়িতে উত্তর লিখে বিদ্যালয়ে জমা করতে হবে। বাংলার শিক্ষা পোর্টালে সেপ্টেম্বর মাসের জন্য অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের ওপর মডেল অ্যাকটিভিটি টাক্স (ENVS Model Activity Task Sept 2021) দেওয়া হয়েছে। এখানে পরিবেশবিদ্যা বিষয়ের সেপ্টেম্বর মাসের জন্য যে মডেল অ্যাকটিভিটি টাক্স দেওয়া হয়েছে তার উত্তর সুন্দরভাবে করে দেওয়া হলো। ছাত্র-ছাত্রীরা তাদের প্রয়োজনে পরিবেশবিদ্যা মডেল অ্যাকটিভিটি টাক্স (ENVS Model Activity Task Sept 2021) এর উত্তর গুলি অনুসরণ করতে পারে।

১. ঠিক উত্তর নির্বাচন করোঃ

১.১ যে পদার্থটি তাপের কুপরিবাহী সেটি হলো-

(ক) তামা (খ) লোহা (গ) কাঠ (ঘ) অ্যালুমিনিয়াম

উঃ- কাঠ।

১.২ যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটি হলো-

(ক) সোডিয়াম ক্লোরাইড (খ) অ্যামোনিয়াম সালফেট (গ) সালফিউরিক অ্যাসিড (ঘ) অ্যাসিটিক অ্যাসিড

উঃ- অ্যাসিটিক অ্যাসিড ।

১.৩ মৌমাছিদের জীবনে চারটি দশার সঠিক ক্রম হলো-

(ক) ডিম –> পিউপা –> লার্ভা –> পূর্ণাঙ্গ

(খ) ডিম –> লার্ভা –> পূর্ণাঙ্গ –> পিউপা

(গ) ডিম –> লার্ভা –> পিউপা –> পূর্ণাঙ্গ

(ঘ) ডিম –> পূর্ণাঙ্গ –> লার্ভা –> পিউপা

উঃ- ডিম –> লার্ভা –> পিউপা –> পূর্ণাঙ্গ ।

২. শূন্যস্থান পূরন করোঃ

২.১ কোনো কঠিন অনুঘটককে গুড়ো করা হলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল …………যায়।

উঃ- বেড়ে।

২.২ ………. কম্পনই বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে।

উঃ- বায়ুর।

.৩ …….. উপস্থিতির জন্য চা পানে শরীরে উদ্দীপনা আসে।

উঃ- ক্যাফিনের।

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাওঃ

৩.১ জলে অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবীভূত হওয়া যে তাপগ্রাহী পরিবর্তন তা কী করে বুঝবে?

আরও দেখুন:  অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান "বল ও চাপ" (প্রথম অধ্যায়) প্রশ্ম-উত্তর | Poribesh o Bigyan Class 8

উঃ- যেসব রাসায়নিক পরিবর্তনে বিক্রিয়া ঘটলে পরিবেশ থেকে তাপ শোষিত হয় তাদের তাপগ্রাহী পরিবর্তন বলে। একটি টেস্ট টিউবে জল নিয়ে তাতে অ্যামোনিয়াম ক্লোরাইডে দ্রবীভূত করলে মিনিট দুয়েকের মধ্যে দেখা যাবে টেস্ট টিউবের বাইরের গায়ে ফোঁটা ফোঁটা জল জমেছে। উৎপন্ন দ্রবনে থার্মোমিটার ডোবালে দেখা যাবে দ্রবনের উষ্ণতা বৃদ্ধি পেয়েছে।

NH4Cl + H2O = NH4OH + HCl

৩.২ যক্ষ্মা রোগের লক্ষণ কী কী ?

উঃ- যক্ষ্মা একটি বায়ুবাহিত মারনরোগ। এই রোগের জন্য দায়ী ব্যাকটিরিয়ার নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এই ব্যাকটিরিয়া মূলত মানুষের ফুসফুসকে আক্রমণ করে। তাছাড়াও অন্ত্র ও হাড়েও যক্ষ্মা হয়। এই রোগের লক্ষণ গুলি হলো ভয়াবহ কাশি ও তার সঙ্গে রক্ত পড়া। রাতের দিকে কষ্ট বাড়ে। প্রচণ্ড ঘাম হয় ও ওজন ক্রমশ কমতে থাকে।

৪. তিন চারটি বাক্যে উত্তর দাওঃ

৪.১ কোনো তরলের বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে ?

উঃ- যে কোনো উষ্ণতায় কোনো তরলের উপরিতল থেকে বাষ্পে রূপান্তরিত হওয়ার ঘটনাকে তরলের বষ্পায়ন বলে।

তরলের বাষ্পায়ন নিন্মলিখিত বিষয়ের ওপর নির্ভর করে –

১) তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হলে বাষ্পায়নের হার বেশি হয়।

২) তরলের উষ্ণতা বেশি হলে বাষ্পায়ন বেশি হয়।

৩) তরলের ওপর বায়ু চলাচল ব্যবস্থা থাকলে বাষ্পায়ন বেশি হয়।

৪) তরলের প্রকৃতির ওপর বাষ্পায়নের হার নির্ভর করে।

৪.২ কীভাবে কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিমপোনা তৈরি করা হয় ?

উঃ- কৃত্রিম পদ্ধতিতে ডিম পোনা তৈরী করার জন্য প্রতিটা সুস্থ, সবল স্ত্রী মাছের জন্য দুটো সুস্থ, সবল পুরুষ মাছ নেওয়া হয়। মাছের মাথায় মানুষের মতো একটা পিটুইট্যারি গ্রন্থি নামে অন্তঃক্ষরা গ্রন্থি থাকে। মাছের পিটুইট্যারি গ্রন্থির নির্যাস নিয়ে ওই বাছাই করা মাছেদের ইঞ্জেকশন দেওয়া হয়। আর পুরুষ ও স্ত্রী মাছের কোনটাকে কতবার কতটা ইঞ্জেকশন দেওয়া হবে তার একটা নির্দিষ্ট নিয়ম আছে।

আরও দেখুন:  অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানঃ আলো অধ্যায়ের প্রশ্ম-উত্তর | Poribesh o Bigyan Class 8 Light Chapter

পিটুইট্যারি ইঞ্জেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম্বানু আর পুরুষ মাছ শুক্রানু নিঃসরণ করে। শুক্রানু আর ডিম্বানুর মিলনে ডিম পোনা তৈরী হয়।

ENVS Model Activity Compilation

ENVS Model Activity Task October 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d