Last Updated on October 29, 2021 by Science Master
পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা ২০২২ এর নতুন সিলেবাস (WBBSE Madhyamik exam 2022 syllabus)
WBBSE Madhyamik exam 2022 syllabus |
২০২২ সালে যে সমস্ত ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের আগের বছরের মতো এ বছরও প্রতিটি বিষয়ের ৩০-৩৫ শতাংশ সিলেবাস কমানো হলো। মাধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে মাধ্যমিক পরীক্ষার জন্য দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পর্ষদ থেকে দেওয়া নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। দশম শ্রেণীর যে মোট সাতটি বিষয় আছে, বাংলা, ইংরেজী, অঙ্ক, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস ও ভূগোল প্রত্যেকটির ক্ষেত্রে ৩০-৩৫ শতাংশ সিলেবাস কমানো হয়েছে।
এই মহামারি করোনার পরিস্তিতিতে বেশির ভাগ স্কুলেই অনলাইনে ক্লাস হচ্ছে। এখনও পর্যন্ত অফলাইন ক্লাস শুরু করা সম্ভব হয়নি। তাই পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা ২০২২ এর সিলেবাস (WBBSE Madhyamik exam 2022 syllabus) কমানো হলো। করোনার তৃতীয় ঢেউ এর কথা মাথায় রেখে এই সির্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
তবে ২০২২ এর মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হবে তা মাধ্যশিক্ষা পর্ষদ থেকে এখনও জানানোও হয়নি।
নিচে ২০২২ এর পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা ২০২২ এর সিলেবাস (WBBSE Madhyamik exam 2022 syllabus) এবং প্রত্যেকটি বিষয়ের প্রশ্মের ধরন ও নম্বর বিভাজন দেওয়া হল।
⬜ Download Madhyamik Exam 2022 Syllabus and Marks Distributions –