PolymersPolymers

Last Updated on August 16, 2022 by Science Master

পলিমার (Polymers)

দ্বাদশ শ্রেণীর রসায়ন বিষয়ের পলিমার (Polymer) অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ MCQ এর উত্তর করে দেওয়া হলো। যে সমস্ত ছাত্র-ছাত্রী সামনের বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাদের খুব উপকার হবে। তোমরা যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তারা পলিমার (Polymer) অধ্যায়ের এই প্রশ্নগুলি অনুসরণ করতে পারো।

1. ভিনাইল ক্লোরাইড কোন পলিমারটির মনোমার-

(a) টেফলন

(b) PVC

(c) Buna-S

(d) Buna-N

Ans: PVC

2. নীচের কোনটিকে প্রাকৃতিক রবারের মনোমার মনোমার হিসেবে গন্য করা যেতে পারে? [HS-18]

(a) CH2=CH-CH=CH2

(b) CH2=C(CH3)-CH=CH2

(c) CH3-CH=CH-CH3

(d) CH3-CH2-CH=CH2

Ans: CH2=C(CH3)-CH=CH2

3. কোন পলিমারটি ননস্টিক বাসন তৈরীতে ব্যবহৃত হয়?

(a) ব্যাকেলাইট

(b) টেফলন

(c) স্টাইরিন

(d) PVC

Ans: টেফলন ।

4. বুলেট প্রুফ জ্যাকেট তৈরিতে কোন পলিমারটি ব্যবহৃত হয়?

(a) লেক্সান

(b) লুসাইট

(c) কেভলার

(d) নোমেক্স

Ans: কেভলার ।

5. ব্যাকেলাইটের মনোমারগুলি হল-

(a) ইউরিয়া ও HCHO

(b) থ্যালিক অ্যাসিড ও ইথিলিন গ্লাইকল

(c) ফেনল ও HCHO

(d) 1,3-বিউটাডাইন ও অ্যাক্রাইলোনাইট্রাইল

Ans: ফেনল ও HCHO

6. নীচের কোনটি একটি জৈব বিয়োজনক্ষম (Biodegradable) পলিমার ? [HS-17]

(a) নাইলন-2-নাইলন- 6

(b) নাইলন-6,6

(c) নাইলন-6

(d) ব্যাকেলাইট

Ans: নাইলন-2-নাইলন- 6

7. কোনটি প্রাকৃতিক পলিমার? [HS-16]

(a) পলিইথিলিন

(b) নাইলন

(c) প্রোটিন

(d) টেরিলিন

Ans: প্রোটিন।

8. কোনটি একটি পলি অ্যামাইড পলিমার-

(a) টেরিলিন

(b) নাইলন

(c) রবার

(d) ব্যাকেলাইট

Ans: নাইলন।

9. পলিএস্টার পলিমারের উদাহরণ হল-

(a) টেরিলিন

(b) নাইলন

(c) রবার

(d) ব্যাকেলাইট

Ans: টেরিলিন ।

10. একটি প্রাকৃতিক জৈব পলিমারের উদাহরণ হল-

(a) নাইলন

(b) নিওপ্রিন

(c) টেফলন

(d) DNA

Ans: DNA

11. কোনটি অর্ধ কৃত্রিম পলিমার?

(a) পলিভিনাইল অ্যাসিটেট

(b) সেলুলোজ অ্যাসিটেট

(c) নোভালজিন

(d) পলিস্টাইরিন

Ans: সেলুলোজ অ্যাসিটেট ।

12. ব্যাকেলাইট কী ধরনের পলিমার-

(a) যুত পলিমার

(b) হোমো পলিমার

(c) কনডেনসেশন পলিমার

(d) বায়োপলিমার

Ans: কনডেনসেশন পলিমার।

13. নীচের কোনটি সংঘনন পলিমার নয়- [HS-19]

(a) ব্যাকেলাইট

(b) নাইলন

(c) মেলামাইন-ফর্মালডিহাইড রেজিন

(d) টেফলন

Ans: টেফলন ।

14. হেক্সামিথিলিন ডাইঅ্যামিন ও অ্যাডিপিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন পলিমারের নাম হল-

(a) নাইলন 6

(b) নাইলন 6,6

(c) নাইলন 6,10

(d) কোনোটিই নয়

Ans: নাইলন 6,6

15. ব্যাকেলাইট উৎপন্ন হয় ফর্মালডিহাইডের সঙ্গে নীচের কোন যৌগটির বিক্রিয়ায়?

(a) C6H5-CH2-OH

(b) C6H5-CH(CH3)2

(c) C6H5-CHO

(d) C6H5-OH

Ans: C6H5-OH

16. অ্যালকিনের পলিমারাইজেশন বিক্রিয়ায় ব্যবহৃত অনুঘটকটি হল-

(a) মরফিল্ড অনুঘটক

(b) উলকিনসন অনুঘটক

(c) জিগলার -ন্যাটা অনুঘটক

(d) কোনোটিই নয়

Ans: জিগলার -ন্যাটা অনুঘটক।

17. জিগলার -ন্যাটা অনুঘটক হল-

(a) TiO2

(b) [Al(C2H5)2Cl], TiCl3

(c) Al(-C6H5)3, TiCl4

(d) Ti(-OCH(CH3)2)3

Ans: [Al(C2H5)2Cl], TiCl3

18. প্রাকৃতিক রাবার নীচের কোন মনোমারের পলিমার?

(a) 1,3-বিউটাডাইন

(b) 2-মিথাইল-1,3-বিউটাডাইন

(c) প্রোপাইন

(d) স্টাইরিন

Ans: 2-মিথাইল-1,3-বিউটাডাইন।

19. আইসোপ্রিন অণুর সিস পলিমার হল-

(a) প্রাকৃতিক রাবার

(b) গাটা পার্চা

(c) নিওপ্রিন রাবার

(d) বিউটাইল রাবার

Ans: প্রাকৃতিক রাবার ।

20. নিওপ্রিন রাবারের মনোমার হল-

(a) স্টাইরিন

(b) বিউটাডাইন

(c) ক্লোরোপ্রিন

(d) ভিনাইল ক্লোরাইড

Ans: ক্লোরোপ্রিন ।

21. ইবোনাইট হল-

(a) প্রাকৃতিক রাবার

(b) পলিপ্রোপিন

(c) কৃত্রিম রাবার

(d) উচ্চ ভ্যালকানাইজেশন যুক্ত রাবার

Ans: উচ্চ ভ্যালকানাইজেশন যুক্ত রাবার ।

22. রাবারের ভ্যালকানাইজেশনের সময় কোন গ্যাস নির্গত হয় ?

(a) H2S

(b) SO2

(c) SO3

(d) সবকটি

Ans: H2S

আরও দেখুনঃ জীব-অণুসমূহ অধ্যায়ের MCQ প্রশ্ম-উত্তর |

আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: