WBBME Holiday List 2025 | মাদ্রাসা শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

wbbpe Holiday List 2025

WBBPE Holiday List 2025 | প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

Polymers

Polymers | পলিমার অধ্যায়ের প্রশ্ন-উত্তরঃ Polymers Chapter Notes Class 12 Chemistry

Last Updated on January 30, 2023 by Science Master

পলিমার (Polymers)

1.পলিমার (Polymers) ও মনোমারের সংজ্ঞা দাও।

উঃ- অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু রাসায়নিকভাবে পরপর যুক্ত হয়ে যে শৃঙ্খল বিশিষ্ট বৃহদাকার অণু গঠন করে (আণবিক গুরুত্ব 10000 থেকে কয়েক লক্ষ) , তাকে পলিমার (Polymers) বলে। যেসব ক্ষুদ্র অণু থেকে পলিমার গঠিত হয়, তাদের প্রত্যেকটিকে মনোমার বলে।

2. উদাহরনসহ সংজ্ঞা দাওঃ প্রাকৃতিক পলিমার, কৃত্রিম পলিমার এবং অর্ধকৃত্রিম পলিমার।

উঃ- প্রাকৃতিক পলিমারঃ প্রকৃতি থেকে প্রাপ্ত পলিমারগুলিকে সাধারনভাবে প্রাকৃতিক পলিমার বলে। যেমন- প্রাকৃতিক রাবার, স্টার্চ, সেলুলোজ, প্রোটিন ইত্যাদি।

কৃত্রিম পলিমারঃ রসায়াগারে বা শিল্পে কৃত্রিমভাবে সংশ্লেষিত পলিমারগুলিকে কৃত্রিম পলিমার বলে। যেমন- পলিইথিলিন, পলিভিনাইল ক্লোরাইড, নাইলন, টেরিলিন, পলিস্টাইরিন ইত্যাদি।

অর্ধকৃত্রিম পলিমারঃ প্রকৃতিজাত পলিমারের রাসায়নিক রূপান্তরের মাধ্যমে যে পলিমার উৎপন্ন হয়, তাদের অর্ধকৃত্রিম পলিমার বলে। যেমন- সেলুলোজ নাইট্রেট, সেলুলোজ অ্যাসিটেট ইত্যাদি।

3. থার্মোপ্লাস্টিক পলিমার ও থার্মোসেটিং পলিমারের মধ্যে পার্থক্য লেখো।

উঃ-

থার্মোপ্লাস্টিক পলিমার থার্মোসেটিং পলিমার
যেসব পলিমার তাপের প্রভাবে নমনীয় কিন্তু তাপ অপসারণে পুনরায় শক্ত অবস্থায় ফিরে আসে এবং এই পদ্ধতি যদি পলিমারের ধর্ম অক্ষুণ্ণ রেখে বারবার সম্পন্ন করা যায়, তবে তাদের থার্মোপ্লাস্টিক পলিমার বলে।যেসব পলিমার তাপের প্রভাবে নমনীয় হয় এবং তাপ অপসারণে পুনরায় শক্ত অবস্থায় ফিরে আসে, কিন্তু দ্বিতীয় বার তাপ প্রয়োগে আর নমনীয় করা যায় না, তাদেরকে থার্মোসেটিং পলিমার বলে।
এই ধরনের পলিমার দীর্ঘ রৈখিক শৃঙ্খলবিশিষ্ট অণু দ্বারা গঠিত।এই ধরনের পলিমার শাখাযুক্ত দীর্ঘ শৃঙ্খলবিশিষ্ট অণু দ্বারা গঠিত।
নমনীয়, কম দৃঢ় ও কম ভঙ্গুর।দৃঢ়, কঠিন ও ভঙ্গুর প্রকৃতির।
উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত হয়।কোনো দ্রাবকেই দ্রবীভূত হয় না।
পলিইথিলিন, পলিভিনাইল ক্লোরাইড, পলিস্টাইরিন ইত্যাদি হলো এর ধরনের পলিমারের উদাহরন।ফেনল-ফর্মালডিহাইড রেজিন, ইপোক্সি রেজিন ইত্যাদি হলো এর ধরনের পলিমারের উদাহরন।
Polymers

3. হোমো- পলিমার ও কো-পলিমারের মধ্যে পার্থক্য লেখো।

উঃ-

হোমো -পলিমার কো-পলিমার
যেসব পলিমার অণুর শৃঙ্খল একপ্রকার মনোমার অণু দিয়ে গঠিত, তাদের স্ব -পলিমার বা হোমো-পলিমার বলে।যেসব পলিমার অণুর শৃঙ্খল একাধিক ভিন্ন ভিন্ন মনোমার দিয়ে গঠিত, তাদের সহ- পলিমার বা কো-পলিমার বলে।
হোমো-পলিমারে পলিমার অণুর শৃঙ্খল একই প্রকার মনোমার দ্বারা গঠিত।কো-পলিমারে পলিমার অণুর শৃঙ্খল একে বেশি ভিন্ন মনোমার অণুর দ্বারা গঠিত।
হোমো-পলিমারে একটিমাত্র পুনরাবৃত্তি একক বর্তমান।কো-পলিমারে একের বেশি পুনরাবৃত্তি একক বর্তমান।
যেম্ন- ইথেনের হোমো পলিমার হল পলিথিন।যেমন- 1,3-বিউটাডাইইন ও স্টাইরিনের কো-পলিমার হল Buna-S
Polymers

4. টেরিলিনের মনোমার একক দুটি কী কী? [HS-17]

উঃ- টেরিলিন এর প্রস্তুতিতে ব্যবহৃত মনোমার হল টেরিথ্যালিক অ্যাসিড (HOOC-C6H5-COOH) ও ইথিলিন গ্লাইকল (HOCH2-CH2OH)।

5. সংঘনন পলিমারাইজেশন বিক্রিয়া কী? [HS-18]

উঃ- দুই বা ততোধিক কার্যকরী মূলক যুক্ত মনোমার অণুগুলি রাসায়নিকভাবে যে বিক্রিয়ার মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে পলিমার গঠন করে, তাকে সংঘনন পলিমারাইজেশন বিক্রিয়া বলে।

6. নাইলন 6,6 এ ‘6,6’ এর তাৎপর্য কী?

উঃ- নাইলন 6,6 এর মনোমার দুটি হল যথাক্রমে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন ও অ্যাডিপিক অ্যাসিড এর কার্বন পরমানু সংখ্যা। এর ‘6,6’ সংখ্যা দুটি যথাক্রমে মনোমার দুটির কার্বন পরমানুর সংখ্যা।

7. জৈব বিয়োজনক্ষম পলিমার (Biodegradable polymer) কী ? একটি উদাহরণ দাও।

উঃ- যেসব পলিমার মৃত্তিকা পরিবেশে উপস্থিত বিভিন্ন অণুজীব (যেমন- ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি) দ্বারা বিশ্লিষ্ট হয়ে সরল অজৈব অণুতে রূপান্তরিত হয়, তাদের জৈব বিয়োজনক্ষম পলিমার বলে। যেমন- পলিল্যাকটিক অ্যাসিড।

8. জৈব অবিশ্লেষ্য পলিমার (Non-Biodegradable) কী ? একটি উদাহরণ দাও।

উঃ- যেসব পলিমার মৃত্তিকা পরিবেশে উপস্থিত বিভিন্ন অণুজীব, যেমন- ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদির দ্বারা বিশ্লিষ্ট হয়ে সরল অজৈব অণুতে রূপান্তরিত হয় না, তাদের জৈব অবিশ্লেষ্য পলিমার বলে। যেমন- পলিইথিলিন, পলিভিনাইল ক্লোরাইড, পলিস্টাইরিন।

9. ওরলন কী ? এটি কি কাজে লাগে?

উঃ- ওরলন বা হল অ্যাক্রাইলোনাইট্রাইল (CH2=CH-CN) এর হোমোপলিমার যা যুত পলিমারাইজেশন বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়। কার্পেট, কম্বল, কাপড় ইত্যাদি প্রস্তুত করার জন্য ব্যবহার হয়।

10. ড্র্যাকন এর মনোমার একক গুলির নাম লেখো। এর একটি ব্যবহার লেখো। [HS-19]

উঃ- ড্র্যাকনের মনোমার একক গুলি হল- টেরিথ্যালিক অ্যাসিড (HOOC-C6H5-COOH) ও ইথিলিন গ্লাইকল (HOCH2-CH2OH)।

জামাকাপড়, শিশি, কৌটো, জলের বোতল প্রভৃতি তৈরী করতে এই পলিমার ব্যবহৃত হয়।

11. ব্যাকেলাইট কী? এর ব্যবহার লেখো।

উঃ- ব্যাকেলাইট হল ফর্মালডিহাইড ও ফেনল এর কনডেনসেশন পলিমারাইজেশনে উৎপন্ন একটি থার্মোসেটিং পলিমার। টেলিফোন, রিডিও, টিভির ক্যাবিনেট, হিটার, প্রেসার কুকারের হাতল তৈরীতে ব্যবহৃত হয়।

12. জিগলার-ন্যাটা অনুঘটক কী? এটি কি কাজে লাগে?

উঃ- ট্রাইইথাইল অ্যালুমিনিয়াম [Al(C2H5)3] ও টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড (TiCl4) অথবা, ডাইইথাইল অ্যালুমিনিয়াম ক্লোরাইড [Al(C2H5)2Cl] টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড (TiCl3) এর মিশ্রণকে জিগলার-ন্যাটা অনুঘটক বলে।

উচ্চ তাপমাত্রায় ও নিন্মচাপে উচ্চঘনত্ববিশিষ্ট পলিথিন উৎপাদনের ক্ষেত্রে এই অনুঘটক ব্যবহার করা হয়।

13. নাইলন-6,6 এর রাসায়নিক নাম কী? এটি কীভাবে প্রস্তুত করবে?

উঃ- নাইলন-6,6 এর রাসায়নিক নাম হল পলিহেক্সামিথিলিন অ্যাডিপামাইড। হেক্সামিথিলিন ডাইঅ্যামিন [H2N-(CH2)6-NH2] ও অ্যাডিপিক অ্যাসিড [HOOC-(CH2)4-COOH] এর কনডেনসেশন পলিমারাইজেশন বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় কো-পলিমার নাইলন-6,6।

14. ভালকানাইজেশন কী? এটি কেন করা হয় ?

উঃ- যে পদ্ধতিতে বেশি নমনীয় রাবারকে কম নমনীয় অথচ বেশি প্রসারণশীল রাবারে পরিণত করা হয়, তাকে ভালকানাজেশন প্রক্রিয়া বলে।

নিন্মলিখিত কারণগুলির জন্য রাবারের ভালকানাজেশন করা হয়-

১) রাবারের স্থিতিস্থাপক ধর্ম বৃদ্ধি পায়।

২) রাবার অনেক বেশি ঘর্ষনরোধী ও তাপসহনশীল হয়।

৩) রাবার শক্তিশালী হয় এবং এর টানশক্তি বৃদ্ধি পায়।

15. প্রাকৃতিক রাবারের ভালকানাজেশনে সালফারের ভূমিকা কী?

উঃ- প্রাকৃতিক রাবার হল থার্মোপ্লাস্টিক পলিমার যা অত্যন্ত নমনীয় এবং কম স্থিতিস্থাপক যা ব্যবহার করা অসুবিধাজনক। ভালকানাজেশনে পলিমার শৃঙ্খলগুলির মধ্যে সালফার পরমানুর আড়াআড়ি বন্ধন গঠিত হয়, ফলে রাবার বেশি স্থিতিস্থাপক থার্মোসেটিং পলিমারে পরিণত হয় যা সহজে ব্যবহার করা যায়। 16. গাটা পার্চা কী ? এর ব্যবহার লেখো।

উঃ- ট্রান্স-পলিআইসোপ্রিন কে গাটা পার্চা বলে। এটি গলফ বল, সাবমেরিন কেবলস প্রভৃতি প্রস্তুতিতে ব্যবহৃত হয়।

17. Buna-S কী? এটি কীভাবে প্রস্তুত করবে? এর একটি ব্যবহার লেখো।

উঃ- Buna-S হল 1,3-বিউটাডাইইন এবং স্টাইরিনের কো-পলিমার।

K2S2O8 এর উপস্থিতিতে ওজনগতভাবে 75% স্টাইরিন ও 25% বিউটাডাইইন এর মিশ্রণের ইমালসন পলিমারাইজেশন বিক্রিয়ার মাধ্যমে Buna-S প্রস্তুত করা হয়।

Buna-S ঘর্ষনরোধী এবং অত্যন্ত স্থিতিস্থাপক হওয়ায় মূলত দ্রুতগামী গাড়ির টায়ার প্রস্তুতিতে ব্যবহৃত হয়।

18. Buna-N কী? এর একটি ব্যবহার লেখো।

উঃ- Buna-N রাবার হল বিউটাডাইইন ও অ্যাক্রাইলোনাইট্রাইলের কো-পলিমার। গ্যাসকেট, কনভেয়ার বেল্ট, তেল বহনকারী পাইপ ইত্যাদি উৎপাদনে ব্যবহার করা হয়।

19. প্রাকৃতিক রাবারের রাসায়নিক নাম কী? এর গঠন সংকেত লেখো।

উঃ- প্রাকৃতিক রাবারের রাসায়নিক নাম- সিস-পলিআইসোপ্রিন। এর গঠন সংকেত-

image 1

20. নিওপ্রিন রাবারের মনোমার কী? এর একটি ব্যবহার লেখো।

উঃ- নিওপ্রিন রাবারের মনোমারের নাম ক্লোরোপ্রিন বা 2- ক্লোরো-বিউটাডাইইন [CH2=C(Cl)-CH=CH2]

নিওপ্রিন রাবার অন্তরক পদার্থ হিসেবে, যেমন – বর্ষাতি প্রস্তুতিতে ব্যবহার হয়।

আরও দেখুনঃ পলিমার অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ এবং তার উত্তর।

21. কো-পলিমারাইজেশন কী? একটি উদাহরণ দাও।

উঃ- পরস্পরের সঙ্গে বিক্রিয়া করবে এমন বহু সংখ্যক দুই বা ততোধিক ভিন্ন প্রকারের মনোমার অণু যে পলিমারাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে পলিমার অণু গঠন করে, তাকে কো-পলিমারাইজেশন বলে। যেমন- স্টাইরিন ও অ্যাক্রাইলোনাইট্রাইলের কো-পলিমারাইজেশনে উৎপন্ন স্টাইরিন-ক্রাইলোনাইট্রাইল।

আমাদের পোস্টের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট পেতে আমাদের Facebook Page ফলো করুন এবং Telegram চ্যানেল জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

1 thought on “Polymers | পলিমার অধ্যায়ের প্রশ্ন-উত্তরঃ Polymers Chapter Notes Class 12 Chemistry”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top