WBBME Holiday List 2025 | মাদ্রাসা শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

wbbpe Holiday List 2025

WBBPE Holiday List 2025 | প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫

Surface Chemistry MCQ

Surface Chemistry MCQ | পৃষ্ঠতলীয় রসায়ন অধ্যায়ের MCQ প্রশ্ম-উত্তর

Last Updated on July 30, 2022 by Science Master

Surface Chemistry MCQ

পৃষ্ঠতলীয় রসায়ন (Surface Chemistry MCQ) অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ M. C. Q. এবং তার উত্তর-

1. AgI/I সলের তঞ্চন ঘটাতে কোনটি বেশি কার্যকরী– NaNO3/ Na2SO4 /Ca(NO3)2 / Al2(SO4)3 (2015)

উঃAl2(SO4)3

2. নিম্নলিখিত কোলডীয় সিস্টেমগুলির মধ্যে কোনটি কুয়াশাকে সঠিক ভাবে প্রকাশ করে-(2016)

তরলে গ্যাসের বিস্তারন/ গ্যাসে গ্যাসের বিস্তারন / গ্যাস কঠিনের বিস্তারন / গ্যাস তরলের বিস্তারন

উঃ- গ্যাস তরলের বিস্তারন ।

3. যে পদ্ধতিতে ফটকিরি ঘোলাটে জলের পরিশোধন করেশোষন/ অধিশোষন / তঞ্চন/ বিস্তারন। (2017)

উঃ- তঞ্চন ।

4. কোনটি ফেরিক হাইড্রক্সাইড সলের তঞ্চনে সবচেয়ে বেশি কার্যকরী– KCl / K2SO4 / Na3PO4/ NaCl (2018)

উঃNa3PO4

5. কোনটি লায়োফিলিক বা দ্রাবক আকর্ষী কলয়েডদুধ / রক্ত / গোল্ড সল / গাম (2019)

উঃ- গাম ।

6. কুয়াশায় বিস্তৃত দশা বিস্তার মাধ্যমকঠিনতরল/ তরলতরল / তরলগ্যাসীয় / গ্যাসীয়তরল।

উঃ- তরল- গ্যাসীয় ।

7. অধিশোষন প্রক্রিয়ায় কোনটি সঠিকতাপমোচী / তাপশোষী /তাপমোচী অথবা তাপশোষী

উঃ- তাপমোচী ।

8. একটি কঠিন পদার্থের, একটি গ্যাসের অধিশোষনের জন্য log(x/m) বনাম logP লেখচিত্রের নতি– k / log k /n / (1/n)

উঃ (1/n)

9. ভৌত অধিশোষনের ক্ষেত্রে কোনটি সঠিক নয়-
উচ্চ চাপে অধিশোষকের পৃষ্ঠতল একাধিক স্তরে গঠিত হয়/ অধিশোষনে তাপের মান খুব বেশি ও ধনাত্মক / এটি ভ্যান-ডার-ওয়ালস বলের প্রভাবে হয়।

উঃ- অধিশোষনে তাপের মান খুব বেশি ও ধনাত্মক।

10. গোল্ড সলের তঞ্চনে সর্বাপেক্ষা কার্যকরী– NaNO3/ Na2SO4 /MgCl2 / K4[Fe(CN)6]

উঃ MgCl2

11. প্রদত্ত কোনটির মান অধিশোষনের সাম্যবস্থার ক্ষেত্রে শূন্যH / G /S / সবকটি।

উঃ △G

12. হিমোগ্লোবিনের তঞ্চনে কোনটি সবচেয়ে কার্যকরী– KCl / Na2SO4 / Ca3(PO4)2 / K4[Fe(CN)6]

উঃ Ca3(PO4)2

13. কোলয়েড কণার আকার– 10-3-10-9 m /10-7-10-9 m /10-9-10-11 m/ 10-12-10-19 m

উঃ 10-7-10-9 m

14. 0.0250 g স্টার্চের উপস্থিতিতে 10 ml গোল্ড সলে 1 ml 10% NaCl দ্রবন যোগ করলে উক্ত সলের তঞ্চন প্রতিহত হয়। স্টার্চের স্বর্ণ সংখ্যা হবে– 25 / 250 / 0.25 / 0.025

উঃ 25

15. ইমালসন হল- কঠিন -তরল/ তরল -তরল / কঠিন – কঠিন / গ্যাস – গ্যাস ।

উঃ- তরল -তরল ।

16. ভৌত অধিশোষন প্রক্রিয়াএকমুখী / উভমূখী / উভয়ই

উঃ- উভমূখী ।

17. যে শর্তে অধিশোষন প্রক্রিয়া সাম্যবস্থায় আসে তা হল – △H >0 / △H=T△S / △H > T△S / △H < T△S . [HS-22]

উঃ △H=T△S

18. কোনটি লায়োফিলিক সল নয়প্রোটিন / জিলেটিন / স্টার্চ / গোল্ড সল

উঃ- গোল্ড সল ।

19. Fe(OH)3 / As2S3 সলের তঞ্চনে Na3PO4 , AlCl3 কোন ক্ষেত্রে কোনটি কার্যকরী।

উঃFe(OH)3 → Na3PO4 , As2S3 → AlCl3

20. কোনটি অধিশোষনের ক্ষেত্রে প্রযোজ্য নয়H > 0 /G < 0 /H < 0 / S < 0 .

উঃ △H > 0

21.কোনটি প্রাকৃতিক কোলয়েডরক্ত / ইউরিয়া / চিনি / চোখের জল

উঃ- রক্ত ।
22. কোন প্রক্রিয়ায় নদী মোহনায় ব-দ্বীপ গঠিত হয়- ইমালসিফেকেশন / তঞ্চন / ব্যাপন / পেপ্টাইজেশন ।

উঃ- তঞ্চন।

23. দ্রবনে অধিশোষিত পদার্থের অধিশোষন মাত্রা বৃদ্ধি পায় যখন- দ্রবণে অধিশোষিত পদার্থের পরিমান বৃদ্ধি করলে / অধিশোষিত পদার্থের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হ্রাস করলে / দ্রবণের উষ্ণতা বৃদ্ধি করলে / দ্রবণের অধিশোষিত পদার্থের পরিমান হ্রাস করলে। [HS-22]

উঃ- দ্রবণে অধিশোষিত পদার্থের পরিমান বৃদ্ধি করলে।

[ আরও দেখুনঃ পৃষ্ঠতলীয় রসায়ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ম- উত্তর ]

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top