মাধ্যমিক বিগত বছরের প্রশ্মপত্র | Madhyamik Previous Year Question Paper

WBBSE Madhyamik Exam Routine 2025

২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন | WBBSE Madhyamik Exam Routine 2025

20211207 231929

পৃষ্ঠতলীয় রসায়ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ এবং তার উত্তর | Surface Chemistry Class 12 Chapter 5

Last Updated on November 9, 2022 by Science Master

পৃষ্ঠতলীয় রসায়ন (Surface Chemistry)

পৃষ্ঠতলীয় রসায়ন (Surface Chemistry) অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ V. S. A. Q. এবং তার উত্তর-

1. গোল্ড সলে NaCl দ্রবন যোগ করলে কী ঘটবে? (2015)

উঃলাল বর্ণের গোল্ড সলে NaCl দ্রবন যোগ করলে তঞ্চন ক্রিয়া শুরু হবে ও সলের বর্ণ পরিবর্তিত হয়ে নীল হয়ে যাবে।

2. একটি জল বিদ্বেষী কোলয়ডীয় দ্রবণের মধ্যে দিয়ে দৃশ্য আলো পরিচালনা করলে কী দেখা যায়।(2016)

উঃজল বিদ্বেষী কোলয়েডের ক্ষেত্রে টিণ্ডাল প্রভাবের জন্য পুরো দ্রবণটিকে আলোকিত হতে দেখা যায়।

3. কোন ঘটনার জন্য কোলয়ডীয় কনাগুলি থিতিয়ে পড়ে না ?(2017)

উঃব্রাউনীয় গতির জন্য কোলয়েড কনাগুলি থিতিয়ে পড়ে না।

4. সাবানের ফেনায় বিস্তৃত দশা বিস্তার মাধ্যম কী ? (2018)

উঃবিস্তৃত দশা- গ্যাস এবং বিস্তার মাধ্যম- তরল

5. কলয়েডের কোন ধর্মের সাহায্যে একই রঙের কোলয়েড দ্রবন প্রকৃত দ্রবনের মধ্যে পার্থক্য নির্ণয় করা যায়। (2019)

উঃ- টিণ্ডাল প্রভাবের দ্বারা একই রঙের কোলয়েড দ্রবন ও প্রকৃত দ্রবনের মধ্যে পার্থক্য নির্ণয় করা যায়।

6. যে উষ্ণতায় মিসেল গঠিত হয় তার নাম কি ?

উঃক্র্যাফটস উষ্ণতা ।

7. একটি ক্যাটায়নীক পৃষ্ঠতল সক্রিয় পদার্থের নাম লেখো।

উঃসিটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড ।

8. AgNO3দ্রবনে অতিরিক্ত KI যোগ করলে উৎপন্ন কোলয়েড দ্রবনের তড়িৎ প্রকৃতি ধনাত্মক না ঋনাত্মক হবে ?

উঃ

9. সল জেলের প্রধান পার্থক্য কি ?

উঃসলের বিস্তৃত দশা- কঠিন ও বিস্তার মাধ্যম-তরল
জেলের বিস্তৃত দশা-তরল ও বিস্তার মাধ্যম-কঠিন

10. সাবানের ফেনায় বিস্তৃত দশা বিস্তার মাধ্যম কি কি ?

উঃবিস্তৃত দশা- গ্যাস এবং বিস্তার মাধ্যম- তরল

11. একটি সংরক্ষক কোলয়েডের উদাহরণ দাও।

উঃ ফটোগ্রাফিক ফিল্মে জিলেটিন মিশিয়ে সংরক্ষক কোলয়েড রূপে AgBr সলের স্থায়িত্ব বৃদ্ধি করা হয়।

12. 10-4 gm জিলেটিনের উপস্থিতিতে 100 ml গোল্ড সলে 1 ml 10% NaCl দ্রবন যোগ করলে উক্ত সলের তঞ্চন প্রতিহত হয়। জিলেটিনের স্বর্ণ সংখ্যা কত ?

উঃ- 0.01

13. এরোসলের বিস্তৃত দশা বিস্তার মাধ্যম কি কি ?

উঃএরোসলের বিস্তৃত দশা ক্ঠিন ও বিস্তার মাধ্যম হল গ্যাস

14. একটি কোএনজাইমের উদাহরণ দাও।

উঃথাইমিন পাইরো-ফসফেট (TPP)

15. টিণ্ডাল প্রভাবের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো।

উঃটিণ্ডাল ক্রিয়ার মাধ্যমে কোনো দ্রবন প্রকৃত না কোলয়ডীয় তা জানা যায়।

16. কঠিনে গ্যাসের অধিশোষনের ওপর চাপের প্রভাব কি ?
উঃকঠিন অধিশোষক দ্বারা গ্যাসীয় পদার্থের ভৌত এবং রাসায়নিক উভয় প্রকার অধিশোষনই চাপের বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়।

17. উষ্ণতা বাড়ালে ভৌত অধিশোষনের হার কমে কেন ?
উঃ- উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসীয় অনুগুলির গতিশক্তি বৃদ্ধি পাওয়ার ফলে অনুগুলি অধিশোষকের পৃষ্ঠতল পরিত্যাগ করে। অতএব, উষ্ণতা বৃদ্ধিতে ভৌত অধিশোষনের মাত্রা হ্রাস পায়।

18. সল কী ? উদাহরণ দাও। [HS-2022]

উঃ- যে সমস্ত কলয়েড সিস্টেমে বিস্তৃত দশা কঠিন ও বিস্তার মাধ্যম তরল, তাদের সল বলে। যেমন- গোল্ড সল, সালফার সল।

🔳পৃষ্ঠতলীয় রসায়ন (Surface Chemistry) অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ S. A. Q. এবং তার উত্তর-

1. মাইসেল (Micelle) কী ? মাইসেল গঠন করে এরূপ পদার্থের নাম লেখো। (2015)

উঃপৃষ্ঠতল সক্রিয় পদার্থগুলি (সাবান, ডিটারজেন্টের আয়নগুলি ) একটি নির্দিষ্ট গাঢ়ত্বের দ্রবনে জোটবদ্ধ হয়ে কোলয়েড কণার আকার প্রাপ্ত হয়। এই জোটবদ্ধ আয়নগুলির সমবায়কে বলে মিসেল।
যেমন- সাবান, ডিটারজেন্ট

2. নদীর মোহনায় বদ্বীপ তৈরী হওয়ার কারন ব্যাখ্যা করো। (2015)

উঃনদীর ঘোলা জল একটি কোলয়েডীয় দ্রবন, যেখানে কাদামাটির কণাগুলি কোলয়েডীয় কণার আকারে বিস্তৃত থাকে। এই ঘোলা জল যখন নদীর মোহনায় সমুদ্রের জলে এসে মেশে, তখন সমুদ্রের জলে উপস্থিত বিভিন্ন লবণ দ্বারা নদীর জলে উপস্থিত কাদামাটি তঞ্চিত হয় এবং নদী ও সমুদ্রের সংযোগস্থলে জমা হতে হতে ক্রমশ ব-দ্বীপের সৃষ্টি হয়।

আরও দেখুন:  উচ্চমাধ্যমিক ২০২৪ পদার্থবিদ্যা প্রশ্নপত্র pdf | HS Exam 2024 Physics Question Paper pdf

3. ভৌত অধিশোষন (Physical adsorption) ও রাসায়নিক অধিশোষন (Chemical adsorption) এর দুটি পার্থক্য লেখো। (2016, 2022)

উঃ

ভৌত অধিশোষন রাসায়নিক অধিশোষন
1.অধিশোষিত পদার্থের কণা, অধিশোষকের
পৃষ্ঠতলে দূর্বল ভ্যান-ডার- ওয়ালস বলের
মাধ্যমে আবদ্ধ থাকে।
1. অধিশোষিত পদার্থের কণা, অধিশোষকের
পৃষ্ঠতলে রাসায়নিক বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে।
2. পরাবর্ত প্রকৃতির।2. অপরাবর্ত প্রকৃতির।
3. সক্রিয়করণ শক্তির দরকার হয় না।3.সক্রিয়করণ শক্তির দরকার হয়।
Surface Chemistry

4. অসমসত্ব অনুঘটনের ক্ষেত্রে কঠিন অনুঘটিকে সূক্ষ্ম কণা হিসেবে ব্যাবহার করা হয় কেন ? (2016)

উঃঅসমসত্ব অনুঘটন রাসায়নিক অধিশোষনের সাহায্যে হয়। রাসায়নিক অধিশোষন পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল হওয়ায়, পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হয়, অধিশোষনের হারও তত বেশি হয়। এজন্য অসমসত্ব অনুঘটনের ক্ষেত্রে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধির জন্য কঠিন অনুঘটকটিকে সূক্ষ্ম কণা হিসেবে ব্যাবহার করা হয়।

5. একটি উদাহরণসহ অসমসত্ব অনুঘটন কী লেখো।(2017)

উঃযে অনুঘটনে বিক্রিয়ক, বিক্রিয়াজাত পদার্থ ও অনুঘটক বিভিন্ন দশায় উপস্থিত থাকে, তাকে অসমসত্ব অনুঘটন বলে।
যেমন- অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদনে প্ল্যাটিনাম অনুঘটকের ব্যবহার।

4NH3(g) + 5O2(g) → 4NO(g) + 6H2O(g)

6. প্রকৃত দ্রবণের কনাগুলি অর্ধভেদ্য পর্দা ভেদ করতে পারে কিন্তু কোলয়েডীয় দ্রবণের কনাগুলি পারে না কেন ?(2018)

উঃপ্রকৃত দ্রবনের বিস্তৃত কণার ব্যাস 10-8 অপেক্ষা কম হওয়ায় অর্ধভেদ্য পর্দা ভেদ করতে পারে কিন্তু কোলয়েডীয় দ্রবণে বিস্তৃত কণার ব্যাস 10-7 – 10-5 cm হওয়ায় অর্ধভেদ্য পর্দা দিয়ে প্রবেশ করতে পারে না।

7. রাসায়নিক অধিশোষন (Chemical adsorption) কী ? একটি উদাহরণ দাও। (2018)

উঃযে অধিশোষন প্রক্রিয়ায় অধিশোষিত পদার্থের কণাগুলি (অনু বা পরমানু) রাসায়নিক বন্ধনের মাধ্যমে অধিশোষকের পৃষ্ঠতলে আবদ্ধ থাকে, তাকে রাসায়নিক অধিশোষন বলে।
যেমন- টাংস্টেন ধাতু বা সক্রিয় চারকোলের পৃষ্ঠতলে অক্সিজেন গ্যাসের অধিশোষন ।

8. অপলয়ন বা পেপটাইজেশন (Peptisation) বলতে কি বোঝ? একটি উদাহরণ দাও। (2019)

উঃকোনো সদ্য প্রস্তুত অধঃক্ষেপের বড়ো কনাগুলির সঙ্গে অন্য কোনো পদার্থ যোগ করে অধঃক্ষেপটিকে কোলয়েড কনায় রূপান্তরিত করার পদ্ধতিকে অপলয়ন বা পেপটাইজেশন বলে।

10. শূলজেহার্ডি এর সূত্র লেখো। একটি উদাহরণ দাও।

উঃi) কোলয়েড কণার আধানের বিপরীত আধান বিশিষ্ট আয়ন কোলয়েডের তঞ্চনের জন্য দায়ী।
ii) বিপরীত আধান বিশিষ্ট আয়নের আধান যত বেশি হবে, উক্ত আয়নের তঞ্চন ক্ষমতাও তত বেশিহবে।

11. ইমালসন কারক পদার্থগুলি কীভাবে ইমালসনের স্থায়িত্ব বৃদ্ধি করে?

উঃইমালসন কারক হিসেবে পৃষ্ঠতল হ্রাসকারী পলিমার, ধাতব অক্সাইড বা ধাতব হাইড্রক্সাইডের সূক্ষ্ম চুর্ণ ব্যবহার করা হয়। তেল-জলের আন্তঃপৃষ্ঠে ইমালসন কারক অধিশোষিত হয়ে তেল জলের আন্তঃপৃষ্ঠটান হ্রাস করার জন্য একটি পাতলা আস্তরণ গঠিত হয় ফলে বিস্তৃত দশার কণাগুলি একসঙ্গে মিলিত হতে পারে না। তার ফলে ইমালসনের স্থায়িত্ব বৃদ্ধি পায়।

12. অনেকক্ষণ ধরে ঝিল্লি বিশ্লেষন করলে কি ঘটে ?

উঃঅনেকক্ষন ধরে ঝিল্লি বিশ্লেষন করলে কোলয়েড দ্রবন থেকে তড়িদবিশ্লেষ্য পদার্থ সম্পূর্ণ দূরীভূত হয়ে আহিত কোলয়েড কনাগুলি সম্পূর্ণ নিস্তড়িৎ কণায় পরিণত হয় এবং নিস্তড়িৎ কণাগুলি একত্রিত হয়ে একটি বড়ো কণায় পরিণত হয়ে তঞ্চিত হয়।

13. অধিশোষন (Adsorption) প্রক্রিয়ায় এনট্রপি (Entropy) হ্রাস পায় কেন?

উঃঅধিশোষন প্রক্রিয়ায় অধিশোষকের পৃষ্ঠ তলে অধিশোষিত পদার্থের কণাগুলি সঞ্চিত হয়, ফলে কণাগুলি চলন জনিত স্বাধীনতা হ্রাস পায়। এর ফলে সিস্টেমের বিশৃঙ্খলা তথা এনট্রপি হ্রাস পায়।

14. স্বর্ণ সংখ্যা (Gold number) কি বুঝিয়ে দাও।

উঃ10 ml গোল্ড সলের মধ্যে 1 ml 10% NaCl দ্রবন যোগ করলে বর্ণের যে পরিবর্তন হয় তা প্রতিরোধ করার জন্য সবচেয়ে কম যত মিলিগ্রাম সংরক্ষক কোলয়েড মিশ্রিত করা প্রয়োজন, তত মিলিগ্রাম সংখ্যাকে উক্ত সংরক্ষক কোলয়েডর স্বর্ণ সংখ্যা বলে।

আরও দেখুন:  উচ্চমাধ্যমিক বাংলা সিলেবাস ২০২৪-২০২৫ | WBCHSE Bengali Syllabus 2024-2025 pdf Download

16. NaCl AlCl3 এর মধ্যে As2S3 সলের তঞ্চনের ক্ষেত্রে কোনটি অধিক কার্যকরী এবং কেন ?

উঃAs2S3 এর কণাগুলি ঋণাত্মক আধানবিশিষ্ট। সুতরাং ধনাত্মক আধানবিশিষ্ট কণা এই সলের তঞ্চন ঘটাতে বেশি কার্যকারী হবে এবং যে আয়নের ধনাত্মক আধান বেশি সেটা বেশি কার্যকারী হবে। NaCl থেকে উৎপন্ন Na+ আয়ন অপেক্ষা AlCl3 থেকে উৎপন্ন Al3+ এর আধান বেশি । তাই NaCl ও AlCl3 এর মধ্যে AlCl3 বেশি কার্যকারী হবে।

17. অনুঘটকের সুনির্দিষ্টতা বলতে কি বোঝ ? উদাহরণ দাও।

উঃঅনুঘটকের যে বৈশিষ্টের জন্য কোনো একটি বিক্রিয়া অনুঘটকের উপস্থিতিতে নির্দিষ্ট ক্রিয়া কৌশলে সংঘটিত হয়ে নির্দিষ্ট বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, তাকে অনুঘটকের সুনির্দিষ্টতা বলে।
যেমন- নিকেল অনুঘটকের উপস্থিতিতে CO এবং হাইড্রোজেন বিক্রিয়া করে মিথেন উৎপন্ন করে।

18. হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা 0.03 বলতে কী বোঝ

উঃহিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা 0.03 বলতে বোঝায়, 10 ml গোল্ড সলের মধ্যে 1 ml 10% NaCl দ্রবন যোগ করলে বর্ণের যে পরিবর্তন হয় তা প্রতিরোধ করার জন্য 0.03 মিলিগ্রাম হিমোগ্লোবিনের প্রয়োজন হয়।

19. সদ্য অধঃক্ষিপ্ত Fe(OH)3 কে অল্প পরিমান FeCl3 দ্রবনসহ ঝাঁকালে কি ঘটে ?

উঃলালচে বাদামি বর্ণের [Fe(OH)3.Fe3+ ] এর সল উৎপন্ন হয়।

Fe(OH)3 + Fe3+ → [Fe(OH)3.Fe3+ ]

20. ঝিল্লি বিশ্লেষন (Dialysis) কি ? একটি ব্যবহারিক প্রয়োগ লেখো।

উঃপ্রাণীদেহের ব্লাডার, পার্চমেণ্ট কাগজ প্রভৃতির সাহায্যে প্রকৃত দ্রবন ও কোলয়েড দ্রবণকে পৃথক করার পদ্ধতিকে ঝিল্লি বিশ্লেষন বলে।
দুরারোগ্য বহুমূত্র রোগীদের কিডনী পরিস্কারের কাজে ঝিল্লি বিশ্লেষন পদ্ধতি ব্যবহার করা হয়।

21. কোনো কঠিন অধিশোষকের দানাদার অবস্থা অপেক্ষা বিচূর্ণ অবস্থায় অধিশোষনের মাত্রা বেশি হয় কেন ?

উঃবিচূর্ণ অবস্থায় অধিশোষকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হয়।

22. সম তড়িৎ বিন্দু (Isoelectric point) কি ?

উঃযে নির্দিষ্ট PH এর মানে তড়িৎ বিভব প্রয়োগ করা সত্বেও উভধর্মী প্রকৃতি বিশিষ্ট কোলয়েড কণাগুলি ক্যাথোড বা অ্যানোড , কোনো তড়িদ্বারের দিকেই অগ্রসর হয় না, সেই যে নির্দিষ্ট PH কে উক্ত কোলয়েডের সম তড়িৎ বিন্দু বলে।

23. মেঘে AgI স্প্রে করে কিভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয় ?

উঃমেঘে উপস্থিত জল কণাগুলি কোলয়েডীয় প্রকৃতির এবং চার্জ যুক্ত হয়। সিলভার আয়োডাইড তড়িদবিশ্লেষ্য প্রকৃতির হওয়ার জন্য এটি মেঘে উপস্থিত কোলয়েডীয় জল কণাগুলিকে প্রশমিত করে।এর ফলে সূক্ষ্ম সূক্ষ্ম জল কণাগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বড়ো কণার সৃষ্টি করে এবং কৃত্রিম বৃষ্টিপাত সংঘটিত হয়।

24. সিলভার সলে জিলেটিন যোগ করলে কী হবে ?

উঃসিলভার সল দ্রাবক বিকর্ষী এবং অস্থায়ী । দ্রাবক আকর্ষী জিলেটিন যোগ করলে সলটির স্থায়িত্ব বাড়বে এবং তঞ্চন রোধ হবে।

25. দ্রাবক আকর্ষী (Lyophilic) ও দ্রাবক বিকর্ষী (Lyophobic) কোলয়েডের পার্থক্য লেখো।

উঃ

দ্রাবক আকর্ষী দ্রাবক বিকর্ষী
1.বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার তীব্র আসক্তি আছে।1.বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার কোনো আসক্তি নেই।
2.বেশি স্থায়ী হয় ।2.কম স্থায়ী হয়।
3.সহজে তঞ্চিত হয় না।3.সহজে তঞ্চিত হয় ।
4.টিণ্ডাল প্রভাব স্পষ্ট নয়।4.টিণ্ডাল প্রভাব স্পষ্ট।
Surface Chemistry

26. অধিশোষন (Adsorption) একটি পৃষ্ঠতলীয় ঘটনা ব্যাখ্যা করো।

উঃদুটি সম আয়তনের মিথিলিন ব্ল দ্রবনের একটিতে চারকোল খণ্ড এবং একটিতে বিচূর্ণ চারকোল যোগ করলে দেখা যাবে বিচূর্ণ চারকোলের বর্ণ হালকা হয়ে গেল। বিচূর্ণ চারকোলের ক্ষেত্রে পৃষ্ঠ তলের ক্ষেত্রফল বেশি হওয়ায় অধিশোষন বেশি হয়েছে এবং খণ্ড চারকোলের ক্ষেত্রে পৃষ্ঠ তলের ক্ষেত্রফল কম হওয়ায় অধিশোষন কম হয়েছে । অতএব, বলা যায় অধিশোষন একটি পৃষ্ঠতলীয় ঘটনা।

27. কোনো সিস্টেমে যদি ব্রাউনীয় গতি না থাকে তবে সেখানে কোলয়েড সৃষ্টি হতে পারে কি ? ব্যাখ্যা করো।

উঃবিস্তার মাধ্যমের কণার অবিরাম গতি ব্রাউনীয় গতির কারন। ব্রাউনীয় গতি নির্ভর করে কণার আকার ও দ্রবনের সান্দ্রতার উপর। কণার আকার যত ছোটো এবং সান্দ্রতা হত কম হয়, কোলয়েডীয় কণার গতি তত বেশি হয়। সাধারণ প্রলম্বনের ক্ষেত্রে কণার আকার বড়ো হওয়ার জন্য বিস্তার মাধ্যমের কণার সঙ্গে সংঘর্ষ সুষম হয়। ফলে ব্রাউনীয় গতি দেখায় না। সুতরাং ব্রাউনীয় গতি কোলয়েড সৃষ্টির কারন।

আরও দেখুন:  {PDF} উচ্চমাধ্যমিক ২০২৪ পরীক্ষার প্রশ্মপত্র | WB HS Exam 2024 Question Paper pdf

28. আকৃতিগত বরনাত্মক অনুঘটন বিক্রিয়া কাকে বলে ? উদাহরণ দাও।

উঃযে অনুঘটন বিক্রিয়ায় বিক্রিয়া হার অনুঘটকের সছিদ্র গঠনাকৃতি এবং বিক্রিয়ক ও বিক্রিয়াজাত অনু সমূহের আকারের ওপর নির্ভরশীল তাকে আকৃতিগত বরনাত্মক অনুঘটন বিক্রিয়া বলে।
যেমন- মৌচাকের মতো ষড়ভূজাকার প্রকোষ্ঠবিশিষ্ট গঠনাকৃতির জন্য জিওলাইট উত্তম আকৃতিগত বরনাত্মক অনুঘটক।

29. শোষন (Absorption) অধিশোষনের (Adsorption) মধ্যে পার্থক্য লেখো।

উঃ

অধিশোষন শোষন
1. দুটি পদার্থকে পরস্পরের সংস্পর্শে রাখলে যদি একটি পদার্থ অপরটির অভ্যন্তরে প্রবেশ না করে ওর পৃষ্ঠ তলে সঞ্চিত হয়, তবে ঘটনাটিকে অধিশোষন বলে।1. দুটি পদার্থকে পরস্পরের সংস্পর্শে রাখলে যদি একটি পদার্থ অপরটির অভ্যন্তরে প্রবেশ করে সর্বত্র সমান ভাবে ছড়িয়ে পড়ে, তবে সেই ঘটনাটিকে শোষন বলে।
2. অধিশোষন একটি পৃষ্ঠ তলীয় ঘটনা।2. শোষকের সমগ্র অংশের মাধ্যমেই শোষন ঘটে।
3.শোষন সমহারে সংঘটিত হয় না।3. শোষন সমহারে সংঘটিত হয়।
Surface Chemistry

30. রক্তপাত বন্ধ করার জন্য ফটকিরি ব্যবহার করা হয় কেন?

উঃ- রক্তে উপস্থিত অ্যাল্বুমিনে প্রোটিনের কলয়েডীয় কনাগুলি ঋণাত্মক আধানগ্রস্ত হয়। তাই ফটকিরির [K2SO4, Al2(SO4)3, 24H2O] ধনাত্মক আধান বিশিষ্ট আয়নগুলি (K+, Al3+) রক্তের কলয়েডীয় কণাগুলির আধান প্রশমিত করে রক্তের তঞ্চন ঘটায়। ফলে রক্তপাত বন্ধ হয়।

31. সূর্যাস্তের সময় সূর্যের রঙ লাল দেখায় কেন?

উঃ- সূর্যাস্তের সময় সূর্যের আলো যখন বায়ুমণ্ডলের নিন্মস্তরের মধ্যে দিয়ে যায়, তখন সুর্য রশ্মি বায়ুমণ্ডলে উপস্থিত ধুলিকণা দ্বারা বিচ্ছুরিত হয়। সূর্যালোকের বিচ্ছুরণের ফলে লাল বর্ণের সৃষ্টি হয়। অর্থাৎ টিণ্ডাল প্রভাবের ফলে সূর্যাস্তের সময় সূর্যের রঙ লাল দেখায়।

32. অসমসত্ব অনুঘটনে অধিশোষনের তাৎপর্য উল্লেখ করো।

উঃ- অসমসত্ব অনুঘটনে বিক্রিয়ক অণুগুলির অনুঘটকের পৃষ্ঠতলে অধিশোষনের ফলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। এর কারণগুলি হল-

(i) অধিশোষনের ফলে অনুঘটকের পৃষ্ঠে বিক্রিয়কের গাড়ত্ব বৃদ্ধি পায়।

(ii) অধিশোষনের ফলে নির্গত তাপ সক্রিয়করণ শক্তির যোগান দেয়।

(iii) অধিশোষনের ফলে বিক্রিয়ক অণুগুলির অভ্যন্তরীণ বন্ধনগুলি দূর্বল হয়ে পড়ে ফলে এদের মধ্যে সহজে বিক্রিয়া ঘটে।

33. লায়োফিলিক ও লায়োফোবিক সলের মধ্যে কোনটি বেশি স্থায়ী ও কেন?

উঃ- দ্রাবক আকর্ষী বা লায়োফিলিক সল বেশি স্থায়ী। কারন দ্রাবক আকর্ষী কোলয়েড কণাগুলি দ্রাবকায়িত অবস্থায় থাকে। ফলে এরা সহজে থিতিয়ে পড়তে পারে না।

34. ক্ষতস্থানের রক্তপাত বন্ধ করতে পটাশিয়াম ক্লোরাইড অপেক্ষা ফেরিক ক্লোরাইড অধিকতর উপযোগী কেন?

উঃ- রক্তে উপস্থিত অ্যালবুমিনের কণাগুলি ঋণাত্মক তড়িৎগ্রস্ত। ফেরিক ক্লোরাইডে উপস্থিত ধনাত্মক আয়ন (Fe3+) এর আধান পটাশিয়াম ক্লোরাইডে উপস্থিত K+ এর আধান অপেক্ষা বেশি হওয়ায় শূলজে হার্ডি নিয়মানুসারে ফেরিক ক্লোরাইড অধিকতর কার্যকরী হয়।

35. নব্যতা বজায় রাখতে নদীর মোহনাকে কিছু সময় অন্তর পলিমুক্ত করতে হয় কেন ব্যাখ্যা করো।

উঃ- নদীর ঘোলা জল একটি কলয়েডীয় দ্রবন, যেখানে কাদামাটির কণাগুলি কোলয়েড কণার আকারে বিস্তৃত থাকে। এই ঘোলা জল যখন নদীর মোহনায় সমুদ্রে এসে মেশে, তখন সমুদ্রের জলে উপস্থিত লবণ দ্বারা নদীর জলে উপস্থিত কাদামাটি তঞ্চিত হয় এবং নদী ও সমুদ্রের সংযোগস্থলে জমা হতে থাকে। তাই নব্যতা বজায় রাখতে নদীর মোহনাকে কিছু সময় অন্তর পলিমুক্ত করতে হয়।

36. দ্রবণের বাষ্প চাপের আপেক্ষিক অবনমন উষ্ণতার উপর নির্ভর কেন?

উঃ- দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের (x2) সমান হয়। যেহেতু মোল ভগ্নাংশ উষ্ণতার উপর নির্ভরশীল নয়, সেই কারনে বাষ্প চাপের আপেক্ষিক অবনমন উষ্ণতার উপর নির্ভর করে না।

37. লঘু দ্রবন আদর্শ গ্যাসের মতো আচরণ করে কেন?

উঃ- আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাস অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না এবং অণুগুলি স্বাধীন ভাবে বিচরণ করে।

লঘু দ্রবণের ক্ষেত্রে দ্রাবের কণাগুলির গাঢ়ত্ব খুব কম হওয়ায় এদের মধ্যে আকর্ষন বল নগণ্য হয়। ফলে দ্রাবের কণাগুলি আদর্শ গ্যাসের অণুর মতোই স্বাধীন ভাবে চলাফেরা করতে পারে। এই কারনেই কোনো লঘু দ্রবণের অভিস্রবন চাপ একই উষ্ণতায় সমান আয়তন আদর্শ গ্যাসের চাপের সমান হয়।

☑️ Also read :- দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায় পদার্থের কঠিন অবস্থা |

☑️ Also read :- দ্বাদশ শ্রেণীর রসায়ন বিষয়ের দ্বিতীয় অধ্যায়- দ্রবন |

☑️ Also read :- দ্বাদশ শ্রেণীর প্রত্যহিক জীবনে রসায়ন অধ্যায়ের প্রশ্ম-উত্তর│

☑️ Also read :- তড়িৎ রসায়ন অধ্যায়ের M.C.Q. এবং তার উত্তর

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top