WB ANM GNM Result 2022 Direct LinkWB ANM GNM Result 2022 Direct Link

Last Updated on July 27, 2022 by Science Master

প্রকাশিত হল পশ্চিমবঙ্গ জি. এন. এম এবং এ. এন. এম 2022 সালের পরীক্ষার রেজাল্ট (WB ANM GNM Result)। 2022 সালের জন্য পশ্চিমবঙ্গ JEE বোর্ডের ANM এবং GNM কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল 11 জানুয়ারি এবং চলে 28 জানুয়ারি পর্যন্ত। Shift-1 এর পরীক্ষা হয় এই বছর 12 জুন রবিবার সকাল 11 থেকে 12 টা 30 পর্যন্ত এবং Shift-2 এর পরীক্ষা হয় এই বছর 12 জুন রবিবার দুপুর 2 টো থেকে বিকেল 3 টা 30 পর্যন্ত। আজ JEE বোর্ডের তরফে এই বছরের জি. এন. এম এবং এ. এন. এম পরীক্ষার রেজাল্ট ঘোষনা করল। JEE বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট / Rank Card ডাউনলোড করার জন্য লিঙ্ক দেওয়া হয়।

WB ANM GNM Result 2022 overview:

Result NameANM and GNM Result 2022
Conduct by WBJEE Board
Exam Date12 June 2022
Result and Download Rank Card Date 27 July 2022
Official Websitehttps://wbjeeb.nic.in/

কীভাবে Rank Card ডাউনলোড করবেন (How to Download Rank Card):

১) প্রথমে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে।

২) এরপর একটি পেজ ওপেন হবে।

৩) এরপর নির্দিষ্ট জায়গায় অ্যাপ্লিকেশন নম্বর, জন্ম তারিখ এবং সিকিউরিটি পিন দিয়ে সাবমিট করতে হবে।

৪) সাবমিট করার পর প্রোফাইল ওপেন হবে।

৫) এখানেই View and Download Rank Card করার লিঙ্ক পাওয়া যাবে।

[আরও দেখুনঃ জুনিয়ার বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি ২০২২ , সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি ২০২২]

View and Download Rank Card for ANM & GNM 2022

আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করুন এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d