Last Updated on July 8, 2024 by Science Master
তড়িৎ রসায়ন M.C.Q. (Electrochemistry MCQ)
তড়িৎরসায়ন (Electrochemistry) অধ্যায়ের কিছু গুরুতবপূর্ণ M.C.Q. এবং তার উত্তর নিচে দেওয়া হল-
1.গলিত Al2O3 থেকে তড়িদবিশ্লেষণ দ্বারা 18 g Al প্রস্তুত করতে কত ফ্যারাডে তড়িতের প্রয়োজন ?
a) 2/3 b) 3/2 c) 2 d) 1/2
Ans- 2
2. আপেক্ষিক পরিবাহিতার একক হল–
a) ohm.cm b) mho.cm-1 c) ohm-1.cm d) ohm.cm-1
Ans- mho.cm-1
3. একটি নির্দিস্ট তড়িদবিশ্লেষ্য পদার্থের নীচের গাঢ়ত্ব গুলির মধ্যে কোনটির মোলার পরিবাহিতা সবচেয়ে বেশি ?
a) 0.002 (M) b) 0.003 (M) c) 0.004 (M) d) 0.005 (M)
Ans- 0.002 (M)
4. AlCl3 দ্রবন থেকে 1 mol Al কে সঞ্চিত করতে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত করতে হবে ?
a) 1 F , b) 0.33 F , c) 3 F , d) 1.33 F
Ans- 3 F
5. একটি তড়িৎ রাসায়নিক কোশের ক্ষেত্রে কোশ ধ্রূবক হল L রোধ R হলে, আপেক্ষিক পরিবাহিতা হবে–
a) L/R , b) L.R , c) LR 2 , d) R/L
Ans- L/R
6. তুল্যাঙ্ক পরিবাহিতার একক হল–
a) mho.cm b) ohm-1.cm 2 .(g.equiv) -1
c) ohm.cm 2.(g.equiv) d) S. m -1
Ans- ohm-1.cm 2 .(g.equiv) -1
7. EºK+/K =-2.93 V, EºAg+/Ag=+0.80 V, EºMg2+/Mg =-2.37 V, EºCr+/Cr=-0.74 V কোনটি সবচেয়ে ভালো জারক দ্রব্য–
a) Mg2+ , b) Ag+ , c) Cr+ , d) K+
Ans- Ag+
8. AgNO3 এর জলীয় দ্রবন থেকে 54 g Ag মুক্ত করতে তড়িতের প্রয়োজন-
a) ½ F , b) ¾ F , c) 2 F , d) F
Ans- ¾ F
9. A, B, C, D এর প্রমাণ বিজারণ বিভবের মান 2.93V, -0.25V, -3.05V, 0.74V কোনটি বেশি সক্রিয় ?
a) A , b) B , c) C , d) D
Ans- C
10. পরিবাহিতা (L) হল–
a) আপেক্ষিক রোধের অনোন্যক b) রোধের অনোন্যক
c)তড়িৎ প্রবাহের অনোন্যক d) গাঢ়ত্বের অনোন্যক
Ans- রোধের অনোন্যক
11. কোনো পরিবাহীর কোশের কোশ ধ্রূবকের মান–
a) l/A , b) l.A , c) A/ l , d) 1/ l.A
Ans- l/A
12. নিচের কোন আয়নটির অসীম লঘুতায় আয়ন পরিবাহিতার মান সর্বাধিক–
a) Na+ B) K+ c) H+ d) Cs+
Ans- H+
13. EºCr2O72-/Cr3+ = 1.33 V, Eº MnO4–/Mn2+= 1.51 V, EºCl2/Cl–= 1.36 V কোনটি সবচেয়ে ভালো জারক দ্রব্য–
a) Cl– , b) Cr3+ , c) Mn2+ , d) MnO4–
Ans- MnO4–
14. অসীম লঘুতায় LiCl, NaCl , KCl এর তুল্যাঙ্ক পরিবাহীতার সঠিক ক্রম ঃ–
(a) LiCl > NaCl > KCl (b) KCl > NaCl > LiCl
(c) NaCl > KCl > LiCl (d) LiCl > KCl > NaCl
Ans- KCl > NaCl > LiCl
আরও দেখুনঃ তড়িৎ রসায়ন অধ্যায়ের গুরুতবপূর্ণ প্রশ্ম ও উত্তর | Electrochemistry for class 12 Chemistry
15. একটি কোশের স্বতঃস্ফর্ততার জন্য নিন্মলিখিত কোন শর্তটি স্থিকঃ–
(a) ∆G > 0 , E0cell > 0 (b)∆G > 0 , E0cell < 0
(c) ∆G < 0 , E0cell > 0 (d) ∆G = 0 , E0cell = 0
Ans- ∆G < 0 , E0cell > 0
16. 1 মোল Cr2O7 2- আয়নকে Cr3+ এ পরিণত করতে প্রয়োজনীয় আধানের পরিমান হল–
(a) 96500 C (b) 579000 C (c) 289500 C (d) 193000 C
Ans- 579000 C
17. AgNO3 , CuSO4 , AlCl3 দ্রবনের প্রতিটিতে এক মোল ইলেকট্রন পাঠালে ক্যাথোডে Ag , Cu ও Al এর মোল সংখ্যার অনুপাত হবে–
(a) 1 : 2 : 3 (b) 6 :3 : 2 (c) 3 : 2 : 1 (d) 2 : 3 : 6
Ans- – 6 :3 : 2
18. কোনো তড়িৎ রাসায়নিক কোশ থেকে লবণ সেতু অপসারিত করলে কোশ বিভবের কী ঘটে ?
(a) ধীরে ধীরে বৃদ্ধি পায় (b) শূন্য হয়ে যায় (c) দ্রুত বৃদ্ধি পায় (d) কোনো পরিবর্তন ঘটে না
Ans- শূন্য হয়ে যায়
19. একটি কোশ বিক্রিয়া স্বতঃস্ফর্ত হবে যখন–
(a) E0red < 0 (b) E0red > 0
(c) ∆G < 0 (d) ∆G > 0
Ans- ∆G < 0
20. 25 ℃ উষ্ণতায় কোনটির অসীম লঘুতায় মোলার পরিবাহিতা সর্বাধিক ?
(a) Na + (b) Li +
(c) Rb + (d) K +
Ans- Li +
21. কোনো তড়িদবিশ্লেষ্যের মোলার পরিবাহীতা বৃদ্ধি পায় –
(a) লঘুতা বৃদ্ধি করলে (b) উষ্ণতা কমালে (c) লঘুতা হ্রাস করলে (d) ্কোনোটিই নয়
Ans- লঘুতা হ্রাস করলে
22. মোলার পরিবাহীতার SI একক কোনটি –
(a) S.m-1 (b) S.cm2.mol-1 (c) S.cm.mol-1 (d) S.m2.mol-1
Ans- S.m2.mol-1
23. A, B ও C তিনটি ধাতুর প্রমাণ বিজারণ বিভবের মান যথাক্রমে -1.5 V, 0.52 V ও -3.1 V । ধাতু তিনটির বিজারণ ক্ষমতার ক্রম –
(a) B>A>C (b) C>A>B (c) A>B>C (d) B>A>C
Ans- C>A>B
24. Zn(s) | Zn2+(0.1M) | | Cu2+(0.01M) | Cu(s)
উপরের কোশটির E0cell = 1.10 V হলে Ecell এর মান (298K)-
(a) 1.60 V (b) 2.04 V (c) 1.07 V (d) 0.90 V
Ans- 1.07 V
আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট