জুনিয়ার বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি ২০২৪ | Junior Bigyani Kanya Medha Britti 2024

NMMS Exam 2024

NMMS exam 2024 | এন এম এম এস পরীক্ষা ২০২৪ এর আবেদন শুরু হল

Electrochemistry

তড়িৎ রসায়ন অধ্যায়ের M.C.Q. এবং তার উত্তর | Electrochemistry MCQ Class 12 Chemistry

Last Updated on July 8, 2024 by Science Master

তড়িৎ রসায়ন M.C.Q. (Electrochemistry MCQ)

 তড়িৎরসায়ন (Electrochemistry) অধ্যায়ের কিছু গুরুতবপূর্ণ M.C.Q. এবং তার উত্তর নিচে দেওয়া হল-

1.গলিত Al2O3 থেকে তড়িদবিশ্লেষণ দ্বারা 18 g Al প্রস্তুত করতে কত ফ্যারাডে তড়িতের প্রয়োজন ?

a) 2/3 b) 3/2 c) 2 d) 1/2

Ans- 2

2. আপেক্ষিক পরিবাহিতার একক হল

a) ohm.cm b) mho.cm-1 c) ohm-1.cm d) ohm.cm-1

Ans- mho.cm-1

3. একটি নির্দিস্ট তড়িদবিশ্লেষ্য পদার্থের নীচের গাঢ়ত্ব গুলির মধ্যে কোনটির মোলার পরিবাহিতা সবচেয়ে বেশি ?

a) 0.002 (M) b) 0.003 (M) c) 0.004 (M) d) 0.005 (M)

Ans- 0.002 (M)

4. AlCl3 দ্রবন থেকে 1 mol Al কে সঞ্চিত করতে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত করতে হবে ?

a) 1 F , b) 0.33 F , c) 3 F , d) 1.33 F

Ans- 3 F

5. একটি তড়িৎ রাসায়নিক কোশের ক্ষেত্রে কোশ ধ্রূবক হল L রোধ R হলে, আপেক্ষিক পরিবাহিতা হবে

a) L/R , b) L.R , c) LR 2 , d) R/L

Ans- L/R

6. তুল্যাঙ্ক পরিবাহিতার একক হল

a) mho.cm b) ohm-1.cm 2 .(g.equiv) -1

c) ohm.cm 2.(g.equiv) d) S. m -1

Ans- ohm-1.cm 2 .(g.equiv) -1

7. EºK+/K =-2.93 V, EºAg+/Ag=+0.80 V, EºMg2+/Mg =-2.37 V, EºCr+/Cr=-0.74 V কোনটি সবচেয়ে ভালো জারক দ্রব্য

আরও দেখুন:  WB HS Semester System Syllabus 2024-25 | উচ্চমাধ্যমিক সেমিস্টার সিস্টেম সিলেবাস pdf

a) Mg2+ , b) Ag+ , c) Cr+ , d) K+

Ans- Ag+

8. AgNO3 এর জলীয় দ্রবন থেকে 54 g Ag মুক্ত করতে তড়িতের প্রয়োজন-

a) ½ F , b) ¾ F , c) 2 F , d) F

Ans- ¾ F

9. A, B, C, D এর প্রমাণ বিজারণ বিভবের মান 2.93V, -0.25V, -3.05V, 0.74V কোনটি বেশি সক্রিয় ?

a) A , b) B , c) C , d) D

Ans- C

10. পরিবাহিতা (L) হল

a) আপেক্ষিক রোধের অনোন্যক b) রোধের অনোন্যক

c)তড়িৎ প্রবাহের অনোন্যক d) গাঢ়ত্বের অনোন্যক

Ans- রোধের অনোন্যক

11. কোনো পরিবাহীর কোশের কোশ ধ্রূবকের মান

a) l/A , b) l.A , c) A/ l , d) 1/ l.A

Ans- l/A

12. নিচের কোন আয়নটির অসীম লঘুতায় আয়ন পরিবাহিতার মান সর্বাধিক

a) Na+ B) K+ c) H+ d) Cs+

Ans- H+

13. EºCr2O72-/Cr3+ = 1.33 V, Eº MnO4/Mn2+= 1.51 V, EºCl2/Cl= 1.36 V কোনটি সবচেয়ে ভালো জারক দ্রব্য

a) Cl , b) Cr3+ , c) Mn2+ , d) MnO4

Ans- MnO4

14. অসীম লঘুতায় LiCl, NaCl , KCl এর তুল্যাঙ্ক পরিবাহীতার সঠিক ক্রম

(a) LiCl > NaCl > KCl (b) KCl > NaCl > LiCl

(c) NaCl > KCl > LiCl (d) LiCl > KCl > NaCl

আরও দেখুন:  উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্মপত্র | WB HS Previous Year Question Paper Class 12 Download

Ans- KCl > NaCl > LiCl

আরও দেখুনঃ তড়িৎ রসায়ন অধ্যায়ের গুরুতবপূর্ণ প্রশ্ম ও উত্তর | Electrochemistry for class 12 Chemistry

15. একটি কোশের স্বতঃস্ফর্ততার জন্য নিন্মলিখিত কোন শর্তটি স্থিকঃ

(a) G > 0 , E0cell > 0 (b)∆G > 0 , E0cell < 0

(c) G < 0 , E0cell > 0 (d) ∆G = 0 , E0cell = 0

Ans- ∆G < 0 , E0cell > 0

16. 1 মোল Cr2O7 2- আয়নকে Cr3+ পরিণত করতে প্রয়োজনীয় আধানের পরিমান হল

(a) 96500 C (b) 579000 C (c) 289500 C (d) 193000 C

Ans- 579000 C

17. AgNO3 , CuSO4 , AlCl3 দ্রবনের প্রতিটিতে এক মোল ইলেকট্রন পাঠালে ক্যাথোডে Ag , Cu Al এর মোল সংখ্যার অনুপাত হবে

(a) 1 : 2 : 3 (b) 6 :3 : 2 (c) 3 : 2 : 1 (d) 2 : 3 : 6

Ans-6 :3 : 2

18. কোনো তড়িৎ রাসায়নিক কোশ থেকে লবণ সেতু অপসারিত করলে কোশ বিভবের কী ঘটে ?

(a) ধীরে ধীরে বৃদ্ধি পায় (b) শূন্য হয়ে যায় (c) দ্রুত বৃদ্ধি পায় (d) কোনো পরিবর্তন ঘটে না

Ans- শূন্য হয়ে যায়

19. একটি কোশ বিক্রিয়া স্বতঃস্ফর্ত হবে যখন

(a) E0red < 0 (b) E0red > 0

(c) ∆G < 0 (d) ∆G > 0

Ans- ∆G < 0

20. 25 ℃ উষ্ণতায় কোনটির অসীম লঘুতায় মোলার পরিবাহিতা সর্বাধিক ?

(a) Na + (b) Li +

আরও দেখুন:  {PDF} উচ্চমাধ্যমিক ২০২৪ ইংরেজী প্রশ্মপত্র | WBHS 2024 English Question Paper pdf

(c) Rb + (d) K +

Ans- Li +

21. কোনো তড়িদবিশ্লেষ্যের মোলার পরিবাহীতা বৃদ্ধি পায়

(a) লঘুতা বৃদ্ধি করলে (b) উষ্ণতা কমালে (c) লঘুতা হ্রাস করলে (d) ্কোনোটিই নয়

Ans- লঘুতা হ্রাস করলে

22. মোলার পরিবাহীতার SI একক কোনটি

(a) S.m-1 (b) S.cm2.mol-1 (c) S.cm.mol-1 (d) S.m2.mol-1
Ans- S.m2.mol-1

23. A, B ও C তিনটি ধাতুর প্রমাণ বিজারণ বিভবের মান যথাক্রমে -1.5 V, 0.52 V ও -3.1 V । ধাতু তিনটির বিজারণ ক্ষমতার ক্রম –

(a) B>A>C (b) C>A>B (c) A>B>C (d) B>A>C

Ans- C>A>B

24. Zn(s) | Zn2+(0.1M) | | Cu2+(0.01M) | Cu(s)
উপরের কোশটির E0cell = 1.10 V হলে Ecell এর মান (298K)-

(a) 1.60 V (b) 2.04 V (c) 1.07 V (d) 0.90 V

Ans- 1.07 V

nath আমাদের পোষ্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের পোস্টের লেটেস্ট আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। Facebook Page, Telegram, Whatsapp

WhatsApp Channel Follow
Telegram Channel Join Now
Facebook Page Follow

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top