Last Updated on January 6, 2025 by Science Master
Physical Science Activity Task-3 Answers for Class -10/ দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের অ্যাক্টিভিটি ্টাস্ক ৩ এর উত্তর
বাংলার শিক্ষা থেকে ভৌত বিজ্ঞান(Physical Science) বিষয়ের যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, তাতে দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান(Physical Science) বিষয়ের যে Activity Task-3 দেওয়া হয়েছে তার উত্তর করে দেওয়া হল। আশাকরি ছাত্র-ছাত্রীদের খুব কাজে লাগবে।
1) কোনো তড়িৎক্ষেত্রের একটি বিন্দুতে বিভব x ভোল্ট বলতে কি বোঝায় ?
উঃ- কোনো তড়িৎক্ষেত্রের একটি বিন্দুতে বিভব x ভোল্ট বলতে বোঝায়, অসীম দূরত্ব থেকে 1কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে x জুল কার্জ করতে হয়।
V=W/q,
V=x জুল/1কুলম্ব
=x জুল.কুলম্ব
= x ভোল্ট
2) কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 16 amp তড়িৎ প্রবাহ গেলে প্রতি সেকেণ্ডে তার মধ্যে দিয়ে প্রবাহিত ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। (ইলেকট্রনের আধান-1.6 x 10-19 কুলম্ব)
উঃ- আমরা জানি,
Q=I.t যেখানে Q= তড়িতের পরিমাণ
I= প্রবাহমাত্রা
t= সময়
দেওয়া আছে, I=16 amp , t= 1 sec
অতএব, Q= (16 x 1) amp.sec
=16 কুলম্ব
1.6 x 10-19 কুলম্ব তড়িৎ = 1 টি ইলেকট্রন
16 কুলম্ব তড়িৎ =16/( 1.6 x 10-19 )
= (16 x 10 x 10-19)/16
=1020 টি ইলেকট্রন
অতএব, পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা 1020 টি ।
3) কোনো তড়িৎ কোশের তড়িচ্চালক বল (emf) 1.5 V বলতে কি বোঝায় ?
উঃ- ‘ কোনো তড়িৎ কোশের তড়িচ্চলক বল 1.5 V ’ বলতে বোঝায়, যে ওই কোশ যুক্ত পূর্ণ বর্তণীতে 1 কুলম্ব তড়িৎ আধানকে একবার সম্পূর্ণ আবর্তণ করাতে 1.5 জুল কার্জ করতে হয়। অথবা মুক্ত বর্তণীতে ওই কোশটির দুটি মেরুর মধ্যে 1.5 V বিভব পার্থক্য থাকে।
4) ওহমের সূত্রটির গাণিতিক রূপটি লেখো এবং লেখচিত্র অঙ্কন করো।
উঃ- ওহমের সূত্র-“ উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হয় “।
ওহমের সূত্রের গাণিতিক রূপঃ-
পরিবাহীর দুটি প্রান্তের বিভব পার্থক্য V এবং প্রবাহমাত্রা I হলে,
V ∞I
V=I.R (R= পরিবাহীর রোধ)
I- V লেখচিত্রঃ- I- V লেখচিত্রটি একটি মূলবিন্দুগামী সরলরেখা হয়। AC/BC = R, (R= পরিবাহীর রোধ) | |
Physical Science Activity Task-3 Answers |
- সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান – তাপ (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 7 Poribesh O Bigyan Heat Chapter
- বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ-মাধ্যমিক জীবন বিজ্ঞান | Life Science Chapter 3
- মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৫ | Madhyamik Exam Routine 2025 pdf Download
- মাধ্যমিক জীবন বিজ্ঞান-জীবনের প্রবাহমানতা প্রশ্ম-উত্তর Madhyamik Life Science Chapter 2
- {pdf} WBBSE Holiday List 2025 | মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা ২০২৫