Last Updated on November 30, 2022 by Science Master
পরিবেশ বিজ্ঞান বিষয়ের প্রথম মডেল অ্যাকটিভিটি টাক্সের উত্তর।
COVID-19 এর জন্য সমস্ত বিদ্যালয়ের সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য বাংলার শিক্ষার উদ্দোগে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এই অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের ক্লাস হয়েছে। আর এই ক্লাসের উপর ভিত্তি করে ছাত্রছাত্রীদের
জন্য পরিবেশ বিজ্ঞান বিষয়ের দুটি মডেল অ্যাকটিভিটি টাক্স (ENVS Model Activity Task) দেওয়া হয়েছে। মূলত এটি প্রথম পরযায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত পাঠ্য
সূচিকে ভিত্তি করে তৈরী করা হয়েছে। এই পরিবেশ বিজ্ঞান বিষয়ের মডেল অ্যাকটিভিটি টাক্স (ENVS Model Activity Task) ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয় ভিত্তিক খাতায় লিখে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে জমা দেবে। এই পরিবেশ বিজ্ঞান বিষয়ের প্রথম মডেল অ্যাকটিভিটি টাক্স (ENVS Model Activity Task-1 ) ছাত্রছাত্রীদের সুবিধার জন্য করে দেওয়া হল। প্রয়োজন হলে ছাত্রছাত্রীরা এটি অনুসরণ করতে পারে।
1. পারদের ঘনত্ব 13.6 গ্রাম/ ঘনসেমি হলে 5 লিটার পারদের ভর কত কিলোগ্রাম হবে তা নির্ণয় করো।
উঃ– 1 লিটার = 1000 ঘনসেমি
5 লিটার = 5000 ঘনসেমি
পারদের ঘনত্ব 13.6 গ্রাম/ ঘনসেমি হলে,
1 ঘনসেমি পারদের ভর 13.6 গ্রাম
5000 ” ” ” (13.6 X 5000)গ্রাম
= 68000 গ্রাম
= 68 কিলোগ্রাম
অতএব, 5 লিটার পারদের ভর 68 কিলোগ্রাম হবে ।
2. প্রাণীকোশের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্ণিত করো।
উঃ– প্রাণীকোশের চিত্র-

Also read-অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান (Environmental Science) বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক – ২০২১ এর উত্তর – Click here
3. বিশেষ পরীক্ষা থেকে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্বন্ধে কী কী সির্ধান্তে উপনীত হয়েছিলেন।
উঃ– বিশেষ পরীক্ষা থেকে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্বন্ধে কয়েকটি সির্ধান্তে উপনীত হয়েছিলেন-
i) পরমাণুর মধ্যে বেশির ভাগ জায়গাই ফাঁকা।
ii) পরমাণুর প্রায় সমস্ত ভরই তার মাঝখানে অতি অল্প জায়গাই জড়ো হয়ে আছে। তিনি এই ভারী অংশের নাম দেন নিউক্লিয়াস বা কেন্দ্রক।
iii) পরমাণুর নিউক্লিয়াসের মধ্যেই তার সমস্ত ধনাত্মক চার্জ সীমাবদ্ধ থাকে।
iv) নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো নানান বৃত্তাকার কক্ষপথে ঘুরছে।
4. উদ্ভিদ দেহে বিভিন্ন প্লাস্টিডের ভূমিকা উল্লেখ করো।
উঃ– উদ্ভিদ কোশে সাধারণত তিন ধরনের প্লাস্টিড দেখা যায়।
ক্লোরোপ্লাস্টিডঃ– এর মধ্যে সাধারণত সবুজ রং এর রঞ্জক ক্লোরোফিল থাকে। এদের উপস্থিতিতে উদ্ভিদের নানা অঙ্গ সবুজ হয়।
ক্রোমোপ্লাস্টিডঃ– এই ধরনের প্লাস্টিডে সবুজ ব্যাতিত কমলা, লাল, হলুদ অন্যান্য বর্ণের রঞ্জক থাকে। এরা ফুল অ ফলের বর্ণ নিয়ন্ত্রন করে।
লিউকোপ্লাস্টিডঃ– এই ধরনের প্লাস্টিড বর্ণহীন । এটি নানা ধরনের খাদ্য সঞ্চয় করে।
👉 পরিবেশবিদ্যা মডেল অ্যাকটিভিটি টাস্ক সেপ্টেম্বর 2021এর উত্তর । Click here
👉 পরিবেশবিদ্যা মডেল অ্যাকটিভিটি টাস্ক আগষ্ট 2021 এর উত্তর । Click here
👉 পরিবেশ বিজ্ঞান (Environmental Science) বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক – ২০২১ এর উত্তর – Click here
👉পরিবেশ বিজ্ঞান বিষয়ের তৃতীয় মডেল অ্যাকটিভিটি টাক্সের উত্তর। Click here